ভারতের জাতীয় প্রতীক (National Emblem of India)
গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের বারাণসীর অদূরে সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন এবং এখানে প্রথম বৌদ্ধ সংঘ স্থাপিত হয় । এই স্থানটি চিহ্নিত করে রাখার জন্য ভারত সম্রাট মহামতি অশোক একটি সিংহশীর্ষযুক্ত অশোকস্তম্ভ নির্মাণ করান । এই সারনাথে প্রাপ্ত অশোক স্তম্ভের মাথায় অবস্থিত সিংহমূর্তি ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক রূপে গৃহীত হয়েছে । মূল স্তম্ভে চারটি সিংহমূর্তি থাকলেও তিনটি সিংহমূর্তি একসঙ্গে দেখা যায় । সিংহমূর্তির তলায় একটি বৃষ ও অশ্বের মূর্তি এবং তার মাঝে অশোকের ধর্মচক্র খোদিত আছে । এর নীচে সংস্কৃতে লেখা আছে 'সত্যমেব জয়তে' । এই সমগ্র ভাস্কর্যটি ভারতের জাতীয় প্রতীকরূপে গৃহীত । ভারতীয় রাজধর্ম যে অশোকের রাজধর্ম সত্য, অহিংসা ও ত্যাগের প্রতীক, ভারতের জাতীয় প্রতীক তারই ইঙ্গিত বহন করছে । ভারত সরকারের দাপ্তরিক নামাঙ্কপত্রে, ভারতীয় মুদ্রায়, ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পাসপোর্টে এবং আরও বহুক্ষেত্রে এই প্রতীক ব্যবহৃত হয় । জাতীয় প্রতীকের অশোকচক্রটি ভারতের জাতীয় পতাকার কেন্দ্রে স্থান পেয়েছে ।
*****
- 2542 views