বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:-
মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-
১. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন— [মাধ্যমিক-২০১৭]
(ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (রায়) (গ) বাসন্তী দেবী (ঘ) বীণা দাস
২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল — [মাধ্যমিক-২০১৭]
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
৩. মাতঙ্গিনী হাজরা 'ভারত ছাড়ো' আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে— [মাধ্যমিক-২০১৭]
(ক) তমলুক (খ) সুতাহাটা (গ) বরিশাল (ঘ) পুরুলিয়া
৪. 'নারী কর্মমন্দির' প্রতিষ্ঠা করেছিলেন— [মাধ্যমিক-২০১৮]
(ক) উর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা রায় (নাগ)
৫. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল— [মাধ্যমিক-২০১৮]
(ক) অনুশীলন সমিতি (খ) গদর দল (গ) ইন্ডিয়ান রিপাবলিক আর্মি (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
৬. দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন — [মাধ্যমিক-২০১৮]
(ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজি (ঘ) ডঃ আম্বেদকর
৭. অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন — [মাধ্যমিক-২০১৯]
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু (খ) কৃষ্ণকুমার মিত্র (গ) চিত্তরঞ্জন দাশ (ঘ) আনন্দমোহন বসু
৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল — [মাধ্যমিক-২০১৯]
(ক) মালাবারে (খ) মাদ্রাজে (গ) মহারাষ্ট্রে (ঘ) গোদাবরী উপত্যকায়
৯. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন — [মাধ্যমিক-২০১৯]
(ক) বীণা দাস (খ) কল্পনা দত্ত (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) সুনীতি চৌধুরি
***********************************************
মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-
১. বঙ্গভঙ্গের দিন অরন্ধনের প্রস্তাব দেন কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অরবিন্দ ঘোষ (গ) কৃষ্ণকুমার মিত্র (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
২. 'সখী সমিতি' গঠন করেন কে ?
(ক) স্বর্ণকুমারী দেবী (খ) সরলাদেবী চৌধুরানি (গ) কাদম্বরী দেবী (ঘ) মৃণালিনী দেবী
৩. 'লক্ষীর ভান্ডার' প্রতিষ্ঠা করেন কে ?
(ক) লীলাবতী মিত্র (গ) হেমাঙ্গিনী দাস (ঘ) বাসন্তী দেবী (ঘ) সরলাদেবী চৌধুরানি
৪. ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন প্রভাতে কার উদ্যোগে 'রাখী বন্ধন' উৎসব অনুষ্ঠিত হয় ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেদ্রনাথ ঠাকুর
৫. ১৯২২ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘটের নেতৃত্ব দেন কে ?
(ক) উর্মিলাদেবী দাশ (খ) রোকেয়া শাখাওয়াত হোসেন (গ) বীণা দাস (ঘ) নেলী সেনগুপ্ত
৬. 'গোপনে বেতার কেন্দ্র' পরিচালনা করতেন কে ?
(ক) ঊষা মেহতা (খ) লীলা নাগ (গ) উর্মিলা দেবী (ঘ) নেলী সেনগুপ্ত
৬. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন কে ?
(ক) সতীশচন্দ্র সামন্ত (খ) অজয় মুখোপাধ্যায় (গ) সুশীলকুমার ধারা (ঘ) সতীশচন্দ্র বসু
৭. ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠিত হয় ?
(ক) কলকাতায় (খ) তমলুকে (গ) ঢাকায় (ঘ) চট্টগ্রামে
৮. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে যুক্ত নারী স্বেচ্ছাসেবীকাদের নিয়ে গঠিত হয়—
(ক) গান্ধি ব্রিগেড (খ) ঝাঁসির রানি ব্রিগেড (গ) ভগিনী সেনা (ঘ) প্যাটেল ব্রিগেড
৯. 'গান্ধি বুড়ি' নামে পরিচিত ছিলেন কে ?
(ক) মাতঙ্গিনী হাজরা (খ) কুমুদিনী বসু (গ) সরোজিনী নাইডু (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
১০. 'দীপালি সংঘ' কোথায় প্রতিষ্ঠিত হয় ?
(ক) কলকাতায় (খ) ঢাকায় (গ) বহরমপুরে (ঘ) শিলিগুড়িতে
১১. 'দীপালি সংঘ' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
১২. দীপালি সংঘের সঙ্গে 'শ্রীসংঘ' মিলিত হয়ে 'দীপালি ছাত্রী সংঘ' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
১৩. 'জয়শ্রী' পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
১৪. 'জয়শ্রী' পত্রিকাটি কে প্রকাশ করেন ?
(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার (খ) কল্পনা দত্ত (গ) বীণা দাস (ঘ) লীলা নাগ রায়
১৫. ভারতের স্বাধীনতা সংগ্রামে কোন নারী প্রথম শহিদ হয়েছিলেন ?
(ক) কল্পনা দত্ত (খ) মাতঙ্গিনী হাজরা (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) বীণা দাস
১৬. কোন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার উত্তীর্ণ হন ?
(ক) বেথুন কলেজ (খ) সাগরবালা কলেজ (গ) যোগমায়া দেবী কলেজ (ঘ) লেডি ব্রেবোর্ন কলেজ
১৭. প্রীতিলতা ওয়াদ্দেদার কত খ্রিস্টাব্দে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিলেন ?
(ক) ১৮ই এপ্রিল, ১৯৩০ খ্রি. (খ) ১৮ই এপ্রিল, ১৯৩২ খ্রি. (গ) ২৪শে সেপ্টেম্বর, ১৯৩২ খ্রি. (ঘ) ২৪শে সেপ্টেম্বর, ১৯৩৩ খ্রি.
১৮. 'অগ্নিযুগের অগ্নিকন্যা' নামে পরিচিত কে ছিলেন ?
(ক) বেগম রোকেয়া (খ) কল্পনা দত্ত (গ) শান্তি দাস (ঘ) লীলা নাগ
১৯. কল্পনা দত্তকে 'অগ্নিকন্যা' নামে অভিহিত করেন কে ?
(ক) সূর্য সেন (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) পূর্ণেন্দু দস্তিদার
২০. 'ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লিগ' কে গঠন করেন ?
(ক) রাসবিহারী বসু (খ) সুভাষচন্দ্র বসু (গ) আনন্দমোহন বসু (ঘ) মোহন সিং
২১. 'আজাদ হিন্দ বাহিনী' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ খ্রি. (খ) ১লা সেপ্টেম্বর, ১৯৪২ খ্রি. (গ) ১লা সেপ্টেম্বর, ১৯৪৫ খ্রি. (ঘ) ১লা সেপ্টেম্বর, ১৯৪৭ খ্রি.
২২. 'আজাদ হিন্দ বাহিনী' কে গঠন করেন ?
(ক) সুভাষচন্দ্র বসু (খ) আনন্দমোহন বসু (গ) মোহন সিং (ঘ) রাসবিহারী বসু
২৩. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ?
(ক) প্যাটেল ব্রিগেড (খ) ঝাঁসির রানি ব্রিগেড (গ) গান্ধি ব্রিগেড (ঘ) সুভাষ ব্রিগেড
২৪. ঝাঁসীর রানি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন কে ?
(ক) কল্পনা দত্ত (খ) লক্ষ্মী স্বামীনাথন (গ) লীলা নাগ (ঘ) অরুণা আসফ আলি
২৫. ভারতের প্রথম ছাত্র সংগঠন হল কোনটি ?
(ক) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (খ) স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (গ) দিপালী ছাত্রী সংঘ (ঘ) ছাত্রীভবন
২৬. 'পার্থেনন' পত্রিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (গ) ১৮৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
২৭. 'সাধারণ জ্ঞানোপার্জিকা সভা' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৩২ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
২৮. 'স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৩০ খ্রিস্টাব্দে (গ) ১৮৩২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
২৯. 'নিখিল ভারত ছাত্র সংগঠন' বা 'অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন' (AISF) কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
৩০. 'ডন সোসাইটি' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯০২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
৩১. 'ডন সোসাইটি' -র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) সতীশচন্দ্র বসু (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) শচীন্দ্রপ্রসাদ বসু (ঘ) প্রমথনাথ মিত্র
৩২. ডন পত্রিকা কে প্রকাশ করেন ?
(ক) রাজনারায়ণ বসু (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) অরবিন্দ ঘোষ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. অ্যান্টি সার্কুলার সোসাইটি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ?
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে
৩৪. অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) শচীন্দ্রপ্রসাদ বসু (গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৩৫. অ্যান্টি সার্কুলার সোসাইটি কোথায় অবস্থিত ছিল ?
(ক) কলকাতায় (খ) দিল্লিতে (গ) বোম্বে (ঘ) ঢাকায়
৩৬. ব্রিটিশ সরকার দমন মূলক 'কার্লাইল সার্কুলার' কত খ্রিস্টাব্দে জারি করে ?
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে
৩৭. ব্রিটিশ সরকার 'লিয়ন সার্কুলার' কত খ্রিস্টাব্দে জারি করে ?
(ক) ১৬ই অক্টোবর, ১৯০৪ খ্রি. (খ) ১৬ই অক্টোবর, ১৯০৫ খ্রি. (গ) ১৬ই অক্টোবর, ১৯০৬ খ্রি. (ঘ) ১৬ই অক্টোবর, ১৯০৭ খ্রি.
৩৮. ব্রিটিশ সরকার 'পেডলার সার্কুলার' কত খ্রিস্টাব্দে জারি করে ?
(ক) ২১শে অক্টোবর, ১৯০৪ খ্রি. (খ) ২১শে অক্টোবর, ১৯০৫ খ্রি. (গ) ২১শে অক্টোবর, ১৯০৬ খ্রি. (ঘ) ২১শে অক্টোবর, ১৯০৭ খ্রি.
৩৯. 'ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে
৪০. 'ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
৪১. 'ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' -এর সভাপতি কে ছিলেন ?
(ক) ধীরেন দাশগুপ্ত (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (গ) সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (ঘ) জগদীশচন্দ্র বসু
৪২. 'গান্ধি-আরউইন' চুক্তি করে স্বাক্ষরিত হয় ?
(ক) ৫ই মার্চ, ১৯৩১ খ্রিস্টাব্দ (খ) ৫ই মার্চ, ১৯৩২ খ্রিস্টাব্দ (গ) ৫ই মার্চ, ১৯৩৩ খ্রিস্টাব্দ (ঘ) ৫ই মার্চ, ১৯৩৫ খ্রিস্টাব্দ
৪৩. 'ভয়েস অব ফ্রিডম' প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালে ?
(ক) বঙ্গভঙ্গ আন্দোলন (খ) অসহযোগ আন্দোলন (গ) আইন অমান্য আন্দোলন (ঘ) ভারত ছাড়ো আন্দোলন
৪৪. ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন আসামের মেয়ে—
(ক) ভোগেশ্বরী ফুকননী (খ) কনকলতা বড়ুয়া (গ) সরোজিনী নাইডু (ঘ) সরলাদেবী চৌধুরানি
৪৫. 'ভারত ছাড়ো আন্দোলন' চলাকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়নি—
(ক) মহারাষ্ট্রের সাতারায় (খ) অন্ধ্রের গুন্টুরে (গ) উত্তরপ্রদেশের গাজিপুরে (ঘ) ওড়িশার তালচেরে
৪৬. ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাব থেকে কে অংশ গ্রহণ করে ?
(ক) কনকলতা বড়ুয়া (খ) ভোগেশ্বরী ফুকোননি (গ) লীলা নাগ (ঘ) মদনলাল ধিংড়া
৪৭. 'রশিদ আলি দিবস' পালন করা হয় —
(ক) ১২ই ফেব্রুয়ারী, ১৯৪৬ খ্রি. (খ) ১২ই ফেব্রুয়ারী, ১৯৪৪ খ্রি. (গ) ১২ই ফেব্রুয়ারী, ১৯৪৭ খ্রি. (ঘ) ১২ই ফেব্রুয়ারী, ১৯৪৫ খ্রি.
৪৮. 'মিত্র মেলা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে
৪৯. 'মিত্র মেলা' কত খ্রিস্টাব্দে 'অভিনব ভারত' নামে পরিচিত হয় ?
(ক) ১৮৯৯ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
৫০. 'অভিনব ভারত' গঠন করেন কে ?
(ক) ভি ডি সাভারকার (খ) অরবিন্দ ঘোষ (গ) মদনমোহন মালব্য (ঘ) ধিংড়া
৫১. অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে ?
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু (খ) বাদল গুপ্ত (গ) সতীশচন্দ্র বসু (ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
৫২. কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে ?
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) প্রমথনাথ মিত্র (ঘ) পুলিনবিহারী দাস
৫৩. 'ঢাকা অনুশীলন সমিতি' প্রতিষ্ঠা করেন কে ?
(ক) সতীশচন্দ্র বসু (খ) পুলিনবিহারী দাস (গ) প্রমথনাথ মিত্র (ঘ) কৃষ্ণকুমার মিত্র
৫৬. অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন ?
(ক) প্রমথনাথ মিত্র (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (গ) বারীন্দ্রকুমার ঘোষ (ঘ) সতীশ ন্দ্র বসু
৫৭. যুগান্তর দল ১৯০৬ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে গড়ে ওঠে ?
(ক) প্রমথনাথ মিত্র (খ) সতীশচন্দ্র বসু (গ) সূর্য সেন (ঘ) বারীন্দ্রকুমার ঘোষ
৫৮. কোন মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসির সাজা হয় ?
(ক) আলিপুর বোমা (খ) মুজফফরপুর ষড়যন্ত্র (গ) লাহোর ষড়যন্ত্র (ঘ) মিরাট ষড়যন্ত্র
৫৯. কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ?
(ক) ১১ই আগস্ট, ১৯০৪ খ্রি. (খ) ১১ই আগস্ট, ১৯০৫ খ্রি. (গ) ১১ই আগস্ট, ১৯০৮ খ্রি. (ঘ) ১১ই আগস্ট, ১৯১১ খ্রি.
৬০. 'অলিন্দ যুদ্ধ' কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
(ক) ৮ই ডিসেম্বর, ১৯২৮ খ্রি. (খ) ৮ই ডিসেম্বর, ১৯৩০ খ্রি. (গ) ৮ই ডিসেম্বর, ১৯৩২ খ্রি. (ঘ) ৮ই ডিসেম্বর, ১৯৪২ খ্রি.
৬১. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) মেজর সত্য গুপ্ত (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (গ) মাস্টারদা সূর্য সেন (ঘ) হেমচন্দ্র ঘোষ
৬২. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' কোথাকার গুপ্ত সমিতির নাম ছিল ?
(ক) ঢাকার (খ) কলকাতার (গ) পাঞ্জাবের (ঘ) মহারাষ্ট্রের
৬৩. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' -এর সদস্য ছিলেন—
(ক) অরবিন্দ ঘোষ (খ) বিনয় বসু (গ) বীণা দাস (ঘ) কল্পনা দত্ত
৬৪. মেদিনীপুরে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের নেতৃত্বে ছিলেন কে ?
(ক) বাদল গুপ্ত (খ) বিনয় বসু (গ) দীনেশ গুপ্ত (ঘ) সুভাষচন্দ্র বসু
৬৫. 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' কে গঠন করেন ?
(ক) মাস্টারদা সূর্য সেন (খ) নেতাজি সুভাষচন্দ্র বসু (গ) রাসবিহারি বসু (ঘ) মেজর সত্য গুপ্ত
৬৬. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দেন—
(ক) ভগৎ সিং (খ) বিনয় বসু (গ) সূর্য সেন (ঘ) রাসবিহারী বসু
৬৭. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
(ক) ১৮ই এপ্রিল, ১৯৩০ খ্রি. (খ) ১৮ই এপ্রিল, ১৯৩২ খ্রি. (গ) ২৪শে সেপ্টেম্বর, ১৯৩২ খ্রি. (ঘ) ২৪শে সেপ্টেম্বর, ১৯৩৩ খ্রি.
৬৮. বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১২ই জানুয়ারি, ১৯৩০ খ্রি. (খ) ১২ই জানুয়ারি, ১৯৩২ খ্রি. (গ) ২৪শে সেপ্টেম্বর, ১৯৩৪ খ্রি. (ঘ) ১২ই জানুয়ারি, ১৯৩৪ খ্রি.
৬৯. শৃংখল ঝংকার গ্রন্থটি কে রচনা করেন ?
(ক) কল্পনা দত্ত (খ) কল্যাণী দাস (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার (ঘ) বীণা দাস
৭০. গান্ধিজি দলিতদের কি নামে আখ্যা দিয়েছিলেন ?
(ক) হরিজন (খ) অস্পৃশ্য (গ) শুদ্র (ঘ) মহাজন
৭১. প্রাক-স্বাধীনতা পর্বে গান্ধিজি কারামুক্ত হয়ে 'হরিজন' আন্দোলনের সূচনা করেন কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
৭২. মাদ্রাজে 'জাস্টিস পার্টি' প্রতিষ্ঠা করেন কারা ?
(ক) ব্রাহ্মণ শ্রেণি (খ) অব্রাহ্মণ শ্রেণি (গ) পুরোহিত শ্রেণি (ঘ) দলিত শ্রেণি
৭৩. আত্মসম্মান আন্দোলন করেন কে ?
(ক) শ্রী নারায়ণ গুরু (খ) বিনয় বসু (গ) দীনেশ গুপ্ত (ঘ) রামস্বামী নাইকার
৭৪. 'সেলফ রেসপেক্ট লিগ' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
৭৫. 'বহিস্কৃত হিতকারিণী সভা' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৯৩২ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯২৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দে
৭৬. 'বহিস্কৃত হিতকারিণী সভা' কে গঠন করেন ?
(ক) বি আর আম্বেদকর (খ) শ্রীনারায়ণ গুরু (গ) রামস্বামী নাইকার (ঘ) জগজীবন রাম
৭৭. 'বহিস্কৃত হিতকারিণী সভা' -র মুখপত্রের নাম কি ছিল ?
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা (খ) বহিস্কৃত ভারত (গ) উদ্বোধন পত্রিকা (ঘ) সঞ্জীবনী পত্রিকা
৭৮. 'অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস লিগ' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(ক) ১৯২৪ খ্রিস্টাব্দে (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
৭৯. 'অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস লিগ' কে গঠন করেছিলেন ?
(ক) বাবু জগজীবন রাম (খ) বি আর আম্বেদকর (গ) শ্রীনারায়ণ গুরু (ঘ) রামস্বামী নাইকার
৮০. বাংলার নমঃশূদ্র ছিলেন মূলত —
(ক) কৃষিজীবী (খ) শিক্ষক (গ) কারখানার শ্রমিক (ঘ) পুরোহিত শ্রেণি
৮১. বাংলার নমঃশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের নেতা কে ছিলেন ?
(ক) সোমেন্দ্রনাথ ঠাকুর (খ) প্রমথরঞ্জন ঠাকুর (গ) শ্রীগুরুচাঁদ ঠাকুর (ঘ) যোগেন্দ্রনাথ মণ্ডল
৮২. নমঃশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন কে ?
(ক) হরিচাঁদ ঠাকুর (খ) গুরু নানক (গ) নামদেব (ঘ) গুরুচাঁদ ঠাকুর
৮৩. বাংলায় নমঃশূদ্র আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ?
(ক) সশস্ত্র বিপ্লব (খ) স্ত্রী শিক্ষা (গ) সামাজিক অবস্থা সুদৃঢ়করণ (ঘ) আইন অমান্য
৮৪. কে নমঃশূদ্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন ?
(ক) হরিচাঁদ ঠাকুর (খ) গুরুচাঁদ ঠাকুর (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল (ঘ) টেকচাঁদ ঠাকুর
৮৫. নমঃশূদ্ররা যে সংগঠন গড়ে তুলেছিল তার নাম কি ?
(ক) নমঃশূদ্র সমিতি (খ) দলিত সংঘ (গ) মতুয়া মহাসংঘ (ঘ) সর্বভারতীয় দলিত সংগঠন
৮৬. দলিতরা পরবর্তীকালে কি নাম পরিচিত হয় ?
(ক) শূদ্র (খ) চন্ডাল (গ) নমঃশূদ্র (ঘ) তপশিলি জাতি-উপজাতি
৮৭. 'বেঙ্গল নমঃশূদ্র অ্যাসোসিয়েশন' কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?
(ক) ১৯১২ খ্রিস্টাব্দে (খ) ১৯২৪ খ্রিস্টাব্দে (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
৮৮. 'ইন্ডিপেন্ডেন্ট সিডিউল কাস্ট পার্টি' গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯১২ খ্রিস্টাব্দে (খ) ১৯২৪ খ্রিস্টাব্দে (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
৮৯. 'ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ছিলেন কে ?
(ক) তরু দত্ত (খ) সরোজিনী নাইডু (খ) স্বর্ণকুমারী দেবী (ঘ) অরুণা আসফ আলি
৯০. ধরসানা লবন গোলা সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন কে ?
(ক) পুণ্যলতা গুপ্তা (খ) কস্তুরবা গান্ধি (গ) সরলাদেবী চৌধুরানি (ঘ) সরোজিনী নাইডু
৯১. সত্যশোধক সমাজ গঠন করেন কে ?
(ক) জ্যোতিবা ফুলে (খ) বীরেশ লিঙ্গম (গ) রানাডে (ঘ) গোপাল হরি
৯২. বুড়িবালামের যুদ্ধে অংশ নেন—
(ক) সূর্য সেন (খ) ভগৎ সিং (গ) বাঘাযতীন (ঘ) অরবিন্দ ঘোষ
৯৩. ভারত স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা করেন কে ?
(ক) লীলা রায় (খ) সরলাদেবী চৌধুরানি (গ) উর্মিলা দেবী (ঘ) সুনিতা দেবী
৯৪. দেবদাসী প্রথার বিলোপের জন্য প্রথম বিল আনেন কে ?
(ক) সরোজিনী নাইডু (খ) মুথুলক্ষ্মী রেড্ডি (গ) বি আর আম্বেদকর (গ) বেগম ইয়াকুব হাসান
৯৫. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন ?
(ক) ক্লিমেন্ট এটলি (খ) ম্যাকডোনাল্ড (গ) চার্চিল (ঘ) দালাদিয়ের
৯৬. 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' নামে পরিচিত ছিলেন কে ?
(ক) জ্যোতিবা ফুলে (খ) গোপালহরি দেশমুখ (গ) বীরেশলিঙ্গম পান্তুলু (ঘ) মহাদেব গোবিন্দ রানাডে
৯৭. পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে (গ) ১৯৩২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
৯৮. 'গদর' শব্দের অর্থ কি ?
(ক) পবিত্র (খ) মাতৃভূমি (গ) দেশপ্রেম (ঘ) বিপ্লব
৯৯. 'নারী সত্যাগ্রহ সমিতি' গড়ে তোলেন কে ?
(ক) বাসন্তী দেবী (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) কল্পনা দত্ত (ঘ) লীলা নাগ
১০০. বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন কে ?
(ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (খ) যোগেন্দ্রনাথ মণ্ডল (গ) প্রমথরঞ্জন ঠাকুর (ঘ) হরিচাঁদ ঠাকুর
১০১. 'গুলামগিরি' গ্রন্থটির লেখক কে ?
(ক) বি আর আম্বেদকর (খ) পি সি যোশী (গ) জ্যোতিবা ফুলে (ঘ) মহত্মা গান্ধি
১০২. বাংলায় মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা কে ছিলেন ?
(ক) যোগেন্দ্রনাথ মণ্ডল (খ) শ্রী নারায়ণ গুরু (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১০৩. ভারতের 'বিপ্লববাদের জননী' বলা হয় কাকে ?
(ক) মাতঙ্গিনী হাজরা (খ) লক্ষ্মীবাঈ (গ) কল্পনা দত্ত (ঘ) ভিকাজী রুস্তম কামা
১০৪. ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি কলকাতায় 'রশিদ আলি দিবস' পালনের উদ্যোগ নেয়—
(ক) জাতীয়তাবাদী ছাত্র পরিষদ (খ) মুসলিম ছাত্র পরিষদ (গ) বামপন্থী ছাত্র সংগঠন (ঘ) কংগ্রেস ছাত্র পরিষদ
১০৫. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন -এ বাংলায় দলিতদের জন্য আইনসভায় কত আসন সংরক্ষিত হয় ?
(ক) ১৮ শতাংশ (খ) ২০ শতাংশ (গ) ২২ শতাংশ (ঘ) ২৫ শতাংশ
১০৬. 'রাষ্ট্রীয় স্ত্রী সংঘ' কে গঠন করেছিলেন ?
(ক) লীলা নাগ (খ) উর্মিলা দেবী (গ) সরোজিনী নাইডু (ঘ) বাসন্তী দেবী
১০৭. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন ?
(ক) অ্যানি বেসান্ত (খ) কমলা নেহরু (গ) সরোজনী নাইডু (ঘ) পদ্মজা নাইডু
১০৮. 'প্রতাপাদিত্য উৎসব', 'বীরাষ্টমী ব্রত' প্রভৃতি সূচনা করেন—
(ক) সরলাদেবী চৌধুরানি (খ) ননীবালা দেবী (গ) বাসন্তী দেবী (ঘ) লক্ষ্মী স্বামীনাথন
১০৯. পঞ্চম জাতি বলতে কাদের বোঝানো হত ?
(ক) রাজপুতদের (খ) ব্রাহ্মনদের (গ) চণ্ডালদের (ঘ) অ্যাংলো-ইন্ডিয়ানদের
১১০. 'হোমরুল লিগ' প্রতিষ্ঠা করেন কে ?
(ক) সরোজিনী নাইডু (খ) অ্যানি বেসান্ত (গ) ভগিনী নিবেদিতা (ঘ) মাদাম কামা
১১১. অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) বীণা দাস (খ) কমলাদেবী চট্টোপাধ্যায় (গ) বাসন্তী দেবী (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
১১২. 'হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন' গঠন করেন কে ?
(ক) রাজগুরু (খ) চন্দ্রশেখর আজাদ (গ) ভগৎ সিং (ঘ) বসন্ত মজুমদার
১১৩. 'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন কে ?
(ক) বাদল গুপ্ত (খ) অনন্ত সেন (গ) রশিদ আলি (ঘ) সূর্য সেন
১১৪. মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কোন বিপ্লবীকে 'বন্দেমাতরম' মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাতে জর্জরিত করেছিলেন ?
(ক) কানাইলাল (খ) সত্যেন্দ্রনাথ (গ) সুশীল সেন (ঘ) ক্ষুদিরাম বসু
১১৫. 'ইন্ডিয়ান রিপাবলিক আর্মি' গঠন করেন কে ?
(ক) সুভাষচন্দ্র বসু (খ) রাসবিহারি বসু (গ) মাস্টারদা সূর্য সেন (ঘ) বালগঙ্গাধর তিলক
১১৬. 'স্বদেশ বান্ধব সমিতি' কে গড়ে তোলেন ?
(ক) অশ্বিনী কুমার দত্ত (খ) অরবিন্দ ঘোষ (গ) বারিন ঘোষ (ঘ) বাল গঙ্গাধর তিলক
১১৭. 'গদর পার্টি' প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ?
(ক) পাঞ্জাবে (খ) লন্ডনে (গ) আমেরিকায় (ঘ) জার্মানিতে
১১৮. নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী সংঘ প্রতিষ্ঠা করেন কে ?
(ক) গান্ধিজি (খ) জ্যোতিবা ফুলে (গ) শ্রী গুরুচাঁদ ঠাকুর (ঘ) বি আর আম্বেদকর
১১৯. ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন কে ?
(ক) সরলাদেবী চৌধুরানি (খ) বাসন্তী দেবী (গ) শ্রীমতি বসু (ঘ) বীণা দাস
১২০. জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা হয় কোন আন্দোলন চলাকালে ?
(ক) স্বদেশি আন্দোলন (খ) অহিংস অসহযোগ (গ) আইন অমান্য (ঘ) ভারত ছাড়ো
১২১. পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের প্রথম ছাত্র শহীদ কে ?
(ক) ভগৎ সিং (খ) অজিত সিং (গ) খুশিরাম (ঘ) লাজপত রাই
১২২. 'ভারতের বুলবুল' নামে পরিচিত ছিলেন কে ?
(ক) বাসন্তী দেবী (খ)উর্মিলা দেবী (গ) সরোজনী নাইডু (ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়
১২৩. রানি গিলাদে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোথায় ?
(ক) অরুণাচলে (খ) নাগাল্যান্ডে (গ) মণিপুরে (ঘ) ত্রিপুরায়
১২৪. কাকোরী ষড়যন্ত্র মামলা হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
১২৫. কেরালায় দলিত আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(ক) কেলাপ্পান (খ) প্রমথরঞ্জন ঠাকুর (গ) রামস্বামী নাইকার (ঘ) গুরুচাঁদ ঠাকুর
১২৬. ভারতে 'বিপ্লববাদের জনক' নামে পরিচিত কে ?
(ক) ক্ষুদিরাম বসু (খ) সতীশচন্দ্র বসু (গ) বাসুদেব বলবন্ত ফাদকে (ঘ) মাতঙ্গিনী হাজরা
১২৭. জাস্টিস পার্টি গঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১৬ খ্রিস্টাব্দে (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
১২৮. 'অ্যানিহিলেশন অফ কাস্ট' গ্রন্থের রচয়িতা কে ?
(ক) গান্ধিজি (খ) বি আর আম্বেদকর (গ) বালগঙ্গাধর তিলক (ঘ) জ্যোতিবা ফুলে
১২৯. 'বাঘাযতীন' -এর আসল কি ?
(ক) যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (খ) যতীন কুমার দাস (গ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (ঘ) যতীন্দ্রনাথ রায়
১৩০. 'ব্রাহ্মণচে কসাব' রচনা করেন কে ?
(ক) এস সি রাজা (খ) জ্যোতিবা ফুলে (গ) বি আর আম্বেদকর (ঘ) রামস্বামী নাইকার
১৩১. ভারতে দলিত আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন কে ?
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) আল্লুরি সীতারাম রাজু (গ) বি আর আম্বেদকর (ঘ) চিদাম্বরম পিল্লাই
১৩২. 'ভারত স্ত্রী মহামন্ডল' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে (গ) ১৯১১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
১৩৩. ১৯২৭ খ্রিস্টাব্দে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন কে ?
(ক) নারায়ণ গুরু (খ) এ কে গোপালন (গ) বি আর আম্বেদকর (ঘ) যোগেন্দ্রনাথ মণ্ডল
১৩৪. আত্মসম্মান আন্দোলন কাদের জন্য গড়ে ওঠে ?
(ক) প্যাটেলদের জন্য (খ) সাঁওতাল অধিবাসীদের জন্য (গ) এজহারা সম্প্রদায়ের জন্য (ঘ) দলিতদের জন্য
১৩৫. 'যার দল নাই, তার বল নাই' —এ কথা কে বলেছেন ?
(ক) রামকৃষ্ণদেব (খ) বি আর আম্বেদকর (গ) গুরুচাঁদ ঠাকুর (ঘ) মহাত্মা গান্ধি
১৩৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারী বাহিনী কে গঠন করেন ?
(ক) সৌদামিনী দেবী (খ) মনোরমা বসু (গ) ননীবালা দেবী (ঘ) নির্মলা সরকার
১৩৭. নারীদের ভোটাধিকার অর্জনে কে নেতৃত্ব দেন ?
(ক) লেডি অবলা বসু (খ) অ্যানি বেসান্ত (গ) বাসন্তী দেবী (ঘ) সরোজিনী নাইডু
১৩৮. 'কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি' গঠিত হয়েছিল—
(ক) আইন অমান্য আন্দোলন পর্যায়ে
(খ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে
(গ) অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে
১৩৯. পুনা চুক্তি স্বাক্ষরিত হয়—
(ক) আম্বেদকার ও জওহরলাল নেহেরু মধ্যে
(খ) গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে
(গ) গান্ধিজি ও সুভাষচন্দ্র বসুর মধ্যে
(ঘ) জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর মধ্যে
১৪০. ভাইকম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কিসের জন্য ?
(ক) নির্বাচনে অংশগ্রহণের অধিকার আদায়ের জন্য
(খ) খাজনা মুকুবের জন্য
(গ) মন্দিরে প্রবেশের অধিকার আদায়ের জন্য
(ঘ) বিদেশি পণ্য বিক্রি বন্ধের জন্য
****