Submitted by avimanyu pramanik on Tue, 12/28/2021 - 20:25

প্রশ্ন : স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

(১) নিম্ন প্রবাহে নদীর গতিবেগ একেবারে কমে গেলে নদী বাহিত বিভিন্ন আকৃতির শিলাখন্ড, শিলাচূর্ণ, বালি, পলি প্রভৃতি বহন করতে অক্ষম হয়ে পড়ে এবং নদী বাহিত বিভিন্ন পদার্থ, শিলাখন্ড, শিলাচূর্ণ, বালি, পলি প্রভৃতি নদীর দুই তীরে অবক্ষেপণের মাধ্যমে সঞ্চিত হয় ।

(২) দীর্ঘকাল ধরে পলিসঞ্চয়ের ফলে নদীর দুই তীরবর্তী স্থান পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উঁচু হয়ে যায় ।

(৩) নদীর দুই পাশে পলি সঞ্চয়ের ফলে প্রাকৃতিক ভাবে বাঁধের আকারে যে দীর্ঘ ভূমির সৃষ্টি হয়, তাকে স্বাভাবিক বাঁধ বলা হয় ।

(৪) স্বাভাবিক বাঁধের উচ্চতা সাধারণত ২ থেকে ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে ।

(৫) স্বাবাভিক বাঁধ নদী ও নিম্ন অববাহিকাকে বন্যার হাত থেকে রক্ষা করে ।

*****

Comments

Related Items

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

আবহাওয়া

জলবায়ু

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ? বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী ?

প্রশ্ন :- বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী  ?

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :-