ভারতের ভূপ্রকৃতি :- উত্তর ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পামীর গ্রন্থি থেকে বের হওয়া হিন্দুকুশ, সুলেমান, খিরথর কারাকোরাম, হিমালয় প্রভৃতি কয়েকটি উঁচু পর্বতশ্রেণী ভারতীয় উপমহাদেশকে এশিয়া মহাদেশের বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে ।
ভূপ্রকৃতিগত পার্থক্য অনুসারে ভারতকে ৭টি প্রধান ভৌগলিক অঞ্চলে ভাগ করা যায় । যথা:-
[১] উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল,
[২] উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি,
[৩] উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল,
[৪] ভারতের বিশাল মালভূমি অঞ্চল,
[৫] ভারতের মরুভূমি অঞ্চল,
[৬] ভারতের উপকূলের সমভূমি অঞ্চল,
[৭] দ্বীপ পুঞ্জ
*****
- 12431 views