নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

Submitted by avimanyu pramanik on Fri, 12/31/2021 - 11:52

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫- ১০ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের বায়ু তূলনামূলকভাবে উষ্ণ ও হালকা হয় । অন্যদিকে

(২) নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে প্রখর সূর্যকিরণের উত্তাপে এই অঞ্চলের জল বাষ্পীভূত হয়ে জলীয়বাষ্পরূপে বাতাসের সঙ্গে মিশে থাকে । বিশুদ্ধ বায়ুর তুলনায় জলীয়বাষ্প হালকা বলে জলীয়বাষ্পপূর্ণ এই বায়ু হালকা হয় ।

(৩) এই দুই কারণে নিরক্ষীয় অঞ্চলের নিম্নস্তরের জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরে উঠে যায় এবং সেখানকার প্রবল শৈত্যের সংস্পর্শে এসে প্রসারিত, শীতল ও ঘনীভূত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় যাকে পরিচলন বৃষ্টি বলে ।

(৪) অতঃপর উপরের স্তরের শীতল ও ভারী বাতাস নীচে নামে এবং প্রখর সূর্যকিরণ ও জলভাগের প্রভাবে উষ্ণ, আর্দ্র ও হালকা হয়ে আবার ওপরে ওঠে । বায়ুর পরিচলন গতির এই প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চক্রাকারে চলতে থাকে ।

অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের —

(i) জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্রবায়ু উপরে উঠে শীতল ও প্রসারিত হয় ।

(ii) শীতল বায়ু ভারী বলে তা নিম্নগামী হয় ।

(iii) নীচে নেমে ওই বায়ু উষ্ণ, আর্দ্র ও জলীয়বাষ্পপূর্ণ হলে তা আবার হালকা হয়ে উপরে উঠে যায় । এইভাবে নিরক্ষীয় অঞ্চলে বায়ু চক্রাকারে আবর্তিত হতে থাকে । উষ্ণ বায়ুর এই আরোহণ এবং অপেক্ষাকৃত শীতল বায়ুর অবরোহণকে বায়ুর পরিচালন গতি বলে ।

*****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত