প্রশ্ন :- ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত— কারণ কি ?
বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় । এই জন্য আয়নবায়ু ক্রান্তীয় অঞ্চলের শীতল স্থান থেকে প্রবাহিত হয়ে যতই নিরক্ষরেখার নিকটবর্তী উষ্ণ স্থানের দিকে প্রবাহিত হতে শুরু করে, ততই তার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং ততই তার জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়তে থাকে । সেজন্য জলীয়বাষ্পহীন আয়নবায়ুর প্রভাবে ক্রান্তীয় অঞ্চলে সাধারণত বৃষ্টি পাত হয় না । এই জন্য ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত; যেমন— সাহারা, থর, আটাকামা প্রভৃতি । তবে আয়নবায়ু যদি সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসে, তবে সেখানে কিছু কিছু বৃষ্টিপাত হয় ; যেমন— উত্তর-পূর্ব ব্রাজিল, হাওয়াই ও উত্তর-পুর্ব অস্ট্রেলিয়া ।
*****