বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

Submitted by avimanyu pramanik on Fri, 12/31/2021 - 10:51

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

(১) বায়ুমন্ডলের উষ্ণতার ওপর বায়ুচাপ সম্পূর্ণ ভাবে নীর্ভরশীল ।

(২) বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয় এবং হালকা হয়ে যায় । হালকা বায়ুর চাপও কম হয় । এইজন্য বায়ুতে যখন উষ্ণতা বেশি হয় তখন বায়ুর চাপ কম হয় ।

(৩) একইভাবে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায় ফলে বায়ুর চাপও বৃদ্ধি পায় ।

(৪) বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু হালকা ও ঊর্ধ্বমুখী হয় । আবার বায়ুর উষ্ণতা কমলে বায়ু অপেক্ষাকৃত ভারী ও নিম্নমুখী হয় ।

(৫) বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় । বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে এবং উষ্ণতা কমলে বায়ুর চাপ কমে ।

উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো স্থানের উচ্চতার সঙ্গে সেই স্থানের বায়ুচাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় । ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে বায়ুচাপ কমে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি বা ১.৩৪ মিলিবার হারে কমে যায় ।

*****

Comments

Related Items

ভারতের জলসম্পদ (Water resources of India)

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র

তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

প্রশ্ন : তেজী বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ?

ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর ।

প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য নিরূপণ কর

সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

প্রশ্ন:-  সিজিগি কাকে বলে ? এবং অ্যাপোজি ও পেরিজি কাকে বলে ?

নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?

প্রশ্ন : নিউফাউন্ডল্যান্ড ও জাপানের কাছে বছরের প্রায় সবসময় কুয়াশা জমে থাকে কেন ?