প্রোটিনের কাজ ও গুরুত্ব (Function and Importance of Protein) :
প্রোটিন (Protein)
সংজ্ঞা (Definition) - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের স্বনিত যে জৈব যৌগ অ্যামাইনো অ্যাসিড উৎপন্নও করে তাকে প্রোটিন বলে ।
প্রোটিনের বৈশিষ্ট্য (Feature)
১৷ প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত ।
২৷ প্রোটিনের একক হল অ্যামাইনো অ্যাসিড ।
৩৷ প্রোটিওলাইটিক উৎসেচক দ্বারা বিশ্লিষ্টও হয় ।
প্রোটিনের শ্রেণীবিভাগ (Classification of Protein)
প্রোটিন কে তিন ভাগে ভাগ করা যায় ।
সরল প্রোটিন |
সংযুক্ত প্রোটিন |
লুব্ধ প্রোটিন |
যে প্রোটিন কেবল অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত তাকে সরল প্রোটিন বলে । যেমন অ্যাল্বুমিন(ডিম), জিলেটিস(মাংস) |
যে প্রোটিন অন্য কোনো অপ্রোটিন বস্তুর সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তাকে সংযুক্ত প্রোটিন বলে। যেমন ল্যপোপ্রোটিন=লিপিড+প্রোটিন |
সরল প্রোটিন পাচিত হওয়ার সময়ে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাকে লুব্ধ প্রোটিন বলে। যেমন পেপটোন, পেপটাইড |
প্রোটিনের উৎস (Source of Protein)
উদ্ভিজ্জ উৎস |
প্রাণীজ উৎস |
বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বীন, গম ইত্যাদি |
মাছ, মাংস, দুধ, ডিমের সাদা অংশ, ছানা ইত্যাদি |
প্রোটিনের গুরুত্ব (Importance of Protin)
১৷ দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পুরন হল প্রোটিনের প্রধান কাজ ।
২৷ 1 gm অনু প্রোটিন দহনে 4.1 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যহ প্রায় 100-150gm প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন ।
৩৷ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করা প্রোটিনের কাজ ।
৪৷ দেহস্থ উৎসেচক, হরমোন ইত্যাদি সৃষ্টি করা প্রোটিনের কাজ ।
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড
সংজ্ঞা - যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রাণীদের দেহে সংশ্লোষিত না হলেও দেহের জৈবিক কাজে অত্যন্ত প্রয়োজনীয় এবং যারা খাদ্যের মাধ্যমে বাইরে থেকে সংগৃহীত হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে ।
এ গুলি হল লাইসিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন ও ট্রিপটোফ্যান ।
একটি সরল অ্যামাইনো অ্যাসিড হল লাইসিন। সরল প্রোটিন হল অ্যালবুমিন ।
প্রোটিনের অভাবজনিত রোগ
নাম |
লক্ষন |
কোয়াশিয়রকর |
প্রোটিনের অভাবে শরীর ফুলে যায়, ত্বক শুকনো ও খসখসে হয়ে যায় । |
ম্যারাসমাস |
প্রোটিনের অভাবে শিশুদের হাত পা সরু হয়ে যায়। এই রোগে আক্রান্ত শিশুকে বৃদ্ধের মত দেখায় । |
*****
- 36637 views