চলন ও গমন (Movement and Locomotion)
চলন (Movement)
সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে ।
চলন সাধারণত উদ্ভিদের দেখা যায় । ( ব্যাতিক্রম – ভলভস্ক, ক্লামাইডোমোনাস )
উদাহরণ –
১৷ লাউ ও কুমড়ো গাছের কাণ্ডের চলন ( উদ্দীপকের অনুপস্থিতিতে )
২৷ পদ্ম ফুলের পাপড়ির চলন ( উদ্দীপকের উপস্থিতিতে )
গমন (Locomotion)
সংজ্ঞা (Definition) - বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের পরিমাপ যোগ্য দূরত্ব অতিক্রম করাকে গমন বলে ।
সাদারণত প্রাণীদের গমন দেখা যায় ।
উদাহরণ –
১৷ ক্লামাইডোমনাস নামক শৈবালের গমন দেখা যায় ( উদ্দীপকের অনুপস্থিতিতে )
২৷ হাইড্রার কর্সিকার সাহায্যে গমন ( উদ্দীপকের উপস্থিতিতে )
চলন ও গমনের উদ্দেশ্য (Purpose of locomotion)
১৷ খাদ্য সংগ্রহ
প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা খাদ্য সংগ্রহের জন্য স্থানান্তরে গমন করে ।
উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে । তাই খাদ্য সংগ্রহের জন্য উদ্ভিদের গমনের প্রয়োজন হয় না । কিন্তু পর্যাপ্ত আলো পাওয়ার জন্য উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এবং জল সংগ্রহের জন্য উদ্ভিদের মূল মাটির গভীরে যায় ।
২৷ বাঁচার অনুকূল পরিবেশের সন্ধান
প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা উপযুক্ত পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে ।
উদ্ভিদের ক্ষেত্রে – আলো বাতাস ও জল পাওয়ার জন্য উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় ।
৩৷ জৈবিক প্রয়োজন
প্রাণীর ক্ষেত্রে – প্রাণীরা প্রজন্নের জন্য স্থানান্তরে গমন করে ।
উদ্ভিদের ক্ষেত্রে – নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা প্রজন্নের জন্য গমন করে । উদ্ভিদের রেনু বিভিন্ন ভাবে বাহিত হয়ে প্রজন্ন কার্য সম্পন্ন করে ।
৪৷ আত্মরক্ষার জন্য
প্রাণীর ক্ষেত্রে – শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী স্থান পরিবর্তন করে।
উদ্ভিদের ক্ষেত্রে – উদ্ভিদ আত্মরক্ষা মূলক দেহাংশ গঠন করে আত্মরক্ষার কাজ করে ।
চলন ও গমনের পার্থক্য
S/L | চলন | গমন |
1 | এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না । | এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় । |
2 | এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে । | এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে । |
3 | কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব । | কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয় । |
4 | গমন ছাড়াও চলন সম্ভব । | চলন ছাড়া গমন অসম্ভব । |
5 | প্রায় সমস্ত জীবদেহেই চলন লক্ষ্য করা যায় । | কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রায় সমস্ত প্রাণীর দেহে গমন লক্ষ্য করা যায় । |
*****
- 30378 views