সূচকের নিয়মাবলি (Laws of indices)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 21:22

সূচকের নিয়মাবলি (Laws of index)

► নিধান ও সূচক (Base and Index)

যদি m একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয় তবে,

[tex]{a^m} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক । তাহলে a কে নিধান (Base) এবং m কে a এর ঘাতের বা শক্তির সূচক (Index of power) বা সূচক (Index) বলে ।

যেমন [tex]{3^4} = 3 \times 3 \times 3 \times 3[/tex], [tex]{x^5} = x \times x \times x \times x \times x[/tex], [tex]{\left( { - 2} \right)^3} = \left( { - 2} \right) \times \left( { - 2} \right) \times \left( { - 2} \right)[/tex]

এই সবক্ষেত্রে 3, x, -2 কে নিধান এবং 4, 5, 3 কে যথাক্রমে এর শক্তির সূচক বলা হয় ।

► মূল (Root)

মনে করি n হল ধনাত্মাক অখণ্ড সংখ্যা এবং a ও x দুটি বাস্তব সংখ্যা যদি [tex]{a^n} = x[/tex] হয় তাহলে a কে এর n তম মূল (Root) বলে । একে [tex]\sqrt[n]{x}[/tex] এইরূপে প্রকাশ করা হয় ।

যেমন [tex]{3^2} = 9[/tex] 3 কে 9 এর বর্গমূল বলে ।

► সূচকের নিয়মাবলি (Laws of index)

যদি m ও n ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় এবং [tex]a \ne 0,b \ne 0[/tex] হয় তবে,

1. [tex]{a^m} \cdot {a^n} = {a^{m + n}}[/tex]

2. [tex]{a^m} \div {a^n} = \frac{{{a^m}}}{{{a^n}}} = {a^{m - n}}[/tex] ,[tex]m > n[/tex]

3. [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^{mn}}[/tex]

4. [tex]{\left( {ab} \right)^m} = {a^m} \cdot {b^m}[/tex]

5. [tex]{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}[/tex]

 

 

 

Comments

Related Items

জটিল রাশি (Complex Number)

অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি (Conjugate Complex Number), জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট (Modulus and Amplitude or Argument of a Complex Number)

করণী (surds)

মূলদ সংখ্যা : যদি কোনো সংখ্যা কে p/q (p,q অখণ্ড সংখ্যা ,q≠0) আকারে প্রকাশ করা যায় তাহলে ঐ সংখ্যা কে মূলদ সংখ্যা (rational number) বা প্রমেয় রাশি (commensurable quantity) বলে।

বীজগণিত (Algebra)

বীজগণিত (Algebra)

Surds and Indices :   Fundamental laws of Surds and Indices, simple applications.

Class XI Mathematics Study material

গণিত একাদশ শ্রেণির জন্য, বিষয় সমূহ - ...

সূচকের নিয়মাবলি (Laws of Index)

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে। এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে।