সূচকের নিয়মাবলি (Laws of indices)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 21:22

সূচকের নিয়মাবলি (Laws of index)

► নিধান ও সূচক (Base and Index)

যদি m একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয় তবে,

[tex]{a^m} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক । তাহলে a কে নিধান (Base) এবং m কে a এর ঘাতের বা শক্তির সূচক (Index of power) বা সূচক (Index) বলে ।

যেমন [tex]{3^4} = 3 \times 3 \times 3 \times 3[/tex], [tex]{x^5} = x \times x \times x \times x \times x[/tex], [tex]{\left( { - 2} \right)^3} = \left( { - 2} \right) \times \left( { - 2} \right) \times \left( { - 2} \right)[/tex]

এই সবক্ষেত্রে 3, x, -2 কে নিধান এবং 4, 5, 3 কে যথাক্রমে এর শক্তির সূচক বলা হয় ।

► মূল (Root)

মনে করি n হল ধনাত্মাক অখণ্ড সংখ্যা এবং a ও x দুটি বাস্তব সংখ্যা যদি [tex]{a^n} = x[/tex] হয় তাহলে a কে এর n তম মূল (Root) বলে । একে [tex]\sqrt[n]{x}[/tex] এইরূপে প্রকাশ করা হয় ।

যেমন [tex]{3^2} = 9[/tex] 3 কে 9 এর বর্গমূল বলে ।

► সূচকের নিয়মাবলি (Laws of index)

যদি m ও n ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় এবং [tex]a \ne 0,b \ne 0[/tex] হয় তবে,

1. [tex]{a^m} \cdot {a^n} = {a^{m + n}}[/tex]

2. [tex]{a^m} \div {a^n} = \frac{{{a^m}}}{{{a^n}}} = {a^{m - n}}[/tex] ,[tex]m > n[/tex]

3. [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^{mn}}[/tex]

4. [tex]{\left( {ab} \right)^m} = {a^m} \cdot {b^m}[/tex]

5. [tex]{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}[/tex]

 

 

 

Comments

Related Items

দুটি জটিল রাশির গুণফল ও ভাগফলের মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয়

দুটি জটিল রাশির গুণফল ও ভাগফলের মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় , দুটি জটিল রাশির গুণফলের মডিউলাস = তাদের পৃথক পৃথক ভাবে মডিউলাস এর গুণফলের সঙ্গে সমান ।

জটিল রাশির বর্গমূল নির্ণয় ( Square Root of Complex Numbers)

1 এর ঘনমূল নির্ণয় (To find the Cube Roots of Unity), 1 এর ঘনমূলের তিনটি ধর্ম (Three Properties of Cube Root of Unity), 1 এর অবাস্তব ঘনমূল দুটি একটি অন্য টির বর্গ , 1 এর ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয়

জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

(1) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয়, (2) দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। (3) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব ।

বাস্তব সংখ্যা (Real Number)

সূচনা ( Introduction ), সংখ্যা (Number), স্বাভাবিক সংখ্যা (Natural Number), পূর্ণসংখ্যা বা অখন্ড সংখ্যা (Integers), মূলদ সংখ্যা (Rational Numbers), শূন্য দ্বারা ভাগ (Division by Zero)

সীমা ( Limit )

স্পষ্টত x এর মান 1 না হয়ে 1 এর খুব কাছাকাছি হলে f(x) এর মান 2 এর খুব নিকটবর্তী হয়। এই পর্যবেক্ষন থেকে গণিতবিদগণ সসীম ধারণার ( concept of limit ) অবতারণা করেন। বস্তুত সীমা নির্ধারণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপেক্ষকের অসংজ্ঞাত