WBCS(Main)-2004 Bengali Paper- II Question Paper

Submitted by Anonymous (not verified) on Mon, 12/20/2010 - 21:30

                                       W.B Civil Service Examination (Main), 2004

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-II

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                  

                                ( উত্তর সাধু আথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ।)

                                    'ক' বিভাগ থেকে তিনটি এবং 'খ' বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে।

 

                                                                    ক বিভাগ

 

১।  বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার অগ্রদূত রূপে মাইকেল মধুসূদন দত্তকে চিহ্নিত করা যায় কি না বিচার করুন ।

 

২।  বাংলা গদ্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের স্থান নির্ণয় করুন ।

 

৩।  বাংলা কথাসাহিত্যে ছোট গল্পকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের স্থান নির্দেশ করে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করুন ।

 

৪।  রবীন্দ্রনাথের রূপক-সাঙ্কেতিক নাটক সম্পর্কে আলোচনা করুন ।

 

৫।  যে-কোন দু’জন লেখক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন :

     (ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

     (খ) মীর মশারফ হোসেন।

     (গ) অবনীন্দ্রনাথ ঠকুর  

     (ঘ) জগদীশ গুপ্ত  ।

 

                                                                   খ বিভাগ

 

৬।  যে অভিনব কাব্য-বৈশিষ্ট্যর জন্য বাংলা আধুনিক কবিদের দৃষ্টিতে মোহিতলাল আধুনিকোত্তম,তাঁর ‘আঘোরপন্থী বা যে কোন একটি বিখ্যাত কবিতা অবলম্বনে তার পরিচয় দিন।

 

৭।  ‘নবান্ন’ নাটকের অভিনবত্বের পরিচয় দিন।

 

৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

    (ক) প্রাবন্ধিক রবীন্দ্রনাথ 

    (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা নাট্য সাহিত্য ;

    (গ) আপনার প্রিয় যে কোন একটি সাম্প্রতিক বাংলা উপন্যাস 

    (ঘ) বর্তমান প্রজন্মের নিকট বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্ব ।

***

 

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION