WBCS(Main)-2007 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/21/2010 - 06:46

                                       W.B Civil Service Examination (Main), 2007

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                                     

                            [ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]                                           

                                                                 ‘ক’ বিভাগ

 

১।  আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে নির্দেশ করুন।      ১৩

     অথবা, 

         বাংলা সাধুভাষা ও চলিত ভাষায় পার্থক্যগুলি উদাহরণ সহযোগে নির্দেশ করুন। সাধু ও চলিতের মধ্যে কোন ভাষাটি আপনার কাছে বেশি গ্রহণীয় এবং কেন -সে সম্পর্কে আপনার মতামত দিন।

 

২।  উপভাষা কাকে বলে ?  বাংলার উপভাষা কটি ?  ভৌগলিক এলাকা নির্দেশ করে দেখান।  কলকাতা-কেন্দ্রীক শিক্ষিত জনের মুখে যে ভাষা গড়ে উঠেছে তাকে কি উপভাষা বলা যাবে ?  আপনার মতামত সংক্ষেপে দিন। 

            অথবা,

   ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় এমন উল্লেখযোগ্য ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি উল্লেখ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন।

             অথবা,

   সংক্ষেপে আলচনা করুন (যে-কোন তিনটি):

       নাসিক্যীভবন, মূর্ধন্যীভবন, শব্দ-ঋণ, জোড়-কলম শব্দ, বিষমচ্ছেদ, সাদৃশ্য ।

 

                                                              ‘খ’বিভাগ

 

৩। চর্যাগীতিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলার কী কী ভাষাতাত্ত্বিক ও অন্যান্য সাংস্কৃতিক কারণ আছে বলে আপনার মনে হয় ?  উদাহরণ সহযোগে আপনার মতামত দিন।       ২৫

        অথবা,

   পদাবলি সাহিত্যের চৈতন্য-পূর্ববর্তী ও চৈতন্য-পরবর্তী –এমন ঐতিহাসিক পর্ব ভাগ করা কী যুক্তিসঙ্গত ?  উদাহরণ সহযোগে আপনার মতামত দিন।      ২৫

 

৪। আরাকান রাজসভায় কবিদের কৃতিত্ব সংক্ষেপে আলচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসের তাঁদের গুরুত্ব কোথায় তা সংক্ষেপে বলুন।

       অথবা

 'মঙ্গলকাব্যের ধারায় ভারতচন্দ্রের অন্নদামঙ্গল নানাদিক থেকেই ব্যতিক্রম ।' মন্তব্যটি আলোচনা করে আপনার মতামত দিন ।

 

                                                              গ-বিভাগ

 

৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী-বিন্যাসের পরিচয় দিয়ে পদাবলী সাহিত্যের সঙ্গে তার যোগ কোথায় নির্দেশ করুন ।    ১৩ 

                  অথবা

    জ্ঞানদাসকে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হলেও জ্ঞানদাসের কবি প্রতিভার স্বাতন্ত্র্য যথেষ্ট । মন্তব্যটি যুক্তি সঙ্গত কি না তা বিচার করুন ।

     

৬।  ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে ঈশ্বর গুপ্তের আবির্ভাব পর্যন্ত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি সংক্ষেপে বুঝিয়ে দিন ।

              অথবা

   মধ্য যুগের বাংলা সাহিত্যের কৌতুকরস যুগাবসানের মুখে এসে ব্যঙ্গ ও কৌতুকের মিশ্ররসে পরিনত হয়েছে । এই মন্তব্যের গ্রহনযোগ্যতা বিচার করুন ।   

 ***

 

Comments

Related Items

WBCS Main Examination Paper - IV (General Studies-II) - 2011

1. (a) Who is the first woman President of Brazil who was elected on November 1, 2010 ? (b) Where was Osama-bin-Laden hiding in Pakistan before he was killed in an operation by US special force ? (c) What was the mascot of FIFA World Cup 2010 ? (d) How many countries participated in Commonwealth Games held in India ?

WBCS Main Examination Paper - II (English) - 2011

                                                    WEST BENGAL CIVIL SERVICE

                                                           EXAMINATION-2011

                                                          COMPULSORY PAPER

 

WBCS Main Examination Paper - II (English) - 2008

                                                    WEST BENGAL CIVIL SERVICE

                                                           EXAMINATION-2008

                                                          COMPULSORY PAPER

 

WBCS - 2008 (Compulsory Papers) General Knowledge & Current affiers

1. (a) Match List I with list II and select the 'correct answer using the code giving bellow the lists

WBCS Main Examination Paper - VI (Arithmetic and Test of Reasoning) - 2008

1. (a) Convert into ordinary fraction: 31.56349. (b) What percent is 2kg 250gm of 0.72 quintals ? (c) If A : B = 4 : 6, B : C = 8 : 10, C : D = 6 : 5. Find A : B : C : D. 2+1+2