আলো (Light)

Submitted by arpita pramanik on Sat, 05/21/2011 - 21:28

আলো (Light)

 

লেন্স কর্তৃক আলোর প্রতিসরণ এবং ফোকাসিং ক্রিয়া [Refraction of light by lens and focusing action]:-

একটি উত্তল কিংবা অবতল লেন্সকে কয়েকটি ছোটো ছোটো খন্ডিত প্রিজমের সমষ্টি বলে মনে করা যেতে পারে । উত্তল লেন্সের ক্ষেত্রে এই প্রিজমগুলির ভূমি লেন্সের কেন্দ্রের দিকে অভিমুখী এবং লেন্সের কেন্দ্র থেকে যে প্রিজমটি যত দূরবর্তী তার প্রতিসারক কোণ তত বেশি ।  আবার আলোকরশ্মি কাচের প্রিজমের ভিতর দিয়ে গেলে ভূমির দিকে বেঁকে যায় এবং যে প্রিজমের প্রতিসারক কোণ যত বেশি তার ক্ষেত্রে আপতিত রশ্মির চ্যুতিও তত বেশি । তাই উত্তল লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হলে সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং একটি বিন্দুতে মিলিত হয় ।একেই লেন্সের ফোকাসিং ক্রিয়া বলে । এজন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় ।

এইভাবে অবতল লেন্সে প্রিজমগুলির ভূমি লেন্সের কেন্দ্র থেকে বিপরীত দিকে থাকে । এক্ষেত্রে রাশ্মিগুলির চ্যুতি বিপরীত হবে । ফলে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসৃত হওয়ার পর মনে হবে যেন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে অর্থাৎ, সমান্তরাল রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে ।  এজন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় ।

 

দ্রষ্টব্য : লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হলে, উত্তল ও অবতল লেন্সের ওপরে বর্ণিত ক্রিয়া উল্টে যাবে— অর্থাৎ উত্তল লেন্স অপসারী এবং অবতল লেন্স অভিসারী হবে । সুতরাং উত্তল লেন্স মাত্রই অভিসারী আর অবতল লেন্স মাত্রই অপসারী হবে— একথা ঠিক নয় । লেন্সের অপসারী ও অভিসারী হওয়ার ক্ষমতা লেন্সের পারিপার্শ্বিক মাধ্যমের ওপর নির্ভর করে ।

***

 

Related Items

কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

 

শব্দ (Sound)

 শব্দ (Sound)

প্রবাহী তড়িৎবিজ্ঞান (Current Electricity)

প্রবাহী তড়িৎবিজ্ঞান (Current Electricity)

 

 

ওহমের সূত্র [Ohm’s Law]:-

অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)

জেক্সপো এক্সামের ম্যাথমেটিক্স বিষয়: অনুপাত ও সমানুপাত ; গুরু অনুপাত ও লঘু অনুপাত , যৌগিক বা মিশ্র-অনুপাত, ক্রমিক সমানুপাতী, সমানুপাতের কয়েকটি প্রয়োজনীয় ধর্ম, উদহারণ সহ বিভিন্ন প্রশ্নের সমাধান ও বিগত বছর গুলিতে আগত প্রশ্নের সমাধান আলোচনা করা হলো ...

স্থিতি ও গতি (Rest and Motion)

গতি সংক্রান্ত কয়েকটি রাশি (Some terms related to motion)

 

সরণ (Displacement):