অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)

Submitted by arpita pramanik on Thu, 05/26/2011 - 11:13

অনুপাত ও সমানুপাত ( Ratio and Proportion )

 

অনুপাত ( Ratio ): -  পাটিগণিতে দুটি বাস্তব সংখ্যার অনুপাতকে একটি ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় । ভগ্নাংশের লব ও হর কে যথাক্রমে অনুপাতের পূর্বপদ ( Antecedent ) ও উত্তরপদ ( Consequent ) বলে । a ও b রাশির দুটির অনুপাতকে a : b  আকারে লেখা হয়, এবং পড়া হয় " a অনুপাত b " ( a is to b ) .

 তাহলে দেখা যাচ্ছে, [tex] a : b = \frac{a}{b}[/tex] [b ≠ 0]

[অনুপাতের দুটি পদের মধ্যে গ.সা.গু যেন 1হয়  অর্থাৎ অনুপাতকে সবসময় সর্বনিম্ন আকারে প্রকাশ করা হয় । ]

 অনুপাতের দুটি পদ সমান হতে পারে আবার নাও হতে পারে । যদি সমান হয়, যেমন a : a তাহলে তাকে বলে সাম্যানুপাত ( Ratio of equality ) । আর যদি অসমান হয় ,যেমন b : c তাহলে তাকে বলে বৈষম্যানুপাত ( Ratio of inequality ) । 

 

গুরু অনুপাত ( Ratio of greater inequality ) ও লঘু অনুপাত ( Ratio of less inequality ):-

যেখানে পূর্বপদের মান উত্তরপদের মানের চেয়ে বড়ো  (a : b, a > b অর্থাৎ [tex]\frac{a}{b} > 1[/tex]) হয়, সেখানে অনুপাতকে গুরু অনুপাত ( Ratio of greater inequality ) বলে । আর পূর্বপদের মান উত্তরপদের চেয়ে ছোট (c : d, c < d অর্থাৎ [tex]\frac{a}{b} < 1[/tex] ) হলে তাকে লঘু অনুপাত ( Ratio of less inequality ) বলে ।

[ কোনো  অনুপাতের পদ দুটিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের কোন পরিবর্তন  হয় না ]

 

ব্যস্ত-অনুপাত ( Inverse ratio ):-

দুটি অনুপাতের মধ্যে যদি প্রথমটির পূর্বপদ দ্বিতীয়টির উত্তরপদের সমান হয় এবং দ্বিতীয়টির পূর্বপদ প্রথমটির উত্তরপদের সমান হয়, তাহলে একটিকে অপরটির ব্যস্ত-অনুপাত ( Inverse ratio ) বলে । 

যেমন a : b এর ব্যস্ত-অনুপাত হবে b : a ।

[ব্যস্ত-অনুপাতে দুটি অনুপাতকে ভগ্নাংশের আকারে প্রকাশ করলে ওরা পরস্পরের অন্যোন্যক  হবে ]

 

যৌগিক বা মিশ্র-অনুপাত ( Composition of ratio ):

দুই বা  ততোধিক অনুপাতের পূর্বপদগুলির এবং উত্তরপদগুলির গুণফলকে অনুপাতের আকারে প্রকাশ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে  যৌগিক বা মিশ্র-অনুপাত ( Composition of ratio ) বলে । 

যেমন, a : b, c : d এবং  e : f অনুপাতের যৌগিক বা মিশ্র-অনুপাত হবে a x c x e : b x d x f ।

 

 

সমানুপাত ( Proportion ): - দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে । যেমন 4 টাকা : 6 টাকা = 2 : 3; আবার 8 গ্রাম : 12 গ্রাম = 2 : 3; সুতরাং 4 টাকা : 6 টাকা ও 8 গ্রাম : 12 গ্রাম হলো সমান অনুপাত এদেরকে সমানুপাত বলে । সমানুপাতের পদগুলিকে সমানুপাতী বলে । a : b = c : d এখানে a, b, c এবং d কে সমানুপাতী বলে । সমানুপাতকে a : b : : c : d আকারে প্রকাশ করা হয়.সমানুপাতের প্রথম ও চতুর্থ পদকে বলা হয় প্রান্তীয় পদ ( extremes or end-terms ) এবং মাঝের পদগুলিকে বলে মধ্যপদ ( means or middle terms )। এখানে a এবং d কে বলে প্রান্তীয় পদ ও  b এবং c কে  বলে মধ্যপদ । আবার d কে a, b, c এর চতুর্থ সমানুপাতী বলে । 

 

ক্রমিক সমানুপাতী ( Continued Proportion):

যদি a : b :: b : c হয় অর্থাৎ [tex]\frac{a}{b} = \frac{b}{c}[/tex] হয় তবে a, b, c কে ক্রমিক সমানুপাতী ( Continued Proportion) বলে । b কে a ও c এর মধ্য সমানুপাতী ( Mean Proportional ) বলে । 

এখন দেখা যাচ্ছে a , b ও c ক্রমিক সমানুপাতে থাকবে যদি তাদেরকে [tex]ac = {b^2}[/tex] আকারে থাকে । অর্থাৎ তিনটি পদ ক্রমিক সমানুপাতী হলে প্রথম ও তৃতীয় পদের গুণফল মধ্য পদের বর্গের সমান হয় । 

[তিনটির অধিক পদও ক্রমিক সমানুপাতী হতে পারে । যদি [tex]\frac{a}{b} = \frac{b}{c} = \frac{c}{d}[/tex] হয় তবে a, b, c, d ক্রমিক সমানুপাতী । ]

 

সমানুপাতের কয়েকটি প্রয়োজনীয় ধর্ম ( Some Important Properties of Proportion ) :

(১) একান্তর প্রক্রিয়া ( Alter nendo ):

a : b = c : d হলে, a : c = b : d হবে 

প্রমাণ  : 

[tex]\begin{array}{l}
a:b = c:d\\
 \Rightarrow \frac{a}{b} = \frac{c}{d}\\
 \Rightarrow \frac{a}{b} \times \frac{b}{c} = \frac{c}{d} \times \frac{b}{c}\\
 \Rightarrow \frac{a}{c} = \frac{b}{d}
\end{array}[/tex] 

[ প্রমাণিত ]

(২) বিপরীত বা ব্যস্ত-প্রক্রিয়া ( Invertendo )

a : b = c : d হলে, b : a = d : c হবে 

প্রমাণ  :

[tex]\frac{a}{b} = \frac{c}{d}[/tex]

1. উভয়পক্ষে [tex]\frac{a}{b}[/tex] এবং [tex]\frac{c}{d}[/tex] দিয়ে ভাগ করে পাই,

[tex]\begin{array}{l}
1 \div \frac{a}{b} = 1 \div \frac{c}{d}\\
 \Rightarrow \frac{b}{a} = \frac{d}{c}
\end{array}[/tex]

অতএব 

[tex]\begin{array}{l}
\frac{a}{b} = \frac{c}{d} \Rightarrow \frac{b}{a} = \frac{d}{c}\\
\therefore a:b = c:d \Rightarrow b:a = d:c
\end{array}[/tex]

[ প্রমাণিত ]

(৩) যোগ প্রক্রিয়া ( Componendo )

 a : b = c : d হলে , ( a + b ) : b = ( c + d ) : d হবে। 

প্রমাণ : 

[tex]\begin{array}{l}
a:b = c:d\\
 \Rightarrow \frac{a}{b} = \frac{c}{d}\\
 \Rightarrow \frac{a}{b} + 1 = \frac{c}{d} + 1\\
 \Rightarrow \frac{{a + b}}{b} = \frac{{c + d}}{d}\\
 \Rightarrow (a + b):b = (c + d):d
\end{array}[/tex]

[ প্রমাণিত ]

(৪) ভাগ প্রক্রিয়া ( Dividendo )

a : b = c : d হলে, ( a - b ) : b = ( c - d ) : d হবে। 

প্রমাণ :

[tex]\begin{array}{l}
a:b = c:d\\
 \Rightarrow \frac{a}{b} = \frac{c}{d}\\
 \Rightarrow \frac{a}{b} - 1 = \frac{c}{d} - 1\\
 \Rightarrow \frac{{a - b}}{b} = \frac{{c - d}}{d}\\
 \Rightarrow (a - b):b = (c - d):d
\end{array}[/tex]

[প্রমাণিত ]

(৫) যোগ-ভাগ প্রক্রিয়া ( Componendo  and Dividendo )

a : b = c : d হলে, ( a + b ) : ( a - b ) = ( c + d ) : ( c - d ) হবে 

প্রমাণ :  

[tex]{a:b = c:d}[/tex]

[tex]{\Rightarrow \frac{a}{b} = \frac{c}{d}}[/tex] [যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই ]

[tex]{\Rightarrow \frac{{a + b}}{{a - b}} = \frac{{c + d}}{{c - d}}}[/tex]

[tex]{\Rightarrow (a + b):(a - c) = (c + d):(c - d)}[/tex]

 

[প্রমাণিত ]

বিকল্প প্রমাণ :

মনে করি 

[tex]\frac{a}{b} = \frac{c}{d} = k[/tex]

অতএব a = bk এবং c = dk

এবার 

[tex]\frac{{a + b}}{{a - b}} = \frac{{bk + b}}{{bk - b}} = \frac{{k + 1}}{{k - 1}}[/tex]

আবার 

[tex]\frac{{c + d}}{{c - d}} = \frac{{dk + d}}{{dk - d}} = \frac{{k + 1}}{{k - 1}}[/tex]

[tex]\therefore \frac{{a + b}}{{a - b}} = \frac{{c + d}}{{c - d}}[/tex]

(৬) সংযোজন প্রক্রিয়া ( Addendo )

a : b = c : d = e : f হলে, প্রতিটি অনুপাতের মান ( a + c + e ) : ( b+ d + f ) হবে, অর্থাৎ 

[tex]\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = \frac{{a + c + e}}{{b + d + f}}[/tex]

সাধারণভাবে 

[tex]\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = ......... = \frac{{a + c + e + ........}}{{b + d + f + .......}}[/tex]

প্রমাণ :

মনে করি 

[tex]\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = k[/tex]

অতএব  a = bk , c = dk , e = fk

এবার 

[tex]\begin{array}{l}
\frac{{a + c + e}}{{b + d + f}} = \frac{{bk + dk + fk}}{{b + d + f}} = \frac{{k(b + d + f)}}{{(b + d + f)}} = k\\
\therefore \frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = k = \frac{{a + c + e}}{{b + d + f}}
\end{array}[/tex]

( প্রমাণিত )

মন্তব্য : 

[tex]\frac{a}{b} = \frac{c}{d} = \frac{e}{f} = .......... = \frac{{a + c + e + .........}}{{b + d + f + ........}},[b,d,f,....... \ne 0][/tex]

 

 

 

Related Items

কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

 

সরল সুদকষা (Simple Interest)

জেক্সপো এক্সামের ম্যাথমেটিক্স বিষয়: সরল সুদকষা ; সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, উদহারণ সহ বিভিন্ন প্রশ্নের সমাধান ও বিগত বছর গুলিতে আগত প্রশ্নের সমাধান আলোচনা করা হলো ...

তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis)

তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis)

যে প্রক্রিয়ায় গলিত বা দ্রবীভূত অবস্থায়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) বলে ।

জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

জারণ ও বিজারণ (Oxidation and Reduction)

চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস

চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস