WBJEE Chemistry Question Paper 2013 (Beng)

Submitted by administrator on Wed, 07/16/2014 - 22:41

1.  X যৌগটির IUPAC নামটি হল -

(A) 4-সায়ানো-4-মিথাইল-2-অক্সোপেন্টেন

(B) 2-সায়ানো-2-মিথাইল-4-অক্সোপেন্টেন

(C) 2,2-ডাইমিথাইল-4-অক্সোপেন্টেননাইট্রাইল

(D) 4-সায়ানো-4-মিথাইল-2-পেন্টানোন

 

2.  ডাইবোরেন যৌগে সেতু বন্ধনীর জন্য (bridge bond) ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা হল

(A) 6      (B) 2      (C) 8      (D) 4

 

3.  25°C তাপমাত্রায় জলে MX2 ধরনের লবণের দ্রাব্যতা গুণফল 3.2 x 10-8  উষ্ণ মোল প্রতি লিটার জলে ওই লবণের দ্রব্যতা হল

(A) 1.2 x 10-3       (B) 2 x 10-3       (C) 3.2 x 10-3       (D) 1.75 x 10-3

 

4.  আলোক সক্রিয় অণুটি হল

Ans is : C

 

5.  SOCl2 যৌগে Cl-S-Cl এবং Cl-S-O বন্ধনী কোণের পরিমাপ হয় যথাক্রমে

(A) 130° এবং 115°       (B) 106° এবং 96°        (C) 107° এবং 108°       (D) 96° এবং 106°

 

6.  একটি ভ্যানডার ওয়াল গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে যখন

(A) গ্যাসের আয়তন অতীব কম হবে

(B) গ্যাসের তাপমাত্রা অতীব বেশি হবে

(C) গ্যাসের চাপ অতীব কম হবে

(D) গ্যাসের চাপ, তাপমাত্রা এবং আয়তন সবগুলিই অতীব বেশি হবে

 

7.  (+)-2-ক্লোরো-2-ফিনাইল ইথেন টলুইন দ্রবণে অল্প পরিমাণ SbCl5 -এর উপস্থিতিতে ধীরে ধীরে রেসিমাইস করে নিম্নলিখিত অস্থায়ী অন্তর্বর্তী দশার মাধ্যমে

(A) কার্বঅ্যানায়ন        (B) কার্বিন        (C) মুক্ত মূলক        (D) কার্বোক্যাটায়ন

 

8.  [tex] ^{14}C [/tex] থেকে β- কণা নির্গমনের অর্ধায়ুকাল হল 5730 বত্সর । 22,920 বত্সরের পুরাতন একটি [tex] ^{14}C [/tex] সমন্বিত পদার্থের যে ভগ্নাংশ পরিবর্তিত হয়েছে, তা হল

(A) 1/8       (B) 1/16        (C) 7/8        (D) 15/16

 

9.  অম্ল দ্বারা অনুঘটিত ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ এসটারের সাপেক্ষে ছদ্ম (pseudo) একক ক্রমের বিক্রিয়া । ওই বিক্রিয়াটি মাত্রাতিরিক্ত এসটারের উপস্থিতিতে ঘটালে এসটারের সাপেক্ষে ক্রম হবে

(A) 1.5        (B) 0         (C) 2        (D) 1

 

10.  2-মিথাইলপ্রোপেনের আলোকরাসায়নিক মোনোক্লারিনেশনের ফলে উত্পন্ন হয়

(A) 2-ক্লোরো-2-মিথাইলপ্রোপেন প্রধান বিক্রিয়াজাত হিসাবে

(B) 1-ক্লোরো-2-মিথাইলপ্রোপেন এবং 2-ক্লোরো-2-মিথাইলপ্রোপেনের (1 : 1) মিশ্রণ

(C) 1-ক্লোরো-2-মিথাইলপ্রোপেন প্রধান বিক্রিয়াজাত হিসাবে

(D) 1-ক্লোরো-2-মিথাইলপ্রোপেন এবং 2-ক্লোরো-2-মিথাইলপ্রোপেনের (1 : 9) মিশ্রণ

 

11.  আম্লিক, প্রশম এবং ক্ষারীয় দ্রবণে লিটমাসের বিভিন্ন রং যথাক্রমে

(A) লাল, কমলা এবং নীল       (B) নীল, বেগুনী এবং লাল        (C) লাল, বর্ণহীন এবং নীল        (D) লাল, বেগুনী এবং নীল

 

12.  27°C তাপমাত্রায় একটি বিক্রিয়ার সক্রিয়ক শক্তি 600 R । এটির 327°C তাপমাত্রার বেগ ধ্রুবক এবং 27°C তাপমাত্রার বেগ ধ্রুবকগুলির অনুপাত হল

(A) 2       (B) 40        (C) e       (D) e²

 

13.  বেয়ার বিকারক হল

(A) ক্ষারীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট     (B) আম্লিক পটাসিয়াম পারম্যাঙ্গানেট     (C) প্রশম পটাসিয়াম পারম্যাঙ্গানেট     (D) ক্ষারীয় পটাসিয়াম ম্যাঙ্গানেট

 

14.  লোহিত তপ্ত ক্যালসিয়াম অক্সাইড -এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উত্পন্ন হয়

(A) ব্লিচিং পাউডার এবং ডাইক্লোরিন মোনোক্সাইড

(B) ব্লিচিং পাউডার এবং জল

(C) ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্লোরিন ডাইঅক্সাইড

(D) ক্যালসিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন

 

15.  ঘরের তাপমাত্রায় জলে [tex]H^+, K^+, CH_3COO^-[/tex] এবং [tex]HO^-[/tex] আয়নগুলির অসীম লঘুত্বের তুল্যাঙ্ক পরিবাহিতার সঠিক ক্রমটি হল

(A) [tex]HO^->H^+>K^+>CH_3COO^-[/tex]

(B) [tex]H^+>HO^->K^ +>CH_3COO^-[/tex]

(C) [tex]H^+>K^+>HO^->CH_3COO^-[/tex]

(D) [tex]H^+>K^ +>CH_3COO^->HO^-[/tex]

 

16.  পৃথকভাবে ল্যাসাইন টেস্ট করলে নীল বর্ণের দ্রবণ / অধঃক্ষেপ এবং সাদা অধঃক্ষেপ যথাক্রমে সৃষ্টি হয় এমন সঠিক যৌগের জোড়টি হল

Ans is : (D)

 

17.  অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যা সিড উত্পন্ন হয়, যে মধ্যবর্তী যৌগগুলির মধ্য দিয়ে সেগুলি হল

(A) নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড

(B) নাইট্রোজেন এবং নাইট্রিক অক্সাইড

(C) নাইট্রিক অক্সাইড এবং ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড

(D) নাইট্রোজেন এবং নাইট্রাস অক্সাইড

 

18.  এনট্রপি পরিবর্তনের (dS) সংজ্ঞাটি হল

(A) [tex]dS=\delta q/T[/tex]        (B) dS = dH/T      (C) [tex]dS=\delta q_{eqv}/T[/tex]       (D) dS = (dH- dG)/T

 

19. নিম্নলিখিত গুলির মধ্যে যেটি বেঞ্জালডিহাইডের বেঞ্জওয়েন কন্ডেনসেসন বিক্রিয়ায় মধ্যবর্তী অবস্থায় সৃষ্টি হয়, সেটি হল

Ans is : (C)

 

20.  O2 এবং H2O2 র O-O বন্ধনীর দৈর্ঘ্য হয় যথাক্রমে 1.21 এবং 1.48 Å । ওজোন (ozone) অনুপাতে O-O বন্ধনীর গড় দৈর্ঘ্য হবে

(A) 1.28 Å        (B) 1.18 Å        (C) 1.44 Å        (D) 1.52 Å

 

21.  25°C তাপমাত্রায় 10-8 M KOH -এর জলীয় দ্রবণের pH হবে

(A) 6.0       (B) 7.02       (C) 8.02        (D) 9.02

 

22.  28°C তাপমাত্রায় জলীয় দ্রবণে প্রতিস্থাপিত ফেনল যৌগগুলির অম্ল-শক্তির সঠিক ক্রমটি হল

(A) p-নাইট্রোফেনল < p-ফ্লুরোফেনল < p-ক্লোরোফেনল

(B) p-ক্লোরোফেনল < p-ফ্লুরোফেনল < p-নাইট্রোফেনলl

(C) p-ফ্লুরোফেনল < p-ক্লোরোফেনল < p-নাইট্রোফেনল

(D) p-ফ্লুরোফেনল < p-নাইট্রোফেনল < p-ক্লোরোফেনল

 

23.  নাইট্রোপ্রুসাইড অ্যানায়ন ও সালফাইড আয়নের বিক্রিয়ায় রক্ত বেগুনি (purple) রঙের উত্পত্তি হয়

(A) একটি [tex]NOS^-[/tex] বন্ধনী যুক্ত আয়রন (II) -এর টেট্রাঅ্যানায়নিক জটিল যৌগ তৈরির জন্য

(B) একটি [tex]NOS^-[/tex] বন্ধনী যুক্ত আয়রন (II) -এর ডাইঅ্যানায়নিক জটিল যৌগ তৈরির জন্য

(C) একটি [tex]NOS^-[/tex] বন্ধনী যুক্ত আয়রন (III) -এর ট্রাইঅ্যানায়নিক জটিল যৌগ তৈরির জন্য

(D) একটি [tex]NOS^-[/tex] বন্ধনী যুক্ত আয়রন (III) -এর টেট্রাঅ্যানায়নিক জটিল যৌগ তৈরির জন্য

 

24.  আদর্শ গ্যাসের সমতাপধর্মী সম্প্রসারণের ক্ষেত্রে সঠিক সম্পর্কটি হল

(A) ΔU = 0, Q = 0, w ≠ 0 and ΔH ≠ 0

(B) ΔU ≠ 0, Q ≠ 0, w ≠ 0 and ΔH ≠ 0

(C) ΔU = 0, Q ≠ 0, w = 0 and ΔH ≠ 0

(D) ΔU = 0, Q ≠ 0, w ≠ 0 and ΔH ≠ 0

 

25.  একটি আলোকসক্রিয় যৌগ [tex]C_8H_{16}[/tex] ওজোনোলিসিস বিক্রিয়ার ফলে অ্যাসিটোন উত্পন্ন করে । যৌগটির গঠন হল

Ans is : B

 

26.  মারকিউরিক ক্লোরাইড দ্রবণে অতিরিক্ত পটাসিয়াম আয়োডাইড দ্রবণ যুক্ত করলে যে জটিল যৌগটি তৈরি হয়, তা হল

(A) চতুস্তলকীয় [tex]K_2[HgI_4][/tex]      (B) ত্রিকোণী [tex]K[HgI_3][/tex]     (C) রৈখিক [tex] Hg_2I_2[/tex]     (D) চতুস্তলকীয় [tex]K_2[HgCl_2I_2][/tex]

 

27.  সমতাপধর্মী উভমুখী অবস্থাতে দুটি ভিন্ন আদর্শ গ্যাস মিশ্রিত হলে

(A) বস্তুসংস্থার গিবস মুক্ত শক্তি বৃদ্ধি পাবে

(B) বস্তুসংস্থার এনট্রপি অপরিবর্তিত থাকবে

(C) বস্তুসংস্থার এনট্রপি বৃদ্ধি পাবে

(D) বস্তুসংস্থার এন্থ্যালপি বৃদ্ধি পাবে

 

28.  নিম্নলিখিতের মধ্যে যেটির মুক্ত অবস্থায় স্থায়ী অস্তিত্ব আছে সেটি হল

(A) [tex]C_7H_9O [/tex]        (B) [tex]C_8H_{12}O[/tex]        (C) [tex]C_6H_{11}O[/tex]        (D) [tex]C_ {10}H_{17}O_2[/tex]

 

29.  CO অণুর ভিত্তিমূলক অবস্থার (ground state) ইলেকট্রনিক বহিরাকৃতি হল

(A) [tex]1 \sigma^2 2 \sigma^2 1 \pi^4 3 \sigma^2 [/tex]

(B) [tex]1\sigma^2 2 \sigma^2 3 \sigma^2 1 \pi^2 2 \pi^2 [/tex]

(C) [tex]1 \sigma^2 2 \sigma^2 1 \pi^2 3 \sigma^2 2 \pi^2 [/tex]

(D) [tex]1 \sigma^2 1 \pi^4 2 \sigma^2 3 \sigma^2 [/tex]

 

30.  একটি তড়িৎ পরিবাহী মাপক কোষকে 0.01 M 1:1 তড়িৎ বিশ্লেষ্য দ্বারা স্থিরাংকিত (calibrated) করা হল (আপেক্ষিক পরিবাহিতা k =1.25 x 10-3 S cm-1) এবং নির্ণীত রোধের মান 25°C তাপমাত্রায় 800 ohms ।  কোশ ধ্রুবক -এর মান হল

(A) 1.02 cm-1        (B) 0.102 cm-1        (C) 1.00 cm-1        (D) 0.5 cm-1

 

31.  হিমশীতল অবস্থায় নাইট্রেটিং মিশ্রণের সাথে অ্যানিলিনের বিক্রিয়ায় উত্পন্ন প্রধান বিক্রিয়াজাত পদার্থটি হল

(A) p-নাইট্রোঅ্যানিলিন         (B) 2,4-ডাইনাইট্রোঅ্যানিলিন         (C) o-নাইট্রোঅ্যানিলিন         (D) m-নাইট্রোঅ্যানিলিন

 

32.   কমলাবর্ণের একটি কঠিন পদার্থ তাপ প্রয়োগে বর্ণহীন গ্যাস নির্গত করে এবং একটি সবুজ কঠিন পদার্থ দেয় যা এলুমিনিয়াম পাউডার দ্বারা বিজরিত হয়ে ধাতু দিতে পারে । কমলা এবং সবুজ বর্ণের কঠিন পদার্থদুটি হল যথাক্রমে

(A) [tex](NH_4)_2Cr_2O_7[/tex] and [tex]Cr_2O_3[/tex]

(B) [tex]Na_2Cr_2O_7[/tex] and [tex]Cr_2O_3[/tex]

(C) [tex] K_2Cr_2O_7[/tex] and [tex]CrO_3[/tex]

(D) [tex](NH_4)_2Cr_2O_4[/tex] and [tex]CrO_3[/tex]

 

33.  0.1 m CH3COOH দ্রবণের হিমাংঙ্ক অবনয়নের পরিমাণ 0.19°C । এই গাঢ়ত্বের অম্লের বিয়োজন ধ্রুবক Ka এর মান (প্রদত্ত Kf মোলাল হিমাংঙ্ক অবনয়ন ধ্রুবক, molal cryoscopic constant = 1.86 K kg mol-1)

(A) 4.76 x 10-5        (B) 4 x 10-5       (C) 8 x 10-5        (D) 2 x 10-5

 

34.  2,2-ডাইমিথাইল বিউটেন প্রস্তুতির সর্বাপেক্ষা ভালো পদ্ধতিটি হল

(A) [tex]Me_3CBr[/tex] এবং [tex]MeCH_2Br[/tex] -এর বিক্রিয়া সংঘটিত করা করা Na/ ইথারের উপস্থিতিতে

(B) [tex](Me_3C)_2CuLi[/tex] -এর সাথে [tex]MeCH_2Br [/tex] -এর বিক্রিয়া সংঘটিত করা করা

(C) [tex](MeCH_2)_2CuLi[/tex] -এর সাথে [tex]Me_3CBr[/tex] -এর বিক্রিয়া সংঘটিত করা করা

(D) [tex]Me_3CMgI[/tex] -এর সাথে [tex]MeCH_2I[/tex] -এর বিক্রিয়া সংঘটিত করা করা

 

35.  ক্রোমাইট আকরিক হল

(A) [tex]FeCr_2O_4[/tex]       (B) [tex]CoCr_2O_3[/tex]        (C) [tex] CrFe_2O_4[/tex]       (D) [tex] FeCr_2O_3[/tex]

 

36.  কোন পদ্ধতির স্বতঃস্ফূর্ততার শর্তটি হল

(A) নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে এনট্রপির হ্রাস প্রাপ্তি

(B) নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে বস্তুসংস্থার গিবস মুক্তশক্তির হ্রাস প্রাপ্তি

(C) নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে এনট্রপির বৃদ্ধি প্রাপ্তি

(D) নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে বিশ্ব ব্রহ্মভাণ্ডের গিবস মুক্তশক্তির বৃদ্ধি প্রাপ্তি

 

37.  'সালফান' হল

(A) SO-3 এবং H-2SO-5 -এর মিশ্রণ

(B) 100% গাঢ় H-2SO-4

(C) জিপসাম এবং গাঢ় H-2SO-4 -এর মিশ্রণ

(D) 100% ওলিয়াম (100% SO-3 এবং 100% H-2SO-4 -এর মিশ্রণ

 

38.  [tex]NO_2, NO_2^+[/tex] এবং [tex]NO_2^-[/tex] কে O-N-O বন্ধনী কোণের পরিমাপের উর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায়

(A) [tex] NO_2^+ < NO_2 < NO_2^- [/tex]

(B) [tex] NO_2 < NO_2^- < NO_2^+ [/tex]

(C) [tex] NO_2^+ < NO_2^- < NO_2 [/tex]

(D) [tex] NO_2 < NO_2^+ < NO_2^- [/tex]

Ans : No option

 

39.  স্থির আয়তনে আদর্শ গ্যাসীয় সিস্টেমে চাপ-আয়তন (PV) কার্যের পরিমাপ হল (যদি সিস্টেমটির অভ্যন্তরীন শক্তি হয় E )

(A) -ΔP/P       (B) zero         (C) -VΔP       (D) -ΔE

 

40.  গ্লাই-অ্যালো দ্বি-পেপ্টাইডটির সঠিক গঠনটি হল

Ans is : (C)

 

41.  [tex][NiCl_4]^{2-}[/tex], [tex][Ni(H_2O)_6]^{2+}[/tex], [tex][Ni(PPh_3)_2Cl_2][/tex], [tex][Ni(CO)_4][/tex] এবং [tex][Ni(CN)_4]^{2-}[/tex] -এর মধ্যে পরাচুম্বকীয় (paramagnetic) হল

(A) [tex][NiCl_4]^{2-}[/tex], [tex][Ni(H_2O)_6]^{2+}[/tex], [tex][Ni(PPh_3)_2Cl_2][/tex]

(B) [tex][Ni(CO)_4][/tex], [tex][Ni(PPh_3)_2Cl_2][/tex], [tex][NiCl_4]^{2-}[/tex]

(C) [tex][Ni(CN)_4]^{2-}[/tex], [tex][Ni(H_2O)_6]^{2+}[/tex], [tex][NiCl_4]^{2-}[/tex]

(D) [tex][Ni(PPh_3)_2Cl_2][/tex], [tex][Ni(CO)_4][/tex], [tex][Ni(CN)_4]^{2-}[/tex]

 

42.  সোডিয়াম-পটাসিয়াম অক্সালেটের [tex]((COO^-)_2Na^+K^+)[/tex] অসীম লঘুত্বের তুল্যাঙ্ক পরিবাহিতা হল (প্রদত্ত অসীম লঘুত্বের অক্সালেট K+ এবং Na+ -এর মোলার পরিবাহিতা হল যথাক্রমে 148.2, 50.1 এবং 73.5 S cm²mol-1)

(A) 271.8 S cm²eq-1       (B) 67.95 S cm²eq-1       (C) 543.6 S cm²eq-1       (D) 135.9 S cm²eq-1

 

43.  রাইবোস এবং 2-ডিঅক্সিরাইবোসকে পৃথক করা যায়

(A) ফেলিংস বিকারক দ্বারা      (B) টলেন্স বিকারক দ্বারা      (C) বারফোডস বিকারক দ্বারা       (D) ওসাজোন প্রস্তুতির দ্বারা

 

44. BCl3, AlCl3 এবং GaCl3 -এর মধ্যে ক্রমবর্ধমান আয়নীয় চরিত্রের ক্রম হল

(A) BCl3 < AlCl3 < GaCl3

(B) GaCl3 < AlCl3 < BCl3

(C) BCl3 < GaCl3 < AlCl3

(D) AlCl3 < BCl3 < GaCl3

 

45.  25°C তাপমাত্রায় বিশুদ্ধ জলের 1.33 cm³ -এর 10 মিলিয়ন ভাগের প্রতিভাগে হাইড্রোজেন আয়নের পরিমাণ

(A) 6.023 মিলিয়ন        (B) 60 মিলিয়ন         (C) 8.01 মিলিয়ন        (D) 80.23 মিলিয়ন

 

46.  অ্যাসেটিক অ্যাসিড মাধ্যমে PhCOMe এর ব্রোমিনেশনের ফলে উত্পন্ন হয় প্রধানত

Ans is : D

 

47.  বোরাক্সে B-O-B সংযোগ এবং B-OH বন্ধনীর সংখ্যা হল যথাক্রমে

(A) পাঁচ এবং চার         (B) চার এবং পাঁচ        (C) তিন এবং চার        (D) পাঁচ এবং পাঁচ

 

48.  25°C তাপমাত্রায় N2O4(g) থেকে NO2(g) -এর বিয়োজনের প্রমাণ গিবস মুক্ত শক্তি ΔG° হল (প্রদত্ত : সাম্য ধ্রুবক = 0.15, R = 8.314 JK/mol)

(A) 1.1 kj         (B) 4.7 kj        (C) 8.1 kj        (D) 38.2 kj

 

49.  অনার্দ্র AlCl3 -এর উপস্থিতিতে বেঞ্জিনের সাথে Me3COCl -এর বিক্রিয়ায় উত্পন্ন হয়

Ans is : B

 

50.  নিম্নলিখিত কোন যৌগদ্বয়ের জলবিশ্লেষী বহুগুণন (polymerisation) প্রক্রিয়ায় সিলিকন তেল পাওয়া যায় ?

(A) ট্রাইমিথাইলক্লোরোসিলেন এবং ডাইমিথাইলডাইক্লোরোসিলেন

(B) ট্রাইমিথাইলক্লোরোসিলেন এবং মিথাইলট্রাইক্লোরোসিলেন

(C) মিথাইলট্রাইক্লোরোসিলেন এবং ডাইমিথাইলডাইক্লোরোসিলেন

(D) ট্রাইমিথাইলক্লোরোসিলেন এবং ডাইইথাইলডাইক্লোরোসিলেন

 

51.  0.01M অ্যাসেটিক অ্যাসিড এবং 0.01M সোডিয়াম অ্যাসিটেট দ্বারা প্রস্তুত বাফার দ্রবণে 1 x 10-3 মোল HCl যোগ করা হল । বাফার দ্রবণের অন্তিম pH হবে (প্রদত্ত : 25°C তাপমাত্রায় অ্যাসেটিক অ্যাসিডের pKa হল 4.75 )

(A) 4.60         (B) 4.66        (C) 4.75        (D) 4.8

 

52.   -এর সাথে NaNH2/ তরল NH3 -র বিক্রিয়ায় উত্পন্ন হয়

Ans is : D

 

53.  তাপের প্রভাবে ক্লোরিক অ্যাসিড থেকে উত্পন্ন হয়

(A) HClO4, Cl2, O2 এবং H2O

(B) HClO2, Cl2, O2 এবং H2O

(C) HClO, Cl2O এবং H2O2

(D) HCl, HClO, Cl2O এবং H2O

 

54.  সঠিক উত্তরটি চিহ্নিত করো

(A) কোয়ান্টাম সংখ্যা (n, l, m, s) অনির্দিষ্ট ভাবে (arbitrarily) পাওয়া যায়

(B) কোনোও বিশেষ ক্ষেত্রে একই পরমাণুর যে-কোনো এক জোড়া ইলেকট্রনে সব কটি কোয়ান্টাম সংখ্যা (n, l, m, s) একই হতে পারে

(C) একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্ণনা করতে সব কটি কোয়ান্টাম সংখ্যার (n, l, m, s) প্রয়োজন নাও হতে পারে

(D) একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বর্ণনা করতে সব কটি কোয়ান্টাম সংখ্যা (n, l, m, s) -এর প্রয়োজন আছে

 

55.  Me3CCN প্রস্তুতির সর্বাপেক্ষা ভালো পদ্ধতিটি হল

(A) Me3COH -এর সাথে HCN -এর বিক্রিয়া

(B) Me3CBr -এর সাথে NaCN -এর বিক্রিয়া

(C) Me3CMgBr -এর সাথে ClCN -এর বিক্রিয়া

(D) Me3CLi-এর সাথে NH2CN -এর বিক্রিয়া

 

56.  টটোমারিজম প্রদর্শন করে

Ans is : A

 

57.  ক্ষারীয় দ্রবণে Ni2+ -এর পরিমাপ করা যায় ডাইমিথাইল গ্লাইঅক্সিম বিকারকের সাহায্যে । সঠিক বিবৃতি (গুলি), যা বিক্রিয়া এবং উত্পন্ন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, হল

(A) Ni2+ লবণের অ্যামোনিয়াকাল দ্রবণ চেরি-লাল বর্ণের নিকেল (II) ডাইমিথাইলগ্লাইঅক্সিমেট অধঃক্ষেপ দেয়

(B) দুটি ডাইমিথাইলগ্লাইঅক্সিমেট যুক্ত থাকে একটি Ni2+ আয়নের সাথে

(C) যৌগে দুটি ডাইমিথাইলগ্লাইঅক্সিমেট হাইড্রোজেন বন্ধনীতে আবদ্ধ থাকে

(D) প্রতিটি ডাইমিথাইলগ্লাইঅক্সিমেট Ni2+ আয়নের সঙ্গে মিলে ষড়ভুজীয় কিলেট (chelate) রিং তৈরি করে

 

58.  [tex]2NO_2(g)+F_2(g)\rightarrow 2NO_2F(g)[/tex]. বিক্রিয়ার বেগকে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের আংশিক চাপের পরিবর্তন হার দ্বারা প্রকাশ করলে নিম্নের কোনোটি বা কোনগুলি সঠিক

(A) rate = [tex]-{1 \over 2}[dp(NO_2)/dt][/tex]

(B) rate = [tex]{1 \over 2}[dp(NO_2)/dt][/tex]

(C) rate = [tex]- {1 \over 2}[dp(NO_2F)/dt][/tex]

(D) rate = [tex]{1 \over 2}[dp(NO_2F)/dt][/tex]

 

59.  n-বিউটানল এবং t-বিউটানল এই দুটির ক্ষেত্রে সঠিক বিবৃতি (গুলি) হল

(A) জলে উভয়েরই দ্রব্যতা সমান

(B) t-বিউটানল, n-বিউটানল অপেক্ষা জলে অধিকতর দ্রাব্য

(C) t-বিউটানলের স্ফুটনাঙ্ক n-বিউটানল অপেক্ষা কম

(D) n-বিউটানলের স্ফুটনাঙ্ক t-বিউটানল অপেক্ষা কম

 

60. লিন্টস এবং ডোনাইটস (L.D) পদ্ধতিতে ইস্পাত প্রস্তুতির প্রধান সুবিধা (গুলি) হল

(A) পদ্ধতিটি অতি দ্রুত

(B) পরিচালন ব্যয় কম

(C) উন্নতমানের ইস্পাত পাওয়া যায়

(D) ছাঁট (বর্জিতাংশ) লোহা ব্যবহার করা যায়

***

 

Comments

Related Items

WBJEE Physics Question Paper 2013 (Beng)

Q. 1 – Q. 45 carry one mark each, for which only one option is correct. Any wrong answer will be lead to deduction of 1/3 mark.

WBJEE Mathematics Question Paper 2013 (Beng)

1.  a এবং b প্রত্যেকটির মান 1 এবং 2 হওয়ার সম্ভাবনা সমান । ax² + bx + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হওয়ার সম্ভাবনা হল

(A) [tex]{1 \over 2}[/tex]      (B) [tex]{1 \over 4}[/tex]      (C) [tex]{1 \over 8}[/tex]      (D) [tex] {1 \over {16}}[/tex]

 

WBJEE Chemistry Question Paper 2013 (Eng)

Q. 1 – Q. 45 carry one mark each, for which only one option is correct. Any wrong answer will lead to deduction of 1/3 mark.

1.   In diborane, the number of electrons that account for bonding in the bridges is

WBJEE Physics Question Paper 2013 (Eng)

Q. 1 – Q. 45 carry one mark each, for which only one option is correct. Any wrong answer will be lead to deduction of 1/3 mark.

WBJEE Mathematics Question Paper 2013 (Eng)

1.  A point P lies on the circle [tex]x^2+y^2=169[/tex]. If Q = (5, 12) and R = (-12, 5), then the angle [tex]\angle QPR[/tex] is

(A) [tex]\frac{\pi}{6}[/tex]       (B) [tex]\frac{\pi}{4}[/tex]       (C) [tex]\frac{\pi}{3}[/tex]       (D) [tex]\frac{\pi}{2}[/tex]

Ans: (B)