Madhyamik -2009 Physical Science (Ben ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 23:51
Year: 2009

MADHYAMIK EXAMINATION- 2009  Physical Science (New Syllabus)  (Bengali Version)

সময়-তিন ঘন্টা  - পূর্ণমান-৯০

 

‘ক’ বিভাগ

1.যে কোনো দশটি প্রশ্নের উত্তর দওঃ

1.1  প্রমাণ চাপেড় মান কত ?

1.2  ম্যাগনেশিয়ামের পারমাণবি সংখ্যা 12; Mg2+  আয়নে ইলেকট্রনের সংখ্যা কত?

1.3  মোমের দহন কী ধরনের পরিবর্তন ?

1.4  তাপমাত্রার পরিবতর্ন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবতর্ন ঘটায় তাকে কী তাপ বলে ?

1.5  ক্ষমতার SI একক কী ?

1.6  আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরন দাও ।

1.7  ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয় ?

1.8  তেজস্কিয় রশ্মি তেজস্কিয় মৌলের পরমানুর কোন অংশে থেকে নির্গত হয় ?

1.9  একটি আম্লিক লবনের উদাহরন দাও ।

1.10  অজৈব সাররূপে ব্যবহার করা হয় এমন একটি যৌগের নাম লেখ।

1.11  সাধারন তুলাযন্ত্রের সাহায্যে কোন ভৌতরাশি মাপা হয়?

1.12  একটি জীবজ অণুর উদাহরণ দাও।

1.13  ফুলারিনকে অতিরিক্ত অক্সিজেন সম্পুর্ণ দহন করলে কী গ্যাস উৎপন্ন হয়?

 

‘খ’ বিভাগ

2.1 নীচের রাশিগুলির কোনটি স্কেলার ও কোনটি ভেক্টর রাশি লেখোঃ            

       দৈর্ঘ্য, ওজন, কায, বেগ                                                                                                   2

2.2.1 পৃথিবী থেকে কোনো বস্তুকে চাঁদে নিয়ে গেলে বস্তুটির ওজনের পরিবতর্ন হবে কি?ব্যাখ্যা করো।  1+1

2.2.2 একটি মাত্রাহীন ভৌতরাশির উদাহরণ দাও।

2 2.3  দুই টুকরো বরফকে একসঙ্গে ধরে জোরে চাপ দিয়ে ছেড়ে দিলে জোড়া লেগে যায় কেন? বটমলীর পরীক্ষায় তামার তারের পরিবর্তে সুতো ব্যবহার করলে কী হবে? 2+1

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2019 Geography (Bengali version)

১.১ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে— (ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া (গ) আবহবিকার প্রক্রিয়া (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া ১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে— (ক) নুনাটাক (খ) ক্লেভাস (গ) অ্যারেট (ঘ) সার্ক

Madhyamik Examination (WBBSE) - 2019 History (Bengali version)

১.১ মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল— (ক) ১৮৯০ খ্রিঃ (খ) ১৯০৫ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১৭ খ্রিঃ ১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন— (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়া জগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭ ১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল

Madhyamik Examination (WBBSE) - 2020 MATHEMATICS (Bengali Version)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1x6=6 (i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার— (a) 5% (b) 10% (c) 15% (d) 20% (ii) [tex]{x^2} - 7x + 3 = 0[/tex] সমীকরণের বীজদ্বয়ের গুণফল (a) 7 (b) -7 (c) 3 (d) -3

Madhyamik Examination (WBBSE) - 2020 Life Science (Bengali version)

১.১ সঠিক জোড়াটি নির্বাচন করো — (ক) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা (খ) হাইপোথ্যালামাস — বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ (গ) লঘুমস্তিষ্ক — দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ (ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ