Madhyamik Examination (WBBSE) - 2017 Physical Science (Beng ver)

Submitted by avimanyu pramanik on Sun, 02/17/2019 - 16:44

Madhyamik Examination (WBBSE) - 2017 Physical Science (Beng ver)

GROUP—A

1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন:    1x15=15

প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো । 

1.1  নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

(a) মিথেন      (b) জলীয়বাষ্প       (c) কার্বন ডাইঅক্সাইড     (d) অক্সিজেন

1.2  নীচের কোনটি চাপের SI একক ?

(a) Nm2      (b) Nm-2       (c) Nm       (d) N

1.3  একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32 । নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন ?

(a) 8     (b) 16       (c) 32       (d) 64

1.4  নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?

(a) উষ্ণতা       (b) দৈর্ঘ্য        (c) উপাদানের প্রকৃতি       (d) প্রস্থচ্ছেদ

1.5  দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী  ?

(a) [tex]f = 2r [/tex]      (b) [tex]f = {r \over 2} [/tex]       (c) (b) [tex]f = {r \over 3} [/tex]      (d)(b) [tex]f = {3 \over 2}r [/tex]

1.6  প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে-বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি ?

(a) লাল       (b) হলুদ       (c) বেগুনি       (d) সবুজ

1.7  নিম্নলিখিতগুলির ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পেয়ার কোনটি ?

(a)  কুলম্ব.সেকেন্ড      (b) ভোল্ট.ওহম-1        (c) ভোল্ট.ওহম      (d)ভোল্ট-1.ওহম

1.8  নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ?

(a) পরিবাহী       (b) অর্ধপরিবাহী        (c) অতিপরিবাহী       (d) অন্তরক

1.9  নীচের কোনটি α, ß ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম  ?

(a) α > ß > γ       (b) α > γ > ß      (c) γ > ß > α      (d) ß > α > γ

1.10  নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?

(a) K      (b) H       (c) Li       (d) Na

1.11  নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান ?

(a) হাইড্রোজেন ক্লোরাইড     (b) সোডিয়াম ক্লোরাইড      (c) লিথিয়াম হাইড্রাইড      (d) ক্যালশিয়াম অক্সাইড

1.12  নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িদবিশ্লেষ্য  ?

(a) CH3COOH       (b) NaOH       (c) H2SO4      (d) NaCl

1.13  নীচের কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ?

(a) গাঢ়  H2SO4     (b) P2O5      (c) CaO       (d) CaCl2

1.14  নীচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ?

(a) বক্সাইট       (b) হেমাটাইট        (c) ম্যালাকাইট      (d) চ্যালকোপাইরাইটস

1.15  নীচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ

Q 1.15

GROUP—B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়):    1x21=21

2.1  ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা —— । [শূন্যস্থান পূরণ করো] অথবা, ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ।

2.2  UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?

2.3  একই উষ্ণতা ও চাপে সমাআয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক । [সত্য/ মিথ্যা]

2.4 .বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো ।

2.5  তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ? অথবা, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?

2.6  আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও ।

2.7  কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?

2.8  যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে ?

2.9  1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?

2.10  তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে ß -কণা নির্গত হয় ? অথবা [tex]{}_{92}^{238}U[/tex] থেকে α -কণার নিঃসরণের ফলে যে-মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :   1x4=4

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি সন্ধিগত মৌল (i) অ্যালুমিনিয়াম
2.11.2 একটি ইউরেনিয়ামোত্তর (ii) নিকেল
2.11.3 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে (iii) টিন
2.11.4 ধাতু সংকর কাঁসাতে উপস্থিত (iv) প্লুটোনিয়াম

2.12  F2 তে অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (F=9)

2.13  বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ? অথবা,  কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা  ?

2.14  Cu -তড়িদ্দার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?

2.15  লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের কধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।  অথবা,  আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়  ?

2.16  ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় । একটি অ্যামোনিয়া, অপরটি কী ?

2.17  পলিভিনাইল ক্লোরাইড -এর একটি ব্যবহার উল্লেখ করো  ।

2.18  CH3CH2CH2OH.এর IUPAC নাম লেখো । অথবা, CH3CH2OH -এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো ।

GROUP—C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :      2x9=18

3.1  কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?

3.2  STP -তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ? অথবা, 4 অ্যাটমস্ফিয়ার চাপে ও 300 K উষ্ণতায় 8 g H2 গ্যাসের (H = 1 ) আয়তন কত হবে ? (R = 0.082 লিটার-অ্যাটমস্ফিয়ার মোল-1K-1 )

3.3  কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে ? অথবা, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ?

3.4  ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ।

3.5  চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে । কেন ? অথবা, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সংগত কেন ?

3.6  ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদও দুটি ধর্মের তুলনা করো : গলনাংক ও জলে দ্রাব্যতা ।

3.7  কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো । গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো ।

3.8  জিংক অক্সাইড থেকে কীভাবে জিংক ধাতু পাওয়া যায় ? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ-সহ লেখো । অথবা, CuSO4 -এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হয় ? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া ।

3.9  ইথিলিন -এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন । অথবা, ডিনেচার্ড স্পিরিট কী ?

GROUP—D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 3x12=36

4.1  গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের ( V বনাম t ) সাহায্যে প্রকাশ করো । (2+1)

4.2  অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ-সহ উত্তপ্ত করে 6.8 g অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে ? [H = 1, N = 14, O = 16, S = 32 ] অথবা, CaCO3 এর সঙ্গে লঘু HCl -এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয় । 50.0 g CaCO3 থেকে 55.5 g CaCl2, 22.0 g CO2 ও 9.0 g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl -এর প্রয়োজন হবে ? প্রয়োজনীয় HCl -এর মোল সংখ্যা কত ? [H = 1, Cl = 35.5]  (2+1)

4.3  স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? এর মান কত ? (2+1) অথবা, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো । উচ্চ তাপপরিবাহিতাবিশিষ্ট একটি অধাতুর নাম করো । (2+1)

4.4 আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো । দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটিও লেখো । (2+1)

4.5  অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো । অথবা, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায় । দেখাও যে, চ্যুতিকোণের মান [trx]\delta  = {i_1} + {i_2} - A [/tex] । (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)

4.6  তড়িচ্চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো । পরবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝায় ? (২+১)

4.7  440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল । ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো । অথবা, 6 ওহম রোধের ধাতব তারকে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় । অন্তিম রোধ কত হবে ?

4.8  ভর ত্রুটি বলতে কী বোঝায় ? নিউক্লিয়ার সংযোজনে যে-শক্তি মুক্ত হয় তার উৎস কী ?  (2+1)

4.9  মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, একটি উদাহরণ-সহ লেখো । একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় । (2+1) অথবা, মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বোঝায় ? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায়সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ?  (2+1)

4.10  তড়িদবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ? অম্লায়িত জলের তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় ? (1+2)

4.11 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 -এর শিল্প উৎপাদনের শর্ত-সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো ।  উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয় ?  (2+1)

4.12 অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ-সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো । LPG -এর একটি ব্যবহার উল্লেখ করো । (2+1) অথবা,  কীভাবে পরিবর্তিত করবে ? CH3CH2OH → CH2 = CH2 প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কীভাবে ?  (2+1)

****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2017 Physical Science (Eng ver)

1.1 Which of the following is not a greenhouse gas ? (a) methane (b) water vapour (c) carbon dioxide (d) oxygen 1 2 Which of the following is the SI unit of pressure ? (a) Nm2 (b) Nm-2 (c) Nm (d) N 1.3 Vapour density of a gas is 32. Which of the following is its molecular weight ? (a) 8 (b) 16 (c) 32 (d) 64