Madhyamik - 2009 Geography [Ben Ver]

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 23:39

MADHYAMIK EXAMINATION-2009

 Geography (New Syllabus)

(Bengali Version)

 

 ক’ বিভাগ
১। (ক) প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১ x ৫ = ৫
১।(ক.১) পশ্চিমঘাট পবর্তশ্রেনি
১।(ক.২) কাবেরী নদী
১।(ক.৩) প্রধান গম উংপাদন অঞ্চল
১।(ক.৪) একটি বৃহৎ লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
১।(ক.৫) চেন্নাই।

 

(খ)প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত এশিয়ার রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:- ১ x ৫ = ৫
১।(খ.১) কুয়েনলুন পবর্তশেণি
১।(খ.২) লেনা নদী
১।(খ.৩) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞল
১।(খ.৪) পৃথিবীর গভোরতম হ্রদ
১।(খ.৫) বেরিং প্রণালী।

 

বিভাগ ‘খ’

২।(ক) শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো :  ১ x ৫ = ৫  
(ক.১) মকর সংক্রান্তির দিনটি হল ২১ শে মার্চ/ ২১ শে জুন/ ২২ শে ডিসেম্বর।
(ক.২) একটি যান্ত্রিকভাবে গঠিত পাললিক শিলা হল গ্রানাইট/ নিস/ শেল।
(ক.৩) আম্রবৃষ্টি দেখা যায় উত্তর ভারতে/পূবর্ভারতে/দক্ষিণ ভারতে।
(ক.৪) ঝাড়খন্ডের কোডার্মা লৌহ আকরিক/ বক্সাইট/ অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত।
(ক.৫) ভারতে ২০০১ সালে মহানগরের সংখ্যা ছিল ৩০টি/৩৫টি/৩৭টি।

 

 সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

 

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

Madhyamik Examination (WBBSE) - 2019 ENGLISH (Second Language)

1. Read the passage carefully and answer the questions that follows : " What have you written, Father ?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel ?" "Yes. Plenty of thing"

Madhyamik Examination (WBBSE) - 2019 Life Science (Bengali version)

১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো— (ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন

Madhyamik Examination (WBBSE) - 2019 MATHEMATICS (Bengali Version)

[i] কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত [tex] {{1 \over 2} : {1 \over 3}} [/tex] হলে, তাদের মূলধনের অনুপাত— (a) 2 : 3 (b) 3 : 2 (c) 1 : 1 (d) 5 : 3 [ii] যদি [tex] p + q = \sqrt {13}[/tex] এবং [tex] p - q = \sqrt 5 [/tex] হয়, তাহলে pq -এর মান— (a) 2 (b) 18 (c) 9 (d) 8

Madhyamik Examination (WBBSE) - 2019 Physical Science (Bengali version)

1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ? (a) N2 (b) O2 (c) CH4 (d) He 1.2 STP -তে 2.24 L অধিকার করে (a) 4.4g CO2 (b) 0.64g SO2 (c) 28g CO (d) 16g O2 (C=12, O=16, S=32)