গ.সা.গু. ও ল.সা.গু.(H.C.F and L.C.M)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 15:18

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গ.সা.গু. ও ল.সা.গু. (Highest Common Factor and Lowest Common Multiple or H.C.F and L.C.M)

                                 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. (Highest Common Factor or H.C.F)

ভূমিকা (Introduction) : বীজগণিতে ও পাটিগণিতে রাশির গ .সা .গু নির্ণয়ে মূলত কোনো পার্থক্য নেই । দুটি বা ততোধিক সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুণনীয়ককে সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বলে । যে গুণনীয়ককে আর কোনো গুণনীয়কে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক গুণনীয়ক বলে । গুণনীয়ক দ্বারা সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য । 

যেমন— ধরা যাক দুটি সংখ্যা হল 18 এবং 24 । 18 এর গুণনীয়কগুলি হল 1, 2, 3, 6, 9, 18 এবং 24 এর গুণনীয়গুলি হল 1, 2, 3, 4, 6, 8, 12,  24 । অতএব 18 এবং 24 এর সাধারণ গুণনীয়ক হল 1, 2, 3, 6 । এই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হল 6 । অতএব 18 এবং 24 এর গরিষ্ট সাধারণ গুণনীয়ক অর্থাৎ গ .সা .গু হল 6 । লক্ষ করো  6 হল 2 ও 3 দুটি মৌলিক সংখ্যার গুনফল । 

বীজগণিতের ক্ষেত্রে প্রায় অনুরূপ নিয়মে গরিষ্ট সাধারণ গুণনীয়ক অর্থাৎ গ .সা .গু নির্ণয় করা হয় । 

সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক (Common Factor) :- দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজিত হলে শেষোক্ত রাশিটিকে ওই দুই বা ততোধিক বীজগণিতীয় রাশির সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলে । 

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. (Highest Common Factor or H.C.F ):-  দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলি সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিদুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. (Highest Common Factor or H.C.F) বলে । 

যেমন: মনে করি দুটি বীজগণিতীয় রাশি হল [tex]a{b^2},{a^2}bc[/tex] .[tex]a{b^2}[/tex] এর গুণনীয়ক গুলি হল [tex]a,ab,b,a{b^2}[/tex] এবং [tex]a,ab,b,a{b^2},{b^2}[/tex] এর গুণনীয়কগুলি হল [tex]a,ab,abc,b,{a^2},{a^2}b,bc,{a^2}bc[/tex]. সাধারণ গুণনীয়কগুলি হল [tex]a,ab,b[/tex] । অতএব এদের  গ.সা.গু. হল ab ।

গ .সা .গু নির্ণয় প্রণালী 

  1. রাশিগুলিকে প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করতে হবে । 
  2. সাধারণ মৌলিক গুণনীয়গুলির যে সবোচ্চ মান রাসগুলিকে সম্পূর্ণরূপে ভাগ করে, তাদের গুণফলই গ সা গু হবে । 
  3. রাশিগুলির সংখ্যা সহগ গ সা গু ই নির্ণেয় গ .সা .গু র সংখ্যা সহগ হবে । 

উদাহরণ : [tex]16{a^2}{b^3}{x^4}{y^5},40{a^3}{b^2}{x^3}{y^4},24{a^5}{b^5}{x^6}{y^4}[/tex] এর গ .সা .গু  নির্ণয় করতে হবে । 

16, 40, 24 এর গ .সা .গু হল = 8 । এখানে a, b, x, y হল সাধারণ মৌলিক গুণনীয়ক । এদের উচ্চতম ঘাত যা রাশিগুলিকে সম্পূর্ণরূপে ভাগ করে তা হল [tex]{a^2},{b^2},{x^3},{y^4}[/tex] ।

অতএব নির্ণেয়  গ .সা .গু হল = [tex]8{a^2}{b^2}{x^3}{y^4}[/tex]

উদাহরণ : [tex]{x^3} - 5{x^2} + 6x,{x^3} + 4{x^2} - 12x,{x^3} - 9{x^2} + 14x[/tex] এদের গ .সা .গু  নির্ণয় করতে হবে । 

প্রথম রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} - 5{x^2} + 6x\\
 = x\left( {{x^2} - 5x + 6} \right)\\
 = x\left( {{x^2} - 3x - 2x + 6} \right)\\
 = x\left( {x - 3} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

দ্বিতীয় রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} + 4{x^2} - 12x\\
 = x\left( {{x^2} + 4x - 12} \right)\\
 = x\left( {{x^2} + 6x - 2x - 12} \right)\\
 = x\left( {x + 6} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

তৃতীয় রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} - 9{x^2} + 14x\\
 = x\left( {{x^2} - 9x + 14} \right)\\
 = x\left( {{x^2} - 7x - 2x + 14} \right)\\
 = x\left( {x - 7} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

অতএব নির্ণেয় গ .সা .গু হবে = [tex]x\left( {x - 2} \right)[/tex]

ভাগ প্রক্রিয়ার সাহায্যে গ .সা .গু নির্ণয় :-

পাটীগণিতে দুই বা ততোধিক রাশির গ .সা .গু আমরা যে ভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করে থাকি বীজগণিত ঠিক একই ভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করা হয় । দুটি রাশির একটিকে অপরটি দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে, তা দিয়ে প্রথম ভাজকটিকে আবার ভাগ করতে হবে । এই ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ থাকবে তা দিয়ে আবার দ্বিতীয় ভাজকটিকে ভাগ করতে হবে । এইভাবে অগ্রসর হওয়ার পর যখন আর কোনো ভাগশেষ থাকবেনা, তখন শেষ ভাজকটিকে ওই দুটি রাশির গ .সা .গু বলে । দুটি রাশির পরিবর্তে যদি তিনটি রাশি থাকে, তাহলে শেষ ভাজকটিকে দিয়ে তৃতীয় রাশিটিকে ভাগ করতে হবে । এই ভাগ প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না ভাগশেষ শুন্য হয় । ভাগপ্রক্রিয়ার শেষে যে ভাজকটি পাওয়া যাবে, তাকে ওই তিনটি রাশির গ .সা .গু বলে । মনে রাখার বিষয় ভাগ প্রক্রিয়া সম্পন্ন করার সময় ভাগের সাধারণ নিয়ম মেনে চলতে হবে । অর্থাৎ ভাজ্য ও ভাজক উভয় রাশিকে যেকোন একটি অক্ষরের ঘাতের উর্ধক্রম বা অধঃক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে । 

মন্তব্য : গ .সা .গু  সাধারণত উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করা হয় । যে সবক্ষেত্রে রাশিকে সহজে উৎপাদকে বিশ্লেষণ করা যায়না তাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা হয় । 

লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু (Lowest Common Multiple  or L.C.M) :

ভূমিকা (Introduction)

কোন একটি রাশি অপর একটি রাশি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হলে প্রথম রাশিটিকে শেষের রাশির গুণিতক বলে । যেমন পাটীগণিতে 24 সংখ্যাটি 1, 2 , 3 , 4 , 6 , 8 , 12 ইত্যাদি সংখ্যাগুলি দ্বারা বিভাজিত হয় । তাই 24 সংখ্যাকে1, 2 , 3 , 4 , 6 , 8 , 12 সংখ্যাগুলির গুণিতক বলে । অনুরূপভাবে বীজগণিতে [tex]{x^3}y[/tex] রাশিটি [tex]x,{x^2},{x^3},xy,y[/tex] ইত্যাদি রাশি দ্বারা বিভাজিত হয় । তাই [tex]{x^3}y[/tex] রাশিটিকে [tex]x,{x^2},{x^3},xy,y[/tex] ইত্যাদি রাশির গুণিতক বলে । 

যদি কোন রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটি দিয়ে সম্পূর্ণ বিভাজিত হয় তাহলে প্রথমোক্ত রাশিটিকে শেষোক্ত রাশি দুটির বা রাশিসমূহের সাধারণ গুণিতক বলে । যেমন: [tex]xy,{x^2}y,x{y^2}[/tex] এই তিনটি রাশির একটি সাধারণ গুণিতক হল [tex]{x^2}{y^2}[/tex], কারণ [tex]{x^2}{y^2}[/tex] ওই তিনটি রাশির প্রত্যেকটি দ্বারা বিভাজ্য । 

লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু (Lowest Common Multiple  or L.C.M ):- দুই বা ততোধিক রাশি দিয়ে যে রাশি সম্পূর্ণ রূপে বিভাজ্য, তাদের মধ্যে সর্বনিম্ন মাত্রা বিশিষ্ট রাশিকে দুই বা ততোধিক রাশিগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু (Lowest Common Multiple or L.C.M) বলে । 

উপরের উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে [tex]{x^2}{y^2}[/tex] এই রাশিটি [tex]xy,{x^2}y,x{y^2}[/tex] এই রাশিগুলির সাধারণ গুণিতক । [tex]xy,{x^2}y,x{y^2}[/tex] রাশিগুলির আরো অন্যান্য গুণিতক গুলি হল [tex]{x^3}{y^2},{x^3}{y^2},{x^2}{y^3},{x^4}{y^4}[/tex] ইত্যাদি । দেখা যাচ্ছে যে [tex]{x^2}{y^2}[/tex] রাশির মান অন্যান্য রাশিগুলির মানের চেয়ে কম । তাই [tex]{x^2}{y^2}[/tex] এই রাশিটিকে [tex]xy,{x^2}y,x{y^2}[/tex] এই রাশিগুলির লঘিষ্ট সাধারণ গুণিতক বা সংক্ষেপে ল .সা .গু বলে । 

ল .সা .গু নির্ণয় পদ্ধতি :-  প্রত্যেক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে, উক্ত উৎপাদকগুলির প্রত্যেকটির যে মাত্রা রাশিগুলির মধ্যে সর্বোচ্চ তাদের গুণফলই রাশিগুলির ল .সা .গু হবে । সংখ্যা সহগ গুলির ল সা গু ই নির্ণেয় ল .সা .গু -র সংখ্যা সহগ হবে । 

উদাহরণ : [tex]5{x^3}{y^2}z,10{x^4}{y^3}{z^2},15{y^3}z[/tex] এর ল .সা .গু নির্ণয় করো । 

5 , 10 , 15 এর ল .সা .গু হল = 30.

[tex]{x^3},{x^4}[/tex] এর ল .সা .গু হল = [tex]{x^4}[/tex]

[tex]{y^2},{y^3},{y^3}[/tex] এর ল .সা .গু হল = [tex]{y^3}[/tex]

[tex]z,{z^2},z[/tex] এর ল .সা .গু হল = [tex]{z^2}[/tex]

অতএব নির্ণেয়  ল .সা .গু হল = [tex]30{x^4}{y^3}{z^2}[/tex]

উদাহরণ : 

[tex]{x^3} - 5{x^2} + 6x,{x^3} + 4{x^2} - 12x,{x^3} - 9{x^2} + 14x[/tex] এদের ল .সা .গু  নির্ণয় করতে হবে । 

প্রথম রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} - 5{x^2} + 6x\\
 = x\left( {{x^2} - 5x + 6} \right)\\
 = x\left( {{x^2} - 3x - 2x + 6} \right)\\
 = x\left( {x - 3} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

দ্বিতীয় রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} + 4{x^2} - 12x\\
 = x\left( {{x^2} + 4x - 12} \right)\\
 = x\left( {{x^2} + 6x - 2x - 12} \right)\\
 = x\left( {x + 6} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

তৃতীয় রাশি থেকে পাই 

[tex]\begin{array}{l}
{x^3} - 9{x^2} + 14x\\
 = x\left( {{x^2} - 9x + 14} \right)\\
 = x\left( {{x^2} - 7x - 2x + 14} \right)\\
 = x\left( {x - 7} \right)\left( {x - 2} \right)
\end{array}[/tex]

অতএব নির্ণেয় ল .সা .গু হবে = [tex]x\left( {x - 2} \right)\left( {x - 3} \right)\left( {x + 6} \right)\left( {x - 7} \right)[/tex]

*****

Related Items

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ (Various 3D Figures)

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব, তার সমাধান করা শিখবো । সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল ।

গোলক (Sphere)

আমরা প্রত্যেকেই ফুটবল, ভূগোলক, ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি । এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ । গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী ।

লম্ব-বৃত্তাকার শঙ্কু (Right-circular Cone)

কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যেকোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, তাকে শঙ্কু বলে ।