Polytechnic Exam - 2010 Physics

Submitted by Anonymous (not verified) on Tue, 05/31/2011 - 10:56

Polytechnic Exam - 2010 ( Physics )

Collected from Memory

 

Highlighted Option is the answer of the Questions

 

1.  147 gm ভরের একটি স্থিরাবস্থায় থাকা বস্তুর উপর 15 gm.wt বল প্রয়োগ করা হলে 2 sec পরে বস্তুটির বেগ হবে :

    (a) 5 ms-1     (b) 2 ms-2      (c) 1 ms-1     (d) 3 ms-1

 

2. যদি অসমান ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হয় , তাহলে :  

   (a)  হালকা বস্তুর গতিশক্তি বেশী     (b)   ভারী বস্তুর গতিশক্তি বেশী       (c)  উভয় বস্তুর গতিশক্তি সমান     (d)  তথ্য অসম্পূর্ণ । এর থেকে বলা যায় না কার গতি শক্তি বেশী ।

 

3. সমতল দর্পনে একটি দেওয়াল ঘড়ির প্রতিবিম্ব দেখে সময় মনে হল দুটো বেজে পাঁচ মিনিট । প্রকৃত সময় হবে :

   (a) 11-55     (b) 9-55     (c)  9-45      (d)  11-50

 

4. কাঁচের মধ্যে নিম্নোক্ত রঙের আলোর বেগ সর্বাপেক্ষা বেশী ।

   (a) লাল       (b) কমলা      (c)  সবুজ       (d)  বেগুনী

 

5. একটি বেলুনে  95 cm পারদস্তম্ভের চাপে 0.8 লিটার বায়ু ভরা আছে । উষ্ণতা স্থির রেখে চাপ কমিয়ে 76 cm পারদস্তম্ভে আনা হলে ঐ বাতাসের আয়তন হবে :

   (a) 1 লিটার       (b)  0.5 লিটার      (c)  1.2 লিটার       (d)  1.25 লিটার

 

6. একটি শব্দতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বাড়লে ওর তীক্ষ্ণতা  :

   (a)  বাড়বে     (b)  কমবে      (c)  একই থাকবে      (d)  কোনটিই নয়

 

7. ' BEUTIFUL ' শব্দের  প্রতিধ্বনি স্পষ্টভাবে শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে নুন্যতম দুরত্ব হবে ( বায়ুতে শব্দের বেগ =  [tex]340 m{s^{ - 1}}[/tex] )

   (a) 17 m      (b) 34 m      (c) 85 m       (d) 102 m

 

8. একটি বেহালা এবং একটি পিয়ানো একই কম্পাঙ্ক ও একই প্রাবল্যের শব্দ নির্গত করছে । তা  সত্ত্বেও ওদের পৃথকভাবে সনাক্ত করা যায় কারণ :

   (a) ওদের তরঙ্গদৈর্ঘ্য পৃথক       (b) ওদের বিস্তার পৃথক     (c) ওদের তরঙ্গরূপ পৃথক     (d) ওরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরী

 

9. একটি পরিবাহী তারকে বাঁকিয়ে ABC ত্রিভুজ তৈরী করা হয়েছে ।  AB, BC এবং  CA বাহুগুলির রোধ যথাক্রমে  40, 60  এবং  100 [tex]\Omega [/tex]  হলে  A  এবং  B বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে :

    (a) 200 [tex] \Omega [/tex]     (b) 20 [tex] \Omega [/tex]      (c) 32 [tex] \Omega [/tex]      (d) 50 [tex] \Omega [/tex]

 

10. আদর্শ ভোল্টামিটারের রোধ হওয়া উচিৎ :

   (a)  শুন্য     (b)  খুবই কম, কিন্তু শুন্য নয়       (c) অসীম      (d)  খুব বৃহত , কিন্তু অসীম নয়

 

11. উষ্ণতা বৃদ্ধি করা হলে :

   (a)  অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক কমে , জার্মেনিয়ামের বাড়ে 

   (b)  রুপা ও কার্বন উভয়েরই রোধাঙ্ক বাড়ে 

   (c)  তামার রোধাঙ্ক বাড়ে , সিলিকনের কমে  

   (d)  অ্যালুমিনিয়াম ও তামা উভয়েরই রোধাঙ্ক কমে

 

12. 1074 ক্যালোরি তাপ দ্বারা [tex]{100^ \circ }C[/tex]  তে কী পরিমাণ জলকে বাষ্প করা যাবে ?

   (a) 2 g      (b) 200 g     (c) 2 kg      (d) 1074 g

 

13.  2V তড়িৎচালক বল ও 10 [tex]ohm[/tex] অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎকোষকে 40 [tex]ohm[/tex]  রোধের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হল । এখন তড়িৎকোষের ভোল্টেজ :

    (a)  2 V     (b) 1.6 V      (c) 2.4 V      (d) 1.4 V

 

14. 1 eV এর সমান :

   (a) [tex]1.6 \times {10^{10}}[/tex] আর্গ     (b)  1 জুল     (c) [tex]1.6 \times {10^{10}}[/tex] জুল      (d)  1 আর্গ

 

15. প্রমান বায়ুমন্ডলীয় চাপে 1  লিটার গ্যাসের উষ্ণতা 300 K  থেকে [tex]{327^ \circ }C[/tex]  তে তোলা হলে গ্যাসের আয়তন হবে :

   (a)  27 লিটার      (b)  4 লিটার      (c)  0.5 লিটার      (d) 2 লিটার

 

16.   6 ফুট লম্বা ব্যক্তি 9 ফুট উচ্চতায় অবস্থিত একটি ল্যাম্প থেকে 3 দুরত্বে দন্ডায়মান । তার ছায়ার দৈর্ঘ্য কত ?

     (a) 3 ফুট     (b) 6 ফুট     (c) 9 ফুট     (d) 12 ফুট

 

17.  সুচি চুম্বকের সাহায্যে নির্ণয় করা হয় -

     (a) তড়িৎ ক্ষেত্রের অভিমুখ     (b) উত্তর মেরুর শক্তি      (c) চৌম্বক ক্ষেত্রের অভিমুখ     (d) দক্ষিণ মেরুর শক্তি

 

18.  X-রশ্মি হল :

    (a) ক্যাথোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন 

    (b) 1-এর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 

    (c) অ্যানোড অঞ্চল থেকে নিঃসৃত ইলেকট্রন 

    (d) 1000 m. এর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

 

19.   [tex]{}_Z^Ax[/tex] নিউক্লাইড [tex]\beta [/tex] -বিকিরনের ফলে লব্ধ নিউক্লাইড :

    (a) [tex]{}_{Z - 1}^{A - 1}X[/tex]     (b) [tex]{}_{Z + 1}^{A - 1}X[/tex]     (c) [tex]{}_{Z + 1}^{A}X[/tex]     (d) [tex]{}_{Z - 1}^{A + 1}X[/tex]

 

20.  [tex]{10^{ - 6}}\Omega [/tex] m রোধাঙ্কের পদার্থ দিয়ে তৈরি 10m দীর্ঘ এবং [tex]{10^{ - 6}}[/tex]m2 প্রস্থচ্ছেদের তারের রোধ :

    (a) [tex]{10^{ 6}}\Omega [/tex]     (b) [tex]{10^{ - 6}}\Omega [/tex]     (c) [tex]1 \Omega [/tex]   (d) [tex]10 \Omega [/tex]

 

21.  আবিষ্ট তড়িৎচালক বল যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটি হল :

    (a) ওহমের সুত্র      (b) ফ্যারাডের সুত্র      (c) কুলম্বের সুত্র      (d) অ্যাম্পিয়ারের সুত্র

 

22.   কোলকাতার একটি কাঠের বাক্সের ওজন 5 kg-wt  । গ্রীণল্যান্ডে গেলে ঐ বাক্সের ওজন হবে :

     (a) 5 kg-wt    (b) 5 kg-wt অপেক্ষা বেশী    (c) 5 kg-wt অপেক্ষা কম    (d) কাঠের প্রকৃতির উপর নির্ভর করে ওজন 5 kg-wt অপেক্ষা বেশী বা কম হতে পারে ।

 

23.  একটি বিকারে রাখা তরলে একটি বাস্তু ভাসছে । সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল । বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্রবতার মান :

     (a)  অপসারিত তরলের ওজনের সমান      (b) বায়ুতে বস্তুর ওজনের সমান      (c) সম আয়তনে তরলের ওজনের সমান     (d) শূন্য

 

24.  কোন্ এককযুগ্ম একই ভৌতরাশিকে সূচিত করে  ?  

     (a) কেলভিন ও ক্যালরি      (b) কেলভিন ও জুল      (c) জুল ও ক্যালরি      (d) সেলসিয়াস ও ক্যালরি

 

25.  কাঁচ থেকে জলে প্রবেশ করলে আলোর ক্ষেত্রে নিচের কোন রশিটি অপরিবর্তিত থাকে  ?

     (a) বেগ      (b) তরঙ্গদীর্ঘ্য       (c) কম্পাঙ্ক     (d) কোনটাই নয়

 

26.  'ফার্মি' নীচের কোনটির পরিমাপের একক ?

    (a) ভর     (b) দৈর্ঘ্য      (c) আয়তন      (d) সময়

 

27.   চাঁদে একটি বস্তুর ওজন 19.56 নিউটন । পৃথিবীতে ঐ বস্তুর ওজন হবে  (g = 1.63 ms-2 চাঁদে,  g = 10 ms.2 পৃথিবীতে )

    (a) 120 N      (b) 100 N      (c) 110 N     (d) 90 N

 

28.  সালোকসংশ্লেষ প্রক্রিয়াকালে শক্তির যে রুপান্তর ঘটে তা হল :

    (a) তাপশক্তি তড়িৎশক্তিতে     (b)  আলোকশক্তি রাসায়নিক শক্তিতে     (c) তাপশক্তি রাসায়নিক শক্তিতে     (d) তড়িৎশক্তি  রাসায়নিক শক্তিতে

 

29.  বিশুদ্ধ কেলাসিত পদার্থের ক্ষেত্রে :

    (a) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে বেশী হয়

    (b) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে কম হয় 

    (c) স্বাভাবিক গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয়

    (d) স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের চেয়ে বেশী বা কম হতে পারে

 

30.  SI এককে বরফ গলনের লীনতাপ হল :

    (a) [tex]3.36 \times {10^3}JK{g^{ - 1}}[/tex]     (b) [tex]3.36 \times {10^4}JKg[/tex]     (c) [tex]3.36 \times {10^5}JKg[/tex]    (d) [tex]3.36 \times {10^5}JK{g^{ - 1}}[/tex]

 

31.  একটি বস্তুর তাপমাত্রা [tex]30^\circ C[/tex] থেকে বেড়ে [tex]80^\circ C[/tex] হল  । ফারেনহাইট স্কেলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি হল : 

     (a) [tex]90^\circ [/tex]     (b) [tex]60^\circ [/tex]     (c) [tex]80^\circ [/tex]     (d) [tex]85^\circ [/tex]

 

32.  একটি কেটলী ( জলসম W গ্রাম ) এবং তার মধ্যের জল ( M গ্রাম ) শীতল হয়ে [tex]80^\circ C[/tex] থেকে  [tex]40^\circ C[/tex] তাপমাত্রায় এল । কেটলীর জল সমপরিমাণ তাপ বর্জন করবে যখন :

     (a) W > M      (b) W < M     (c) W = M     (d) W, M এর চেয়ে বড় বা ছোট যাই হোক না কেন

 

33.  একটি বন্ধ পাত্রে রক্ষিত একটি গ্যাসের চাপ 0.4% বাড়ানো হলে তাপমাত্রা [tex]1^\circ C[/tex] বাড়ে । গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা ছিল : 

     (a) 250 K    (b) [tex]250^\circ C[/tex]     (c) 25 K     (d) 2500 K

 

34.  একটি আলোকরশ্মি একটি সমতল দর্পনে E কোণে আপতিত হল । প্রতিফলনের ফলে চ্যুতিকোণ হবে :  

     (a) [tex]100^\circ [/tex]     (b) [tex]120^\circ [/tex]      (c) [tex]110^\circ [/tex]     (d) [tex]130^\circ [/tex]

 

35.  সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

     (a) তীক্ষ্মতা একটি ভৌতরাশি কিন্তু কম্পাঙ্ক নয়      (b) তীক্ষ্মতা কম্পাঙ্কের কারণ     (c) তীক্ষ্মতা কম্পাঙ্কের ফল     (d) কম্পাঙ্ক কেবলমাত্র সুরযুক্ত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য  

 

36.   কতগুলি ইলেকট্রন 4  কুলম্ব আধান বহন করে ?

     (a) [tex]3 \times {10^{19}}[/tex]      (b) [tex]3 \times {10^{18}}[/tex]     (c) [tex]20 \times {10^{18}}[/tex]     (d) [tex]25 \times {10^{18}}[/tex]

 

37.  দুটি পরিবাহী সমান্তরাল সমবায়ে যুক্ত । তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত 3 : 5 হলে তাদের রোধের অনুপাত হল :

     (a) 3 : 5      (b) 1 : 5     (c) 5 : 3     (d) 2 : 5

 

38. আমাদের দেশে ব্যবহৃত আর্থিং তারের প্লাস্টিক অন্তরকের রং সাধারনত :

     (a) লাল       (b) কালো       (c) নীল      (d) সবুজ

 

39.  তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে :

     (a) কুণ্ডলীর পাক সংখ্যা কমিয়ে      (b) কুণ্ডলীতে প্রবাহ মাত্র বাড়িয়ে     (c) মেরু দুটির মধ্যে দুরত্ব বাড়িয়ে     (d) কাঁচা লোহার মজ্জার পরিবর্তে তামার মজ্জা ব্যবহার করে 

 

40.  বার্লো চক্র প্রদর্শন করে :

     (a) তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া     (b)  চুম্বকের উপর তড়িৎপ্রবাহের  ক্রিয়া    (c) তড়িৎপ্রবাহের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া    (d) চুম্বকের উপর চুম্বকের ক্রিয়া

 

41.  নিম্নলিখিত রশ্মিগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হল : 

     (a) [tex] \alpha[/tex] -রশ্মি      (b) [tex]\beta [/tex] -রশ্মি      (c)  [tex]\gamma [/tex] -রশ্মি     (d)      [tex]x[/tex] -রশ্মি

 

42. [tex]IA\limits^ \circ [/tex] তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট x -রশ্মির কম্পাঙ্ক হল :  [tex](IA\limits^ \circ - {10^{ - 10}}n)[/tex] :

     (a) [tex]30 \times {10^{18}}[/tex]    (b) [tex]3 \times {10^{17}}[/tex]     (c) [tex]3 \times {10^{18}} [/tex]    (d) [tex]3 \times {10^{16}}[/tex]

 

43.  100 kg কয়লা 100 m উচ্চতায় তুলতে কৃতকার্য :

    (a) [tex]98 \times 10^{3}[/tex] J      (b) [tex]10^{4}[/tex] J      (c) 980 J     (d) 9.8 J

 

44.  উত্তল দর্পনের ব্যবহার :

     (a) দাড়ি কমানোর আয়না      (b) ভিউ ফাইন্ডার      (c) সাধারণ আয়না      (d) অভিসারী আয়না

 

45.   এক দীর্ঘদৃষ্টিসম্পন্ন ব্যক্তির -40 cm ফোকাস দুরত্বের লেন্স দরকার হয়  । লেন্সটির ক্ষমতা :

     (a) -40 D      (b) -2.5 D      (c) + 2.5 D    (d) + 40 D

 

46.  শূন্যে রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন নিয়ম অনুযায়ী ?

     (a) শক্তি সংরক্ষণ      (b) নিউটনের দ্বিতীয় গতিসুত্র      (c) নিউটনের তৃতীয় গতিসুত্র     (d) ভর সংরক্ষণ

 

47.   আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের একক :

    (a) NC.1 ও টেসলা    (b) NA.1  ও গাউস      (c) NCm.1  ও ওরষ্টেড      (d) NA.1 ও ওরষ্টেড      

 

48.  নির্দিষ্ট ভরের একটি পদার্থের মধ্যে অনুর সংখ্যা হিসাব করা হয় নিম্নের কোন ধ্রুবকের সাহায্যে ?

    (a) বোল্টজম্যান ধ্রুবক (K)    (b) গ্যাস ধ্রুবক (R)    (c) অ্যাভোগাড্রো সংখ্যা (N0)    (d) মহাকর্ষীয় ধ্রুবক (G)

 

49. রামধনুর সুন্দর বর্ণগুলি কোন প্রক্রিয়ার জন্য হয় :

    (a) আলোর প্রতিফলন      (b) আলোর ব্যতিচার      (c) আলোর অপবর্তন      (d) আলোর বিচ্ছুরণ

 

50.  জলের হিমাংক ও স্ফুটনাঙ্ক চাপের সঙ্গে কিরূপ পরিবর্তিত হয় ?

    (a) হিমাংক বৃদ্ধি পায় এবং স্ফুটনাঙ্ক হ্রাস পায় 

    (b) হিমাংক হ্রাস পায় এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় 

    (c) হিমাংক এবং স্ফুটনাঙ্ক উভয়ই বৃদ্ধি পায় 

    (d) হিমাংক এবং স্ফুটনাঙ্ক উভয়য় হ্রাস পায়

****

 

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?