Polytechnic Exam - 2009 (Physics)
Collected from memory
Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে email করুন সংশোধন করে দেওয়া হবে )
1. কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে আণবিক ওজন কত ?
(a) 22 (b) 42 (c) 66 (d) 44
2. নীচের কোনটি গ্যাসের আদর্শ সমীকরণ
(a) [tex]{{{P_1}{T_1}} \over {{V_1}}} = {{{P_2}{T_2}} \over {{V_2}}}[/tex] (b) [tex]{{{T_1}{V_1}} \over {{P_1}}} = {{{P_2}{V_2}} \over {{T_2}}}[/tex]
(c) [tex]{P_1}{V_1}{T_1} = {P_2}{V_2}{T_2}[/tex] (d) [tex]{{{P_1}{V_1}} \over {{T_1}}} = {{{P_2}{V_2}} \over {{T_2}}}[/tex]
3. আদর্শ গ্যাস সমীকরণে (PV = RT) R এর মান নির্ভর করে -
(a) গ্যাসের প্রকৃতি (b) গ্যাসের উষ্ণতা (c) গ্যাসের ভর (d) গ্যাসের প্রকৃতি ও উষ্ণতা
4. শব্দ তরঙ্গ কী ভাবে বিস্তার লাভ করে ?
(a) মাধ্যমের কণাগুলি তরঙ্গ প্রবাহের সহিত লম্ব ভাবে অগ্রসর হয়
(b) মাধ্যমের কণাগুলি তরঙ্গ প্রবাহের সহিত সমান্তরালে অগ্রসর হয়
(c) (a) এবং (b) উভয়ের মাধ্যমেই
(d) মাধ্যমের কণাগুলি তরঙ্গ প্রবাহের সহিত সমকোণে অগ্রসর হয়
5. কম্পাঙ্কের আধুনিক একক হল -
(a) ডেসিবেল (b) সাইকল /সে (c) হার্ৎজ (d) কোনওটিই নয়
6. চাঁদের মাটিতে দাঁড়িয়ে দুজন ব্যক্তি খুব জোরে কথাবার্তা বললেও কেউ কারুর কথা শুনতে পায় না । কারণ -
(a) চাঁদে অভিকর্ষ বল নেই (b) চাঁদে প্রাণ নেই (c) চাঁদে বায়ু নেই (d) চাঁদে জল নেই
7. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
(a) ফাদোমিটার (b) হাইড্রোফোন (c) গ্রামাফোন (d) স্পোরোমিটার
8. নীচের সুর গুলির মধ্যে কোনটি মূল সুর ? 100, 200, 250, 300, এবং 350
(a) 200 (b) 350 (c) 100 (d) 300
9. সমত্বরণে গতিশীল কোনও বস্তুর প্রাথমিক বেগ ও 15 মিনির পরে বেগ যথাক্রমে 10 মি / সে এবং 40 মি / সে ওই বস্তুর ত্বরণ কত ?
(a) 33 মি/ সে (b) 0.033 মি/ সে (c) 400 মি/ সে (d) 0.133 মি/ সে
10. নিউটনের কোন গতিসূত্র থেকে জলের পরিমাপ করা হয় ?
(a) প্রথম (b) তৃতীয় (c) দ্বিতীয় (d) কোনওটিই নয়
11. এক নিউটন কত ডাইনের সমান ?
(a) 106 (b) 104 (c) 105 (d) 107
12. 250 gm ভারবিশিষ্ট কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে ?
(a) 6 মি/ সে2 (b) 4 মি/ সে2 (c) 5 মি/ সে2 (d) 2 মি/ সে2
13. আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 60o হলে আপতন কোণ -
(a) 30o (b) 90o (c) 60o (d) 120o
14. একটি লিভারের আলম্বের একদিকের প্রান্তে বল ও বিপরীত দিকের প্রান্তে ভার ক্রিয়াশীল । প্রযুক্ত বল 3 নিউটন, বলবাহু 2.5 মিটার ও রোধবাহু 1.5 মিটার হলে, লিভারটি সাম্যাবস্থায় থাকার জন্য ক্রিয়াশীল ভার কত হবে ?
(a) 3 নিউটন (b) 4 নিউটন (c) 5 নিউটন (d) 6 নিউটন
15. তিনটি বালবের ক্ষমতা 40W, 60W এবং 100W যখন সরবরাহ ভোল্টেজ 220V
(a) 40W বালব (b) 60W বালব (c) 100W বালব (d) সবগুলি সমানভাবে জ্বলবে
16. দার্জিলিং -এ এক পেটি চা স্প্রিং তুলায় ওজন করে কিনে কোলকাতায় এসে ওজন করলে -
(a) ওজন বাড়বে (b) ওজন কমবে (c) ওজন একই থাকবে (d) কোনওটিই নয়
17. 1 বায়ুমন্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক-
(a) 1o C কমে (b) 1o C বাড়ে (c) 0.0073o C বাড়ে (d) 0.0073o C কমে
18. S.I. পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের (J) এর মান -
(a) 1 টি (b) 2 টি (c) 3 টি (d) 4 টি
19. একটি বৈদুতিক হিটারের রেটিং হল 220V-220W । হিটারের কুণ্ডলীর রোধ হল -
(a) 22 [tex]\omega[/tex] (b) 44 [tex]\omega[/tex] (c) 220 [tex]\omega[/tex] (d) 440 [tex]\omega[/tex]
20. একটি বায়ু শূন্য ডায়োডকে ভালভ বলার কারণ কী ?
(a) এটি তড়িৎ প্রবাহ হতে দেয় না (b) এটি তড়িৎ প্রবাহের উভয়দিকে যেতে দেয় (c) এটি তড়িৎ প্রবাহকে একদিকে যেতে দেয় (d) এটি খুবই বায়ু শূন্য থাকে
21. দীপন শক্তির একক হল :
(a) অ্যাম্পিয়ার (b) ক্যান্ডেলা (c) লুমেন (d) কোনওটিই নয়
22. নিউটন আবিষ্কার করেন -
(a) রাদারফোর্ড (b) বেকারেল (c) গোল্ডস্টাইন (d) স্যাডউইক
23. একটি সুতো বেঁধে ভূমির সঙ্গে 60o কোণ করে 100 ডাউন বলে ভূমি বরাবর 20 সেমি টানা হল । কৃতকার্যের পরিমাণ -
(a) 50 আর্গ (b) 2000 আর্গ (c) 100 আর্গ (d) 500 আর্গ
24. একটি চক্র ও একটি অক্ষদন্ডের ব্যাসার্ধ যথাক্রমের 8 cm ও 2 cm । ওই যন্ত্রে যে নুন্যতম বল প্রয়োগ করে 20 kg ভরকে তোলা যাবে তা হল -
(a) 5 kg wt (b) 10 kg wt (c) 15 kg wt (d) 20 kg wt
25. একটি তারের দৈর্ঘ্য 10 m এবং ব্যাস 2 mm. যদি উপাদানের রোধাঙ্ক [tex]2 \times {10^{ - 6}}\Omega cm[/tex] হয়, তবে তারের রোধ হবে -
(a) [tex]2 \times {10^{ - 5}}\Omega [/tex] (b) [tex] 0.064 \Omega [/tex] (c) [tex]5 \times {10^{ - 6}}\Omega [/tex] (d) কোনওটিই নয়
26. দুটি অসম বাহুর একটি সাধারণ তুলার একটি পাত্রে কোনও বস্তুর ভর 4 kg এবং অপর পাত্রে এর ভর 4.5 kg । বস্তুটির ঠিক ভর কত ?
(a) 8.5 kg (b) .5 kg (c) 2 kg (d) 4.24 kg
27. একটি 50 কিলোগ্রাম বস্তুর উপর কত উর্ধ্বমুখী বল প্রয়োগ করলে বস্তুটি 7.8 মিটার/ সে2 ত্বরণ নিয়ে নীচের দিকে নামতে থাকবে ?
(a) 100 N (b) 25 N (c) 300 N (d) কোনওটিই নয়
28. জল গরম হতে বেশি সময় নেয়, তেমনিই ঠান্ডা হতেও বেশি সময় লাগে কারণ কী ?
(a) জল জমে গেলে আয়তনে বাড়ে (b) জলের আপেক্ষিক তাপ উচ্চ (c) জল সহজলভ্য (d) প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক 100o C
29. প্রতি সেকেন্ডে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহের জন্য 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা সৃষ্টি হয় তা হল-
(a) [tex]6.25 \times {10^{16}}[/tex] (b) [tex]6.25 \times {10^{17}}[/tex] (c) [tex]6.25 \times {10^{18}}[/tex] (d) [tex]6.25 \times {10^{19}}[/tex]
30. স্পেস চার্জের কণাগুলি হল -
(a) নিউটন (b) প্রোটন (c) ইলেকট্রন (d) পজিটন
31. এক ব্যক্তি কোনো বাগানের চারদিকে ঘুরে 400 মিটার পথ অতিক্রম করে আগের স্থানে ফিরে এল । ওই ব্যক্তির মোট সরণ হল-
(a) 400 মিটার (b) 800 মিটার (c) 0 মিটার (d) 200 মিটার
32. একটি কঠিন ব্লক একটি মসৃণ অনুভূমিক তলে আছে । একটি বুলেট ওই ব্লকে আঘাত করে ওর মধ্যে থেকে গেল । এই প্রক্রিয়ায়-
(a) কেবল মাত্র গতিশক্তি সংরক্ষিত হয় (b) কেবল মাত্র ভরবেগ সংরক্ষিত হয় (c) ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয় (d) কোনোটিও সংরক্ষিত থাকে না
33. m ভরের কোনোও বস্তুর গতিশক্তি E হলে ওর ভর বেগ হবে -
(a) 2mE (b) [tex] \sqrt {2mE}[/tex] (c) [tex] 2 \sqrt {ME}[/tex] (d) [tex] \sqrt {ME}[/tex]
34. m ভরের কোনোও বস্তুর তাপমাত্রা 1o C বৃদ্ধি করতে H পরিমাণ তাপের প্রয়োজন হলে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ -
(a) [tex] {Hm \over t}[/tex] (b) Hmt (c) [tex] {Ht \over m}[/tex] (d) [tex] {H \over mt}[/tex]
35. S.I. পদ্ধতিতে বরফের গলনের লীনতাপের আনুমানিক মান হল-
(a) 0.336 J kg-1 (b) 80 K cal kg-1 (c) [tex]3.36 \times {10^5}[/tex] J kg-1 (d) 8000 J kg-1
36. একটি বস্তুকণা r ব্যাসার্ধের একটি বৃত্তপথের অর্ধেক যায়, কণাটির সরণ ও অতিক্রান্ত দুরত্ব যথক্রমে হল-
(a) 2r, [tex]\pi r[/tex] (b) 0, [tex]\pi r[/tex] (c) 2r, [tex]2 \pi r[/tex] (d) r, [tex]2 \pi r[/tex]
37. একটি কণা 15 m/s বেগে 1 মিনিট এবং 10 m/s বেগে 0.5 মিনিট গেল । কণার গড় গতিবেগ কত ?
(a) [tex]{40 \over 3}[/tex] ms-1 (b) [tex]{20 \over 3}[/tex] ms-1 (c) 5 ms-1 (d) 25 ms-1
38. একটি বলকে ওপরের দিকে ছোঁড়া হল । ওপরের দিকে ওঠার সময় বালতির ....
(a) স্থিতিশক্তি বাড়তে থাকে (b) গতিশক্তি বাড়তে থাকে (c) ত্বরণ বাড়তে থাকে (d) উপরের কোনটিও নয়
39. বৈদুতিক ফিউজের উপাধান হিসেবে ব্যবহারের কারণ কী ?
(a) ধাতু সংকর ব্যবহৃত হয় কারণ এর গলনাঙ্ক কম
(b) ধাতু সংকর ব্যবহৃত হয় কারণ এর গলনাঙ্ক বেশি
(c) ধাতু সংকর কখনোই ব্যবহৃত হয় না কারণ এর গলনাঙ্ক কম
(d) ধাতু সংকর কখনোই ব্যবহৃত হয় না কারণ এর গলনাঙ্ক বেশি
40. নিম্নলিখিতগুলির মধ্যে বিভব প্রভেদের সূচিত করে -
(a) জুল/কুলম্ব (b) ওহম/সেমি (c) অ্যাম্পিয়ার X কুলম্ব (d) কুলম্ব/সেকেন্ড
41. 200 ডাইন মানের একটি বল 10 গ্রাম ভরের বস্তুর উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে । বস্তুটি শুরুতে স্থির অবস্থায় থাকলে তার অন্তিম বেগ হবে -
(a) 50 সেমি/সেঃ (b) 80 সেমি/সেঃ (c) 100 সেমি/সেঃ (d) 200 সেমি/সেঃ
42. কোনোও বস্তু ও কিছু পরিমাণ জল যদি একই তাপমাত্রা বৃদ্ধির জন্য একই পরিমাণ তাপ গ্রহন করে , তবে জলের ওই পরিমাণকে বলা হয় বস্তুর --
(a) লীনতাপ (b) জলসম (c) তাপগ্রহীতা (d) আপেক্ষিক তাপ
43. মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে [tex]{PV \over T}[/tex] রাশিটির ধ্রুবক মানটির নাম কী ?
(a) সার্বজনীন গ্যাস ধ্রুবক (b) ম্যাক্সওয়েল ধ্রুবক (c) বোলজ ম্যান ধ্রুবক (d) আভোগাড্রো সংখ্যা
44. প্রমাণ চাপ ও তাপ মাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 ms-1 । তাপ মাত্রা বেড়ে 30o C হলে, একই চাপে বায়ুতে শব্দের বেগ হবে -
(a) 330 ms-1 এর থেকে বেশি (b) 330 ms-1 এর কম (c) 330 ms-1 (d) কোনটিও ঠিক নয়
45. এক্স-রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের ক্রম হল -
(a) 10.7 মিঃ (b) 1010 মিঃ (c) 10.12 মিঃ (d) 10.13 মিঃ
46. Na+ -এর মধ্যে ইলেকট্রন সংখ্যা -
(a) 11 টি (b) 12 টি (c) 10 টি (d) 23 টি
47. একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক -5o এবং ঊর্ধ স্থিরাঙ্ক 105o হলে 30oC উষ্ণতায় ওই থার্মোমিটারের পাঠ হবে -
(a) 70o (b) 60o (c) 40o (d) 28o
48. একটি প্রিজম সাদা আলোককে সাতটি বর্ণে বিভাজিত করে । এর কারণ হল-
(a) বিভিন্ন বর্ণের আলোর বিস্তার বিভিন্ন (b) বিভিন্ন বর্ণের আলোর দশা বিভিন্ন (c) বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন (d) বিভিন্ন বর্ণের আলোর শক্তি বিভিন্ন
49. বৈদুতিক তারের রঙিন সংকেতলিপি হল-
(a) লাইভ তার লাল, নিউট্রাল তার কালো এবং আর্থিং তার সবুজ
(b) লাইভ তার সবুজ , নিউট্রাল তার কালো এবং আর্থিং তার লাল
(c) লাইভ তার লাল, নিউট্রাল তার সবুজ এবং আর্থিং তার কালো
(d) ওপরের কোনটিও নয়
50. আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করার জন্য প্রয়োজন -
(a) কুলীজ নল (b) ড্যানিয়েল কোশ (c) আলোক তড়িৎ কোশ (d) ডায়োড
****