West Bengal Polytechnic Entrance Examination
JEXPO 2012
Chemistry
1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ?
(A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা
2. 19K40 এবং 20Ca40 হল কোনটির উদাহরণ ?
(A) আইসোটোপ (B) আইসোবার (C) আইসোটোন (D) আইসোমার
3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ?
(A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3
4. STP -তে একটি গ্যাসের 4.4 গ্রামের আয়তন হল 2.24 লিটার । সংশ্লিষ্ট গ্যাসটি কি ?
(A) O2 (B) CO (C) NO2 (D) CO2
5. কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া নয় ?
(A) H2S + Cl2 = S + 2HCl
(B) Cu + 2H2SO4 = CuSO4 + SO2 + 2H2O
(C) Ca(OH)2 + H2S = CaS + 2H2O
(D) 2KClO3 + I2 = 2KIO3 + Cl2
6. 1 মোল ইলেকট্রন কি পরিমাণে আধান বহন করে ?
(A) 48,250 coulomb (B) 90,000 coulomb (C) 1,00,000 coulomb (D) 96,500 coulomb
7. ক্লোরিন যুক্ত একটি কৃত্রিম পলিমারের নাম লেখ
(A) সেলুলোজ (B) টেফলন (C) পিভিসি (D) পলিথিন
8. সোডিয়াম প্রেপিওনেটের সঙ্গে সোডালাইমের বিক্রিয়ায় কোন জৈব গ্যাসটি উত্পন্ন হয় ?
(A) মিথেন (B) ইথেন (C) প্রোপেন (D) বিউটেন
9. ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন মিশ্রণ কি নামে পরিচিত ?
(A) কার্বোরাণ্ডাম (B) নাইট্রোলিম (C) পারমুটিট (D) সোডামাইড
10. 'ক্যালগন' কি ?
(A) খরজল মৃদুকরণে ব্যবহৃত পদার্থ
(B) জলকে মিষ্টিত্ব প্রদানে ব্যবহৃত পদার্থ
(C) ব্লিচিং করার পদার্থ
(D) কোলয়েড উত্পন্নকারক পদার্থ
11. বিলীয়মান রঙ প্রস্তুত করতে কোন ক্ষারটিকে ব্যবহার করা হয় ?
(A) NaOH (B) KOH (C) NH4OH (D) Ca(OH)2
12. মোর লবণের সঠিক সংকেত হল
(A) K2SO4. Al2(SO4)3.24H2O (B) FeSO4.7H2O (C) FeSO4.(NH4)2SO4.6H2O (D) MgSO4.7H2O
13. নীচের কোন বিক্রিয়াটি একটি তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ ?
(A) CaCL2(s) + H2O → CaCl2(aq.) (B) C + O2 → CO2 (C) 2H2 + O2 → 2H2O (D) NaOH + HCl → NaCl + H2O
14. হোয়াইট লেড নামে রঙিন বস্তুটি তৈরি করতে কোন জৈব অ্যাসিডটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ?
(A) অয়েল অফ ভিট্রিয়াল (B) ভিনিগার (C) মিউরিয়েটিক অ্যাসিড (D) ফরমিক অ্যাসিড
15. এমন একটি সারের নাম কর যার জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির
(A) ইউরিয়া (B) অ্যামোনিয়াম সালফেট (C) অ্যামোনিয়াম অ্যাসিটেট (D) সোডিয়াম
16. HCl কে P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কারণ নিম্নলিখিত যৌগ দুটি তৈরী হয়
(A) POCl3, HPO3 (B) POCL2, H4P2O7 (C) POCl4, H3PO4 (D) POCL3, H2P2O7
17. কোন অ্যাসিড KMnO4 -এর বেগুনী দ্রবণকে বর্ণহীন করে ?
(A) H2SO4 (B) HNO3 (C) HCl (D) H2CO3
18. একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম হল
(A) সিলিকা (B) NaCl (C) HCl (D) ইথানল
19. এমন একটি যৌগের নাম কর যেটিতে তিন প্রকারের বন্ধনীই বর্তমান
(A) NaCl (B) NH3 (C) NH4Cl (D) H2O
20. গলিত NaCl তড়িৎ পরিবহন করে, কারণ এটিতে
(A) মুক্ত ইলেকট্রন আছে (B) মুক্ত আয়ন আছে (C) মুক্ত অণু আছে (D) মুক্ত পরমাণু আছে
21. 1 গ্রাম জলের মধ্যে প্রোটনের সংখ্যা কত ?
(A) [tex]{{6.023 \times {{10}^{23}}} \over {18}}[/tex] (B) [tex]{{18} \over {6.023 \times {{10}^{24}}}}[/tex] (C) [tex]{{6.023 \times {{10}^{24}}} \over {18}}[/tex] (D) [tex]{{18} \over {6.023 \times {{10}^{23}}}}[/tex]
22. একটি টেস্ট টিউবে রাখা KClO3 ও MnO2 -কে তীব্রভাবে উত্তপ্ত করা হল । তারপর এর মধ্যে জল ফিল্টার করা হল । পরিশ্রুততে AgNO3 দ্রবণ যোগ করলে একটি সাদা অধঃক্ষেপ উত্পন্ন হয় । অধঃক্ষেপটি হল
(A) Ag2S (B) KCl (C) MnCl2 (D) AgCl
23. একটি বিষাক্ত বিজারক দ্রব্য হল
(A) H2 (B) CO (C) CO2 (D) HI
24. কোন জোড়ের ক্ষেত্রে যোজক ইলেকট্রনের সংখ্যা ভিন্ন ?
(A) Na+1, Al+3 (B) P-3, Ar (C) O-2, F-1 (D) Mg+2, Ar
25. নীচের কোনটি মিশ্র অক্সাইড ?
(A) Fe2O3 (B) P2O5 (C) Cl2O7 (D) Fe3O5
26. কোন যৌগটির জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে ?
(A) CaCl2 (B) NaCl (C) NH4Cl (D) KCl
27. ক্লোরোফর্ম তৈরীতে নীচের কোন পদার্থটি ব্যবহৃত হয় ?
(A) PCl3 গ্যাস (B) CCl4 (C) CH3CO2H (D) Ca(OCl)Cl
28. অতি লঘু ও শীতল NHO3 এবং তামার বিক্রিয়ার সময় কোন গ্যাস উত্পন্ন হয় ?
(A) N2O (B) NO2 (C) NO (D) N2
29. ক্রায়োলাইটে কোন ধাতু বর্তমান ?
(A) Zn (B) Cu (C) Al (D) Ca
30. নীচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষে ইলেকট্রনীয় অষ্টক অসম্পূর্ণ আছে ?
(A) CO2 (B) H2O (C) CHCl3 (D) CO
31. পরমাণুর মধ্যে উপস্থিত সবচয়ে ভারী কণার নাম কি ?
(A) ইলেকট্রন (B) নিউট্রন (C) প্রোটন (D) মেসন
32. লঘু HNO3 দ্রবণে H2S গ্যাস চালনা করলে উত্পন্ন জারিত পদার্থটি কি হবে ?
(A) SO2 (B) S (C) SO3 (D) H2S2O3
33. নীচের কোনটির অস্তিত্ব সম্ভব নয় ?
(A) PCl5 (B) ClO2 (C) Cl2O (D) Cl2O7
34. নীচের কোনটি সন্ধিগত মৌল ?
(A) Al (B) Fe (C) Na (D) K
35. তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড তড়িৎদ্বারে ঘটা বিক্রিয়ার প্রকৃতি হল
(A) জারণ ও বিজারণ উভয় প্রকার (B) জারণ অথবা বিজারণ (C) শুধুমাত্র বিজারণ (D) শুধুমাত্র জারণ
36. সবচেয়ে সক্রিয় হ্যালোজেন মৌলটি হল
(A) F2 (B) Cl2 (C) Br2 (D) I2
37. 75 গ্রাম বিশুদ্ধ চুনাপাথরের (CaCO3) সহিত অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের (H2SO4) বিক্রিয়ায় উত্পন্ন CO2 গ্যাসের STP -তে আয়তন-
(A) 33.6 লিটার (B) 22.4 লিটার (C) 1.2 লিটার (D) 16.8 লিটার
38. যে বিক্রিয়ায় নাইট্রোলিম উত্পন্ন হয় তা হল-
(A) ধাতব ক্যালশিয়াম ও নাইট্রোজেন সাধারণ তাপমাত্রায়
(B) ধাতব ক্যালশিয়াম ও নাইট্রোজেন 1000°C তাপমাত্রায়
(C) ক্যালশিয়াম কার্বাইড ও নাইট্রোজেন সাধারণ তাপমাত্রায়
(D) ক্যালশিয়াম কার্বাইড ও নাইট্রোজেন 1000°C তাপমাত্রায়
39. কোল গ্যাস বিষাক্ত হয়, কারণ এতে থাকে-
(A) CO2 এবং CH4 (B) C2H4 এবং CO2 (C) CO এবং HCN (D) CH4 এবং C2H4
40. সাবান প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামালগুলি হল-
(A) চূন এবং চর্বি (B) কস্টিক সোডা এবং চর্বি বা তেল (C) জৈব অ্যাসিড এবং চর্বি (D) কস্টিক সোডা এবং জৈব অ্যাসিড
41. জার্মান সিলভার সংকর ধাতুতে আছে -
(A) Zn এবং Sn (B) Mg এবং Zn (C) Al এবং Zn (D) Zn, Cu এবং Ni
42. সাধারণ বোরনে উপস্থিত [tex]_5^{10}B[/tex] এবং [tex]_5^{11}B[/tex] আইসোটোপ দুটির উপস্থিতির হার হল যথাক্রমে 20% এবং 80% । বোরনের পারমাণবিক গুরুত্ব হবে-
(A) 10.8 (B) 10.2 (C) 10.4 (D) 10.6
43. দইয়ে উপস্থিত মূল অ্যাসিডটি হল-
(A) ল্যাকটিক অ্যাসিড (B) অ্যাসকরবিক অ্যাসিড (C) সাইট্রিক অ্যাসিড (D) ফর্মিক অ্যাসিড
44. টেফলন যে যৌগের পলিমার সেটি হল-
(A) টেট্রাফ্লোরো কার্বন (B) টেট্রাফ্লোরো ইথিলিন (C) টেট্রাফ্লোরো ইথেন (D) টেট্রাফ্লোরো বেঞ্জিন
45. জৈবদেহে ATP -এর মূল কাজ হল-
(A) তাপ উত্পন্ন করা (B) ক্ষয় রোধ করা (C) শক্তি সঞ্চয় করা (D) রেচনক্রিয়া সম্পন্ন করা
46. যে জ্বালানীটি সবচেয়ে কম দূষণ ঘটায় তা হল-
(A) কয়লা (B) কাঠ (C) এল.পি.জি. (D) সি.এন.জি.
47. যে তাপমাত্রায় কোন আদর্শ গ্যাসের অণুর বেগ শূণ্য হয় তা হল-
(A) 0°C (B) -173°C (C) -273°C (D) -373°C
48. অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের নাম হল-
(A) হাইড্রক্সিল (B) কার্বক্সিল (C) অক্সো (D) কার্বনিল
49. পাতলা পলিথিনের মোড়ক পরিবেশের পক্ষে বিপজ্জনক কারণ-
(A) এটি অতি দাহ্য পদার্থ (B) এটির সংস্পর্শে চর্মরোগ হয় (C) এটির সংস্পর্শে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায় (D) এটি জৈবে ভঙ্গুর নয়
50. নীচের যৌগগুলির কোনটি অ্যারোমেটিক নয় ?
(A) ন্যাপথালিন (B) ফেনল (C) সাইক্লোহেক্সেন (D) অ্যানিলিন
***