Polytechnic Exam - 2010 ( Chemistry )
Collected from memory
Highlighted Option is the answer of the Questions
1. নীচের কোনটি বিশুদ্ধ যৌগ ?
(a) ইথাইল অ্যালকোহল (b) রেকটিফায়েড স্পিরিট (c) মেথিলেটেড স্পিরিট (d) ভিনিগার
2. অক্সিজেনের আণবিক ভর M এবং অ্যাভোগ্যাড্রো সংখ্যা N হলে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হল :
(a) [tex]{M \over {2N}}g [/tex] (b) [tex]{{2M} \over N}g [/tex] (c) [tex] {N \over {2M}}g[/tex] (d) [tex]{{2N} \over M}g[/tex]
3. 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণুর N কক্ষে 2 টি ইলেকট্রন আছে । পরমাণুটির K, L ও M কক্ষে ইলেকট্রন সংখ্যা হল যথাক্রমে :
(a) 2, 6, 10 (b) 2, 8, 8 (c) 2, 2, 14 (d) 2, 4, 12
4. ধানের ক্ষেত থেকে নির্গত গ্রীন হাউস গ্যাস হল :
(a) CH4 (b) C2H2 (c) PH2 (d) P2H2
5. তৈল শোধনাগার থেকে নির্গত যে গ্যাসটি 'স্টোন ক্যান্সার ' ঘটানোর জন্য দায়ী সেটি হল :
(a) [tex]C{O_2} [/tex] (b) [tex]C{H_4} [/tex] (c) [tex] N{H_3} [/tex] (d) SO2
6. নীচের কোনটিকে উত্তপ্ত করলে একমাত্র গ্যাসীয় পদার্থ হিসাবে অক্সিজেন উৎপন্ন করে ?
(a) [tex]KMn{O_4} [/tex] (b) Pb(NO3)2 (c) [tex]N{H_4}N{O_2} [/tex] (d) [tex] Ca{(HC{O_3})_2}[/tex]
7. দ্রাবতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হল :
(a) 100 ml (b) 1000 ml (c) 1000 g (d) 100 g
8. Pt তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ-বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে নির্গত [tex]{H_2}[/tex] এবং [tex]{O_{2,}[/tex] এর আয়তনের অনুপাত হল :
(a) 2 : 1 (b) 1 : 2 (c) 1 : 1 (d) 8 : 1
9. নীচের কোন পরমাণুটি সর্বাধিক তড়িৎ ঋণাত্বক ?
(a) O (b) Cl (c) F (d) N
10. নীচের কোনটির STP তে জলে দ্রাব্যতা সর্বাধিক ?
(a) [tex]C{O_2}[/tex] (b) NH3 (c) [tex] {H_2}S [/tex] (d) [tex]{H_2}[/tex]
11. নীচের কোনটি অ্যালকাইন ?
(a) [tex]{C_3}{H_8} [/tex] (b) [tex]{C_3}{H_6} [/tex] (c) [tex] {C_3}{H_4} [/tex] (d) C2H4
12. যে পদার্থটির দ্রাব্যতা [tex]{32.4^ \circ }C[/tex] উষ্ণতা অবধি বাড়ে , পরে উষ্ণতা বৃদ্ধিতে কমে :
(a) [tex]NaCl [/tex] (b) KNO3 (c) [tex]Pb{(N{O_3})_2} [/tex] (d) [tex] N{a_2}S{O_4}.10{H_2}O[/tex]
13. হীরকের গঠন হল :
(a) রৈখিক (b) ত্রিভুজাকৃতি (c) ষড়ভুজীয় (d) চতুস্তলকীয়
14. তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক :
(a) [tex] - {195^ \circ }C[/tex] (b) [tex] - {95^ \circ }C [/tex] (c) [tex]{100^ \circ }C [/tex] (d) [tex] - {175^ \circ }C[/tex]
15. নেলসার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কোন বর্ণে পরিবর্তিত হয় ?
(a) নীল (b) লাল (c) হলুদ (d) বাদামি
16. শঙ্কর ধাতু 'পিতল ' -এর উপাদানগুলি :
(a) Cu, Sn (b) Cu, Zn, Ni (c) Cu, Ag (d) Cu, Zn
17. একটি বিষ্ফোরক যৌগ TNT প্রস্তুত করতে HNO3 এর সঙ্গে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয় ?
(a) HNO2 (b) HCl (c) H2SO4 (d) HCN
18. অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত অ্যালুমিনা , ক্রায়োলাইট ও ফুয়োরস্পারের অনুপাত :
(a) 1 : 3 : 4 (b) 1 : 1 : 3 (c) 3 : 1 : 1 (d) 1 : 2 : 3
19. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের E লেখচিত্রটি হবে :
(a) P -অক্ষের সমান্তরাল সরলরেখা (b) PV -অক্ষের সমান্তরাল সরলরেখা (c) মূল বিন্দুগামী একটি
সরলরেখা (d) আয়তাকার পরাবৃত্ত
20. কোন যৌগ রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় ?
(a) COCL2 (b) CCl4 (c) CF4 (d) CF2Cl2
21. নীচের কোন যৌগ টি অ্যামিনো অ্যাসিড নয় ?
(a) গ্লাইসিন (b) লিউসিন (c) গ্লুকোজ (d) অ্যালানিন
22. মানুষের রক্তে উপস্থিত প্রধান শর্করাটি হল :
(a) সুক্রোজ (b) গ্লুকোজ (c) ফ্রুক্টোজ (d) ল্যাকটোজ
23. তাজমহলের ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী ?
(a) SO2 (b) CO2 (c) N2O (d) CO
24. কোনটি অ্যালিফ্যাটিক জৈবযৌগ নয় ?
(a) গ্লুকোজ (b) ন্যাপথালিন (c) ইউরিয়া (d) মিথানল
25. একটি দুষণমুক্ত জ্বালানী হল :
(a) ডিজেল (b) কেরোসিন (c) প্রাকৃতিক গ্যাস (d) গ্যাসোলিন
26. যে ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সহিত বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে সেটি হল :
(a) সোডিয়াম (b) ম্যাগনেসিয়াম (c) জিঙ্ক (d) লৌহ
27. পাতিলেবুতে যে অ্যাসিড থাকে তা হল :
(a) সাইটিক অ্যাসিড (b) অ্যাসকরবিক অ্যাসিড (c) টারটারিক অ্যাসিড (d) ল্যাকটিক অ্যাসিড
28. নীচের বিক্রিয়াগুলির কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয় ?
(a) [tex]Fe + {H_2}O \to F{e_2}{O_3} + {H_2}[/tex]
(b) [tex]FeC{l_3} + {H_2}S \to FeC{l_2} + S + HCl[/tex]
(c) [tex]Mn{O_2} + HCl \to MnC{l_2} + C{l_2} + {H_2}O[/tex]
(d) [tex]CaO + {H_2}S{O_4} \to CaS{O_4} + {H_2}O[/tex]
29. কলয়েড দ্রবনে দ্রাব কণাগুলির গ্যাস হয় সাধারনত :
(a) 10-8 cm এর কম (b) 10-3 cm এর বেশী (c) 10-3 cm এর কম কিন্তু 10-8 cm এর বেশী (d) 10-3 cm এর কম কিন্তু 10-5 cm এর বেশী
30. নীচের জোড়গুলির যেটিতে একটি প্রশম ও একটি উভধর্মী অক্সাইড বর্তমান সেটি হল :
(a) CO2 এবং NO (b) NO এবং ZnO (c) SO2 এবং CO2 (d) CO এবং CO2
31. আদর্শ গ্যাসের অনুর বেগ যে বিষয়ের উপর নির্ভর করে তা হল :
(a) তাপমাত্রা (b) আয়তন (c) চাপ (d) গ্যাসটির প্রকৃতি
32. [tex]{}_{24}^{54}Cr[/tex] পরমাণুর d উপকক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হল :
(a) 4 (b) 3 (c) 5 (d) 1
33. A এবং B দুটি মৌলের পরমাণুর ক্রমাঙ্ক যথাক্রমে 17 এবং 20 হলে মৌল দুটি যে যৌগ উৎপন্ন করে তার ফর্মুলা হল :
(a) B2A (b) BA (c) BA2 (d) BA3
34. নিম্নোক্ত উদাহরণগুলির কোনটি সাবান নামে পরিচিত ?
(a) ফ্যাটি অ্যাসিডের ইথাইল এস্টার (b) ফ্যাটি অ্যাসিডের ক্যালসিয়াম লবন (c) ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবন (d) ফ্যাটি অ্যাসিডের গ্লিসারাইড
35. কোল গ্যাস বিষাক্ত কারণ এতে থাকে :
(a) CO2 এবং CH4 (b) C2H2 এবং CO2 (c) CO এবং HCN (d) CH4 এবং C2H4
36. 150 গ্রাম চুনাপাথরের সাথে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের NTP তে আয়ন হবে :
(a) 33.6 লিটার (b) 22.4 লিটার (c) 11.2 লিটার (d) 16.8 লিটার
37. যে যৌগটি দার্শনিকের উল নামে পরিচিত তা হল :
(a) MgO (b) CaO (c) ZnO (d) Al2O3
38. তামার পাত্র আদ্র বায়ুতে ফেলে রাখলে উপরে সবুজ আস্তরণ পড়ে যে যৌগ উৎপন্ন হয় তা হল :
(a) CuCl2 (b) CuCO3 (c) CuSO4 , Cu(OH)2 (d) CuO
39. শরীরে চর্মরোগ এবং অসাড়তা সৃষ্টি যে জলদুষনের জন্য হয় তাতে জালে উপস্থিত থাকে :
(a) বেশী লৌহ (b) বেশী ম্যাগনেসিয়াম (c) বেশী ক্যালসিয়াম (d) বেশী আর্সেনিক
40. মেথিলেটেড স্পিরিট বিষাক্ত কারণ এতে থাকে :
(a) ইথাইল অ্যালকোহল (b) মিথাইল অ্যালকোহল (c) পিরিডিন এবং ন্যাপথা (d) ফর্মালডিহাইড
41. পলিথিনে যেরূপ শৃঙ্খল বর্তমান তা হল :
(a) (-CH=CH-) (b) (-CH2 -CH2-) (c) (H3C-O-CH2-) (d) (O=CH-CH2-)
42. নিমোক্ত পদার্থগুলির কোনটিতে সবচেয়ে বেশী কার্বন আছে ?
(a) ইস্পাত (b) ঢালাই লোহা (c) পেটা লোহা (d) কলঙ্কহীন ইস্পাত
43. নিম্নোক্ত যৌগগুলির কোনটি অ্যারোমেটিক নয় ?
(a) বেঞ্জিন (b) ন্যাপথালিন (c) ফেনল (d) সাইক্লোহেক্সেন
44. নীচের জোড়গুলির কোনটিতে একটি ধাতুকল্প আছে ?
(a) জিঙ্ক ও অ্যালুমিনিয়াম (b) আয়রন ও কপার (c) টিন ও আরসেনিক (d) ক্যাডমিয়াম ও মারকারি
45. নীচের কোনটি তড়িৎযোজি যৌগ ?
(a) HCl (b) HNO3 (c) NaH (d) CH3COOH
46. নীচের কোনটি ঊর্ধপাতিত হয় না ?
(a) কর্পূর (b) HgCl2 (c) NH2Cl (d) NaCl
47. 10 গ্রাম CaCO3 এর সঙ্গে কত গ্রাম HCl বিক্রিয়া করে 11.1 গ্রাম CaCl2, 1.8 গ্রাম জল এবং 4.4 গ্রাম CO2 উৎপন্ন করে ?
(a) 7.3 g (b) 10 g (c) 20 g (d) 36.5 g
48. একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস K2L2 এবং পরমাণুটিতে 10 টি নিউট্রন থাকলে তার ভরসংখ্যা হল :
(a) 28 (b) 19 (c) 10 (d) 9
49. 200 ml 20% NaOH দ্রবণের মধ্যে কত গ্রাম HCl যোগ করলে প্রশম দ্রবন উৎপন্ন হয় ? (H=l, O=16, Na=23)
(a) 40 g (b) 36.5 g (c) 20 g (d) 18.25 g
50. নীচের পলিমারগুলির কোনটির মনোমারে কোনো হাইড্রোজেন পরমাণু নাই ?
(a) প্রোটিন (b) টেফ্লন (c) পলিইথিলিন (d) পি.ভি.সি.
****