JEXPO 2008 Mathematics question paper

Submitted by Anonymous (not verified) on Mon, 08/29/2011 - 13:15

West Bengal Polytechnic Entrance Examination

JEXPO 2008

Mathematics

 

Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে  email করুন সংশোধন করে দেওয়া হবে )

 

1.  1c এর মান -

    (a) 1c>60    (b) 1c=60    (c) 1c<60   (d) কোনোটিই নয়

 

2.  f(x)=sinx+cosx এর মান -

    (a) ধনাত্বক     (b) ঋণাত্বক     (c) 0    (d)  2

 

3.  ABC এর মধ্যমা AD,  BE এবং  CF এর সমষ্টি বাহুগুলির সমষ্টির সম্পর্ক হল --

    (a) AD + BE + CF > AB + BC + CA

    (b) AD + BE + CF < AB + BC + CA
    (c) AD + BE + CF = AB + BC + CA
    (d) কোনোটিই নয়

 

4.  একটি ত্রিভুজের বহিঃকোণের সমষ্টি --

    (a)  2π    (b) π    (c) 3π    (d) 4π

 

5.  sin135cos135 এর মান হবে -

   (a) 0     (b) 1    (c) 2    (d) কোনোটিই নয়

 

6.  x,  y,  z সমানুপাতিক হলে x2y2z2(1x3+1y3+1z3) এর মান কত -

    (a)  x+y+z   (b) x+2y2+z2    (c)  x+3y3+z3   (d) কোনোটিই নয়

 

7.  সমকোণী ত্রিভুজ ABC -এর  B = 90 এবং B থেকে অতিভুজের মধ্য বিন্দু  M যুক্ত করা হল AB = 6,  AC = 8   BM = ? 

    (a) 10     (b) 4    (c) 16    (d) কোনোটিই নয়

 

8.  1 - {1 \over {1 + {{ \frac {1}{a + 1}}} এর সরলতম মান হবে -

 

    (a) 1a+2     (b) a+1      (c) 1a+1    (d) 0

 

9.  sinθ+cosθ=2 হলে θ এর মান কত ?

    (a) π2     (b) π3      (c) π     (d) π4

 

10. a2+a+1=0 হলে নিম্নলিখিত সঠিক সম্পর্কটি লেখো --

    (a) a4=a     (b) a3=a    (c)  a2=a+1    (d) a3=a+1

 

11. 500 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয় । দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে ?

    (a) 275     (b) 475    (c) 375    (d) 300

 

12.  কোনো গ্রামে বর্তমান লোকসংখ্যা P  এবং প্রত্যেক বছর R% করে বৃদ্ধি পায় দু-বছর পরে লোকসংখ্যা কত হবে ?

    (a) (100P+2R)      (b) (100P+R)(100+R)10000

    (c) (100P+PR)(100+2R)10000     (d) কোনোটিই নয়

 

13.  কোন সংখ্যা থেকে এর 40% বিয়োগ করলে বিয়োগফল  400 হবে  ?

    (a) 20003      (b) 555      (c) 625    (d) 456

 

14.  কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলি পরপর যোগ করলে উৎপন্ন চতুর্ভুজটি কী হবে  ?

    (a) সামন্তরিক      (b) রম্বস      (c)  চতুর্ভুজ     (d) কোনোটিই নয়

 

15.  4cosθ3sinθ এর ক্ষুদ্রতম মান কত হবে  ?

    (a) 1     (b) 2    (c) 0    (d) কোনোটিই নয়

 

16.  একটি আয়তক্ষেত্রের বাহুগুলি 50% হ্রাস করলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে  ?

    (a) 100%      (b) 75%      (c) 25%    (d) 50%

 

17.  একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 49π সেমি2 হলে ওই ত্রিভুজের পরিসীমা কত  ?

    (a) 213      (b) 73    (c) 143     (d) 423

 

18.  ABC -এর মধ্যমা হল AD এবং AD এর উপর যে কোনো বিন্দু  E হলে --

    (a) AEB=AEC     (b) AEB=AEC

    (c) AEB=BED    (d) AEC=DEC 

 

19.  {1 \over {\tan q + {{ \frac {1}{\tan q}}} এর মান কত ?

   

      (a) tanθ     (b) sin2θ     (c) cotθ    (d) sinθcosθ

 

20.  tanθ+cotθ=2 হলে θ -এর মান হবে -

    (a) π2     (b) π4    (c) π    (d) π6

 

21.  2ycosθ=xsinθ এবং 2xsecθycosecθ=3 হলে দেখাও যে x2+4y2=  ?

    (a) 2       (b) 1       (c) 0      (d) কোনোটিই নয়

 

22.  x=7+373 এবং xy = 1 হলে x2+y2+xyx2+y2xy এর মান কত  ?

 

    (a) 1214     (b) 1211    (c) 1311    (d) কোনোটিই নয়

 

23.  x=32 হলে 1+x+1x1+x1x এর মান কত ?

 

    (a) 23    (b) 13     (c) 3     (d) 5

 

24.  2tan301tan230 এর মান কত ?

 

     (a) \frac {1}{ \sqrt {3}    (b) \frac {2}{ \sqrt {3}     (c) 23     (d) 3

 

25. 53=a হলে 5+3 এর মান কত ?

    (a) 2a     (b) a2     (c) 0     (d) কোনোটিই নয়

 

26. 3cosθ4sinθ=5 হলে 3sinθ+4cos এর মান কত ?

    (a) 1     (b) 2    (c) 0    (d) কোনোটিই নয়

 

27.  tanθ=xy হলে xsinqycosqxsinq+ycosq এর মান কত  ?

   

    (a) x2y2x2+y2     (b) y2x2x2+y2     (c) x2+y2y2x2     (d) কোনোটিই নয়

 

28.  k -এর কোন মানের জন্য x + 5y = 8 এবং 2x - ky = 13 সমীকরণদ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়  ?

    (a) 1     (b) 5    (c) 10    (d) -10

 

29. k -এর যে মানের জন্য x - ky = k এবং x + (k - 2)y = 2 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না , তা নির্ণয় করো ।

    (a) -1      (b) 1    (c) 2    (d) কোনোটিই নয়

 

30.  3x+y=1k4 ,  2x + 3y = 5 সমীকরণ দুটি  k -এর কোন মানের জন্য সমাধান যোগ্য নয় ?

    (a) 3      (b) 2    (c) 4    (d) কোনোটিই নয়

 

31.  একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান । এদের ঘনফলের অনুপাত কত  ?  

    (a) 3 : 2     (b) 1 : 3     (c) 2 : 3     (d) কোনোটিই নয়

 

32.  sinθcosθ=12 হলে  (sinθcosθ)2 এর মান কত ?

    (a) 0     (b) 1     (c) 2    (d) কোনোটিই নয়

 

33.  একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

    (a) 10%     (b) 20%      (c) 21%     (d) কোনোটিই নয়

 

34.  ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তের কেন্দ্র O ;  COD=130BAC=25 হলে  BOC এবং  BCD এর মান কত ?

    (a) 40,90      (b) 50,90      (c) 65,50      (d) কোনোটিই নয় 

 

35.  এক ব্যক্তি দুটি সাইকেল বিক্রি করল । প্রত্যেকটি 1995 টাকায় বিক্রি করায় একটিতে তার 15% লাভ হল এবং অপরটিতে 15% ক্ষতি হল । তার মোট কত ক্ষতি হল ?

    (a) 2.25%       (b) 1%       (c) 2%      (d) কোনোটিই নয়

 

36.  কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য -র অনুপাত 3x : 4x : 5x হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত  ?

    (a) 105      (b) 75      (c) 60     (d) কোনোটিই নয়

 

37.  দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 1 : 4 এবং এদের ব্যাসের অনুপাত 4 : 5 হলে এদের উচ্চতার অনুপাত হবে --

    (a) 1 : 5      (b) 5 : 4      (c) 5 : 16      (d) কোনোটিই নয়

 

38.  কোনো স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দুরে তার শীর্ষদেশের উন্নতিকোণ 45 হলে স্তম্ভটির উচ্চতা --

    (a) 10 মিটার     (b) 20 মিটার     (c) 40 মিটার     (d) 50 মিটার

 

39. দুটি সমান্তরাল তল দ্বারা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুকে তিন ভাগে বিভক্ত করলে উৎপন্ন তিনটি অংশের আয়তনের অনুপাত হয় --

    (a) 1 : 2 : 3       (b) 1 : 5 : 7      (c) 1 : 7 : 9      (d) কোনোটিই নয়

 

40.  ত্রিভুজের অন্তঃস্থ তিনটি কোণের সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় , তার নাম - 

    (a) বহিঃকেন্দ্র      (b) অন্তঃকেন্দ্র      (c) পরিকেন্দ্র     (d) কোনোটিই নয় 

 

41.  দুটি পূর্ণ সংখ্যা একে অপরের প্রতি মৌলিক হয় যখন তাদের গ.সা.গু.হয় --

    (a) 0      (b) 1    (c) একটি মৌলিক সংখ্যা      (d) কোনোটিই নয়

 

42.  14400 টাকায় একটি রঙিন টিভি সেট বিক্রি করলে এক টিভি প্রস্তুতকারীর 20% লাভ হয় । যদি নির্মানের ব্যয় 15%  বেড়ে যায় ,  তাহলে 15%  লাভ রাখতে গেলে একটি টিভি সেটের কী দাম হওয়া উচিৎ ?

    (a) 15000      (b) 15870      (c) 14870     (d) 15200

 

43.  কোনো বস্তুর দামের উপর পরপর দুবার 10% করে ছাড় দেওয়া হলে মোট দামের ছাড়ের শতাংশ --

    (a) 15%      (b) 19%      (c) 20%     (d) 21%

 

44.  নীচের কোনটি x22x+12 এর সঙ্গে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?

    (a) 2       (b) 1     (c) 12     (d) কোনোটিই নয়

 

45.   6,  10,  14,  22 -এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এগুলি সমানুপাতিক হয় --

    (a) 2      (b) 4     (c) 8    (d) 12

 

46.  একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি হলে বৃত্তটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় --

    (a) 100      (b) 125%       (c) 120%      (d) কোনোটিই নয়

 

47. tanθ+cotθ=2tanθcotθ এর মান হয় -

    (a) 1      (b) 2      (c) -1     (d) কোনোটিই নয়

 

48. একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফল যত একক এর ঘনফল ও তত একক । এর বাহুর দৈর্ঘ্য কত ?    

    (a) 4 একক      (b) 5 একক      (c) 6 একক      (d) কোনোটিই নয়

 

49.  দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থঃভাবে স্পর্শ করেছে । ক্ষুদ্রতর বৃত্তটির ব্যাসার্ধের 4 সেমি. বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় -এর দুরত্ব 2 সেমি. । অপর বৃত্তটির ব্যাসার্ধ কত  ?

    (a) 2 সেমি.     (b) 3 সেমি.    (c) 6 সেমি.     (d) কোনোটিই নয়

 

50.  একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে কয়টি অসমরেখ বিন্দুর প্রয়োজন  ?

    (a) দুটি      (b) তিনটি     (c) একটি      (d) কোনোটিই নয়

 

51.  একটি ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন । তার আয় 10%  কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার খরচ কমবে --

    (a) 1219 %       (b) 1319 %      (c) 1019 %      (d) কোনোটিই নয়

 

52.  x+1x=2   x7+1x7 -এর মান কত হবে  ?

    (a) -1     (b) -2      (c) 2    (d) কোনোটিই নয়

 

53.  ABC -তে    B=90BC=3AB, sinC = ?

    (a) 12      (b) 1    (c) 13     (d) 3 

 

54. একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ --   
      (a) 42\time অতিভুজ      (b) 12\time ভূমি      (c) 12\time উচ্চতা     (d) কোনোটিই নয়

 

55.  যদি একটি ঘনকের প্রতিটি বাহু 50% করে হ্রাস পায় , তবে তার প্রাথমিক এবং চূড়ান্ত আয়তনের অনুপাত হবে --

    (a) 8 : 1      (b) 1 : 8      (c) 1 : 2      (d) 2 : 1

 

56.  যদি 4 টি লেবুর বিক্রয়মূল্য 5 টি লেবুর ক্রয়মূল্যের সমান হয় , তাহলে লাভের পরিমাণ --

    (a) 15%        (b) 20%       (c) 25%       (d) 2214%

 

57.  একটি বন্দুক 25% লাভে বিক্রি করা হল । যদি বিক্রয়মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে লাভের পরিমাণ কত দাঁড়ায়  ?

    (a) 50%     (b) 100%     (c) 150%     (d) 250% 

 

58.  যদি  B+c=a2,c+a=b2,a+b=c2 হয় তাহলে 11+a+11+b+1c+1 -এর মান নির্ণয় করো  ।

    (a) 4      (b) a     (c) 0    (d) 1

 

59.  x=7+43 হয়, তাহলে  x3x6+3x3+1 -এর মান নির্ণয় করো ।

    (a) 2705      (b) 7430      (c) 12705     (d) 17430

 

60.  a+b+c=0 হয়, তাহলে a22a2+bc+b22b2+ac+c22c2+ab -এর মান কত  ?

    (a) 0     (b) 1     (c) -1     (d) কোনোটিই নয়

 

61. A : B = 1 : 2 ,     B : C = 3 : 4 ,   D  = 5 : 6 হলে    A : B : C : D -এর মান --

    (a) 15 : 30 : 40 : 48      (b) 15 : 40 : 30 : 48      (c) 15 : 30 : 48 : 40   (d) 40 : 48 : 10 : 30

 

62.  ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য -র অনুপাত 10 : 11 হলে লাভের শতকরা হার হবে --

    (a) 10%      (b) 20%      (c) 25%       (d) 15%

 

63.  একটি দ্রব্যের মূল্য 25% কমানো হল । পূর্বের মূল্যে ফিরে যেতে হলে বর্তমানের ধার্যমূল্য--

    (a) 25%      (b) 20%       (c) 3323 %       (d) 30%

 

64.  এক অসাধু ব্যবসায়ী কিলোগ্রামের বাটখারাটির প্রকৃত ওজন 900 গ্রাম । ওই বাটখারায় দ্রব্য বিক্রয় করে সে লাভ করে --

    (a) 10%      (b) 1019 %      (c) 11%      (d) 1119 %

 

65.  x=3+1x হলে  \frac {4x}{x^2 + x - 1 -এর মান হয় -

    (a) 0      (b) -1      (c) 1    (d) 2

 

66.  x1x=5 হলে x4+1x4 -এর মান হয় -

    (a) 45      (b)  46      (c) 47      (d) 48

 

67. 50328 -এর সরলতম মান -

    (a) 1     (b) 2      (c) 5      (d) 0

 

68.  P -এর মানের জন্য 3(x + 5) = 2P(x +10) সমীকরণটির সমাধান সম্ভব নয় সেটি হল --

    (a) 23     (b) 13     (c) 32     (d) 12

 

69.  x=4aba+b হলে x+2ax2a+x+2bx2b -এর মান হয় -

    (a) 1       (b) -1     (c) 2     (d) -2

 

70.  পিনের মূল্য প্রতি ডজনে  2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6 টি পিন বেশি পাওয়া যায় । প্রতি ডজন পিনের বর্তমান মূল্য হয় --

    (a) 12 পয়সা      (b) 18 পয়সা      (c) 16 পয়সা      (d) 14 পয়সা

 

71.  ABC -এর BC বাহুকে  D পর্যন্ত বর্ধিত করা হল যেন CD = AC হয় ।  BAD=109 এবং  ACB=70 হয় , তবে  ABC -এর মান হয় - 

    (a) 30      (b) 36       (c) 40    (d) 45

 

72.  একটি গোলক ও একটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ  r এদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা হয় --

    (a) r3     (b) r4     (c) 3r4     (d) 4r3

 

73.  একটি শঙ্কুর অবশীর্ষ কোণ 80 এর মধ্যে একটি বৃহত্তম গোলক অবস্থিত । শঙ্কু ও গোলকের ব্যাসার্ধের অনুপাত --

    (a) 3 : 2      (b) 2 : 3      (c) 1 : 3     (d) 3 : 1

 

74.  একটি সুষম বহুভূজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 3 : 2 হলে বহুভুজটির বাহুসংখ্যা হয় -  

    (a) 6 টি      (b) 8 টি      (c) 9 টি      (d) 5 টি

 

75.  একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি হলে তার আয়তন হয় --

    (a) 60 ঘনসেমি      (b) 64 ঘনসেমি       (c) 72 ঘনসেমি      (d) 80 ঘনসেমি

 

76.  যদি cotθ=xy হয় , তবে xcosθysinθxcosθ+ysinθ -এর মান হয় -

    (a) x2+y2x2y2      (b) x2x2y2     (c) x2x2y2      (d) x2+y2x2y2

 

77.   tanθ=815 হলে  1sinθ1+sinθ -এর মান হয় -

    (a) 25      (b) 35      (c) 15     (d) কোনোটিই নয়

 

78.   tanθ+cotθ=2 হলে tanθcotθ -এর মান হয় -

    (a) 1     (b) 2     (c) -1     (d) 0

 

79.   sinα=513 হলে tanα+secα -এর মান হয় -

    (a) 1      (b) 1.5      (c) 2.5      (d) 3

 

80.  দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8 , সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে সংখ্যা দুটি স্থান বিনিময় করে ।  সংখ্যাটি হল -

    (a) 71      (b) 35      (c) 53      (d) 62

 

81.  পিতার বয়স ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর । পুত্রের বয়স যখন পিতার বয়সের অর্ধেক হবে তখন তাদের বয়সের সমষ্টি 90 বছর হবে । পুত্রের বর্তমান বয়স --

    (a) 40 বছর      (b) 20 বছর      (c) 10 বছর      (d) 30 বছর

 

82.  কোনো প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যোন্যকের বিয়োগফল 712 হলে ভগ্নাংশটি হল :

    (a) 34      (b) 43     (c) 14     (d) 114 

 

83.  যদি a , b , c , d ক্রমিক সমানুপাতী হয় , তবে adc(a+b+c)2ab+bc+ca এর মান -

    (a) 1a2     (b) 1c2     (c) c2    (d) a2

 

84.  24 দিনে একটি সেতু নির্মাণের কাজ 13 অংশ সম্পন্ন হল । তারপর আরও 64 জন লোক নিযুক্ত হল । বাকি কাজ 16 দিনে সম্পন্ন হল । প্রথমে কত জন লোক নিযুক্ত করা হয়েছিল  ?

    (a) 64      (b) 32      (c) 30     (d) 24

 

85.  ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 হলে লাভের হার হবে --

    (a) 10%       (b) 5%      (c) 1%      (d) 2%

 

86.  কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে ও 85% গণিতে পাশ করল । যদি উভয় বিষয়ে 73% পাশ করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছিল ?

    (a) 92%      (b) 8%      (c) 29%      (d) 72%

 

87.  ABCD বৃত্তস্থ চতুর্ভুজের CD কে E পর্যন্ত বর্ধিত করা হল ।  ADE=92 হলে ABC  -এর মান কত ?

    (a) 88     (b) 29      (c) 92     (d) 60

 

88.   O কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি । PQ  জ্যা -এর দৈর্ঘ্য 16 সেমি । 'O' থেকে PQ -এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত  ?

    (a) 8 সেমি     (b) 10 সেমি     (c) 16 সেমি      (d) 6 সেমি

 

89.  একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান একটি বহিঃকোণের তিনগুণ হলে , সুষম বহুভুজের বাহুসংখ্যা হবে -

    (a) 6 টি     (b) 5 টি      (c) 10 টি      (d) 8 টি

 

90.   একটি সামন্তরিকের একটি কোণ 80 হলে অপর কোণগুলির মান -

    (a) 120,60,120      (b) 100,80,100     (c)  150,30,150     (d) 75,105,75

 

91.  PQRS রম্বসের Q=60 ,  RS = 6 সেমি হলে PR কর্ণের দৈর্ঘ্য কত  ?

    (a) 63 সেমি     (b) 3 সেমি     (c) {{1} \over {\sqrt {3}} সেমি    (d) 6 সেমি

 

92.  নীচের অনুপাত্গুলির কোনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হাতে পরে  ?

    (a) 4 : 5 : 6     (b) 5 : 6 : 7     (c) 4 : 6 : 7      (d) 3 : 4 : 5

 

93.  সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2a সেমি , অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত  ?

    (a) 3a সেমি     (b) {{a} \over {\sqrt {3}} সেমি     (c) {{a} \over {\sqrt {2}} সেমি     (d) 2a সেমি

 

94.  একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও তার পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত  ?

    (a) 33 : 4π     (b) 33 : 2π     (c) 23 : 4π      (d) 23 : 3π

 

95.  একটি বৃত্তের পরিসীমা 50% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে ?

    (a) 50%       (b) 75%      (c) 60%      (d) 70%

 

96.  একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 4 সেমি হলে তার অন্তঃব্যাসার্ধ কত ?

    (a) 2 সেমি     (b) 4 সেমি     (c) 1 সেমি     (d) 8 সেমি

 

97.   sin2A+sin4A=1 হলে tan2Asin4A এর মান কত ?

    (a) 1     (b) 0     (c) -1     (d) 2

 

98.  tan4tan43tan47tan86 -এর মান কত

    (a) -1      (b) 1     (c) 0     (d) -2

 

99.   cos2sin2θ=12 হলে tanθ -এর মান কত ?

    (a) 13      (b) 13      (c) 13     (d) .13  

 

100.  সূর্যের উন্নতি কোণ 60 থেকে কমে 30 হলে একটি দন্ডের ছায়ার দৈর্ঘ্য 

40 মিটার বৃদ্ধি পায় । দন্ডটির উচ্চতা কত ?

    (a) 103 মিটার     (b) 153 মিটার      (c) 53 মিটার     (d) 203 মিটার

***

 

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?