প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?
উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?
উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?
উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ?
উত্তর:- ১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ।
প্রশ্ন:- কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন ওই নাম করণ হয় ?
উত্তর:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ওই নাম করণ করা হয় ।
প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো ?
উত্তর:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হল উন্নত শ্রেণির বিদেশি ঘোড়া ।
প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?
উত্তর:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম হল মসলিন বস্ত্র ।
প্রশ্ন:- মোগল যুগে কাসবস কাকে বলা হত ?
উত্তর:- মোগল যুগে ছোট শহর এবং গ্রামীণ বাজারকে কাসবস কাকে বলা হত ।
প্রশ্ন:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে কী কী পণ্যদ্রব্য ক্রয় করত ?
উত্তর:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে সুতি,রেশমি বস্ত্র , সোরা ও চিনি কিনে নিয়ে অন্যত্র রপ্তানি করত।
প্রশ্ন:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?
উত্তর:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম সুরাট ও কালিকট ।
প্রশ্ন:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম কী ?
উত্তর:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হল রেশমবস্ত্র ও সোরা ।
প্রশ্ন:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?
উত্তর:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হল চুঁচুড়া ।
প্রশ্ন:- কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ?
উত্তর:- বৈদেশিক পর্যটক এডয়ার্ড টেরি ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ।
প্রশ্ন:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম কী ?
উত্তর:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম হল ফৈজাবাদ ও খান্দেশ ।
প্রশ্ন:- মোগল যুগে কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ?
উত্তর:- মোগল যুগে কাশ্মির ও লাহোর শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ।
প্রশ্ন:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে কী কী খনিজ দ্রব্য পাওয়া যেত ?
উত্তর:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে হিরে ও উন্নত মানের লোহা পাওয়া যেত।
প্রশ্ন:- মোগল যুগে কোন কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ?
উত্তর:- মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চিন, জাপান, নেপাল, পারস্য, রোম প্রভৃতি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ।
প্রশ্ন:- কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের কোন শহর লাভ করেন ?
উত্তর:- ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের মুম্বই শহর লাভ করেন ।
প্রশ্ন:- কোন সালে ভারতের কোন স্থানে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর:- ১৬৬৭ সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ।
প্রশ্ন:- ফারুকশিয়ারের ফরমান কী ?
উত্তর:-ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ারের প্রদত্ত বাংলায় বিনাশুল্কে বহির্বাণিজ্যের অনুমতিপত্র
প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?
উত্তর:- ১৭১৭ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ।
প্রশ্ন:- কে কাকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ?
উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
উত্তর:- ১৭৫৬ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন ।
প্রশ্ন:- সিরাজ উদদৌলার রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- সিরাজ উদদৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে ।
প্রশ্ন:- সিরাজ উদদৌলার পক্ষে কে ছিলেন ?
উত্তর:- মিরমদন সিরাজ উদদৌলার পক্ষে ছিলেন ।
প্রশ্ন:- সিরাজ উদদৌলার বিপক্ষে কারা ছিলেন ?
উত্তর:- রাজবল্লভ, ঘষেটি বেগম, ও মিরন সিরাজ উদদৌলার বিপক্ষে ছিলেন।
প্রশ্ন:- কী উদ্দেশ্যে অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয় ?
উত্তর:- নবাব সিরাজ উদদৌলাকে কলঙ্কিত করার জন্য অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয়।
প্রশ্ন:- আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি কী নামে পরিচিত ?
উত্তর:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি নীলজল নীতি নামে পরিচিত ।
প্রশ্ন:- ১৬৯০ খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত ?
উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে জবচার্নক হুগলি নদীর তীরে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি তৈরী করেন ।
প্রশ্ন:- সুরম্যান কে ?
উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ।
প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর:- মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ।
প্রশ্ন:- ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করেন ?
উত্তর:- ইংরেজরা বিদেরার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেন।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৪ঠা ফেব্রুয়ারী আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ।
প্রশ্ন:- পলাশির যুদ্ধ কোন বছর সংঘটিত হয় ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন:- পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
উত্তর:- লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন ।
প্রশ্ন:- মিরজাফর কে ছিলেন ?
উত্তর:- মিরজাফর পলাশির যুদ্ধের আগে বাংলার নবাব সিরাজ উদদৌলার প্রধান সেনাপতি এবং পলাশির যুদ্ধে সিরাজ উদদৌলার পরাজয়ের পর বাংলার নবাব হন ।
প্রশ্ন:- পলাশির যুদ্ধের ফল কী হয়েছিল ?
উত্তর:- পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদদৌলা পরাজিত হয়েছিলেন ও ইংরেজরা বিজয়ী হয় ।
প্রশ্ন:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?
উত্তর:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর ।
প্রশ্ন:- বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তর:- বাংলার নবাব মিরকাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ।
প্রশ্ন:-বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ?
উত্তর:- বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মিরকাশিম ।
প্রশ্ন:- মিরকাশিমের পর কে বাংলার নবাব হন ?
উত্তর:- মিরকাশিমের পর বাংলার নবাব হন মিরজাফর ।
প্রশ্ন:- মিরজাফরের মৃত্যুর পর কে মুর্শিদাবাদের নানাব হয়েছিলেন ?
উত্তর:- মিরজাফরের মৃত্যুর পর নজম-উদ্-দৌলা মুর্শিদাবাদের নানাব হয়েছিলেন ।
প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উত্তর:- ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয় ।
প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- বাংলার নবাব মিরকাশিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল । এই যুদ্ধে মোগল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদদৌলা মিরকাশিমকে ।
প্রশ্ন:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ?
উত্তর:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম ।
প্রশ্ন:- এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ইংরেজ কোম্পানি এবং অযোধ্যার নবাবের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন:- বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন:- বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন:- কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ?
উত্তর:- গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ।
- 5371 views