MCQ for Miscellaneous Exam - Indian History Set - IX

Submitted by administrator on Mon, 05/11/2015 - 15:30

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - IX based on Indian History ]

1.  অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন  ?

(ক) ১৮৮৬ সালে        (খ) ১৮৮৫ সালে        (গ) ১৮৮৪ সালে        (ঘ) ১৮৮৮ সালে

 

2.  ১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী        (খ) গোপালকৃষ্ণ গোখেল       (গ) দাদাভাই নওরোজী       (ঘ) উমেশ চন্দ্র ব্যানার্জী

 

3.  নদীয়া চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশাস প্রথম কীসের বিরোধিতা করেন ?

(ক) বেগার শ্রমদানের       (খ) নীল চাষের       (গ) বিদেশী পণ্য ব্যবহারের        (ঘ) খাজনা দানের

 

4.  গণপতি উৎসব ও শিবাজী উৎসব কে প্রবর্তন  ?

(ক) দামোদর সভারকার        (খ) রবীন্দ্রনাথ ঠাকুর       (গ) বালগঙ্গাধর তিলক        (ঘ) বালকৃষ্ণ চাপেকর

 

5.  ‘শিবাজী উৎসব’ কবে প্রথম অনুষ্ঠিত হয় ?

(ক) ১৮৯০ সালের ১৫ই এপ্রিল       (খ) ১৮৮৫ সালের ১৫ই এপ্রিল       (গ) ১৮৯৯ সালের ১৫ই এপ্রিল       (ঘ) ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল

 

6.  লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ-প্রস্তাব কার্যকরী করেন ?

(ক) ১৯০৫ সালের ১১ই অক্টোবর       (খ) ১৯১১ সালের ১৬ই ডিসেম্বর       (গ) ১৯০৫ সালের ১৬ই অক্টোবর       (ঘ) ১৯০৫ সালের ১৪ই নভেম্বর

 

7.  ‘বাংলার মুকুটহীন রাজা’ বলে কাকে অভিহিত করা হয়  ?

(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (খ) অরবিন্দ ঘোষ       (গ) উমেশচন্দ্র ব্যানার্জী       (ঘ) সুভাষচন্দ্র বসু

 

8. ‘হিতবাদী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন  ?

(ক) বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়       (খ) সূর্য সেন       (গ) কালীপ্রসন্ন কাব্য বিশারদ       (ঘ) ভূপেন্দ্রনাথ দত্ত

 

9. ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) শচীন্দ্র প্রসাদ বসু       (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়        (গ) সুবোধচন্দ্র মল্লিক        (ঘ) চিত্তরঞ্জন দাশ

 

10.  ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন  ?

(ক) কৃষ্ণকুমার মিত্র       (খ) ভুপেন্দ্রনাথ দত্ত       (গ) প্রমথনাথ মিত্র       (ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

 

11.  ‘সন্ধ্যা’ পত্রিকার প্রকাশক কে ছিলেন  ?

(ক) অরবিন্দ ঘোষ       (খ) পুলিনবিহারী দাশ       (গ) আনন্দমোহন বসু       (ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

 

12.  বিহারের সমস্তিপুরে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ওয়ার্কশপের শ্রমিকরা যে ধর্মঘট করে, সেটিই প্রথম রেল ধর্মঘট  –এই ধর্মঘটটি কবে হয়েছিল ?

(ক) ১৯০৭ খ্রীস্টাব্দে        (খ) ১৯০৮ খ্রীস্টাব্দে        (গ) ১৯০৯ খ্রীস্টাব্দে        (ঘ) ১৯১০ খ্রীস্টাব্দে

 

13. লালা লাজপত রায়ের সভাপতিত্বে AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরী হয়েছিল ?

(ক) ১৯২১ সালে       (খ) ১৯২০ সালে        (গ) ১৯১৯ সালে        (ঘ) ১৯১৮ সালে

 

14.  ওয়ার্কার্স এন্ড পেজ্যান্টস পার্টি (Workers & Peasants Party) কত সালে তৈরী হয়েছিল ?

(ক) ১৯২৮ সালে        (খ) ১৯২২ সালে       (গ) ১৯২৭ সালে       (ঘ) ১৯২৬ সালে

 

15.  শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রটিশ সরকার কর্তৃক আইন (Trade dispute Act, Public Safety Bill ) কবে প্রণীত হয় ?

(ক) ১৯২০ সালে        (খ) ১৯২৫ সালে        (গ) ১৯২৮ সালে        (ঘ) ১৯২৯ সালে

 

16.  মীরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল ?

(ক) ১৯২৮ সালে       (খ) ১৯২৯ সালে        (গ) ১৯২৪ সালে        (ঘ) ১৯২৫ সালে

 

17.  লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন কংগ্রেস কারা তৈরী করেছিলেন  ?

(ক) বি. পি. ওয়াদিয়া        (খ) কম্যুনিস্টরা        (গ) এন. এম. যোশী        (ঘ) এস. এ. ডাঙ্গে

 

18.  লক্ষ্ণৌ –তে ‘নিখিল ভারত কিষাণ’ কবে তৈরী হয়েছিল  ?

(ক) ১৯৩৩ সালে        (খ) ১৯৩৪ সালে        (গ) ১৯৩৫ সালে        (ঘ) ১৯৩৬ সালে

 

19.  ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন তা কী নামে পরিচিত ?

(ক) ওয়াভেল পরিকল্পনা        (খ) ভারতের স্বাধীনতা আইন        (গ) ভারত শাসন আইন, ১৯৩৫       (ঘ) এর কোনটিই নয়

 

20.  সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?

(ক) ১৯৩৯ সালে        (খ) ১৯৪০ সালে        (গ) ১৯৪১ সালে       (ঘ) ১৯৪২ সালে

 

21.  দ্বিজাতিতত্ত্বের ধারণাটি কার ?

(ক) হুমায়ুন কবীর        (খ) আগা খাঁ       (গ) সলিমউল্লাহ        (ঘ) মহম্মদ আলি জিন্নাহ্

 

22.  ভারতের প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন কে প্রতিষ্ঠা করেন ?

(ক) পুলিনবিহারী দাশ        (খ) বিপিনচন্দ্র পাল        (গ) শচীন্দ্রপ্রসাদ বসু       (ঘ) আব্দুল রসুল

 

23.  ‘ভারতের আত্মা’ বইটির লেখক কে  ?

(ক) অরবিন্দ ঘোষ       (খ) বিপিনচন্দ্র পাল       (গ) সুভাষচন্দ্র বসু        (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

 

24.  বাংলার প্রথম গুপ্ত সমিতি ‘অনুশীলন সমিতি’ কাদের দ্বারা প্রতিষ্ঠিত ?  

(ক) পুলিনবিহারী দাশ, প্রমথনাথ মিত্র       (খ) সতীশচন্দ্র বসু, পুলিনবিহারী দাশ       (গ) সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র       (ঘ) এরা কেউ নয়

 

25.  কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্লচাকীকে পাঠানো হয়েছিল ?

(ক) সিম্পসন        (খ) কিংসফোর্ড         (গ) লর্ড কার্জন        (ঘ) কার্জন ওয়াইলী

 

26.  ‘অভিনভ ভারত’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) বালগঙ্গাধর তিলক       (খ) লালা লাজপত রায়       (গ) লালা হরদয়াল        (ঘ) দামোদর বিনায়ক সাভারকার

 

27.  ‘ইন্ডিয়া হোমরুল সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) শ্যামজী কৃষ্ণবর্মা        (খ) ম্যাডাম কামা       (গ) রাসবিহারী বসু       (ঘ) তারকনাথ দাস

 

28.  জলধর সেন ও দীনেন্দ্রকুমার রায় কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ?

(ক) বসুমতী       (খ) আনন্দ বাজার       (গ) যুগান্তর       (ঘ) বন্দেমাতরম

 

29.  ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম কী ?

(ক) যুগান্তর       (খ) বন্দেমাতরম       (গ) ফ্রি হিন্দুস্তান        (ঘ) সঞ্জীবনী

 

30.  ‘নিউ ইন্ডিয়া’ সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে ?

(ক) দীনবন্ধু মিত্র       (খ) বিপিনচন্দ্র পাল        (গ) ভূপেন্দ্রনাথ পাল       (ঘ) নগেন্দ্রনাথ ঘোষ

 

31.  কত সালে এবং কার সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ?

(ক) ১৯১০, লর্ড নেপিয়ার        (খ) ১৯১০, লর্ড হার্ডিঞ্জ        (গ) ১৯১১, লর্ড কার্জন       (ঘ) ১৯১১, লর্ড হার্ডিঞ্জ

 

32.  মানবেন্দ্রনাথ রায়, ফাদার মার্টিন, হরিসিং -এই ছদ্মনামগুলি কার ?

(ক) রাসবিহারী বসু        (খ) পুলিনবিহারী দাস        (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য        (ঘ) হীরেন্দ্রনাথ দত্ত

 

33.  ‘বাঘাযতীন’ নাম কে পরিচিত  ?

(ক) যতীন্দ্রনাথ ভট্টাচার্য       (খ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়       (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য        (ঘ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

34.  ১৯১৫ সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেন ?

(ক) পি.এন.ঠাকুর        (খ) হেমচন্দ্র কানুনগো        (গ) বিমল দাসগুপ্ত       (ঘ) লোকনাথ বল

 

35.  মেক্সিকো -তে কম্যুনিস্ট দল কে গঠন করেন ?

(ক) রাসবিহারী বসু       (খ) ভগত সিং       (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য        (ঘ) লালা হরদয়াল

 

36.  ‘মিত্রমেলা’ যা পরবর্তীকালে রুপান্তরিত হয়ে ‘অভিনব ভারত’ নামে পরিচিত হয় -তার প্রতিষ্ঠাতা কে ?

(ক) বালগঙ্গাধর তিলক       (খ) ভগত সিং       (গ) বল্লভভাই প্যাটেল       (ঘ) বিনায়ক দামোদর সাভারকার

 

37.  ‘তলোয়ার’ প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(ক) লালা লাজপত রায়       (খ) ভগত সিং       (গ) বিনায়ক দামোদর সাভারকার        (ঘ) চাপেকর ভ্রাতৃ দ্বয়

 

38. ‘ইন্ডিয়ান সোসিওলজিশ্ট’ প্রত্রিকার প্রকাশক কে ?

(ক) শ্যামজী কৃষ্ণবর্মা        (খ) ম্যাডাম কামা        (গ) ভূপেন্দ্রনাথ দত্ত       (ঘ) মহেন্দ্রপ্রতাপ

 

39.  স্যার কার্জন ওয়াইলি -কে হত্যা করে কে ?

(ক) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়       (খ) তারকনাথ দাস        (গ) লালা হরদয়াল       (ঘ) মদনলাল ধিংড়া

 

40.  ম্যাডাম কামা কর্তৃক প্যারিসে প্রকাশিত প্রত্রিকাটির নাম কী  ?

(ক) ফ্রি হিন্দুস্থান        (খ) বন্দেমাতরম         (গ) ইন্ডিয়ান সোসাওলজিস্ট        (ঘ) এগুলির কোনোটিও নয়

 

41.  ‘ফ্রি হিন্দুস্থান’ প্রত্রিকার প্রকাশক ও ‘ইউনাইটেড ইন্ডিয়া হাউস’-এর প্রতিষ্ঠাতা কে ?

(ক) শ্যামজী কৃষ্ণবর্মা      (খ) রুস্তম কামা        (গ) তারকনাথ দাস       (ঘ) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

 

42.  ১৯১৩ সালে লালা হরদয়াল, মোহন সিং ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন ?

(ক) ইন্ডিয়া হাউস       (খ) হিন্দুস্থান গদর সমিতি       (গ) ইন্ডিয়ান হোমরুল লীগ      (ঘ) এগুলির কোনটিই নয়

 

43.  মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে ‘হিন্দু ষড়যন্ত্র মামলা’ কোন সময় চলেছিল ?

(ক) ১৯০০ সালে       (খ) ১৯১৫ সালে        (গ) ১৯১৭ সালে       (ঘ) ১৯১৮ সালে

 

44.  গান্ধীজীর নেতৃত্বে কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল ?

(ক) ১৯১৫ সালে      (খ) ১৯১৫-১৬ সালে        (গ) ১৯১৭-১৮ সালে        (ঘ) ১৯১৮-২০ সালে

 

45.  কবে রবীন্দ্রনাথ গান্ধীজীকে ‘মহাত্মা’ উপাধি দেন ?

(ক) ১৯১৩ সালে      (খ) ১৯১৫ সালে        (গ) ১৯১৪ সালে       (ঘ) ১৯১৮ সালে

 

46.  বাল গঙ্গাধর তিলক কত সালে হোমরুল লীগ স্থাপন করেন ?

(ক) ১৯১৮ সালে       (খ) ১৯২০ সালে       (গ) ১৯১৭ সালে        (ঘ) ১৯১৬ সালে

 

47.  কংগ্রেস ও মুসলীম লীগের মধ্যে ১৯১৬ খ্রীস্টাব্দে যে চুক্তি হয় সেটির নাম কী ?

(ক) পুনা চুক্তি        (খ) লক্ষ্মৌ চুক্তি        (গ) লাহোর চুক্তি        (ঘ) এর কোনোটিই নয় ?

 

48.  লর্ড মিন্টো সংস্কার কত সালে হয়েছিল  ?

(ক) ১৯০০ সালে        (খ) ১৯০৫ সালে        (গ) ১৯০৮ সালে        (ঘ) ১৯০৯ সালে

 

49.  ‘অলহিলাল’ প্রত্রিকার প্রকাশক কে ?

(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী        (খ) দাদাভাই নওরোজী        (গ) মৌলানা আবুল কালাম আজাদ        (ঘ) গোপালকৃষ্ণ গোখেল

 

50.  ‘নিউ ইন্ডিয়া’ প্রত্রিকার প্রকাশক কে ?

(ক) অ্যানি বেসান্ত         (খ) শ্যামাজী কৃষ্ণবর্মা        (গ) রুস্তম কামা        (ঘ) রাসবিহারী বসু

 

51.  রবীন্দ্রনাথ ঠাকুর কবে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন ?

(ক) ১৯১৮ সালে       (খ) ১৯১৯ সালে       (গ) ১৯১৪ সালে        (ঘ) ১৯১৫ সালে

 

52.  মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন এবং কুখ্যাত রাওলাট আইন কবে পাশ হয় ?

(ক) ১৯১৮ সালে      (খ) ১৯১৫ সালে       (গ) ১৯২০ সালে        (ঘ) ১৯১৯ সালে

 

53.  খিলাফত আন্দোলন কাদের নেতৃত্বে শুরু হয়েছিল ?

(ক) আব্দুল রসুল        (খ) সৈয়দ আহম্মদ খাঁ        (গ) লিকায়ত হোসেন        (ঘ) সৌকত আলি, মহম্মদ আলি

 

54.  বারদৌলিতে আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল ?

(ক) বদরুদ্দিন তৈয়াবজী        (খ) গান্ধীজী        (গ) বল্লভভাই প্যাটেল        (ঘ) লিকায়ত হোসেন

 

55.  উত্তরপ্রদেশের গোরখপুর জেলা ও চৌরিচৌরায় জনতা সহিংস হয়ে উঠলে কি হয় ?

(ক) ইংরেজ ভারতবাসীর উপর অত্যাচারের মাত্রা বাড়ায়

(খ) গান্ধীজী গ্রেপ্তার হন

(গ) গান্ধীজী তাঁর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন

(ঘ) এর কোনোটিই নয়

 

56.  ১৯২২ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ?

(ক) মতিলাল নেহেরু         (খ) চিত্তরঞ্জন দাশ         (গ) জওহরলাল নেহেরু         (ঘ) মহাত্মা গান্ধী

 

57.  ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

(ক) মহম্মদ আলি জিন্নাহ        (খ) মহাত্মা গান্ধী        (গ) মতিলাল নেহরু        (ঘ) জওহরলাল নেহরু 

 

58.  চট্টগ্রাম অস্ত্রাগার কত সালে লুন্ঠিত হয়  ?

(ক) ১৯৩১ সালের ১৮ই এপ্রিল       (খ) ১৯৩০ সালের ২৯শে এপ্রিল       (গ) ১৯৩১ সালের ২৯শে এপ্রিল       (ঘ) ১৯৩০ সালের ১৮ই এপ্রিল

 

59.  বাদল গুপ্ত, দীনেশ গপ্ত ও বিনয় বসু কবে রাইটার্স বিল্ডিং আক্রমন করেছিলেন ?

(ক) ১৯২৭ সালের ৮ই ডিসেম্বর       (খ) ১৯৩১ সালের ৭ই ডিসেম্বর       (গ) ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর       (ঘ) ১৯৩০ সালের ২৭শে ডিসেম্বর

 

60.  সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল ?

(ক) ১৯২৯ সালে       (খ) ১৯২৭ সালে       (গ) ১৯২৫ সালে       (ঘ) ১৯২৬ সালে

 

61.  ভারতের ভবিষ্যত সংবিধান সম্পর্কিত নেহেরু রিপোর্ট কার তৈরী ?

(ক) সুভাষচন্দ্র বসু       (খ) জওহরলাল নেহেরু         (গ) মতিলাল নেহেরু        (ঘ) চিত্তরঞ্জন দাশ

 

62.  লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে কবে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবী করেন ?

(ক) ১৯২৯ সালে       (খ) ১৯২৫ সালে        (গ) ১৯৩০ সালে       (ঘ) ১৯৩৫ সালে

 

63.  ‘স্বাধীনতা সংঘ’ বা ‘ইন্ডিপেন্ডেন্স লীগ’ কারা স্থাপন করেন ?

(ক) জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু

(খ) মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু

(গ) লালা লাজপত, লালা হরদয়াল

(ঘ) জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু

 

64.  পন্ডিত জওহরলাল নেহেরু রাভী নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসাবে কবে পতাকা উত্তোলন করেছিলেন ?

(ক) ১৯৩০ সালের ২রা ফেব্রুয়ারী       (খ) ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর       (গ) ১৯৩০ সালের ২রা জানুয়ারী       (ঘ) ১৯৩০ সালের ১লা জানুয়ারী

 

65.  প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ?

(ক) ১৯৩০ সালের ১লা জানুয়ারী      (খ) ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর        (গ) ১৯৩০ সালের ২৬শে জানুয়ারী       (ঘ) ১৯৩০ সালের ১৫ই আগস্ট

 

66. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে ?

(ক) ১৯৩০ সালের ১২ই মার্চ       (খ) ১৯৩১ সালের ২১শে মার্চ       (গ) ১৯৩০ সালের ২০শে মার্চ       (ঘ) ১৯৩০ সালের ১লা নভেম্বর

 

67.  খান আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন ?

(ক) গদর পার্টির       (খ) খোদা-ই-খিতমগার        (গ) মুসলীম লীগ        (ঘ) কংগ্রেস

 

68.  ‘লাল কোর্তা’বা ‘রেড সার্ট’ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ?

(ক) মহম্মদ আলী জিন্নাহ         (খ) সলিমউল্লাহ        (গ) খান আব্দুল গফফর খান        (ঘ) সৈয়দ আহম্মদ খাঁ

 

69.  ‘সীমান্তগান্ধী’ বলা হয় কাকে ?

(ক) লালা লাজপত রায়       (খ) খান আব্দুল গফফর খান        (গ) রঞ্জিত সিং       (ঘ) নেতাজী সুভাষ চন্দ্র বসু

 

70.  স্যার জন সাইমন কত খ্রীস্টাব্দে তাঁর রিপোর্ট পেশ করেছিলেন ?

(ক) ১৯২৯ খ্রীস্টাব্দে      (খ) ১৯২৮ খ্রীস্টাব্দে        (গ) ১৯৩১ খ্রীস্টাব্দে        (ঘ) ১৯৩০ খ্রীস্টাব্দে

 

71.  লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কত খ্রীস্টাব্দে আয়োজিত হয় ?

(ক) ১৯৩১ খ্রীস্টাব্দে        (খ) ১৯৩০ খ্রীস্টাব্দে         (গ) ১৯৩১ খ্রীস্টাব্দে        (ঘ) ১৯৩৫ খ্রীস্টাব্দে

 

72.  গান্ধী-আরউইন চুক্তি কত সালে সাক্ষরিত হয় ?

(ক) ১৯৩১ সালে       (খ) ১৯৩২ সালে        (গ) ১৯২৯ সালে         (ঘ) ১৯৩৪

 

73.  তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?

(ক) ১৯৩১ সালে        (খ) ১৯৩২ সালে      (গ) ১৯৩৩ সালে       (ঘ) ১৯৩৪ সালে

 

74.  সাম্প্রদায়িক বাঁটোয়ারা (Communal Award) কে চালু করেছিলেন ?

(ক) মহম্মদ আলী জিন্নাহ         (খ) বি.আর.আম্বেদকর        (গ) রা্মসে ম্যাকডোনাল্ড         (ঘ) মাউন্টব্যাটেন

 

75.  অনুন্নত সম্প্রদায়ের নেতা ড:আম্বেদকর এবং বর্ণহিন্দু তরফের রাজেন্দ্রপ্রসাদ প্রমুখের মধ্যে ১৯৩২ সালে কোন চুক্তি সাক্ষরতি হয় ?

(ক) লাহোর চুক্তি         (খ) লক্ষ্ণৌ চুক্তি          (গ) পুনা চুক্তি        (ঘ) দিল্লী চুক্তি

 

76.  মুসলীম লীগ কবে আত্মপ্রকাশ করে ?

(ক) ১৯০৭ সালে        (খ) ১৯০৬ সালে       (গ) ১৯০৫ সালে        (ঘ) ১৯১০ সালে

 

77.  কামাল পাশা কত সালে তুরস্কে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন ?

(ক) ১৯২২ সালে       (খ) ১৯২৩ সালে       (গ) ১৯২৫ সালে        (ঘ) ১৯২৪ সালে

 

78.  ১৮৫৩ সালে ‘রেলওয়ে মিনিট’ কে রচনা করেন ?

(ক) লর্ড আমহার্স্ট        (খ) লর্ড ক্যানিং        (গ) লর্ড ডালহৌসী        (ঘ) লর্ড রিপন

 

79.  প্রথম শিল্প আইন কত খ্রীস্টাব্দে প্রণীত হয় ?

(ক) ১৮৮১ খ্রীস্টাব্দে        (খ) ১৮৮০ খ্রীস্টাব্দে        (গ) ১৮৮৪ খ্রীস্টাব্দে         (ঘ) ১৮৮৩ খ্রীস্টাব্দে

 

80.  ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ?

(ক) আমেদাবাদ       (খ) সুরাট        (গ) হুগলী        (ঘ) নাগপুর

 

81.  কোন প্রস্তাব কে গান্ধীজি “ A post dated cheque on a crashing bank” বলে অভিহিত করেছিলেন ?

(ক) ইলবার্টের প্রস্তাব       (খ) স্ট্যাফোর্ড ক্রীপসের প্রস্তাব        (গ) ওয়াভেল পরিকল্পনা        (ঘ) ভারতের স্বাধীনতা আইন

 

82.  ‘হরিজন’ পত্রিকার প্রকাশক কে ?

(ক) বি.আর.আম্বেদকর       (খ) মহাত্মা গান্ধী        (গ) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়       (ঘ) এদের কেউ নয়

 

83.  ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিল ?

(ক) ১৯৪২ সালের ১২ই আগস্ট      (খ) ১৯৪২ সালের ১৫ই আগস্ট      (গ) ১৯৪২ সালের ৭ই আগস্ট       (ঘ) ১৯৪২ সালের ৮ই আগস্ট

 

84.  ভারতের সৈনিক জেনারেল মোহন সিং, সিঙ্গাপুরে কবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন ?

(ক) ১৯৪০ সালে         (খ) ১৯৪৫ সালে        (গ) ১৯৪১ সালে       (ঘ) ১৯৪২ সালে

 

85.  ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ কে গঠন করেন ?

(ক) মানবেন্দ্রনাথ রায়        (খ) মৌলানা আবুল কালাম আজাদ        (গ) রাসবিহারী বসু       (ঘ) বিঠল ভাই প্যাটেল

 

86.  সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন ?

(ক) জাপান        (খ) সিঙ্গাপুর        (গ) বার্মা        (ঘ) জার্মানি

 

87.  ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দেন ?

(ক) ঝাঁসীর রানী        (খ) গান্ধী ব্রিগেড        (গ) নেহেরু ব্রিগেড       (ঘ) আজাদ ব্রিগেড

 

88.  ‘ওয়াভেল পরিকল্পনা’ কত সালে হয়েছিল ?

(ক) ১৯৪৫ সালে       (খ) ১৯৪৭ সালে       (গ) ১৯৪৬ সালে        (ঘ) ১৯৪৮ সালে

 

89.  নেতাজীর ছদ্মবেশে দেশ ছাড়া ও সম্ভাব্য মৃতুর সালগুলি যথাক্রমে-

(ক) ১৯৪১ ও ১৯৪৪ সালের ২৩ আগস্ট

(খ) ১৯৪১ সালের ২৭শে জানুয়ারী ও ১৯৪৫ সালের ২৩শে আগস্ট

(গ) ১৯৪১ সালের ২৬শে জানুয়ারী ও ১৯৪৫ সালের ২৩শে আগস্ট

(ঘ) এগুলির কোনোটাই নয়

 

90.  লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রীপস, মি: আলেকজান্ডার প্রমুখদের নিয়ে গঠিত ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ?

(ক) ১৯৪৬ সালের ২৮শে মার্চ       (খ) ১৯৪৭ সালের ২৬শে মার্চ       (গ) ১৯৪৬ সালের ২৪শে মার্চ       (ঘ) ১৯৪৬ সালের ২৩শে মার্চ

 

91. ‘মারাঠা’ এবং ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(ক) লালা লাজপত রায়       (খ) বিনায়ক দামোদর সাভারকর       (গ) লোকমান্য বালগঙ্গাধর তিলক      (ঘ) দামোদর চাপেকর

 

92.  ‘অমৃতবাজার’-এর সম্পাদনা করতেন কে ?

(ক) মনমোহন ঘোষ       (খ) শিশির কুমার ঘোষ, হেমন্তকুমার ঘোষ, বসন্তকুমার ঘোষ       (গ) কৃষ্ণদাস পাল        (ঘ) অরবিন্দ ঘোষ

 

93.  লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন ?

(ক) ১৮৭৫ খ্রিষ্টাব্দে       (খ) ১৮৭০ খ্রিষ্টাব্দে        (গ) ১৮৭১ খ্রিষ্টাব্দে        (ঘ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে

 

94.  ১৮৭৮ সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন ?

(ক) লর্ড মেয়ো         (খ) লর্ড লিটন        (গ) লর্ড নর্থব্রুক        (ঘ) লর্ড বেন্টিঙ্ক

 

95.  ১৮৮২ সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন ?

(ক) লর্ড ডাফরিন        (খ) লর্ড কার্জন         (গ) লর্ড রিপন        (ঘ) লর্ড আরউইন

 

96.  জমিদারী সমিতি কবে প্রতিষ্ঠিত হয় ?

(ক) ১৮৩৫ খ্রিষ্টাব্দে        (খ) ১৮৩১ খ্রিষ্টাব্দে        (গ) ১৮৩৭ খ্রিষ্টাব্দে       (ঘ) ১৮৩৮ খ্রিষ্টাব্দে

 

97.  উইলিয়াম অ্যাডাম লন্ডনে কবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেন ?

(ক) ১৮৩৫ খ্রিষ্টাব্দে        (খ) ১৮৩৯ খ্রিষ্টাব্দে        (গ) ১৮৩২ খ্রিষ্টাব্দে       (ঘ) ১৮৩৬ খ্রিষ্টাব্দে

 

98.  ১৮৪৩ সালে ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) জর্জ টমসন        (খ) অক্টাভিয়ান হিউম      (গ) ম্যাডাম কামা       (ঘ) স্যার কার্জন ওয়াইলি

 

99. ‘স্যারভ্যান্টস অফ ইন্ডিয়া সোসাইটি’ বা ‘ভারত সেবক সংঘ’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) দাদাভাই নওরোজী       (খ) গোপালকৃষ্ণ গোখেল        (গ) বদরুদ্দিন তৈয়াবজী       (ঘ) মদনলাল ধিংড়া

 

100.  ফার্দোঞ্জি নওরোজী কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন  ?

(ক) ইউনাইটেড ইন্ডিয়া        (খ) অভিনভ ভারত সমাজ         (গ) বোম্বাই অ্যাসোসিয়েশন       (ঘ) ইন্ডিয়া হাউস

***

Related Items

WBCS Main Examination Paper - IV (General Studies-II) - 2019

1. Which state government's Medical & Health Depart­ment has received the WHO's 'World No Tobacco Day Award, 2019' ? (A) Rajasthan (B) Gujarat (C) Chattisgarh (D) West Bengal

MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - I

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XII based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    

MCQ for Miscellaneous Exam - Indian History Set - XI

Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]

1.  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র        (খ) তামাক        (গ) চিনি        (ঘ) সবকটি

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - X

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - X based on Indian History ]

1.  মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ?

(ক) ১৯৪০ সালে       (খ) ১৯৪১ সালে        (গ) ১৯৩৮ সালে        (ঘ) ১৯৪২ সালে

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?