MCQ for Misc Exam - Geography of India with special reference to West Bengal Set - I

Submitted by administrator on Mon, 01/04/2016 - 11:31

Sample Questions Paper - III for WBCS Main Exam [ Practice Set - XII based on Geography of India with special reference to West Bengal ]

1.  কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( Indian Standard Time) নির্দেশ করেছে ?    

(ক) ৬৮°৭’ পূর্ব দ্রাঘিমা        (খ) ৮০° পূর্ব দ্রাঘিমা       (গ) ৯৭° ২৫’ পূর্ব দ্রাঘিমা        (ঘ) ৮২.৫° পূর্ব দ্রাঘিমা

 

2.  আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?

(ক) পঞ্চম       (খ) ষষ্ঠ        (গ) সপ্তম        (ঘ) অষ্টম

 

3.  পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?

(ক) ভারত ও শ্রীলঙ্কা        (খ) ভারত ও পাকিস্তান        (গ) বাংলাদেশ ও শ্রীলঙ্কা        (ঘ) শ্রীলঙ্কা ও মায়ানমার

 

4.  ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয় ?

(ক) গোয়া        (খ) কলকাতা        (গ) এলাহাবাদ         (ঘ) নতুন দিল্লী

 

5.  ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

(ক) শ্রীলঙ্কা        (খ) বাংলাদেশ         (গ) মালদ্বীপ        (ঘ) মায়ানমার

 

6.  ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

(ক) পাকিস্তান       (খ) নেপাল       (গ) চীন        (ঘ) শ্রীলঙ্কা

 

7.  জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

(ক) দ্বিতীয়        (খ) তৃতীয়        (গ) চতুর্থ        (ঘ) পঞ্চম

 

8.  ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?

(ক) ১৯৫৫ সালে        (খ) ১৯৫৬ সালে         (গ) ১৯৫৭ সালে        (ঘ) ১৯৫৮ সালে

 

9.  কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ? 

(ক) রাজস্থান         (খ) বোম্বাই         (গ) মধ্যপ্রদেশ         (ঘ) পাঞ্জাব

 

10.  ১৯৬৬ খ্রীস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন্ দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?

(ক) পাঞ্জাব ও চণ্ডীগড়       (খ) পাঞ্জাব ও হরিয়ানা        (গ) হরিয়ানা ও চণ্ডীগড়         (ঘ) কোনটিই নয়

 

11.  কোন্ বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?

(ক) ১৯৬৬ সালে        (খ) ১৯৬৭ সালে       (গ) ১৯৬৮ সালে       (ঘ) ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী

 

12.  কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?

(ক) মহীশূর        (খ) মণিপুর        (গ) ব্যাঙ্গালোর          (ঘ) ম্যাঙ্গালোর

 

13.  সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?

(ক) ১৯৭৭ সালে        (খ) ১৯৭৬ সালে        (গ) ১৯৭৫ সালে        (ঘ) ১৯৭৪ সালে

 

14.  কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?

(ক) ১৯৯৩ সালে        (খ) ১৯৯২ সালে         (গ) ১৯৯১ সালে         (ঘ) ১৯৯০ সালে

 

15.  কোন্ দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্তিত ?

(ক) ভারত ও বাংলাদেশ          (খ) বাংলাদেশ ও নেপাল         (গ) ভারত ও শ্রীলঙ্কা          (ঘ) কোনটিই নয়

 

16.  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?

(ক) আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ        (খ) পণ্ডিচেরী        (গ) লাক্ষাদ্বীপ        (ঘ) কোনটিই নয়

 

17.  ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোন্ টি ?

(ক) পণ্ডিচেরী        (খ) লাক্ষাদীপ         (গ) দমন ও দিউ         (ঘ) চণ্ডীগড়

 

18.  ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোন্ টি ?

(ক) গোয়া        (খ) সিকিম        (গ) অরুণাচল প্রদেশ        (ঘ) মেঘালয়

 

19.  ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ? [ ২০১১ জনগণনা অনুযায়ী ] 

 (ক) বিহার        (খ) উত্তরপ্রদেশ        (গ) দিল্লী        (ঘ) পশিমবঙ্গ

 

20.  ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?

(ক) গোয়া        (খ) সিকিম        (গ) অরুণাচল প্রদেশ        (ঘ) মেঘালয়

 

21.  ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

(ক) মালদ্বীপ         (খ) নেপাল        (গ) ভুটান        (ঘ) শ্রীলঙ্কা

 

22.  ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?

(ক) বাংলাদেশ       (খ) ভুটান       (গ) শ্রীলঙ্কা        (ঘ) নেপাল

 

23. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে  ?

(ক) মায়ানমার        (খ) শ্রীলঙ্কা        (গ) বাংলাদেশ        (ঘ) ভুটান

 

24.  ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) এভারেস্ট        (খ) গডউইন অস্টিন         (গ) কাঞ্চনজঙ্ঘা        (ঘ) ধবলগিরি

 

25.  পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?

(ক) হিমালয়        (খ) আরাবল্লী        (গ) আন্দিজ          (ঘ) রকি

 

26. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?

(ক) জম্বু ও কাশ্মীর        (খ) শ্রীনগর ও জম্বু        (গ) শ্রীনগর ও লে        (ঘ) লে ও চীন

 

27.  নাথুলা পাস কোথায় অবস্থিত ?

(ক) সিকিমে        (খ) ভুটানে        (গ) কাশ্মীরে        (ঘ) তিব্বতে

 

28.  রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(ক) উত্তরপ্রদেশ         (খ) হিমাচলপ্রদেশ        (গ) আসাম        (ঘ) সিকিম

 

29.  যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?

(ক) গঙ্গোত্রী         (খ) যমুনোত্রী         (গ) রুপকুন্ড         (ঘ) ভীমতাল

 

30.  ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) গডউইন অস্টিন         (খ) কাঞ্চনজঙ্ঘা         (গ) চমোলারী        (ঘ) হিডন পিক

 

31.  নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবোর্চ্চ শৃঙ্গ ?

(ক) শিবালিক        (খ) হিমাচল         (গ) হিমাদ্রি         (ঘ) কোনটিই নয়

 

32.  ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

(ক) বালটোরা        (খ) রিমো        (গ) সিয়াচেন          (ঘ) হিস্পার

 

33.  ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?

(ক) লাডাক        (খ) ছোটনাগপুর        (গ) পামীর        (ঘ) আকসাই চীন

 

34.  লক্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(ক) কাশ্মীর       (খ) হিমাচল প্রদেশ         (গ) মণিপুর        (ঘ) ত্রিপুরা

 

35.  গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

(ক) সারামতী        (খ) জাপভো        (গ) নকরেক        (ঘ) শিলং

 

36.  গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?

(ক) আরাবল্লী        (খ) সিঙ্গলিলা        (গ) কারাকোরাম        (ঘ) ধাওলাধর

 

37.  ‘ভারতের খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?

(ক) ছোটনাগপুর মালভূমি        (খ) মালব মালভূমি        (গ) রেওয়া মালভূমি       (ঘ) কোনটিই নয়

 

38.  ধুঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে ?

(ক) নর্মদা         (খ) মহানদী          (গ) ব্রহ্মপুত্র        (ঘ) গঙ্গা নদী

 

39.  নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?

(ক) আনাইমুদি        (খ) ডোডাবেট্টা         (গ) ধুপগড়         (ঘ) অমরকন্টক

 

40.  কোন অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভান্ডার’ বলা হয়  ?

(ক) থাঞ্জাভুর        (খ) মাদ্রাজ         (গ) কন্যাকুমারী         (ঘ) করমন্ডল উপকূল

 

41.  গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?

(ক) কোলার         (খ) চিল্কা         (গ) পুলিকট         (ঘ) কোনটিই নয়

 

42.  ‘ভেম্বানাদ কয়াল’ কি ?

(ক) একটি নদী         (খ) একটি হিমবাহ          (গ) একটি উপহ্রদ         (ঘ) একটি পর্বতশৃঙ্গ

 

43.  নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল -

(ক) সবিরাম আগ্নেয়গিরি          (খ) ঘুমন্ত আগ্নেয়গিরি         (গ) মৃত আগ্নেয়গিরি         (ঘ) কোনটিই নয়

 

44.  মাউন্ট হ্যারিয়্ট পর্বত কোথায় অবস্হিত ?

(ক) নেপালে         (খ) সিকিমে        (গ) আন্দামান দ্বীপপুঞ্জে         (ঘ) ত্রিপুরায়

 

45.  ‘রণ’  কাকে বলা হয় ?

(ক) গুজরাটের অগভীর জলাভূমিকে

(খ) কেরালার উপহ্র্দগুলিকে  

(গ) কেরালা উপুকুলের জলাভূমিকে

(ঘ) আন্দামানের পর্বতময় দ্বীপগুলিকে

 

46.  সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় ?

(ক) মানস সরোবরের নিকটবর্তী সিন-কা-বাব নামক জলধারা

(খ) কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ

(গ) মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং–দুং-হিমবাহ

(ঘ) অমরকন্টক

 

47.  শতদ্রু কোন নদীর উপনদী ?

(ক) গঙ্গার উপনদী       (খ) সিন্দু নদের উপনদী        (গ) যমুনার উপনদী        (ঘ) কোনটিই নয়

 

48.  কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে ?

(ক) দেবপ্রয়াগে       (খ) হরিদ্বারে        (গ) গিরিয়াতে        (ঘ) বিহারে

 

49.  অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায় ?

(ক) গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা        (খ) সতোপন্থ হিমবাহ       (গ) অমরকন্টক        (ঘ) আনাসাগর হ্রদ

 

50.  গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?

(ক) গোমতী        (খ) শোন        (গ) যমুনা        (ঘ) দামোদর

 

51.  হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?

(ক) রাঁচিতে         (খ) মধ্যপ্রদেশে         (গ) গুজরাটে         (ঘ) কেরালায়

 

52.  ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায় ?

(ক) আজমীরের নকটবর্তী অানাসাগর হ্রদ

(খ) অমরকন্টক শৃঙ্গ

(গ) তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ

(ঘ) বিন্ধ্য পর্বতশ্রেণী

 

53.  দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?

(ক) মহানদী        (খ) গোদাবরী        (গ) কৃষ্ণা         (ঘ) কাবেরী

 

54.  কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী ?

(ক) হুড্রু        (খ) শিবসমুদ্রম          (গ) নর্মদা জলপ্রপাত          (ঘ) কোনটিই নয়

 

55.  পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মওসীনরামের নিকটবর্তী শিলং-এ বৃষ্টিপাত কম হয় কেন ?

(ক) জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু এই অঞ্চলে প্রবেশ করতে পারে না বলে

(খ) এটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন

(গ) এখানে বনভূমির পরিমান অত্যন্ত স্বল্প

(ঘ) কোনটিই নয়

 

56.  নীচের কোন রাজ্যে বছরে দু’বার বৃষ্টিপাত হয় ?

(ক) পশ্চিমবঙ্গ        (খ) মেঘালয়         (গ) তামিলনাড়ু        (ঘ) কেরালা

 

57.  ভারতের অরণ্য গবেষনাগারটি কোথায় অবস্থিত ?

(ক) দেরাদুনে         (খ) কাশ্মীরে          (গ) মধ্যপ্রদেশে         (ঘ) মেঘালয়ে

 

58.  ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?

(ক) কৃষ্ণ মৃত্তিকা         (খ) লোহিত মৃত্তিকা         (গ) পাললিক মৃত্তিকা        (ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

 

59.  ‘রেগুর’ কাকে বলা হয়  ?

(ক) লোহিত মৃত্তিকাকে         (খ) কৃষ্ণ মৃত্তিকাকে        (গ) পাললিক মৃত্তিকাকে         (ঘ) ল্যাটেরাইট মৃত্তিকাকে

 

60.  ভারতে জলসেচ সবচেয়ে বেশী কীসের সাহায্যে হয়  ?

(ক) কূপ ও নলকূপের সাহায্যে         (খ) জলাশয়ের সাহায্যে         (গ) খালের সাহায্যে         (ঘ) নদীর সাহায্যে

 

61.  ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?

(ক) তিস্তা প্রকল্প         (খ) দামোদর পরিকল্পনা        (গ) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা        (ঘ) নাগার্জুন সাগর প্রকল্প

 

62.  ভারের দীর্ঘতম বাঁধ কোনটি ?

(ক) হিরাকুঁদ        (খ) ফারাক্কা        (গ) কোনার        (ঘ) নাঙ্গাল

 

63.  ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত ?

(ক) পাঞ্জাবে         (খ) হিমাচল প্রদেশে         (গ) উত্তর প্রদেশে         (ঘ) কাশ্মীরে

 

64.  কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?

(ক) ময়ুরাক্ষী        (খ) তুঙ্গভদ্রা         (গ) শতদ্রু         (ঘ) মহানদী

 

65.  হিরাকুঁদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?

(ক) কৃষ্ণা         (খ) কাবেরী        (গ) তিস্তা        (ঘ) মহানদী

 

66.  নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?

(ক) কেরালায়         (খ) তামিলনাড়ু         (গ) কর্ণাটকে          (ঘ) অন্ধ্রপ্রদেশে

 

67.  টেহরী বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?

(ক) কৃষ্ণা, কেরালা         (খ) কাবেরী, কর্ণাটকে         (গ) গঙ্গা, উত্তরপ্রদেশে         (ঘ) ঘর্ঘর, উত্তরপ্রদেশে

 

68.  ভারতের কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে ?

(ক) পাঞ্জাব         (খ) হরিয়ানা          (গ) পশ্চিমবঙ্গ         (ঘ) তামিলনাড়ু

 

69.  ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

(ক) চতুর্থ        (খ) তৃতীয়        (গ) দ্বিতীয়        (ঘ) প্রথম

 

70.  ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে ?

(ক) পশ্চিমবঙ্গ        (খ) পাঞ্জাব        (গ) তামিলনাড়ু        (ঘ) কর্নাটক

 

71.  ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

(ক) পাঞ্জাব       (খ) বিহার        (গ) পশ্চিমবঙ্গ         (ঘ) উত্তরপ্রদেশ

 

72.  কোন জেলাকে ‘পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার’ বলা হয়  ?

(ক) মালদা         (খ) উত্তর দিনাজপুর         (গ) হুগলী        (ঘ) বর্ধমান

 

73.  সেন্টাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

(ক) দিল্লী        (খ) পশ্চিমবঙ্গ         (গ) কটক        (ঘ) ব্যাঙ্গালোর

 

74.  গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) তৃতীয়        (খ) চতুর্থ         (গ) পঞ্চম        (ঘ) দ্বিতীয়

 

75.  কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) পাঞ্জাব        (খ) হরিয়ানা        (গ) উত্তরপ্রদেশ        (ঘ) বিহার

 

76.  চা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) দ্বিতীয়        (খ) প্রথম        (গ) পঞ্চম        (ঘ) চতুর্থ

 

77.  কোন রাজ্য ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

(ক) পশ্চিমবঙ্গ         (খ) হিমাচল প্রদেশ        (গ) আসাম        (ঘ) বিহার

 

78.  কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) তামিলনাড়ু        (খ) কেরালা        (গ) আসাম        (ঘ) কর্নাটক

 

79. পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) চতুর্থ        (খ) তৃতীয়        (গ) দ্বিতীয়         (ঘ) প্রথম

 

80.  ভারতের মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

(ক) আসাম        (খ) বিহার        (গ) ওড়িশা        (ঘ) পশ্চিমবঙ্গ

 

81.  কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) দ্বিতীয়       (খ) তৃতীয়        (গ) চতুর্থ       (ঘ) পঞ্চম

 

82. কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?

(ক) পাললিক মৃত্তিকা অঞ্চল       (খ) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল       (গ) উপকূলীয় মৃত্তিকা অঞ্চল      (ঘ) ব-দ্বীপ অঞ্চলের মৃত্তিকা

 

83.  তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

(ক) মহারাষ্ট্র        (খ) পাঞ্জাব         (গ) হরিয়ানা         (ঘ) গুজরাট

 

84.  আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) প্রথম        (খ) দ্বিতীয়        (গ) তৃতীয়         (ঘ) চতুর্থ

 

85.  কোন রাজ্য আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) বিহার         (খ) উত্তরপ্রদেশ         (গ) পশ্চিমবঙ্গ         (ঘ) কেরালা

 

86.  কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) দ্বিতীয়         (খ) তৃতীয়         (গ) চতুর্থ         (ঘ) পঞ্চম

 

87.  কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশিমবঙ্গ কোন স্থান অধিকার করে  ?

(ক) প্রথম        (খ) দ্বিতীয়         (গ) তৃতীয়         (ঘ) চতুর্থ

 

88.  ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি  ?

(ক) বোকারো        (খ) রানীগঞ্জ        (গ) ঝরিয়া        (ঘ) আসানসোল

 

89.  ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?

(ক) তামিলনাড়ু নিয়েভেলী        (খ) কাশ্মীরের কালাকোট        (গ) আসামের নাজিয়া        (ঘ) অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেলী

 

90.  আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) কর্ণাটক        (খ) মধ্যপ্রদেশ        (গ) বিহার         (ঘ) গোয়া

 

91.  বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত ?

(ক) বিহারের চিরিয়াতে         (খ) মধ্যপ্রদেশের বাইলাডিলা         (গ) ওড়িশার বাদাম পাহাড়        (ঘ) কর্ণাটকের কুদরেমুখ

 

92.  কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে  ?

(ক) জার্মানিতে        (খ) জাপানে        (গ) হাঙ্গেরীতে        (ঘ) ইতালিতে

 

93.  অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?

(ক) ১৯৪৭ সালে        (খ) ১৯৫৭ সালে        (গ) ১৯৪৫ সালে        (ঘ) ১৯৫৫ সালে

 

94.  ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি ?

(ক) বোম্বে হাই        (খ) সৌরাষ্ট্র        (গ) আঙ্কলেশ্বর        (ঘ) নাহারকাটিয়া

 

95.  ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি ?

(ক) গুজরাট        (খ) আসাম        (গ) তামিলনাড়ু        (ঘ) মহারাষ্ট্র

 

96.  বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) পশ্চিমবঙ্গ        (খ) বিহার        (গ) ওড়িশা        (ঘ) কর্নাটক

 

97.  অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) পঞ্চম        (খ) তৃতীয়        (গ) প্রথম        (ঘ) সপ্তম

 

98.  অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?

(ক) বিহার       (খ) অন্ধ্রপ্রদেশ        (গ) তামিলনাড়ু        (ঘ) গুজরাট

 

99.  ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?

(ক) প্রথম        (খ) তৃতীয়        (গ) পঞ্চম        (ঘ) সপ্তম

 

100.  ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

(ক) কর্ণাটক         (খ) মহারাষ্ট্র        (গ) ওড়িশা        (ঘ) পশ্চিমবঙ্গ

 

111.  ম্যাঙ্গানিজ উৎপাদনে পৃথিবীতে ভারত কোন স্থান অধিকার করে ?

(ক) প্রথম       (খ) তৃতীয়       (গ) পঞ্চম        (ঘ) সপ্তম

***

1.  আক্সাই চীন কি ?

(ক) পর্বত        (খ) হিমবাহ         (গ) উচ্চ মালভূমি         (ঘ) কোনটিই নয়

 

2.  লিংসিলা ও ইউললা গিরিপথ কোন দুটি স্থানের নধ্যে সংযোগ রক্ষা করেছে ?

(ক) ভুটান ও তিব্বত        (খ) অরুণাচল প্রদেশ ও তিব্বত        (গ) সিকিম ও তিব্বত        (ঘ) উত্তরপ্রদেশ ও তিব্বত

 

3.  জাপভো কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?

(ক) মিশমি        (খ) নাগা         (গ) কোহিমা         (ঘ) ত্রিপুরা

 

4.  নেপালের অধিবাসীরা প্রধানতঃ কোন্ ধর্মের ?

(ক) ইসলাম       (খ) হিন্দু        (গ) খ্রীস্টান        (ঘ) বৌদ্ধ

 

5.  পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত ?

(ক) ভুটান        (খ) ভারত         (গ) নেপাল        (ঘ) চীন

 

6.  কত সালে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ (SAARC) গঠিত হয়  ?

(ক) ১৯৮৩ সালে        (খ) ১৯৮৪ সালে        (গ) ১৯৮৫ সালে        (ঘ) ১৯৮৬ সালে

 

7.  SAARC –এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(ক) জেনেভা          (খ) ইসলামাবাদ         (গ) কাঠমান্ডু        (ঘ) নতুন দিল্লী

 

8.  ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?

(ক) মানস        (খ) রায়ডাক       (গ) তিস্তা       (ঘ) ওয়াংচু

 

9.  ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) মাসাং-কিংডু       (খ) চমোলারী        (গ) লিংসিলা       (ঘ) কুলাকাংড়ি

 

10.  বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে ?

(ক) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট       (খ) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর       (গ) ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারী       (ঘ) ১৯৭১ সালের ২৬শে মার্চ

 

11.  বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) কেও ক্রাডং        (খ) সীতাকুন্ড        (গ) চন্দ্রনাথ        (ঘ) কোনোটিই নয়

 

12.  বাংলাদেশের প্রধান নদী কোনটি ?

(ক) পদ্মা       (খ) মেঘনা        (গ) ব্রহ্মপুত্র       (ঘ) যমুনা

 

13.  ধান উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত নম্বরে ?

(ক) তৃতীয়       (খ) চতুর্থ       (গ) পঞ্চম        (ঘ) সপ্তম

 

14.  পাট উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত নম্বরে ?

(ক) দ্বিতীয়       (খ) তৃতীয়       (গ) চতুর্থ        (ঘ) পঞ্চম

 

15.  বাংলাদেশের প্রধান বন্দর কোনটি ?

(ক) শ্রীহট্ট       (খ) নারায়ণগঞ্জ        (গ) চট্টগ্রাম        (ঘ) কোনটিই নয়

 

16. ‘প্রাচ্যের ডান্ডি’ কোন শহরকে বলা হয় ?

(ক) ঢাকা         (খ) শ্রীহট্ট         (গ) রাজসাহী         (ঘ) নারায়ণগঞ্জ

 

17.  ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করে ?

(ক) জানুয়ারী, ১৯৩৭        (খ) জানুয়ারী, ১৯৪৮       (গ) আগস্ট, ১৯৪৭        (ঘ) কোনটিই নয়

 

18.  ব্রহ্মদেশ বা বার্মার নাম পরিবর্তন করে কবে মায়ানমার ইউনিয়ন রাখা হয়  ?

(ক) জুন, ১৯৮৯        (খ) জানুয়ারী, ১৯৩৭         (গ) জানুয়ারী, ১৯৪৮         (ঘ) কোনটিই নয়

 

19. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি ?

(ক) ইরাবতী         (খ) সালুইন          (গ) সিটাং         (ঘ) চিন্দুইন

 

20.  শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত: কোন ধর্মাবলম্বী ?

(ক) বৌদ্ধ        (খ) হিন্দু        (গ) ইসলাম       (ঘ) খ্রীস্টান

 

21.  শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি ?

(ক) মহাবলী গঙ্গা        (খ) কলানিগঙ্গা        (গ) পারাঙ্গি         (ঘ) আরু

 

22.  শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) আদম        (খ) পেড্রতালাগোলা        (গ) নামুনুকুলা         (ঘ) গোঙ্গালা

 

23.  শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে কোন শহরের নতুন নাম ?

(ক) কান্ডি       (খ) কলম্বো        (গ) অনুরাধাপুর        (ঘ) ত্রিঙ্কোমালি

 

24.   চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান পৃথিবীতে কত নম্বরে ?

(ক) তৃতীয়         (খ) চতুর্থ        (গ) পঞ্চম         (ঘ) দ্বিতীয়

 

25.  পাকিস্তানের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কোনটি ?

(ক) হিন্দুকুশ        (খ) তখত-ই-সুলেমান        (গ) তিরিচমির        (ঘ) কোনোটাই নয়

 

26.  পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি ?

(ক) সিন্দু         (খ) ইরাবতী          (গ) চন্দ্রভাগা         (ঘ) কাবুল

 

27.  পাকিস্তানে অবস্থিত প্রথিবীর অন্যতম উষ্ণ স্থানটির নাম কী ?

(ক) ইসলামাবাদ         (খ) জেকোবাবাদ         (গ) রাওয়ালপিন্ডি        (ঘ) লাহোর

 

28.  আফগানিস্থানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

(ক) নোশাক       (খ) কারাকোরাম        (গ) কোহ-এ-বাবা        (ঘ) বন্দ-এ-বায়ান

 

29.  রেজিস্থান মরুভূমি কোন দেশের অন্তর্গত ?

(ক) ভারত        (খ) পাকিস্থান         (গ) আফগানিস্থান         (ঘ) কোনটিই নয়

 

30.  আফগানিস্থানের মধ্যভাগের বিস্তীর্ণ মালভূমি কি নামে পরিচিত ?

(ক) রেজিস্থান          (খ) সীস্তান        (গ) হাজারা         (ঘ) কোনটিই নয়

 

31.  আফগানিস্থানের দীর্ঘতম নদী কোনটি ?

(ক) হরিরুদ         (খ) হেলমন্দ         (গ) অার্যান্দার         (ঘ) আমুদরিয়া

***

 

Related Items

WBCS Main Examination Paper - IV (General Studies-II) - 2019

1. Which state government's Medical & Health Depart­ment has received the WHO's 'World No Tobacco Day Award, 2019' ? (A) Rajasthan (B) Gujarat (C) Chattisgarh (D) West Bengal

MCQ for Miscellaneous Exam - Indian History Set - XI

Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]

1.  রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?

(ক) সংবাদপত্র        (খ) তামাক        (গ) চিনি        (ঘ) সবকটি

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - X

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - X based on Indian History ]

1.  মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ?

(ক) ১৯৪০ সালে       (খ) ১৯৪১ সালে        (গ) ১৯৩৮ সালে        (ঘ) ১৯৪২ সালে

 

MCQ for Miscellaneous Exam - Indian History Set - IX

Sample Question Paper for WBCS Main Exam General Studies - I [ Practice Set - IX based on Indian History ]

1.  অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন  ?

(ক) ১৮৮৬ সালে        (খ) ১৮৮৫ সালে        (গ) ১৮৮৪ সালে        (ঘ) ১৮৮৮ সালে

MCQ for Miscellaneous Exam - Indian History Set - VIII

Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII  based on Indian History ]

1.  সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?