প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?
উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।
প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।
প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?
উত্তর:- জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ।
প্রশ্ন:- ময়ুর সিংহাসন কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাট শাহজাহান ময়ুর সিংহাসন তৈরি করেছিলেন ।
প্রশ্ন:- পারস্য সম্রাট নাদীর শাহ কোন বছর ভারত আক্রমণ করেন ?
উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদীর শাহ ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তি এবং আহম্মদ শাহ আবদালীর মধ্যে সংঘটিত হয়েছিল ।
প্রশ্ন:- গো-ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- শিবাজী গো-ব্রাহ্মণ পালক অভিধা গ্রহন করেছিলেন।
প্রশ্ন:- ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন ?
উত্তর:- ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খাঁ কে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন ।
প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কবে হয়েছিল ?
উত্তর:- ১৬৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।
প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর:- নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ?
উত্তর:- ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ।
প্রশ্ন:- আলমগির-বাদশাহ-গাজি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উত্তর:- সম্রাট ঔরঙ্গজেব আলমগির-বাদশাহ-গাজি উপাধি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?
উত্তর:- ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।
প্রশ্ন:- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন ।
প্রশ্ন:- কবে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:- ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
প্রশ্ন:- কোন দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:- রায়গড় দুর্গে ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।
প্রশ্ন:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন ?
উত্তর:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলিবর্দি খাঁ ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ।
প্রশ্ন:- পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের পলাশির যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন:- পলাশির যুদ্ধে সিরাজদৌলার বিপক্ষে কারা ছিলেন ?
উত্তর:- পলাশির যুদ্ধে রাজবল্লভ, ঘসিটি বেগম , মিরন সিরাজদৌলার বিপক্ষে ছিলেন ।
প্রশ্ন:- ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?
উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন ?
উত্তর:- কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন ?
উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।
প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন ?
উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?
উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?
উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।
প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?
উত্তর:- কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।
প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায় অবস্থিত ।
প্রশ্ন:- হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?
উত্তর:- রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।
প্রশ্ন:- হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো ?
উত্তর:- কবিকঙ্কণ ও শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।
প্রশ্ন:- কবিকঙ্কণ কে ছিলেন ?
উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি ।
প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?
উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প ।
প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?
উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।
প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?
উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।
প্রশ্ন:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?
উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু ।
প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?
উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।
প্রশ্ন:- চৈতন্য ভাগবত কার লেখা ?
উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের লেখা ।
প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?
উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর , গুরু , এবং নামজপ ।
প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?
উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।
প্রশ্ন:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?
উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য ও কবির ।
প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?
উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।
প্রশ্ন:- নামদেব কে ছিলেন ?
উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ।
প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?
উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।
প্রশ্ন:- বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?
উত্তর:- শ্রীচৈতন্যদেব কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।
প্রশ্ন:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?
উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত ।
প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?
উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি ।
- 4145 views