প্রশ্ন:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম হল বসুবন্ধু ।
প্রশ্ন:-কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ?
উত্তর:- পালযুগের মাগধী অপভ্রংশ ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ।
প্রশ্ন:- লক্ষ্মণসেনের সভাকবির নাম কী ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব ।
প্রশ্ন:- গীতগোবিন্দ কে রচনা করেন ?
উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব গীতগোবিন্দ রচনা করেন ।
প্রশ্ন:- পালযুগে বৌদ্ধধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ?
উত্তর:- পালযুগে বৌদ্ধধর্মের সহজযান বা সহজিয়া মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ।
প্রশ্ন:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কী ?
উত্তর:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল মগধে প্রতিষ্ঠিত বিক্রমশীলা মহাবিহার ।
প্রশ্ন:- পাল যুগের একজন ভাস্করের নাম লেখো ?
উত্তর:- পাল যুগের একজন ভাস্করের নাম ধীমান ।
প্রশ্ন:- কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ?
উত্তর:- পল্লব রাজা নরসিংহবর্মনের আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ।
প্রশ্ন:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখো ?
উত্তর:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম ইলোরার কৈলাসনাথ মন্দির ।
প্রশ্ন:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা হল বিলহণ ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থ রচনার জন্য খ্যাত ।
প্রশ্ন:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তর:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা হল বিজ্ঞানেশ্বর ।
প্রশ্ন:- বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত গ্রন্থের লেখক ।
প্রশ্ন:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী ?
উত্তর:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত ।
প্রশ্ন:- বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:- সেনরাজা বল্লালসেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ।
প্রশ্ন:- মহাবলীপুরমের রথ কী ?
উত্তর:- মহাবলীপুরমের রথ হল পল্লবযুগে মামল্ল শিল্পরীতি অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথাকৃতি মন্দির ।
প্রশ্ন:- দায়ভাগ কে রচনা করেন ?
উত্তর:- জীমুতবাহন দায়ভাগ রচনা করেন ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কবি ভারবী তাঁর কোন রচনার জন্য খ্যাত ?
উত্তর:- কবি ভারবী তাঁর কিরাতার্জুনীয় গ্রন্থ রচনার জন্য খ্যাত ।
প্রশ্ন:- চরক কে ছিলেন ?
উত্তর:- চরক ছিলেন কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ?
উত্তর:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হল চরক-সংহিতা ।
প্রশ্ন:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা হল চরক ।
প্রশ্ন:- ধন্বন্তরী কে ছিলেন ?
উত্তর:- ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগের একজন চিকিৎসাবিজ্ঞানী ।
প্রশ্ন:- অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন ?
উত্তর:- জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিলেন ।
প্রশ্ন:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
উত্তর:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় ।
প্রশ্ন:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম হল আর্যভট্ট ও বরাহমিহির ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ।
প্রশ্ন:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের লেখা ।
প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?
উত্তর:- চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন বাণভট্ট --চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান
প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?
উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হল হস্তায়ুর্বেদ এবং অশ্বশাস্ত্র ।
প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান মহম্মদ ঘুরি ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ ।
প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ চৌহান রাজা পৃথ্বীরাজ ও মহম্মদ ঘুরি হয়েছিল ।
প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?
উত্তর:- খলিফা আলির শাসনকালে ৬৬৩ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।
প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে ?
উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে ।
প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?
উত্তর:- গজনির সুলতান মামুদ ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।
প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?
উত্তর:- ১,০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।
প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?
উত্তর:- পাঞ্জাবে ( পেশোয়ার-এ ) ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।
প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল ।
প্রশ্ন:- কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?
উত্তর:- ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।
প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?
উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাসবংশ ।
প্রশ্ন:- গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর , নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালে দিল্লীর সুলতান ।
প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?
উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণসেন ।
প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি ।
প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি ।
প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি ১২৯৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।
প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে 'দাগ' ও 'হুলিয়া' প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি দিল্লীর সামরিক বাহিনীতে 'দাগ' ও 'হুলিয়া' প্রথার প্রবর্তন করেন ।
- 4729 views