Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - V based on Indian History ]
1. কণিষ্ক-এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ ?
(ক) গান্ধার (খ) গ্রীক (গ) মথুরা (ঘ) রোমান
2. গ্রীক, রোমান ও ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতি ?
(ক) গান্ধার শিল্পরীতিতে (খ) মথুরা শিল্পরীতিতে (গ) অমরাবতী শিল্পরীতিতে (ঘ) এগুলির কোনোটিতেই নয়
3. প্রতিহার রাজবংশের শ্রেষ্ট রাজা কে ছিলেন ?
(ক) হরিচন্দ্র (খ) নাগভট্ট (গ) বৎসরাজ (ঘ) প্রথম ভোজ
4. গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কী ছিল ?
(ক) আহমেদাবাদ (খ) আজমীর (গ) আনজিলওয়ারা বা পাতান (ঘ) কাথিয়াবার
5. সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল ?
(ক) মুরা (খ) কুমারদেবী (গ) রুক্মিণী (ঘ) পদ্মিনী
6. ‘এলাহাবাদ প্রশস্তি’ কার রচনা ?
(ক) সমুদ্রগুপ্ত (খ) অশ্বঘোষ (গ) হরিষেণ (ঘ) নাগসেন
7. ‘ভারতের নেপোলিয়ান’ কাকে বলা হয় ?
(ক) সমুদ্রগুপ্তকে (খ) কণিষ্ককে (গ) হর্ষবর্ধনকে (ঘ) স্কন্দগুপ্তকে
8. ‘দৈবপুত্র সাহানুশাহী’ কাদের উপাধি ছিল ?
(ক) মৌর্য রাজাদের (খ) কুষাণ রাজাদের (গ) গুপ্ত রাজাদের (ঘ) চোল রাজাদের
9. ‘একরাট’, ‘কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন ?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত (খ) স্কন্দগুপ্ত (গ) সমুদ্রগুপ্ত (ঘ) এদের কেউ নয়
10. ‘বিক্রমাদিত্য’ ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হল ?
(ক) ভারতের নেপোলিয়ন (খ) সাহসাঙ্ক (গ) সর্ব্বোরাজোচ্ছেতা (ঘ) সম্রাট
11. ময়ুর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ?
(ক) সমুদ্রগুপ্ত (খ) প্রথম চন্দ্রগুপ্ত (গ) কুমারগুপ্ত (ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
12. কার রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণেআসেন ?
(ক) উপগুপ্ত (খ) প্রথম চন্দ্রগুপ্ত (গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (ঘ) সুমদ্রগুপ্ত
13. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ?
(ক) বৃহদ্রথ (খ) প্রথম কুমারগুপ্ত (গ) স্কন্দগুপ্ত (ঘ) জীবিতগুপ্ত
14. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
(ক) চৌহানরাজ দ্বিতীয় পৃথ্বিরাজ ও মহম্মদ ঘুরীর মধ্যে
(খ) চৌহানরাজ তৃতীয় পৃথ্বিরাজ ও মহম্মদ ঘুরীর মধ্যে
(গ) চৌহানরাজ প্রথম পৃথ্বিরাজ ও মহম্মদ ঘুরীর মধ্যে
(ঘ) এদের কেউ নয়
15. খাজুরাহো -এর মন্দিরগুলির কোন রাজাদের কীর্তি ?
(ক) চান্দেল্ল (খ) চোল (গ) চালুক্য (ঘ) চের
16. জব্বলপুরের কলচুরি বংশের রাজধানীর নাম কী ছিল ?
(ক) কনৌজ (খ) ত্রিপুরী (গ) বাঘেলখণ্ড (ঘ) মালব
17. ‘বিক্রমাদিত্য’ও ‘লক্ষীকর্ণ’ কোন বংশের রাজা ছিলেন ?
(ক) পরমার (খ) প্রতিহার (গ) কলচুরি (ঘ) চৌহান
18. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
(ক) মৌর্য (খ) শুঙ্গ (গ) পুরু (ঘ) হর্ষঙ্ক
19. পাটুলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
(ক) নাগদশক (খ) উদয়ী বা উদয়্ভদ্র (গ) কাকবর্ণ (ঘ) বিম্বিসার
20. দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয় ?
(ক) কালাশোক বা কাকবর্ণের সময় (খ) মহাপদ্মনন্দের সময় (গ) শিশুনাগের সময় (ঘ) অশোকের সময়
21. ‘সর্বক্ষত্রিয়ান্তক’, ‘উগ্রসেন’, ‘একরাট’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন ?
(ক) শিশুনাগ (খ) ধননন্দ (গ) মহাপদ্মনন্দ (ঘ) সমুদ্রগুপ্ত
22. নন্দ বংশের শেষ রাজা কে ?
(ক) মহাপদ্মনন্দ (খ) ধননন্দ (গ) প্রদ্যোত (ঘ) চাণক্য
23. বিম্বিসারের উপাধি কী ছিল ?
(ক) শ্রেণিক (খ) কুনিক (গ) পরাক্রমাঙ্ক (ঘ) অমিত্রঘাত
24. বিম্বিসারের পুত্রের নাম কী ?
(ক) বিন্দুসার (খ) অশোক (গ) অজাতশত্রু (ঘ) শিশুনাগ
25. অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন ?
(ক) পরাক্রমাঙ্ক (খ) কুনিক (গ) অপ্রতিরথ (ঘ) কৃতান্ত পুরুষ
26. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
(ক) কুমারিল ভট্ট (খ) বৃহদ্রথ (গ) উদয়িন (ঘ) অজাতশত্রু
27. শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?
(ক) উদয়ভদ্র (খ) মহাপদ্ম (গ) কালাশোক (ঘ) নাগদশক
28. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে বসেন ?
(ক) চাণক্য (খ) মহাপদ্মনন্দ (গ) কালাশোক (ঘ) ধননন্দ
29. চন্দ্রগুপ্তের মতার নাম কী ?
(ক) চেল্লানা (খ) কুমারদেবী (গ) মুরা (ঘ) এদের কেউ নয়
30. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন কে ?
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (খ) স্কন্দগুপ্ত (গ) বিন্দুসার (ঘ) বিম্বিসার
31. বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন ?
(ক) একরাট (খ) অমিত্রঘাত (গ) ভারতের রক্ষাকর্তা (ঘ) লিচ্ছবি দৌহিত্র
32. ‘চণ্ডাশোক’ কাকে বলা হয় ?
(ক) পুষ্যামিত্র শুঙ্গ (খ) বৃহদ্রথ (গ) অশোক (ঘ) এদের কাউকে নয়
33. অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন ?
(ক) 259 খ্রীঃ পূঃ (খ) 255 খ্রীঃ পূঃ (গ) 265 খ্রীঃ পূঃ (ঘ) 261 খ্রীঃ পূঃ
34. মৌর্য বংশের শেষ রাজা কে ?
(ক) নাগসেন (খ) অশোক (গ) বৃহদ্রথ (ঘ) পুষ্যামিত্র শুঙ্গ
35. ‘সবে মুনিষে পজা মমা’ –উক্তিটি কার ?
(ক) বুদ্ধ (খ) মহাবীর (গ) বিম্বিসার (ঘ) অশোক
36 . ‘অর্থশাস্ত্র’ -এর রচয়িতা কে ?
(ক) কৌটিল্য (খ) বসুমিত্র (গ) নাগদত্ত (ঘ) মতিল
37. গুপ্তবংশের প্রথম দুই রাজার নাম কী ?
(ক) শ্রীগুপ্ত ও চন্দ্রগুপ্ত (খ) শ্রীগুপ্ত ও স্ক্ন্দগুপ্ত (গ) চন্দ্রগুপ্ত ও সমুদ্রগুপ্ত (ঘ) শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্ত
38. ঘটোৎকচ গুপ্ত -এর মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ?
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য (খ) প্রথম চন্দ্রগুপ্ত (গ) সমুদ্রগুপ্ত (ঘ) স্কন্দগুপ্ত
39. প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন ?
(ক) কবিরাজ (খ) দ্বিতীয় অশোক (গ) মহারাজাধিরাজ (ঘ) দেবপ্রিয়
40. ডেইমাকস (গ্রীক রাজা এন্টিয়োকাম প্রেরিত) কার রাজসভায় এসেছিলেন ?
(ক) বিম্বিসার (খ) অজাতশত্রু (গ) বিন্দুসার (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
41. কার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন ?
(ক) বিম্বিসার (খ) বিন্দুসার (গ) অজাতশত্রু (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
42. অশোক কী উপাধি ধারণ করেছিলেন ?
(ক) প্রজাহিতৈষী (খ) প্রিয়দর্শী (গ) অমিত্রঘাত (ঘ) ধর্মাশোক
43. ‘গুপ্তাব্দ’ –কে প্রচলন করেন ?
(ক) কুমারগুপ্ত (খ) সমুদ্রগুপ্ত (গ) জীবিতগুপ্ত (ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
44. হরিষেণ কার সভাকবি ছিলেন ?
(ক) কণিষ্ক (খ) সমুদ্রগুপ্ত (গ) স্কন্দগুপ্ত (ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
45. হর্ষবর্ধন কত খ্রিষ্টাব্দে সিহাসনে বসেন ?
(ক) 600 খ্রীঃ (খ) 602 খ্রীঃ (গ) 610 খ্রীঃ (ঘ) 606 খ্রীঃ
46. ‘হর্ষচরিত’ -এর রচয়িতা কে ?
(ক) হর্ষবর্ধন (খ) বাণভট্ট (গ) অশ্বঘোষ (ঘ) এরা কেউ নয়
47. ‘মহারাজা’, ’শিলাদিত্য’ সকলোত্তরাপথনাথ’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন ?
(ক) দেবগুপ্ত (খ) শশাঙ্ক (গ) গ্রহবর্মন (ঘ) হর্ষবর্ধন
48. যবন বলতে কাদের বোঝায় ?
(ক) অহিন্দুদের (খ) ইসলাম সম্প্রদায়কে (গ) ধর্মান্তরিত হিন্দুদের (ঘ) ব্যাকট্রিও বা বাহ্লীক গ্রীকদের
49. কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন ?
(ক) কণিষ্কের সভাকবি (খ) জৈন পণ্ডিত (গ) দার্শনিক (ঘ) বৌদ্ধ পণ্ডিত
50. পতঞ্জলি কে ছিলেন ?
(ক) ব্যাকরণবিদ (খ) শাস্ত্রজ্ঞ (গ) দার্শনিক (ঘ) নাট্যকার
51. কোন যুদ্ধটি ‘ত্রিপাক্ষিক যুদ্ধ’ নামে অভিহিত ?
(A) পাল-প্রতিহার-চোল সংঘর্ষ (B) পাল-চালুক্য-রাষ্ট্রকূট সংঘর্ষ (C) চালুক্য-চোল-পল্লব সংঘর্ষ (D) পাল-রাষ্ট্রকূট-প্রতিহার সংঘর্ষ
52. ‘গৌড়বাহো’ কাব্যের রচয়িতা কে ?
(A) শশাঙ্ক (B) ধর্মপাল (C) বাকপতি (D) উমাপতি
53. প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?
(A) হরিচন্দ্র (B) নাগভট্ট (C) বৎসরাজ (D) মহেন্দ্রপাল
54. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ?
(A) লক্ষ্মন সেন (B) বল্লাল সেন (C) শশাঙ্ক (D) দেবপাল
55. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ?
(A) ঢাকা (B) দাভক (C) গৌড় (D) কর্ণসুবর্ণ
56. সেন বংশের প্রথম রাজা কে ছিলেন ?
(A) বিজয় সেন (B) বল্লাল সেন (C) লক্ষ্মণ সেন (D) নাগসেন
57. ‘বিজয় প্রশস্তি’ গ্রন্থের রচয়িতা কে ?
(A) বিজয়সেন (B) শ্রীহর্ষ (C) পবনদূত (D) জয়দেব
58. বাংলাদেশে কৌলীন্য প্রথার প্রবর্তক কে ?
(A) বল্লাল সেন (B) লক্ষ্মণ সেন (C) বিজয় সেন (D) শশাঙ্ক
59. ‘অধিরাজ-মণ্ডল-শঙ্কর’ও ‘গৌড়েশ্বর’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
(A) শশাঙ্ক (B) বল্লাল সেন (C) লক্ষ্মণ সেন (D) ধর্মপাল
60. সেন বংশের শ্রেষ্ট রাজা কে ?
(A) বিজয় সেন (B) লক্ষ্মণ সেন (C) বল্লাল সেন (D) বীর সেন
61. ‘থেরবাদ’ ও ‘মহাসংঘিকা’ কোন ধর্ম মতের দুটি মতবাদ ?
(A) জৈন ধর্ম (B) পারসিক ধর্ম (C) বৌদ্ধ ধর্ম (D) হিন্দু ধর্ম
62. বিক্রমশীলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ?
(A) হর্ষবর্ধন (B) দেবপাল (C) বল্লাল সেন (D) ধর্মপাল
63. শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কী বলা হয় ?
(A) মাৎস্যন্যায় (B) অন্ধকার যুগ (C) অস্থিরতার যুগ (D) এগুলির কোনটিই নয়
64. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ?
(A) মহীপাল (B) দেবপাল (C) ধর্মপাল (D) গোপাল
65. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
(A) রামপাল (B) ধর্মপাল (C) দেবপাল (D) প্রথম মহীপাল
66. ‘পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ’ উপাধি কে গ্রহণ করেন ?
(A) গোপাল (B) দেবপাল (C) ধর্মপাল (D) রামপাল
67. ‘রামাবতী’ নামে নতুন রাজধানী কে স্থাপন করেন ?
(A) ধর্মপাল (B) দেবপাল (C) দ্বিতীয় মহীপাল (D) রামপাল
68. সোমপুরী, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
(A) ধর্মপাল (B) দেবপাল (C) সমুদ্রগুপ্ত (D) মহীপাল
69. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
(A) নালন্দা (B) বিক্রমশীলা (C) তক্ষশীলা (D) সোমপুরী
70. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ?
(A) বিক্রমাদিত্য (B) অশোক (C) বিম্বিসার (D) ধর্মপাল
71. অজন্তা, ইলোরা ও বাঘ গুহাগুলি কোন যুগের তৈরী ?
(A) কুষাণ যুগে (B) পাল যুগে (C) গুপ্ত যুগে (D) পল্লব যুগে
72. ‘সাংখ্যকারিকা’ -এর রচয়িতা কে ?
(A) নাগার্জুন (B) অশ্বঘোষ (C) শরণ (D) ঈশ্বরকৃষ্ণ
73. গুপ্তযুগে ‘ন্যায় সূত্র’ কে রচনা করেন ?
(A) ভারবী (B) পক্ষিল স্বামিন (C) দণ্ডীন (D) ঈশ্বরকৃষ্ণ
74. গুপ্তযুগে ‘পরমার্থসপ্ততি’ বইটি কে লেখেন ?
(A) কালিদাস (B) শূদ্রক (C) বসুবন্ধু (D) বিষ্ণুশর্মা
75. ‘মেঘদূতম্’, ‘রঘুবংশম্’, কাব্যগুলির রচয়িতা কে ?
(A) শূদ্রক (B) বিশাখ দত্ত (C) দন্তী (D) কালিদাস
76. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ কোন যুগের রচনা ?
(A) মৌখরী যুগে (B) পাল যুগের (C) সেন আমলে (D) এগুলির কোনোটিই নয়
77. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লোক ?
(A) কুষাণ যুগের (B) মৌর্য যুগের (C) গুপ্ত যুগের (D) পুস্যভূতি
78. শৈলেন্দ্র রাজবংশের কুল গুরু কে ছিলেন ?
(A) অশ্বঘোষ (B) কুমার ঘোষ (C) অতীশ দীপঙ্কর (D) শীলরক্ষিত
79. ‘দানসাগার’ ও ‘অদ্ভূতসাগর’ গ্রন্থ দুটির রচয়িতা কে ?
(A) বল্লাল সেন (B) উমাপতি (C) লক্ষ্মণ সেন (D) ধোয়ী
80. কে ব্যঙ্গ রচনা ‘মত্তবিলাস’ প্রহসন লিপিবদ্ধ করেন ?
(A) পুষ্যভূতিরাজ হর্ষবর্ধন (B) চোল রাজ (C) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী (D) পল্লবরাজ মহেন্দ্রবর্মন
81. ‘দিলওয়াড়া’ মন্দির কোথায় অবস্থিত ?
(A) উড়িষ্যায় (B) রাজস্থানের আবু পাহাড়ে (C) বিহারে (D) মহারাষ্ট্রে
82. ‘রাজরাজেশ্বর’ মন্দির কোথায় অবস্থিত ?
(A) কর্ণাট (B) পান্ত্য (C) তাঞ্জোর (D) আঙ্কোরভাট
83. আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ?
(A) চোল (B) চালুক্য (C) পল্লব (D) রাষ্ট্রকূট
84. রাজারানী ও লিঙ্গরাজের মন্দির কোথায় অবস্থিত ?
(A) ভূপাল (B) আহমেদাবাদ (C) ভুবনেশ্বর (D) দিল্লী
85. রাষ্ট্রকূট রাজধানীর নাম কী ছিল ?
(A) বাতাপি (B) মান্যখেটা (C) কাঞ্চী (D) কালিঞ্জর
86. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য ‘পবনদূতম’ কে রচনা করেন ?
(A) অনিরুদ্ধ ভট্ট (B) হলায়ুধ (C) উমাপতি (D) ধোয়ী
87. ‘গীতগোবিন্দম’ -এর রচয়িতা কে ?
(A) উমাপতি ধর (B) জয়দেব (C) সর্বানন্দ (D) শূলপানি
88. ধীমান ও বীতপাল কোন যুগের শিল্পী ছিলেন ?
(A) সেন যুগ (B) পাল যুগ (C) গুপ্ত যুগ (D) কুষাণ যুগ
89. হিন্দু আইন ‘দায়ভাগ’ -এর রচয়িতা কে ?
(A) লক্ষ্মণ সেন (B) সর্বানন্দ (C) জীমূতবাহন (D) হলায়ুধ
90. ‘কবিরাজমার্গ’ নামক গ্রন্থটি কোন রাষ্ট্রকূটরাজ দ্বারা রচিত ?
(A) প্রথম কৃষ্ণ (B) ধ্রুব (C) প্রথমকৃষ্ণ (D) অমোঘবর্ষ
91. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহার কাজ কোন রাজাদের ?
(A) চোল (B) চালুক্য (C) চন্দেল্ল (D) রাষ্ট্রকূট
92. ইলোরা ও খাজুরাহোর মন্দির কারা নির্মাণ করান ?
(A) রাষ্ট্রকূট (B) চালুক্য (C) চন্দেল্ল (D) পল্লব
93. কাঞ্চী ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ?
(A) পল্লব (B) রাষ্ট্রকূট (C) চোল (D) চন্দেল্ল
94. আধুনিক ভিয়েতনামের পূর্বনাম কী ছিল ?
(A) আঙ্কোরভাট (B) সুমাত্রা (C) বর্নিও (D) ইন্দোচীন
95. ‘কাদম্বরী’ -এর রচয়িতা কে ?
(A) বাণভট্ট (B) কুমারিল ভট্ট (C) পতঞ্জলি (D) পাণিনি
96. 'রত্নাবলী', 'প্রীয়দর্শিকা', 'নাগানন্দ' প্রভৃতি নাটকগুলির রচয়িতা কে ?
(A) বাণভট্ট (B) ভর্তৃহরি (C) হর্ষবর্ধন (D) কালিদাস
97. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন ?
(A) ফা-হিয়েন (B) হিউ-এন সাঙ (C) সি-ইউ-কি (D) এরা কেউ নয়
98. হিউ-এন-সাঙ রচিত গ্রন্থটির নাম কী ?
(A) ইউ-চি (B) ইন্ডিকা (C) সি-ইউ-কি (D) অল-হিলাল
99. প্রয়াগে পাঁচ বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়োজন করতেন, তার নাম কী ?
(A) প্রয়াগ ক্ষেত্র (B) মহামিলন ক্ষেত্র (C) মহামোক্ষ পরিষদ (D) কোনটাই নয়
100. হর্ষবর্ধন তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেন ?
(A) থানেশ্বরে (B) কর্ণসুবর্ণে (C) তাম্রলিপ্তে (D) কনৌজে
***
- 22708 views