প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন ?
(১) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যখন আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে বায়ু জলীয়বাষ্প পূর্ণ হয় ।
(২) জলীয়বাষ্প পূর্ণ ওই বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে ওই পর্বতের গা বেয়ে ওপরে উঠে এবং সেখানে বায়ুচাপ কম হওয়ায় প্রসারিত ও শীতল হয়ে পড়ে ।
(৩) এর ফলে ওই বায়ুতে থাকা জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পশ্চিমঘাট পর্বতের বায়ুমুখী ঢাল বা প্রতিবাত ঢালে অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায় ।
*****
- 16112 views