2012
HISTORY
Time - Three Hours Fifteen Minutes
(First fifteen minutes for reading the question paper only, 3 hours for writing)
Full Marks.- 90 (For Regular Candidates)
Full Marks - 100 (For External Candidates)
(FOR REGULAR & EXTERNAL CANDIDATES)
Special credit will be given for answers which are brief
and to the point. Marks will be deducted for spelling
mistakes, untidiness and bad handwriting.
( নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )
( দ্বিভাজিত পাঠ্যসূচি )
১। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে কতকগুলি ঐতিহাসিক স্থানের প্রত্যেকটির ভৌগলিক অবস্থান বিন্দু চিহ্ন (.) দ্বারা নির্দেশিত । নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগলিক অবস্থান অনুযায়ী যথাযত স্থান নির্ণয় করে মানচিত্রে চিহ্নিত স্থানের সঙ্গে মিলিয়ে বসাও: (যে কোনো দশটি) ১০x১=১০
(ক) সুরাট (খ) দিল্লি (গ) লক্ষ্ণৌ (ঘ) কোহিমা (ঙ) পাটনা (চ) ঝাঁসি (ছ) শ্রীরঙ্গপত্তম
(জ) বেসিন (ঝ) পুনা (ঞ) কানপুর (ট) লাহোর (ঠ) ডান্ডি (ড) চন্দননগর (ঢ) মাদ্রাজ
অথবা
একটি বা দুটি শব্দে উত্তর দাও- (যে কোনো দশটি) ১০ x ১ = ১০
(ক) কোন সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে ?
(খ) মহীশূরের কোন শাসক ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান ?
(গ) মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?
(ঘ) মহাবিদ্রোহের (১৮৫৭) সময় গভর্ণর জেনারেল কে ছিলেন ?
(ঙ) বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখ ।
(চ) কে 'লোকমান্য' রূপে পরিচিত ছিলেন ?
(ছ) গদর দল কোন শহরে প্রতিষ্ঠিত হয় ?
(জ) খিলাফত আন্দোলনের একজন নেতার নাম লেখ ।
(ঝ) ক'টি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?
(ঞ) আন্দামান দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন ?
(ট) স্বাধীন ভারতের শেষ গভর্ণর-জেনারেল কে ছিলেন ?
(ঠ) কত বছর বয়সে ভারতীয় নাগরিকরা ভোটদানের অধিকারী হন ?
(ড) সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(ঢ) বান্দুং সম্মেলনে মোট ক'টি আফ্রো-এশিয় দেশ যোগদান করেছিল ?
২। দু'টি অথবা তিনটি বাক্যে উত্তর দাও ( যে কোনো দশটি ) ১০ x ২ = ২০
(ক) স্বত্ববিলোপ নীতি কী ?
(খ) অবশিল্পায়ন কাকে বলে ?
(গ) দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রবর্তন করা হয়েছিল ?
(ঘ) সৈয়দ আহমদ খান কেন মুসলমানদের ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিতে নিধেধ করেন ?
(ঙ) যে কোনো দুটি আন্তর্জাতিক ঘটনা উল্লেখ কর যা এদেশের সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থানে সহায়ক হয়েছিল ।
(চ) নেহরু রিপোর্ট কী ?
(ছ) কী কী কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯) শুরু করে ?
(জ) মুসোলিনি কেন আবিসিনিয়া আক্রমণ করেন ?
(ঝ) মুসলিমলীগ কী কারণে ক্রিপস-প্রস্তাব প্রত্যাখান করেন ?
(ঞ) ১৯৪৭ সালের আগস্ট মাসে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলি দেশভাগ মেনে নিয়েছিল কেন ?
(ট) ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় (ফেডারেশন) ব্যবস্থা কতটা রূপায়িত হয়েছে ?
(ঠ) ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হ'ন ?
(ড) অতলান্তিক সনদের ঐতিহাসিক গুরুত্ব কী ?
(ঢ) ইন্দোচীন কোন ইউরোপীয় রাষ্ট্রের উপনিবেশ ছিল ? ভিয়েতনাম মুক্তি যুদ্ধের নায়ক কে ছিলেন ? ১ + ১
৩। নিম্নলিখিত প্রশ্নের উত্তর সাত-আটটি বাক্যে দাও : ৫ x ৪ = ২০
(ক) টীকা লেখ : এ দেশে ইংরাজি শিক্ষা-বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী- পাশ্চাত্যবাদী বিতর্ক ।
অথবা
ঊনিশ শতকের সংস্কার আন্দোলনে আর্যসমাজের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর ।
(খ) ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সংক্ষেপে লেখ ।
অথবা
আইন অমান্য আন্দোলন প্রথমে স্থগিত রাখা হয় কেন (১৯৩১) এবং পরে এটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় (১৯৩৪) কেন ?
(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কী কী কারণে গণতন্ত্রের বিপর্যয় ঘটেছিল ?
অথবা
জাতিসঙ্ঘ ব্যর্থ হয়েছিল কেন ? (ঘ) টীকা লেখ : কংগ্রেস সমাজতন্ত্রী দল ।
অথবা
টীকা লেখ : ভগৎ সিংহ ।
(ঙ) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী বর্ণনা কর ।
অথবা
টীকা লেখ : ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম ।
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫ x ৬ = ৩০
(ক) ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে লর্ড ডালহৌসি কী কী পন্থা অবলম্বন করেছিলেন । রণজিৎ সিংহের মৃত্যুর পর কীভাবে শিখ শক্তির পতন ঘটে ? ৩ + ৩
অথবা
রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণয়ন করা হয়েছিল ? ঐ সময় ইংল্যান্ডের প্রধান মন্ত্রী কে ছিলেন ? এই আইন দ্বারা কীভাবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হয় ? ১+১+৪
(খ) ওয়াহাবিদের আদর্শ কী ছিল ? ভারতে ওয়াহাবি আন্দোলনের সুচনা কে করেন ? বাংলায় তিতু মিরের আন্দোলনের গুরুত্ব কী ? ২+১+৩
অথবা
১৮৫৭ এর মহাবিদ্রোহের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে ভারতীয় সিপাইদের
অসন্তোষের কারণগুলো কী ছিল ? ঝাঁসীর রাণী এবং নানা সাহেব কেন মহাবিদ্রোহে যোগদান
করেছিল ? ৪+১+১
(গ) উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে সংবাদপত্র এবং দেশীয় সাহিত্যের ভূমিকা আলোচনা কর । ৩+৩
অথবা
কে, কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহবান করেন ? এই সম্মেলনের গুরুত্ব কী ? ১+১+৪
(ঘ) বাসুদেব বলবন্ত ফাড়কে কে ছিলেন ? চাপেকর ভ্রাতৃদ্বয়কে কী কারণে ফাঁসি দেওয়া হয়েছিল ?
বিপ্লবী আন্দোলনে বীর সাভারকারের ভূমিকা কী ছিল ? ১+১+৪
অথবা
জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ? এর উদ্দেশ্য কী ছিল ? স্বদেশী আন্দোলনের
সীমাবদ্ধতা আলোচনা কর । ১+২+৩
(ঙ বর্ণবৈষম্য প্রথা কী ? এই প্রথা কোন দেশে প্রচলিত ছিল ? কী কী কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া
ও আফ্রিকার ঔপনিবেশিক সাম্রাজ্যের পতন ঘটে ? ১+১+৪
অথবা
জোট নিরপেক্ষ আন্দোলনের নেতারূপে ইউরোপের একটি দেশ ও আফ্রিকার একটি দেশের নাম লেখ ।
ভারতের প্রথম প্রধান মন্ত্রী জওহরলাল নেহরুর বিদেশ নীতির মূল্যায়ন কর । ১+১+৪
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০
(ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিরাজস্ব নীতি ভারতের গ্রামীণ সমাজের ওপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল ?
(খ) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে আলোচনা কর ।
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দের "ভারত ছাড়" আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
[ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]
৬ । যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর ।
(খ) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা কর ।
(গ) স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের (১৯৪৫-৪৭) গণ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
***