Madhyamik - 2013 History [Ben Ver]

Submitted by administrator on Fri, 04/26/2013 - 12:39

                                                                  2013

                                                             HISTORY

                                        Time - Three Hours Fifteen Minutes

       (First fifteen minutes for reading the question paper only, 3 hours for writing)

                                   Full Marks.- 90 (For Regular Candidates)

                                  Full Marks - 100 (For External Candidates)

                                  (FOR REGULAR & EXTERNAL CANDIDATES)

                        Special credit will be given for answers which are brief

                           and to the point. Marks will be deducted for spelling 

                                   mistakes, untidiness and bad handwriting.

                                     ( নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )

                                                 ( দ্বিভাজিত পাঠ্যসূচি )

১। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে কতকগুলি ঐতিহাসিক স্থানের প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান বিন্দু চিহ্ন (.) দ্বারা নির্দেশিত । নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী যথাযত স্থান নির্ণয় করে মানচিত্রে চিহ্নিত স্থানের সঙ্গে মিলিয়ে বসাও: (যে কোনো দশটি)  ১০ x ১ = ১০

      (ক) অমৃতসর     (খ) মিরাট      (গ) গোয়ালিয়র      (ঘ) চৌরি-চৌরা      (ঙ) গোয়া      (চ) আমেদাবাদ     (ছ) কালিকট

      (জ) আলিগড়     (ঝ) চট্টগ্রাম     (ঞ) কলিকাতা     (ট) নাগপুর      (ঠ) হায়দ্রাবাদ      (ড) পন্ডিচেরী       (ঢ) আগ্রা

                                      অথবা

নিম্নলিখিত প্রশ্নের উত্তর এক বা দুই শব্দে  দাও:- (যে কোনো দশটি)  ১০ x ১ = ১০

(ক) সলবাই এর সন্ধি কোন বত্সর স্বাক্ষরিত হয়  ?

(খ) পীটের 'ভারত আইন' কোন বত্সর প্রবর্তিত হয় ?  

(গ) কোন গভর্ণর-জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়  ?

(ঘ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লীতে কাকে ভারত সম্রাট রূপে ঘোষণা করেছিল ?  

(ঙ)  'Poverty and Up-British Rule in India' গ্রন্থটির রচয়িতা কে  ?

(চ) কোন বাংলা সাপ্তাহিক পত্রিকা "বয়কট" -এর প্রস্তাব দেয়  ?

(ছ) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লেখ ?

(জ) প্রথম বিশ্বযুদ্ধের অবসানে পরাজিত তুরস্কের সঙ্গে মিত্রপক্ষের যে সন্ধিটি স্বাক্ষরিত হয়, তার নাম কী  ?

(ঝ)  চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশ গ্রহণকারী একজন নেত্রীর নাম লেখ ।

(ঞ) জার্মানির পার্লামেন্ট কী নামে পরিচিত ছিল ?

(ট) কোন দিনটি 'রসিদ আলি দিবস' রূপে পালিত হয়েছিল  ?

(ঠ) সংবিধান সভার খসড়া তৈরি করার কমিটিতে কে সভাপতি ছিলেন  ?

(ড) রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান কে ?

(ঢ) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন  ?

 

২।  দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-  [যে-কোন দশটি]    [২ x ১০ = ২০]

(ক)  ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল কেন  ?

(খ) "সূর্যাস্ত আইন"  কি ছিল  ? 

(গ)  মহাবিদ্রোহের (১৮৫৭) ব্যর্থতার দুটি কারণ উল্লেখ কর ।

(ঘ) ডিরোজিওকে মনে রাখা হয় কেন  ?

(ঙ)  ঊনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কিরূপ ছিল  ?

(চ)  সাম্রাজ্যবাদ কাকে বলে  ?

(ছ)  সুরাট বিচ্ছেদ (1907) গুরুত্বপূর্ণ কেন  ?

(জ) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল ? 

(ঝ)  'সত্যাগ্রহ'  কী  ?

(ঞ)  "অলিন্দ যুদ্ধ"  কী  ?

(ট)  ভারত-ছাড় আন্দোলন (১৯৪২) কীভাবে পূর্ববর্তী জাতীয় আন্দোলনগুলি থেকে পৃথক ছিল  ?

(ঠ)  ভারতীয় সংবিধানে স্বীকৃত যে কোন দুটি মৌলিক অধিকার লেখ ।

(ড) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য একজন প্রার্থীর কী কী যোগ্যতা থাকা আবশ্যিক ?

(ঢ) আন্তর্জাতিক বিচারালয়ের ভূমিকা কী ?

 

৩।  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সাত-আটটি বাক্যে দাও :-  [৪ x ৫ = ২০]

(ক) টীকা লেখ : ফরাজী আন্দোলন  ।

                               অথবা      

                  টীকা লেখ :  সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫)  ।

(খ) ঊনিশ শতকের সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর ।       

                             অথবা      

           টীকা লেখ : প্রার্থনা সমাজ  ।

(গ)  জালিয়ানয়ালা হত্যাকান্ড ও তার প্রতিক্রিয়া বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ ।

                             অথবা

      ডান্ডি অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ ।

(ঘ)  ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণ কী ছিল ?      

                              অথবা   

        দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন ?

(ঙ)  টীকা লেখ : ঠান্ডা লড়াই  ।     

                            অথবা

       টীকা লেখ : সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য ও উদ্দেশ্য ।

৪।  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-  [৬x৫=৩০]

(ক)  বেসিনের সন্ধি (১৮০২) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল  ? মারাঠা নায়কগন এই চুক্তির জন্য ক্ষুব্ধ হয়েছিলেন কেন ? কীভাবে মারাঠা শক্তি শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল ? [২+২+২]

                        অথবা

     'আইনের শাসন কী  ?  ইংরেজ শাসকরা কি নিরপেক্ষভাবে এটি কার্যকর করেছিল  ? কর্ণওয়ালিশ কোড কী  ?  [২+২+২]

(খ) লর্ড কর্ণওয়ালিশ কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ? বাংলার কৃষক সম্প্রদায়ের ওপর চিরস্থায়ী বন্দোবস্ত কিরূপ প্রভাব ফেলেছিল ? [৩+৩]

                          অথবা

    ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের ফলে এদেশে ব্রিটিশ বাণিজ্যনীতিতে কী পরিবর্তন ঘটে ? এদেশের অর্থনীতিতে -এর ফলাফল কী হয়েছিল ? [৩+৩]  

(গ)  ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় ? এই সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখ । কী উদ্দেশ্য ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল ? [১+১+৪]

                           অথবা

     ইলবার্ট বিল -এ কী কী পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল ?  ইউরোপীয়গণ এর বিরোধিতা  করেছিল কেন ?  ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা কী শিক্ষালাভ করেছিল ? [২+২+২]

(ঘ) অসহযোগ আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা আলোচনা কর ।  [৩+৩]

                           অথবা

    রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপের উপর প্রথম বিশ্বযুদ্ধের কিরূপ প্রভাব পড়েছিল ?   [৩+৩]

(ঙ) জাতীয় কংগ্রেসের বামপন্থী ও দক্ষিণপন্থী গোষ্ঠীর বিরোধ ত্রিপুরা অধিবেশনে (১৯৩৯) কিরূপ আকার ধারণ করে ? এই বিরোধের পরিণাম জাতীয় আন্দোলনকে কতটা প্রভাবিত করেছিল ? [৩+৩]

                                           অথবা

     কী পরিপেক্ষিতে ব্রিটেন ভারতে মন্ত্রী মিশন পাঠিয়েছিল ?  মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি সম্পর্কে কংগ্রেস ও মুসলিম লীগের কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল ?  [২+২+২]

৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-  [১ x ১০ = ১০]

(ক) ঊনিশ শতকে মধ্যবিত্ত উত্থানের কারণ এবং জাতীয় আন্দোলনে তাদের ভুমিকা বিষয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ ।

(খ) স্বদেশী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ ।

(গ)  প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর ।    

***

 

Comments

Related Items

Madhyamik - 2013 History [Eng Ver]

                                                                      [English Version]

                                                                    (Bifurcated Syllabus)

                                                              (For Class X Syllabus Only)