Sample Questions Paper-III for WBCS Main Exam [ Practice Set - XI based on Indian History ]
1. রাজ্য কোন্ জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না ?
(ক) সংবাদপত্র (খ) তামাক (গ) চিনি (ঘ) সবকটি
2. ওয়াংচু কমিটি কোন্ বিষয় নিয়ে কাজ করেছে ?
(ক) প্রত্যক্ষ কর (খ) সেলস ট্যাক্স (গ) পরোক্ষ কর (ঘ) ব্ল্যাক মানি
3. কোন্ আর্টিকল “গ্র্যান্ট ইন এইড ’’ নিয়ে কাজ করে ?
(ক) আর্টিকল ২৭৫ (খ) আর্টিকল ২৬৪ (গ) আর্টিকল ২৮১ (ঘ) আর্টিকল ২৮৭
4. চেয়ারম্যান ছাড়া ক জন নিয়ে অর্থ কমিশন গঠিত হয় ?
(ক) ৪ জন (খ) ৫ জন (গ) ৬ জন (ঘ) ৭ জন
5. প্রথা অনুসারে ভারতের রাষ্ট্রপতি কতবার পুনঃনির্বাচিত হতে পারে ?
(ক) যতবার ইচ্ছা (খ) এক বার (গ) দুইবার (ঘ) পাঁচবার
6. রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া ছাড়া কোন কারণে পদটি ফাঁকা হলে কত দিনের মধ্যে তা পূরণ করতে হবে ?
(ক) ছয় মাস (খ) এক মাস (গ) সাত মাস (ঘ) এক বছর
7. রাষ্ট্রপতি পদত্যাগ করতে ইচ্ছুক হলে পদত্যাগ পত্র কাকে দেবেন ?
(ক) চীফ জাস্টিস (খ) ভাইস প্রেসিডেন্ট (গ) স্পিকার (ঘ) প্রধানমন্ত্রী
8. রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবেন ?
(ক) চীফ জাস্টিস (খ) ইলেকশন কমিশনার (গ) প্রধানমন্ত্রী (ঘ) ভাইস প্রেসিডেন্ট
9. রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
(ক) ৫ বছর (খ) ৪ বছর (গ) ৬ বছর (ঘ) ৭ বছর
10. কোন্ অ্যামেণ্ডমেন্ট –এর ফলে ভোটারদের বয়স ২১ বছর থেকে ১৮ বছর হয়েছে ?
(ক) ৬২ (খ) ৬৪ (গ) ৫৮ (ঘ) ৫০
11. কোন্ সালে প্রথম আদমসুমারী করা হয় ?
(ক) ১৮৭২ সালে (খ) ১৮৮০ সালে (গ) ১৯৯০ সালে (ঘ) ১৯১০ সালে
12. ভারতের প্রধান রাষ্ট্রীয় রোজগার কোন্ খাতে বেশী ?
(ক) কৃষি (খ) শিল্প (গ) বনভূমি (ঘ) কোনটাই নয়
13. গিফট্ ট্যাক্স কত সালে প্রবর্তিত হয় ?
(ক) ১৯৫৮ সালে (খ) ১৯৫৭ সালে (গ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৬৬ সালে
14. টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি কত সালে স্থাপিত হয় ?
(ক) ১৯০৭ সালে (খ) ১৯১০ সালে (গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯০৫ সালে
15. দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন্ দেশের সহায়তায় তৈরী হয় ?
(ক) রাশিয়া (খ) ইউ .কে. (গ) কানাডা (ঘ) জার্মানী
16 . ভারতের শিপ্লে অগ্রগণ্য রাজ্য কোনটি ?
(ক) মহারাষ্ট্র (খ) অন্ধ্রপ্রদেশ (গ) কর্ণাটক (ঘ) পশ্চিমবঙ্গ
17 . বৃহত্তম ন্যাশানালাইজড কমার্শিয়াল ব্যাঙ্ক কোনটি ?
(ক) ষ্টেট ব্যাঙ্ক (খ) সেন্ট্রাল ব্যাঙ্ক (গ) এলাহাবাদ ব্যাঙ্ক (ঘ) ব্যাঙ্ক অব ইন্ডিয়া
18. পুরাণে কোন রাজবংশ কে অন্ধ্রভৃত্য বলা হয়েছে ?
(ক) রাষ্ট্রকুট (খ) চোল (গ) সাতবাহন (ঘ) পান্ড
19. বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল কোনটি ?
(ক) সমিতি (খ) সভা (গ) গ্রামীণ (ঘ) পঞ্চায়েত
20. সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল ?
(ক) লোথাল (খ) মাণ্ডা (গ) দাইমাবাদ (ঘ) আলমগির পুর
21. পঞ্চশীল কোন ধর্মের একটি মত ?
(ক) জৈন (খ) বৌদ্ধ (গ) বৈষ্ণব (ঘ) কোনটিও নয়
22. শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) বল্লভি (খ) বৈশালী (গ) পাটুলিপুত্র (ঘ) রাজগৃহ
23. কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন ?
(ক) শক (খ) হুন (গ) ব্যক্ট্রিয় গ্রিক (ঘ) আর্য
24. পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন ?
(ক) মিহির ভোজ (খ) ধনন্ন্দ (গ) পুষ্যমিত্র (ঘ) বিন্দুসার
25. হর্ষবর্ধন রাজা হয়ে কি উপাধি গ্রহণ করেন ?
(ক) শিলাদিত্য (খ) মহোদয়শ্রী (গ) দনুজমর্দনদেব (ঘ) রাজাধিরাজ
26. সৌরসেন মহাজনপদটির রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
(ক) মথুরা (খ) হস্তিনাপুর (গ) উজ্জয়িনী (ঘ) পাটুলিপুত্র
27. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?
(ক) মহম্মদ বিন তুঘলক (খ) আলাউদ্দিন খিলজি (গ) জালালউদ্দিন (ঘ) বখতিয়ার খিলজি
28. রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল ?
(ক) ১৮২৯ সালে (খ) ১৭৬৮ সালে (গ) ১৮৫৬ সালে (ঘ) ১৭৮৩ সালে
29. কুয়াত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন ?
(ক) কুতুবউদ্দিন আইবক (খ) ইলতুৎমিস (গ) আলাউদ্দিন খিলজি (ঘ) গিয়াসউদ্দিন বলবন
30. ‘স্বদেশ ও স্বাধীনতা’ বইটির লেখক কে ?
(ক) রজনীপাম দত্ত (খ) রমেশচন্দ্র দত্ত (গ) অশ্বিনীকুমার দত্ত (ঘ) অরবিন্দ ঘোষ
31. ‘সারিপুত্র প্রকরণ ’ নাটকটি কার লেখা ?
(ক) জৈমিনি (খ) নাগার্জুন (গ) মেগাস্থিনিস (ঘ) অশ্বঘোষ
32. বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হত ?
(ক) অয়স (খ) শত অরিত্র (গ) অঘ্ন (ঘ) ভিষক
33. কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয় ?
(ক) ব্রহ্মা (খ) সাবিত্রী (গ) ইন্দ্র (ঘ) বরুণ
34. হেমচন্দ্র ছিলেন একজন —
(ক) পর্যটক (খ) রাজা (গ) জৈন পন্ডিত (ঘ) বৌদ্ধ ধর্মপ্রচারক
35. মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন ?
(ক) অশোক (খ) বিন্দুসার (গ) বিম্বিসার (ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
36. ‘Poverty and Un-british rule in India’ বইটির লেখক কে ?
(ক) বিপিন চন্দ্র পাল (খ) দাদাভাই নৌরজি (গ) ভগৎ সিং (ঘ) ফৈজি
37. মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল ?
(ক) হিন্দি (খ) উর্দু (গ) আরবি (ঘ) ফার্সি
38. ‘চাচানামা ’গ্রন্থ থেকে কোন সময়ের সম্বন্ধে জানা যায় ?
(ক) সুলতানি যুগ (খ) গুপ্ত যুগ (গ) মুঘল যুগ (ঘ) মৌর্য যুগ
39. ‘Plate of his tribe ’ কাকে বলা হয় ?
(ক) গুরু গোবিন্দ সিং (খ) গুরু রামদাস (গ) গুরু অর্জুন (ঘ) গুরু হরগোবিন্দ
40. বিদেরার যুদ্ধ কত সালে হয়েছিল ?
(ক) ১৭৫৫ সালে (খ) ১৭৫৬ সালে (গ) ১৭৫৮ সালে (ঘ) ১৭৫৯ সালে
41. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলন ?
(ক) রামদাস (খ) অর্জুন দেব (গ) গোবিন্দ সিং (ঘ) তেগ বাহাদুর
42. ‘পার্বত্য মূষিক ’ নামে কে পরিচিত ?
(ক) রনজিৎ সিং (খ) শিবাজি (গ) টিপু সুলতান (ঘ) হায়দরা আলি
43. শেষ রাজপুত রাজা কে ছিলেন ?
(ক) অম্ভি (খ) রানাপ্রতাপ সিং (গ) গোবিন্দ সিং (ঘ) জয়্চাঁদ রাঠোর
44. বাংলার বারো ভুঁইয়ারা কার আমলে বিদ্রোহ ঘোষণা করে ?
(ক) শাহ্জাহান (খ) জাহাঙ্গীর (গ) বাহাদুর শাহ (ঘ) শাহ আলম
45. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি ?
(ক) চালুক্য (খ) রাষ্ট্রকুট (গ) গুপ্ত (ঘ) পল্লব
46. আকবর আসিরগড় দুর্গ কত সালে দখল করেন ?
(ক) ১৫৯৯ সালে (খ) ১৬০০ সালে (গ) ১৬০১ সালে (ঘ) ১৬০২ সালে
47. ‘Arctic home of the Vedas’ বইটির লেখক কে ?
(ক) উইলিয়াম হান্টার (খ) রজনীপাম দত্ত (গ) রাজেদ্র প্রসাদ (ঘ) বালগঙ্গাধর তিলক
48. কাকোড়ি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন ?
(ক) ভগৎ সিং (খ) রামপ্রসাদ বিসমিল (গ) বসন্ত বিশ্বাস (ঘ) রাসবিহারী বসু
49. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ?
(ক) লর্ড কার্জন (খ) লর্ড লিটন (গ) লর্ড রিপন (ঘ) লর্ড মিন্টো
50. ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ?
(ক) রামমোহন রায় (খ) আব্বাস তায়েবজি (গ) তারকনাথ দাস (ঘ) শচীন্দ্রনাথ বক্সী
51. খাজা মৈনুদ্দিন চিস্তির দরগা কোথায় অবস্থিত ?
(ক) আগ্রা (খ) আজমির (গ) দিল্লী (ঘ) বিকানীর
52. গুরুনানক কোথায় জন্ম গ্রহণ করেছিলেন ?
(ক) পাঠানকোট (খ) চন্ডিগড় (গ) লাহোর (ঘ) তালবন্দি
53. সুরম্যানকে সম্রাট ফারুখশিয়ার কবে ফরমান দেন ?
(ক) ১৭০৭ সালে (খ) ১৭০১ সালে (গ) ১৭১৭ সালে (ঘ) ১৭১১ সালে
54. কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) মৌর্য শর্মা (খ) কম্ব্ন (গ) সেনগুট্টুভান (ঘ) নরসিংহ মালুব
55. বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন শাসকের রাজসভায় ছিলেন ?
(ক) আকবর (খ) জাহাঙ্গীর (গ) শাহজাহান (ঘ) হুমায়ুন
56. পার্সিভাল স্পিয়ার কোন ভাইসরয়কে ‘উজ্জ্বল বিফলতা’ বলেছেন ?
(ক) লর্ড রিপন (খ) লর্ড বেন্টিঁঙ্ক (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড লিটন
57. চোলদের স্বর্ণমুদ্রাকে কি বলা হত ?
(ক) নিষ্ক (খ) দাম (গ) ক্যাশু (ঘ) মনিগ্রমম
58. বিঠলস্বামী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ?
(ক) কৃষ্ণদেব রায় (খ) রানা কুম্ভ (গ) রাজেন্দ্র চোল (ঘ) প্রথম রাজরাজ চোল
59. মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?
(ক) গাজিয়াবাদ (খ) কানপুর (গ) ফৈজাবাদ (ঘ) এলাহাবাদ
60. শিক্ষা-সংস্কার বিষয়ক সংস্থা কোনটি ?
(ক) বোর্ড অফ কন্ট্রোল (খ) চেম্বার অফ কমার্স (গ) জেনারেল কমিটি অফ পাবলি ইনস্ট্রাকশন (ঘ) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান
61. অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের মীমাংসা কোন গভর্নর জেনারেলের সময়ে হয়েছিল ?
(ক) লর্ড মিন্টো (খ) লর্ড বেন্টিঙ্ক (গ) লর্ড আমহার্স্ট (ঘ) লর্ড অকল্যান্ড
62. পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক কে ছিলেন ?
(ক) হোরেস উইলসন (খ) রাধাকান্ত দেব (গ) টমাস মেকলে (ঘ) উইলিয়াম জেনিস
63. ১৮৩৫ খ্রিস্টাব্দে মেকলের শিক্ষা সংক্রান্ত ঘোষণার পর কোন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ?
(ক) হিন্দু কলেজ (খ) মেডিক্যাল কলেজ (গ) জেনারেল অ্যাসেম্বলিস (ঘ) বিশপস কলেজ
64. কোন গভর্নর জেনারেল একই সঙ্গে ‘কমান্ডার–ইন–চিফের ’ পদ গ্রহণ করেন ?
(ক )লর্ড ওয়েলেসলি (খ) লর্ড মিন্টো (গ) লর্ড লিটন (ঘ) লর্ড বেন্টিঙ্ক
65. বড়লাটের কার্যনির্বাহক পরিষদে প্রথম আইন সদস্য কে ?
(ক) ইলবার্ট (খ) টমান মেকলে (গ) জে ভি বেথুন (ঘ) র্যামসে ম্যাক ডোনালড
66. সতিদাহ প্রথা কত সালে আইন করে বন্ধ হয়েছিল ?
(ক) ১৮২০ সালে (খ) ১৮২২ সালে (গ) ১৮২৯ সালে (ঘ) ১৮৩০ সালে
67. রেশম পথ কার আমলে চালু হয় ?
(ক) অশোক (খ) কণিস্ক (গ) সমুদ্রগুপ্ত (ঘ) হর্ষবর্ধন
68. কোন মুঘল সম্রাটের নেতৄত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ?
(ক) ফারুখশিয়ার (খ) দ্বিতীয় শাহ আলম (গ) প্রথম বাহাদুর শাহ (ঘ) বাহুদুর শাহ জাফর
69. জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে ?
(ক) গৌতমীপুত্র সাতকর্ণী (খ) রুদ্রদমন (গ) দ্বিতীয় পুলকেশী (ঘ) কণিষ্ক
70. দাসদের রক্ষণাবেক্ষণের জন্য কোন সুলতান পৃথক একটি দপ্তর তৈরি করেন ?
(ক) মহম্মদ বিন তুঘলক (খ) আলাউদ্দিন খলজি (গ) ইলতুতমিস (ঘ) ফিরোজ শাহ তুঘলক
71. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস কী ?
(ক) ফো ইউ কি (খ) সি ইউ কি (গ) গোঞ্জাম লিপি (ঘ) আইহোল লিপি
72. আইহোল প্রশস্তির রচয়িতা কে ?
(ক) হরিষেণ (খ) রবিকীর্তি (গ) সন্ধ্যাকর নন্দী (ঘ) উমাপতিধর
73. ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন ?
(ক) আররাম শাহ (খ) রুকনুদ্দিন ফিরোজ (গ) রাজিয়া (ঘ) বলবন
74. গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি–কাহিনি বর্ণিত হয়েছে ?
(ক) খারবেল (খ) সমুদ্রগুপ্ত (গ) শশাঙ্ক (ঘ) রুদ্রদমন
75. কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল ?
(ক) কুতুবউদ্দিন আইবক (খ) ইলতুৎমিস (গ) কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি (ঘ) বলবন
76. যাগযজ্ঞাদির আচার–অনুষ্ঠান বেদের কোন অংশে আলোচিত হয়েছে ?
(ক) ব্রাহ্মণ (খ) উপনিষদ (গ) সংহিতা (ঘ) আরণ্যক
77. ‘আকবরনামা’ এবং ‘আইন-ই–আকবরী’ এই গ্রন্থদ্বয়ের রচয়িতা কে ?
(ক) জাহাঙ্গির (খ) আবুল ফজল (গ) ফৈজি (ঘ) বিষেণ দাস
78. কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসেবে ব্যবহার করেন ?
(ক) আমির হাসান (খ) আল বিরুনি (গ) আমির খসরু (ঘ) বদাউনি
79. কে ‘গুণুরাজ খাঁ’ উপাধি পেয়েছিলেন ?
(ক) বিপ্রদাস পিপিলাই (খ) মালাধর বসু (গ) কবি জয়দেব (ঘ) শ্রীচৈতন্য
80. কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন ?
(ক) ইলতুৎমিস (খ) মহম্মদ বিন তুঘলক (গ) আলাউদ্দিন খিলজি (ঘ) সিকান্দার লোদি
81. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতত্ব দিয়েছিলেন কে ?
(ক) আদিল শাহ (খ) শের শাহ (গ) হিমু (ঘ) ব্রহ্মজিৎ
82. নীচের কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত ?
(ক) নাগানন্দ (খ) রত্নাবলী (গ) প্রিয়দর্শিকা (ঘ) সবকটি
83. তেমুজিন কার প্রকৃ্ত নাম ?
(ক) তৈমুর খস (খ) চেঙ্গিস খান (গ) বলবন (ঘ) আলাউদ্দিন খলজি
84. কোন গুপ্তরাজা তাঁর নিজের মুদ্রায় নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলে মুদ্রিত করেছিলেন ?
(ক) শ্রীগুপ্ত (খ) প্রথম চন্দ্রগুপ্ত (গ)সমুদ্রগুপ্ত (ঘ) কুমার গুপ্ত
85. কোন রাজা হুন নেতা মিহিরকুলকে পরাজিত করে মধ্যভারতে হুন–প্রাধান্য নাশ করেন ?
(ক) যশোবর্মণ (খ) সমুদ্রগুপ্ত (গ) বল্লালসেন (ঘ) দ্বিতীয় পুলকেশী
86. কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাস তাঁর ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে ?
(ক) শাহজাহান (খ) ঔরঙ্গজেব (গ) জাহাঙ্গির (ঘ) হুমায়ুন
87. বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল ?
(ক) হর্ষবর্ধন (খ) গৌতমী পুত্র সাতকর্ণী (গ) কণিষ্ক (ঘ) সমুদ্র গুপ্ত
88. বিদেশের মাটিতে প্রথম শহিদ হয়েছিলেন যে ভারতীয় বিপ্লবী তাঁর নাম কী ?
(ক) সোহন সিং ভাঙরা (খ) মাদাম ভিকাজী কামা (গ) মদনলাল ধিংড়া (ঘ) চদ্রশেখর আজাদ
89. ‘হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(ক) ১৯২৪ সালে (খ) ১৯২৯ সালে (গ) ১৯২৮ সালে (ঘ) ১৯৩০ সালে
90. ‘ইন্ডিয়া উইন্স ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে ?
(ক) পট্টভি সীতারামাইয়া (খ) মৌলানা আবুল কালাম আজাদ (গ) সরোজিনী নাইডু (ঘ) জে বি কৃপালিনী
91. ১৯২৯ সালে আয়োজিত লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(ক) রাসবিহারী বসু (খ) রাসবিহারী ঘোষ (গ) জওহরলাল নেহেরু (ঘ) অ্যানি বেসান্ত
92. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
(ক) দাদাভাই নৌরজি (খ) গোপালকৃষ্ণ গোখলে (গ) কে টি তিলং (ঘ) অশ্বিনী কুমার দত্ত
93. ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’-কে কে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলে উল্লেখ করেছিলেন ?
(ক) লালা লাজপত রায় (খ) অশ্বিনীকুমার দত্ত (গ) অরবিন্দ ঘোষ (ঘ) বিপিনচন্দ্র পাল
94. ‘পভার্টি অ্যাণ্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ’ – কে রচনা করেন ?
(ক) রমেশচন্দ্র দত্ত (খ) দীনবন্ধু মিত্র (গ) দাদাভাই নৌরজি (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
95. ভারতের কোথায় গান্ধিজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?
(ক) সবরমতী (খ) চম্পারণ (গ) কলকাতা (ঘ) সুরাট
96. ১৮৫৪ সালে উড –এর ডেসপ্যাচ – এর ফল হল
(ক) বাল্যবিবাহের অবলুপ্তি (খ) ডাক ব্যবস্থার প্রবর্তন (গ) ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলোর প্রতিষ্ঠা (ঘ) শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা
97. ১৮৫৭ সালে পরাধীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোন শহরে প্রতিষ্ঠিত হয় ?
(ক) কলকাতা (খ) চেন্নাই (গ) দিল্লি (ঘ) মুম্বাই
98. প্রথম ভারতীয় আই সি এস অফিসারের নাম কী ?
(ক) বদরুদ্দিন তৈয়াবজি (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (গ) অরবিন্দ ঘোষ (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
99. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?
(ক) ১৯১১ সালে (খ) ১৯১৩ সালে (গ) ১৯১৫ সালে (ঘ) ১৯১৮ সালে
100. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়েছিল ?
(ক) ১৯০৬ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯১১ সালে (ঘ) ১৯১৩ সালে
101. অল ইন্ডিয়া মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন কে ?
(ক) বদরুদ্দিন তৈয়াবজি (খ) মহম্মদ আলি জিন্নাহ (গ) সৈ্য়দ আহমেদ (ঘ) তৃতীয় আগা
102. কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯১৯ সালে (খ) ১৯২০ সালে (গ) ১৯২৫ সালে (ঘ) ১৯৩২ সালে
103. ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(ক) বল্লভাই প্যাটেল (খ) আবুল কালাম আজাদ (গ) জে বি কৃপালিনী (ঘ) সচ্চিদানন্দ সিনহা
104. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(ক) কলকাতা (খ) মুম্বাই (গ) দিল্লি (ঘ) আগ্রা
105. ‘বন্দেমাতরম’ সঙ্গীতটিতে কে সুরারোপ করেছিলেন ?
(ক) মহম্মদ ইকবাল (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (গ) দ্বিজেন্দ্রলাল রায় (ঘ) যদুনাথ ভট্টাচার্য
106. যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
(ক) লর্ড কার্জন (খ) লর্ড মিন্টো (গ)লর্ড ডাফরিন (ঘ) লর্ড ক্যানিং
107. মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলার কোন নাবাব রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
(ক) আলিবর্দি খাঁ (খ) মুর্শিদকুলি খাঁ (গ) মিরকাশিম (ঘ) সিরাজউদ্দৌলা
108. নিম্নলিখিত ব্যাক্তিদের মধ্যে কে তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন ?
(ক) মহাত্মা গান্ধী (খ) বালগঙ্গাধর তিলক (গ) বি আর আম্বেদকর (ঘ) অ্যানি বেসান্ত
109. কত সালে ভারতে নৌ-বিদ্রোহ হয়েছিল ?
(ক) ১৯৪৬ সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪০ সালে (ঘ) ১৯৪৫ সালে
110. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ছিল ?
(ক) সমাচার দর্পণ (খ) সংবাদ প্রভাকর (গ) সংবাদ কৌমুদী (ঘ) হিকিজ বেঙ্গল গেজেট
111. ‘সব লাল হো জাগেয়া’ কে বলেছিলেন ?
(ক) এম এন রায় (খ) লালা লাজপত রায় (গ) রণজিৎ সিং (ঘ) ভগত সিং
112. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রশাসন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসকে নিষিদ্ধ রূপে ঘোষণা করেছিলেন ?
(ক) পল্লী সমাজ (খ) পথের দাবী (গ) পরিণীত (ঘ) উপরোক্ত কোনটাই নয়
113. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ?
(ক) ১৯৪২ সালে (খ) ১৯৪৫ সালে (গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৪৭ সালে
114. স্বরাজ্য পার্টি কোন সালে দ্বিতীয় বারের জন্য নির্বাচনে অংশ গ্রহণ করে ?
(ক) ১৯২৩ সালে (খ) ১৯২৪ সালে (গ) ১৯২৫ সালে (ঘ) ১৯২৬ সালে
115. দিল্লী ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?
(ক) ১৯১২ সালে (খ) ১৯১৪ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে
116. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
(ক) অশ্বিনী কুমার দত্ত (খ) রাজনারায়ণ বসু (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) দ্বারকানাথ ঠাকুর
117. ইউনিভাসিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় ?
(ক) লর্ড এলগিন (খ) লর্ড মেয়ো (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড কার্জন
***
- 9904 views