Sample Question Paper for WBCS Main Exam [ Practice Set - II based on Indian History with special emphasis on National Movement ]
1. ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন ?
(A) লর্ড ওয়াভেল (B) লর্ড লিনলিথগো (C) লর্ড মাউন্টব্যাটেন (D) লর্ড আরউইন
2. ‘নীল্ কমিশন’ কত সালে গঠন করা হয় ?
(A) 1855 (B) 1856 (C) 1859 (D) 1860
3. ‘সমৃদ্ধ ব্রিটিশ ভারত’ গ্রন্থটির লেখক কে ?
(A) লর্ড কার্জন (B) রজনীপাম দত্ত (C) উইলিয়াম ডিগবি (D) রামমোহন রায়
4. বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?
(A) অনুশীলন সমিতি (B) আত্মোন্নতি সমিতি (C) যুগান্তর দল (D) প্রাদেশিক সমিতি
5. পোস্ট এন্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় ?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড ক্যানিং (C) লর্ড বেন্টিঙ্ক (D) লর্ড রিপন
6. ‘Broken Wings’ বইটির লেখক কে ?
(A) রামমোহন রায় (B) অরবিন্দ ঘোষ (C) সরোজিনী নাইডু (D) অ্যানি বেসান্ত
7. বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ?
(A) মদনমোহন মালব্য (B) অ্যানি বেসান্ত (C) লালা হংসরাজ (D) দয়ানন্দ সরস্বতী
8. ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয় ?
(A) 1875 (B) 1876 (C) 1878 (D) 1880
9. ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ?
(A) লর্ড ক্যানিং (B) লর্ড ডালহৌসি (C) লর্ড কার্জন (D) লর্ড বেন্টিঙ্ক
10. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1885 (B) 1875 (C) 1890 (D) 1895
11. কত সালে সূর্য সেনের ফাঁসি হয় ?
(A) 1930 (B) 1931 (C) 1934 (D) 1935
12. শ্রীরামকৃষ্ণকে প্রকৃত ‘Universalist’ বলেছিলেন কে ?
(A) রামমোহন রায় (B) বিবেকানন্দ (C) রবীন্দ্রনাথ (D) বিপিনচন্দ্র পাল
13. 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে ‘No TAX’ আন্দোলন গড়ে তোলেন ?
(A) গান্ধিজি (B) বিনোবা ভাবে (C) এম. এন. রায় (D) আম্বেদকর
14. কার অনুগামীদের ‘খোদা-ই-খিদমতগার’ বলা হয় ?
(A) মৌলানা আজাদ (B) খান আব্দুল গফফর খাঁ (C) সৈয়দ আহমেদ খান (D) কোনটিই নয়
15. মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত ও তার নাম কী ?
(A) তুর্কি, আইন-ই-জাহাঙ্গিরি (B) পারসি, আইন-ই-জাহাঙ্গিরি (C) তুর্কি, তুজুক-ই-জাহাঙ্গিরি (D) পারসি, জাহাঙ্গিরনামা
16. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
(A) 5 জন (B) 7 জন (C) 10 জন (D) 11 জন
17. কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে ?
(A) পলাশীর যুদ্ধ (B) বক্সারের যুদ্ধ (C) মুঙ্গেরের যুদ্ধ (D) সিপাহি বিদ্রোহ
18. কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল ?
(A) ওয়ারেন হেস্টিংস (B) ডালহৌসি (C) কর্নওয়ালিস (D) কার্জন
19. গান্ধিজিকে কত সালে হত্যা করা হয় ?
(A) 1947 (B) 1948 (C) 1949 (D) 1950
20. সিমলা বৈঠক কত সালে হয়েছিল ?
(A) 1940 (B) 1942 (C) 1945 (D) 1946
21. ব্রিটিশ আমলে সর্বপ্রথম সমান্তরাল সরকার গঠিত হয় :
(A) বালিয়া (B) মহারাষ্ট্র (C) পাঞ্জাব (D) অসম
22. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয় ?
(A) 1775 সালে (B) 1785 সালে (C) 1875 সালে (D) 1885 সালে
23. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় ?
(A) 1757 সালে (B) 1857 সালে (C) 1861 সালে (D)1884 সালে
24. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া বইটির লেখক কে ?
(A) দাদা ভাই নৌরজি (B) গান্ধীজী (C) রমেশচন্দ্র দত্ত (D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
25. ভারতে প্রথম ইংরাজি সংবাদপত্রের নাম কি ?
(A) বোম্বে টাইমস (B) টেলিগ্রাফ (C) হিকির গেজেট (D) হিন্দুস্থান টাইমস
26. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ‘বন্দেমাতরম’ গাওয়া হয় ?
(A) কলকাতা (B) লাহোর (C) করাচী (D) বোম্বাই
27. ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হত ?
(A) লালা লাজপত রায় (B) অজিত সিং (C) রঞ্জিত সিং (D) গুরুগোবিন্দ
28. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন প্রত্রিকায় ?
(A) ভারত কথা (B) বাংলার কথা (C) বেঙ্গলি (D) সঞ্জীবনী
29. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ?
(A) মাদাম কামা (B) সরোজিনী নাইডু (C) মাতঙ্গিনীন হাজরা (D) আনি বেসান্ত
30. বেদান্ত কলেজ কত সালে স্থাপিত হয় ?
(A) 1800 সালে (B) 1802 সালে (C) 1816 সালে (D) 1818 সালে
31. ভারতের মুকুট হীন রাজা কাকে হলা হয় ?
(A) ডিরোজিও (B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (C) দাদাভাই নৌরজি (D) রামমোহন রায়
32. ‘Partition of Bengal is a settled fact’ -কে বলেছিলেন ?
(A) লর্ড কার্জন (B) উইলিয়াম হান্টার (C) লর্ড মিন্টো (D) লর্ড বেন্টিঙ্ক
33. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
(A) লালা হংসরাজ (B) মহেন্দ্রলাল সরকার (C) রাজনারায়ণ বসু (D) কেশবচন্দ্র সেন
34. ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) 1879 সালে (B) 1888 সালে (C) 1882 সালে (D) 1896 সালে
35. ‘India in the Victorian age’ বইটি কার লেখা ?
(A) রমেশচন্দ্র দত্ত (B) লর্ড কার্জন (C) দাদাভাই নৌরজি (D) জামিল আহমেদ
36. ভারত-সভা কে প্রতিষ্ঠা করেন ?
(A) লালা লাজপত রায় (B) বালগঙ্গাধর তিলক (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (D) কেশবচন্দ্র সেন
37. শিশির কুমার ঘোষ প্রকাশিত সংবাদ পত্রটির নাম কি ?
(A) অমৃতবাজার (B) বেঙ্গলি (C) হিন্দু প্যাট্রিয়ট (D) ইন্ডিয়ান মিরর
38. ‘সুলভ সমাচার’ পত্রিকাটি কে প্রকাশ করতেন ?
(A) আম্বেদকর (B) কেশবচন্দ্র সেন (C) গান্ধীজী (D) নবগোপাল মিত্র
39. তিনটি গোলটেবিল বৈঠকেই কে উপস্থিত ছিলেন ?
(A) আম্বেদকর (B) গান্ধীজী (C) তিলক (D) আনি বেসান্ত
40. কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয় ?
(A) লর্ড লিটন (B) লর্ড রিপন (C) লর্ড ডালহৌসি (D) লর্ড কার্জন
41. ইংরেজরা কোন সালে মছলিপত্তনমে কারখানা স্থাপন করেন ?
(A) 1606 (B) 1611 (C) 1598 (D) 1621
42. বিবেকানন্দকে স্বামীজী উপাধি দেন কে ?
(A) অজিত সিং (B) গান্ধীজী (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) রামকৃষ্ণ দেব
43. দক্ষিণ আফ্রিকায় গান্ধিজির প্রতিষ্ঠিত আশ্রমের নাম কি ?
(A) অভয় আশ্রম (B) সবরমতী আশ্রম (C) টলস্টয় ফার্ম (D) বর্ণবিদ্বেষী লীগ
44. মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় ?
(A) 1921 (B) 1925 (C) 1929 (D) 1931
45. মহাত্মা গান্ধীজী কে মিকি মাউস আখ্যা দেন ?
(A) চার্চিল (B) ম্যাকডোনাল্ড (C) সরোজিনী নাইডু (D) সুভাষচন্দ্র বসু
46. ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ?
(A) 1857 সালে (B) 1858 সালে (C) 1861 সালে (D) 1892 সালে
47. স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ?
(A) অশ্বিনীকুমার দত্ত (B) বিপিনচন্দ্র পাল (C) লালা হংসরাজ (D) রাসবিহারী বসু
48. লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় ?
(A) 1930 সালে (B) 1940 সালে (C) 1942 সালে (D) 1945 সালে
49. 1916 সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
(A) সুরাট (B) লাহোর (C) সিমলা (D) লখনউ
50. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন :
(A) চিত্তরঞ্জন দাস (B) বঙ্কিমচন্দ্র (C) মহাত্মা গান্ধীজী (D) শরৎচন্দ্র
51. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয় ?
(A) লর্ড ডালহৌসি (B) লর্ড ক্যানিং (C) লর্ড ডাফরিন (D) লর্ড কার্জন
52. প্রথম বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন ?
(A) গোপাল কৃষ্ণ গোখেল (B) কৃষ্ণকুমার মিত্র (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) চিত্তরঞ্জন দাশ
53. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে অর্পণ করেছিলেন ?
(A) রাসবিহারী ঘোষ (B) জওহরলাল নেহেরু (C) রামপ্রসাদ বিসমিল (D) রাসবিহারী বসু
54. রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1896 সালে (B) 1899 সালে (C) 1902 সালে (D) 1905 সালে
55. আহমেদিয়া আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?
(A) বিহার (B) উত্তরপ্রদেশ (C) পাঞ্জাব (D) পশ্চিমবঙ্গ
56. জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন ?
(A) উইলিয়াম ওয়েডারবার্ন (B) ম্যাকডোনাল্ড (C) কার্জন উইলি (D) জর্জ ইউল
57. বয়কট এবং স্বদেশি আন্দোলন কোন সাল থেকে ব্যাপক ভাবে শুরু হয় ?
(A) 1902 সাল (B) 1905 সাল (C) 1910 সাল (D) 1911 সাল
58. ‘স্বদেশ ও স্বাধীনতা’ বইটি কার লেখা ?
(A) অশ্বিনীকুমার দত্ত (B) অরবিন্দ ঘোষ (C) লালা লাজপত রায় (D) দাদাভাই নৌরজি
59. মহারাষ্ট্রে গণপতি উত্সবের প্রবর্তন প্রথম কে করেন ?
(A) শিবাজী (B) বাল গঙ্গাধর তিলক (C) টি প্রকাশম (D) মাদাম কামা
60. দিল্লী ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?
(A) 1908 সালে (B) 1910 সালে (C) 1912 সালে (D) 1913 সালে
61. ভারতে প্রথম কোথায় গান্ধিজী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন ?
(A) আমেদাবাদ (B) বরদৌলি (C) নাগপুর (D) চম্পারণ
62. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কত সালে হয়েছিল ?
(A) 1909 সালে (B) 1911 সালে (C) 1919 সালে (D) 1935 সালে
63. গদর পার্টি কোথায় তৈরী হয়েছিল ?
(A) লন্ডন (B) সানফ্রান্সিসকো (C) প্যারিস (D) জেনেভা
64. সিপাহী বিদ্রোহকে ‘A first war of indipendance’ কে বলেছিলেন ?
(A) সাভারকর (B) রমেশচন্দ্র মজুমদার (C) বাহাদুর শাহ (D) আশুতোষ মুখোপাধ্যায়
65. কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1780 সালে (B) 1781 সালে (C) 1782 সালে (D) 1784 সালে
66. কোন ভাইসরয়কে তাঁর কার্যকাল চলাকালীন হত্যা করা হয়েছিল ?
(A) লর্ড মিন্টো (B) লর্ড ওয়েলেসলি (C) লর্ড মেয়ো (D) লর্ড ক্যানিং
67. ‘আসাম কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?
(A) বীরেন্দ্রনাথ শাসমল (B) মাদারি পার্সি (C) বাবা রামচন্দ্র (D) অম্বিকা গিরি
68. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ?
(A) 1919 সালে (B) 1920 সালে (C) 1921 সালে (D) 1923 সালে
69. প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হন ?
(A) সরোজিনী নাইডু (B) অ্যানি বেসান্ত (C) কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (D) সুশীলা নায়ার
70. ‘All india Youth Congress’ কে প্রতিষ্ঠা করেন ?
(A) ভগৎ সিং (B) মতিলাল নেহেরু (C) জওহরলাল নেহেরু (D) চিত্তরঞ্জন দাশ
71. দিল্লী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?
(A) 1930 সালে (B) 1928 সালে (C) 1932 সালে (D) 1931 সালে
72. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় (B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (C) শিশির কুমার ঘোষ (D) দেবেন্দ্রনাথ ঠাকুর
73. মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয় ?
(A) 1875 সালে (B) 1876 সালে (C) 1882 সালে (D) 1884 সালে
74. কত সালে সরকারি চাকরিতে ইংরিজি ভাষা আবশ্যক হয় ?
(A) 1835 সালে (B) 1844 সালে (C) 1848 সালে (D) 1854 সালে
75. মহারাষ্ট্র সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ?
(A) জিভি যোশী (B) সাভারকর (C) জ্যোতিবা ফুলে (D) আত্মারাম পাণ্ডুরাং
76. ‘Why Am I an Atheist’ বইটি কার লেখা ?
(A) বিপিনচন্দ্র পাল (B) ভগৎ সিং (C) যতীন দাস (D) সরোজিনী নাইডু
77. বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত Universalist বলেছিলেন ?
(A) শ্রীরামকৃষ্ণ (B) বিবেকানন্দ (C) রাজা রামমোহন রায় (D) অরবিন্দ ঘোষ
78. সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় গঠিত হয় ?
(A) জাপান (B) জার্মানী (C) মণিপুর (D) সিঙ্গাপুর
79. 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্সে সভাপতি ছিলেন কে ?
(A) আব্বাস তায়েবজি (B) আব্দুল কালাম আজাদ (C) সওকত আলি (D) গান্ধীজী
80. ডাচরা কত সালে পুলিকটে কারখানা স্থাপন করে ?
(A) 1600 সালে (B) 1601 সালে (C) 1605 সালে (D) 1609 সালে
81. ব্রাহ্মসমাজের মূল কথা কি ছিল :
(A) ত্যাগ (B) কঠোর পরিশ্রম (C) একেশ্বরবাদ (D) মোহমুক্তি
82. দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
(A) 1861 সালে (B) 1892 সালে (C) 1909 সালে (D) 1911 সালে
83. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ?
(A) বীরেশ লিঙ্গম (B) বাল গঙ্গাধর তিলক (C) এম জি রানাডে (D) দাদাভাই নৌরজি
84. যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ?
(A) ক্ষুদিরাম বসু (B) সতীশচন্দ্র বসু (C) বারীন্দ্রকুমার ঘোষ (D) বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়
85. তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
(A) 1861 সালে (B) 1892 সালে (C) 1909 সালে (D) 1911 সালে
86. গান্ধিজিকে প্রথম ‘মহাত্মা’ বলেন :
(A) সুভাষচন্দ্র বসু (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) ব্রহ্মবান্ধব উপাধ্যায় (D) সর্দার প্যাটেল
87. Passive Resistance –এর তত্ত্ব প্রচার করেন কে ?
(A) বিপিনচন্দ্র পাল (B) অরবিন্দ ঘোষ (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী (D) চন্দ্রশেখর আজাদ
88. ভারতে ইংরেজ শাসনকে ‘Unconscious tool of History’ কে বলেন ?
(A) গান্ধীজী (B) কার্ল মার্কস (C) রুশো (D) সুভাষচন্দ্র বসু
89. বেঙ্গল ভলান্টিয়ার্স দলের নেতা ছিলেন ?
(A) রহমত আলি (B) কৃষ্ণকুমার মিত্র (C) হেমচন্দ্র ঘোষ (D) রাসবিহারী বসু
90. ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয়ের নাম কী ?
(A) দাদাভাই নৌরজি (B) রামমোহন রায় (C) রমেশচন্দ্র দত্ত (D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
91. আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
(A) দয়ানন্দ সরস্বতী (B) পণ্ডিতা রমাবাঈ (C) অ্যানি বেসান্ত (D) বিনোবা ভাবে
92. কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন ?
(A) হোমরুল (B) অসহযোগ (C) আইন অমান্য (D) ভারত ছাড়ো
93. সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল ?
(A) লর্ড আরউইন (B) লর্ড লিনলিথগো (C) লর্ড ওয়েভেল (D) লর্ড মাউন্টব্যাটেন
94. প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
(A) 1861 সালে (B) 1892 সালে (C) 1909 সালে (D) 1911 সালে
95. প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যাল কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1906 সালে (B) 1908 সালে (C) 1912 সালে (D) 1916 সালে
96. দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধিজি কত সালে ভারতে আসেন ?
(A) 1910 সালে (B) 1912 সালে (C) 1915 সালে (D) 1916 সালে
97. ডান্ডি অভিযান কত সালে হয়েছিল ?
(A) 1918 সালে (B) 1920 সালে (C) 1930 সালে (D) 1940 সালে
98. মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে উদ্বুদ্ধ করেন ?
(A) থিওডোর বেক (B) সৈয়দ আহমেদ খান (C) ফজলুল হক (D) মহম্মদ আলি জিন্না
99. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে প্রবর্তিত হয় ?
(A) 1876 সালে (B) 1878 সালে (C) 1880 সালে (D) 1881 সালে
100. আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
(A) থিওডোর বেক (B) সৈয়দ আহমেদ (C) সওকত আলি (D) লিয়াকত আলি
***
- 21364 views