Sample Question Paper for WBCS Main Exam General Studies -I [ Practice Set - VIII based on Indian History ]
1. সলবাই –এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৭৮২ খ্রীষ্টাব্দে (খ) ১৭৭২ খ্রীষ্টাব্দে (গ) ১৭৮১ খ্রীষ্টাব্দে (ঘ) ১৭৮০ খ্রীষ্টাব্দে
2. পেশবা দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৮০০ খ্রীষ্টাব্দে (খ) ১৮০২ খ্রীষ্টাব্দে (গ) ১৮০১ খ্রীষ্টাব্দে (ঘ) ১৮০৩ খ্রীষ্টাব্দে
3. দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলী কোন্ যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলে কে পরাস্ত করেন ?
(ক) কেরেগাঁও –এর যুদ্ধ (খ) দিশ –এর যুদ্ধ (গ) অসইয়ের যুদ্ধ (ঘ) অষ্টির যুদ্ধ
4. কোন সন্ধির দ্বারা ইংরেজরা পেশবা-পদ লোপ করে ?
(ক) পুরন্দরের সন্ধি (খ) দেওগাঁওয়ের সন্ধি (গ) সলবাইয়ের সন্ধি (ঘ) পুনার সন্ধি
5. মহাসিংহের মৃত্যুর পর পুত্র রঞ্জিৎ সিং কোন মিসলের নায়ক হন ?
(ক) চিলিয়ানওয়ালা (খ) সুকারচুকিয়া (গ) অমৃতসর (ঘ) কাবুল
6. ‘অখিল শিখ রাষ্ট্র’ গঠনে উদ্যোগী হন কে ?
(ক) মহাসিংহ (খ) জামান শাহ (গ) রঞ্জিৎ সিং (ঘ) গুরু গোবিন্দ সিং
7. ১৮০৯ খ্রীষ্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিৎ সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয় ?
(ক) লর্ড কর্নওয়ালিস (খ) লর্ড ওয়েলেসলী (গ) লর্ড আমহার্স্ট (ঘ) লর্ড মিন্টো
8. ১৮৩১ খ্রীষ্টাব্দে রঞ্জিৎ সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন ?
(ক) লর্ড মিন্টো (খ) লর্ড উইলিয়ম বেন্টিক (গ) লর্ড আমহার্স্ট (ঘ) লর্ড ওয়েলেসলী
9. ব্রিটিশ, আফগানিস্তান ও রঞ্জিৎ সিংহের ত্রিশক্তি চুক্তি কবে হয় ?
(ক) ১৮৩০ খ্রিষ্টাব্দে (খ) ১৮৩৪ খ্রিষ্টাব্দে (গ) ১৮৩৮ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৩৯ খ্রিষ্টাব্দে
10. শিখ নেতা লাল সিংহ -র নিষ্ক্রিয়তায় কোন যুদ্ধে শিখদের পরাজয় ঘটে ?
(ক) মুদকীর যুদ্ধ (খ) ফিরোজশাহর যুদ্ধ (গ) সোত্রাও –এর যুদ্ধ (ঘ) এর কোনোটিই নয়
11. সোত্রাও –এর যুদ্ধের ফলশ্রুতি হিসাবে শিখ ও ইংরেজদের মধ্যে ‘লাহোর সন্ধি’ কবে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৮৪৫ সালে (খ) ১৮৪৬ সালে (গ) ১৮৪১ সালে (ঘ) ১৮৫০ সালে
12. ১৮৪৯ এ চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
(ক) লর্ড ক্লাইভ (খ) হেনরী লরেন্স (গ) ম্যাকডোনাল্ড (ঘ) লর্ড গাফ
13. গন্ডোমাকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৮৭১, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে
(খ) ১৮৭২, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে
(গ) ১৮৭৮, মহীশূর ও ব্রিটিশদের মধ্যে
(ঘ) ১৮৭৮, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে
14. দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
(ক) ১৮৭৪ খ্রিষ্টাব্দে (খ) ১৮৭৩ খ্রিষ্টাব্দে (গ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিষ্টাব্দে
15. বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল পথটি কবে চালু হয় ?
(ক) ১৮৫৩ খ্রিষ্টাব্দে (খ) ১৮৫৪ খ্রিষ্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
16. ১৮৭০ সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয় ?
(ক) লর্ড ক্যানিং (খ) লর্ড মিন্টো (গ) লর্ড মেয়ো (ঘ) লর্ড অকল্যান্ড
17. ১৮৫৪ সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় ?
(ক) শ্রীরামপুর (খ) কোন্নগর (গ) সুরাট (ঘ) রিষড়া
18. কওয়াসজী নানাভয় দাভর –এর উদ্যোগে প্রথম কোথায় ও কবে বস্ত্রকল স্থাপিত হয় ?
(ক) আহমেদাবাদ, ১৮৫৪ (খ) সুরাট, ১৮৫৬ (গ) বোম্বে, ১৮৫৪ (ঘ) বোম্বে, ১৮৫৫
19. ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে ?
(ক) ১৯১৮ খ্রিষ্টাব্দে (খ) ১৯১৬ খ্রিষ্টাব্দে (গ) ১৯১৭ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯২০ খ্রিষ্টাব্দে
20. শিক্ষাব্যবস্থার ম্যাগনা কার্টা হিসাবে কোনটি পরিচিত ?
(ক) হান্টার কমিশনের রিপোর্ট (খ) মেকলের মিনিট (গ) উডের ডেসপ্যাচ (ঘ) কোনোটিই নয়
21. ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ নামে পরিচিত ব্রাহ্মসমাজের নতুন শাখাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) রামমোহন রায় (খ) দেবেদ্রনাথ ঠাকুর (গ) অক্ষয়কুমার দত্ত (ঘ) কেশবচন্দ্র সেন
22. প্রথম কর্নাটকের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয় ?
(ক) ১৭৪৮ খ্রীষ্টাব্দে (খ) ১৭৪৬ খ্রীষ্টাব্দে (গ) ১৭৪০ খ্রীষ্টাব্দে (ঘ) ১৭৪২ খ্রীষ্টাব্দে
23. কোন্ যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ-ফরাসী দ্বন্দের অবসান ঘটে ?
(ক) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ (খ) দ্বিতীয় কর্নাটের যুদ্ধ (গ) তৃতীয় কর্নাটের যুদ্ধ (ঘ) এর কোনোটাই নয়
24. ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুট ও ফরাসী সেনাপতি লালীর মধ্যে সংঘটিত বন্দিবাসের যুদ্ধ কবে হয় ?
(ক) ১৭১৭ সালে (খ) ১৭৫৯ সালে (গ) ১৭৫৮ সালে (ঘ) ১৭৬০ সালে
25. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে হয় ?
(ক) ১৭৬৬-৬৯ (খ) ১৭৬৫-৮০ (গ) ১৭৮০ (ঘ) ১৭৭৮-১৭৮৪
26. ১৭৮৪ তে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে ম্যাঙ্গালোর সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে ?
(ক) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (খ) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ (গ) তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (ঘ) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ
27. ১৭৯২ তে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয় ?
(ক) মাত্রাটা (খ) নিজাম (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) ডালহৌসি
28. কার আমলে শেষ ইঙ্গ–মহীশূর যুদ্ধ ঘটে ?
(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলী (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড মিন্টো
29. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
(ক) তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে (খ) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে (গ) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে (ঘ)১ম ইঙ্গ-মহীশূর যুদ্ধে
30. দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন ?
(ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়ারেন হেস্টিংস (গ) স্যার জন সোর্ (ঘ) স্যার জন ম্যাকলারসন
31. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
(ক) ১৭৭৬ খ্রিষ্টাব্দে (খ) ১৭৭০ খ্রিষ্টাব্দে (গ) ১৭৭৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে
32. ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন প্রথম দেখেন কে ?
(ক) রবার্ট ক্লাইভ (খ) লালী (গ) আয়ারকুট (ঘ) যোসেফ ডুপ্লে
33. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
(ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়ারেন হেস্টিংস (গ) লর্ড ক্যানিং (ঘ) এরা কেউ নয়
34. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
(ক) লর্ড ক্লাইভ (খ) লর্ড কর্নওয়ালিস (গ) লর্ড ডালহৌসি (ঘ) লর্ড ওয়েলেসলী
35. লর্ড ওয়েলেসলী প্রবর্তিত অধীনতা মূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন কে ?
(ক) ঝাঁসির রাণী (খ) দ্বিতীয় বাজীরাও (গ) নানা সাহেব (ঘ) হায়্দ্রাবাদের নিজাম
36. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
(ক) ১৭৮১ সালে (খ) ১৭৯৩ সালে (গ) ১৭৯৮ সালে (ঘ) ১৮৪৯ সালে
37. স্যার উইলিয়াম জোনস কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
(ক) ১৭৮১ সালে (খ) ১৭৮৩ সালে (গ) ১৭৮৪ সালে (ঘ) ১৭৮৫ সালে
38. জনাথন ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন ?
(ক) কলকাতা (খ) বারাণসী (গ) মাদ্রাজ (ঘ) সুরাট
39. ১৭৮১ খ্রীষ্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কে ?
(ক) ওয়ারেন হেস্টিংস (খ) উইলিয়াম কেরী (গ) ডেভিড হেয়ার (ঘ) লর্ড বেন্টিক
40. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ?
(ক) ১৮১৫ সালে (খ) ১৮১৩ সালে (গ) ১৮১৪ সালে (ঘ) ১৮১৭ সালে
41. কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয় ?
(ক) ১৮৩৮ সালে (খ) ১৮৩১ সালে (গ) ১৮৩৫ সালে (ঘ) ১৮৩৯ সালে
42. ‘জাতীয় গ্রন্থগার’ কত সালে স্থাপিত হয় ?
(ক) ১৮৩৫ সালে (খ) ১৮৩৬ সালে (গ) ১৮৩৭ সালে (ঘ) ১৮৩৮ সালে
43. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে ?
(ক) ডেভিড হেয়ার (খ) উইলিয়াম কেরী (গ) উইলিয়াম জোনস (ঘ) চার্লস উড
44. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় ?
(ক) ১৮৫৪ সালে (খ) ১৮৫৫ সালে (গ) ১৮৫৭ সালে (ঘ) ১৮৫৮ সালে
45. সতীদাহ প্রথা কবে ও কার সময়ে নিষিদ্ধ হয় ?
(ক) ১৮২৯, বেন্টিঙ্ক (খ) ১৮৩০, বেন্টিঙ্ক (গ) ১৮৩২, মিন্টো (ঘ) ১৮২৮, রামমোহন
46. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘সমাচারদর্পণ’ কবে প্রকাশিত হয় ?
(ক) ১৮৩২ খ্রিষ্টাদে (খ) ১৮১৩ খ্রিষ্টাদে (গ) ১৮১৮ খ্রিষ্টাদে (ঘ) ১৮১২ খ্রিষ্টাদে
47. ‘আত্মীয় সভা’ এবং ‘ব্রাহ্মসভা’ কে প্রতিষ্ঠাতা করেন ?
(ক) দেবেদ্রনাথ ঠাকুর (খ) কেশবচন্দ্র সেন (গ) রামমোহন রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
48. বিদ্যাসাগরের প্রচেষ্টায় ও লর্ড ডালহৌসি প্রণীত হিন্দু বিধবা বিবাহ আইনটি কে বিধিবদ্ধ করেন ?
(ক) লর্ড বেন্টিঙ্ক (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড আমহার্স্ট (ঘ) লর্ড মেয়ো
49. ‘দি হিন্দু পেট্রিয়ট’ –পত্রিকার সম্পাদক কে ?
(ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় (খ) সতীশচন্দ্র দে (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
50. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় ?
(ক) ১৭৫৭ সালের ২৩শে জুন (খ) ১৭৫৬ সালের ২০শে জুন (গ) ১৭৫৮ সালের ২৪শে জুন (ঘ) ১৭৫৭ সালের ২০শেজুন
51. ইংরেজ ও সিরাজ উদদৌলার মধ্যে আলি নগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৭৫৭, ফেব্রুয়ারী (খ) ১৭৫৭, জানুয়ারি (গ) ১৭৫৭, ১২ই মার্চ (ঘ) ১৭৫৭, ৫ই ফেব্রুয়ারী
52. ১৭৬৪ তে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন করা ?
(ক) মীরকাশিম (খ) শাহ আলম ও নবাব সূজাউদ্দোলা (গ) শাহআলম (ঘ) মীরকাশিম,শাহআলম ও নবাব সূজাউদ্দোলা
53. ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে কে দেওয়ানী দান করেন ?
(ক) ফারুক শিয়ার (খ) দ্বিতীয় শাহ আলম (গ) বাহাদুর শাহ (ঘ) জাহাঙ্গীর
54. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন ছিলেন ?
(ক) ডুপ্লে (খ) হেস্টিংস (গ) ক্লাইভ (ঘ) কর্নওয়ালিস
55. হাজী শরিয়ৎ উল্লাহ –এর নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?
(ক) ওয়াহাবী (খ) সাঁওতাল (গ) ফরাজী (ঘ) সিপাহী বিদ্রোহ
56. বৃদ্ধ ভগৎ, বিন্দ্রাই মাংকি, সুইমুডা –এই নাম গুলি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?
(ক) সাঁওতাল (খ) কোল (গ) চূয়াড় (ঘ) ওয়াহাবী
57. সিধু কানহু -র নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ কবে আরম্ভ হয় ?
(ক) ১৮৫৬ খ্রিষ্টাব্দে (খ) ১৮৫১ খ্রিষ্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
58. ১৮৫৭ সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ?
(ক) লর্ড বেন্টিঙ্ক (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড ডালহৌসি
59. সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা নানাসাহেব কে ছিলেন ?
(ক) পেশবা দ্বিতীয় বাজীরাও -এর দত্তক পুত্র
(খ) মাধব রাও নারায়ণের দত্তক পুত্র
(গ) নারায়ণ রাও -এর দত্তক পুত্র
(ঘ) সদাশিব রাও -এর দত্তক পুত্র
60. সিপাহী বিদ্রোহ সর্বাগ্রে কোথায় আত্মপ্রকাশ করে ?
(ক) ১৮৫৭, ২৯শে মার্চ, ব্যারাকপুর (খ) ১৮৫৭, ২০শে মার্চ, বেরিলি (গ) ১৮৫৮, ২৯শে মার্চ, ব্যারাকপুর (ঘ) এগুলির কোনটিই নয়
61. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
(ক) তিতুমীর (খ) লক্ষ্মীবাঈ (গ) তাঁতিয়া টোপী (ঘ) মঙ্গল পান্ডে
62. জন লরেন্স, আউটরাম, হ্যাভলক নাম গুলি কোন বিদ্রোহ দমনের সঙ্গে জড়িত ?
(ক) কোল বিদ্রোহ (খ) সিপাহী বিদ্রোহ (গ) চূয়াড় বিদ্রোহ (ঘ) সন্যাসী বিদ্রোহ
63. পিটের ভারত আইন কবে পাশ হয় ?
(ক) ১৭৮৩ খ্রিষ্টাব্দে (খ) ১৭৮৫ খ্রিষ্টাব্দে (গ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে (ঘ) ১৭০০ খ্রিষ্টাব্দে
64. ইংলন্ডে বোর্ড অফ কন্ট্রোল কোন আইন অনুযায়ী স্থাপিত হয় ?
(ক) পিটের ভারত আইন (খ) নিয়ামক আইন (গ) এলিজাবেথের ঘোষণা কালে (ঘ) (গ) ভারত শাসন আইন
65. ১৮১৩ এবং ১৮৩৩ এর পর কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাশ করে ?
(ক) ১৮৫৪ খ্রিষ্টাব্দে (খ) ১৮৫১ খ্রিষ্টাব্দে (গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিষ্টাব্দে
66. ১৮৫৩ সালের চার্টার আইনে কোম্পানীকে কত বছরের বাণিজ্য পরিচালনার সনদ দেওয়া হয় ?
(ক) ২২বছরের (খ) ২১বছরের (গ) ২০বছরের (ঘ) ৩০বছরের
67. উন্নত শাসনের আইন (Act of better govt. of India) দ্বারা কবে ভারতবর্ষে কোম্পানীর শাসনের অবসান ঘটানো হয় ?
(ক) ১৮৫৮, ৫ই মে (খ) ১৮৫৮, ২রা আগষ্ট (গ) ১৮৫৭, ২রা আগষ্ট (ঘ) ১৮৫৮, ২৬শে আগষ্ট
68. ১৮৫৮ সালের আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল ও ডিরেক্টর সভা -র পরিবর্তে কার উপর ভারতবর্ষের ব্রিটিশ শাসন পরিচালনার ভার ন্যস্ত করা হয় ?
(ক) ভারত সচিব
(খ) ১৫ জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিল
(গ) ভারত সচিব ও ১৩ জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিল
(ঘ) এগুলির কোনটিই নয়
69. ১৮৫৮ পূর্ববর্তী গভর্নর জেনারেলরা ১৮৫৮ -র আইন বলে কি নাম পরিচিত হলেন ?
(ক) ভাইসরয় (খ) গভর্নর জেনারেলের ও ভাইসরয় (গ) ভারতসচিব (ঘ) কোনটিই নয়
70. ভারতের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ইংলন্ড থেকে কাকে ভারতে আনা হয়েছিল ?
(ক) জেমস উইলসন (খ) চার্লস উড (গ) চার্লস গ্রান্ড (ঘ) মিতবোর চেক
71. কাউন্সিল অ্যাক্ট কবে পাশ করা হয় ?
(ক) ১৮৬০ সালে (খ) ১৮৫৯ (গ) ১৮৬২ (ঘ) ১৮৬১ সালে
72. কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছিল ?
(ক) কাউন্সিল অ্যাক্ট, ১৮৬১ (খ) রেগুলেটিং অ্যাক্ট (গ) পিটের আইন (ঘ) ভারত শাসন আইন
73. সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা -বই গুলি কার সঙ্গে জড়িত ?
(ক) দেবেন্দ্রনাথ (খ) ঈশ্বরচন্দ্র (গ) রবীন্দ্রনাথ (ঘ) ডিরোজিও
74. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ –প্রমুখ কোন আন্দোলনের সঙ্গে সংযুক্ত ?
(ক) নব্যবঙ্গ আন্দোলন (খ) সিপাহী বিদ্রোহ (গ) নীল বিদ্রোহ (ঘ) এগুলির কোনটিই নয়
75. জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন ?
(ক) ঈশ্বরচন্দ্র (খ) সুরেন্দ্রনাথ (গ) রামমোহন (ঘ) ডিরোজিও
76. জমিদার সমিতির পক্ষ থেকে কত সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় ?
(ক) ১৮৮৫ সালে (খ) ১৮৮৪ সালে (গ) ১৮৮০ (ঘ) ১৮৮৩
77. ইংল্যান্ডের হেইলবেরীতে সিভিল সার্ভিসে মনোনীত তরুণদের প্রশিক্ষণ কেন্দ্র কবে স্থাপিত হয় ?
(ক) ১৮০২ সালে (খ) ১৮০৩ সালে (গ) ১৮০৪ সালে (ঘ) ১৮০৫ সালে
78. ব্রিটিশ পার্লামেন্ট কোন বছর রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন পাশ করে ?
(ক) ১৭৭০ সালে (খ) ১৭৭৩ সালে (গ) ১৭৭২ সালে (ঘ) ১৭৭৫ সালে
79. কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয় ?
(ক) রেগুলেটিং অ্যাক্ট (খ) পিটের ভারত আইন (গ) ভারত শাসন আইন (ঘ) এগুলির কোনটিই নয়
80. ‘মহারাণীর ঘোষণাপত্র’ কবে প্রকাশ করা হয় ?
(ক) ১৮৫৬, ১লা নভেম্বর (খ) ১৮৫৮, ১লা নভেম্বর (গ) ১৮৫৭, ১লা নভেম্বর (ঘ) ১৮৬০, ১লা নভেম্বর
81. ‘লোকহিতবাদী’ কার ছদ্মনাম ?
(ক) গোপালহরি দেশমুখ (খ) আত্মারাম পাতুরং (গ) বাল গঙ্গাধর তিলক (ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
82. আত্মারাম পান্ডুরং কবে ‘প্রার্থনা সমাজ’ –এর প্রতিষ্ঠা করেন ?
(ক) ১৮৬৬ সালে (খ) ১৮৬৭ সালে (গ) ১৮৭০ সালে (ঘ) ১৮৬৫ সালে
83. স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ?
(ক) প্রার্থনা সমাজ (খ) আর্য সমাজ (গ) ব্রাহ্মসমাজ (ঘ) আত্মীয় সভা
84. আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ?
(ক) মীর নিশার আলি (খ) মহম্মদ আলি জিন্না (গ) সৈয়দ আলি (ঘ) সৈয়দ আহম্মদ খাঁ
85. সুরেন্দ্রনাথ কর্তৃক ‘ভারতসভা’ কবে স্থাপিত হয় ?
(ক) ১৮৭৫ সালে (খ) ১৮৭৮ সালে (গ) ১৮৭৬ সালে (ঘ) ১৮৭৯ সালে
86. ‘বাংলা শাসনের ফলে’ ও ‘মুচিরাম গুড়ের জীবনচরিত’ কার লেখা ?
(ক) দীনবন্ধু মিত্র (খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় (গ) তারকনাথ গঙ্গোপাধ্যায় (ঘ) কালীপ্রসন্ন সিংহ
87. ‘পলাশীর যুদ্ধ’-এর রচয়িতা কে ?
(ক) ঈশ্বর গুপ্ত (খ) মধুসূদন দত্ত (গ) নবীনচন্দ্র সেন (ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
88. ‘তত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(ক) অক্ষয় কুমার দত্ত (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) বসন্তকুমার ঘোষ (ঘ) কৃষ্ণ কুমার মিত্র
89. ‘বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(ক) মনমোহন ঘোষ (খ) কৃষ্ণ দাস পাল (গ) ভূপেন্দ্রনাথ দত্ত (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
90. পেশবা দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে কোন যুদ্ধ হয় ?
(ক) প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (খ) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (গ) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (ঘ) চতুর্থ ইঙ্গ-মারাঠা যুদ্ধ
91. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন ?
(ক) অমর দাস (খ) অঙ্গদ (গ) রাম দাস (ঘ) গুরু অর্জুন
92. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির তৃতীয় গুরুর নাম কী ?
(ক) অমর দাস (খ) গুরু অর্জুন (গ) গুরু গোবিন্দ (ঘ) অঙ্গদ
93. শিখ জাতির চতুর্থ গুরুর নাম কী ?
(ক) রঞ্জিৎ সিং (খ) অমর দাস (গ) রাম দাস (ঘ) গুরু অর্জুন
94. শিখ জাতির পঞ্চম গুরুর নাম কী ?
(ক) রঞ্জিৎ সিং (খ) গুরু অর্জুন (গ) রামদাস (ঘ) অমর দাস
95. অমৃতসরের স্বর্ণমন্দির কোন্ শিখ গুরুর সময় নির্মিত হয় ?
(ক) গুরু অর্জুন (খ) গুরু নানক (গ) অঙ্গদ (ঘ) রাম দাস
96. ‘আদি গ্রন্থ’ বা ‘গ্রন্থসাহেব’ কে রচনা করেন ?
(ক) গুরু নানক (খ) গুরু অর্জুন (গ) তেগবাহাদুর (ঘ) রামদাস
97. গুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন ?
(ক) শাহজাহান (খ) ঔরঙ্গজেব (গ) জাহাঙ্গীর (ঘ) বাহাদুর শাহ
98. কোন মুঘল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ?
(ক) ঔরঙ্গজেব (খ) দ্বিতীয় শাহ আলম (গ) দ্বিতীয় বাহাদুর শাহ (ঘ) মহম্মদ শাহ
99. দশম শিখ গুরুর নাম কী ?
(ক) গুরু হরকিষেন (খ) গুরু হররায় (গ) গুরু গোবিন্দ সিংহ (ঘ) গুরু হরগোবিন্দ
100. শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে ?
(ক) গুরু অর্জুন (খ) গুরু তেগবাহাদুর (গ) গুরু গোবিন্দ সিংহ (ঘ) গুরু নানক
***
- 8157 views