Submitted by avimanyu pramanik on Wed, 09/23/2020 - 08:46

শহরের ইতিহাস (History of the City) : প্রাচীনকাল থেকে গ্রামগুলি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে শহরে পরিণত হয়েছে । তাই প্রতিটি শহরের বিবর্তনের একটি নির্দিষ্ট ইতিহাস থাকে । বিভিন্ন শহরের এই বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন গবেষক গবেষনার কাজ করছেন । শহরের ধারাবাহিক বিবর্তনের ইতিহাসচর্চা তাই আধুনিক ইতিহাসচর্চাকে সমৃদ্ধ করে । শহর গড়ে ওঠার সাথে সমাজ-সংস্কৃতি-সভ্যতার যোগসূত্র ও শহরের জীবনযাপনের সুলুক সন্ধান শহরের ইতিহাসচর্চার বৈশিষ্ট্য  । ঔপনিবেশিক যুগে মূলত পরিবহন, প্রশাসন, সওদাগিরি কেন্দ্র হিসেবে কলকাতা, বোম্বাই, মাদ্রাজের মতো শহরগুলির বিকাশ ঘটেছিল । বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষিত মধ্যবিত্ত, ব্যবসায়ী এবং প্রশাসনে কর্মরত ব্যক্তিরাই শহরগুলিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করতে শুরু করেছিল । নগরকেন্দ্রিক প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন জানার জন্য শহরের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ । প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায় কলকাতা, কেনেথ গিলিয়ন আহমেদাবাদ, জিম ম্যাসেলস গর্ডন এবং ক্রিস্টিন ডবিন বোম্বাই, নারায়ণী গুপ্ত দিল্লি, রীনা ওল্ডেনবার্গ লখনউ শহরের বিবর্তনের ইতিহাসচর্চা করেছেন ।

******

Comments

Related Items

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

প্রশ্ন : বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন : বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

প্রশ্ন : বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

প্রশ্ন : কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

প্রশ্ন : ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?