সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of Different laws of Indices)

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 18:18

সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of the laws)

1. [tex]{a^m} \cdot {a^n} = {a^{m + n}}[/tex] এর প্রমাণ

 [tex]{a^m} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক [tex]{a^n} = a \times a \times a \times  \ldots  \times a,n[/tex] সংখ্যক

[tex]{a^m} \cdot {a^n} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক [tex] \cdot a \times a \times a \times  \ldots  \times a,n[/tex] সংখ্যক

[tex] = a \times a \times a \times  \ldots  \times a,m + n[/tex] সংখ্যক

[tex] = {a^{m + n}}[/tex]

 

2. [tex]{a^m} \div {a^n} = \frac{{{a^m}}}{{{a^n}}} = {a^{m - n}},m > n[/tex] এর প্রমাণ

যেহেতু m ও n দুটি অখণ্ড সংখ্যা এবং [tex]m > n,m - n[/tex] অখণ্ড ধনাত্মক সংখ্যা ।

এখন [tex]{a^n} \cdot {a^{m - n}} = {a^{n + m - n}} = {a^m}[/tex] [1. থেকে প্রমানিত ]

[tex]{a^{m - n}} = \frac{{{a^m}}}{{{a^n}}}[/tex]  [ উভয় কে [tex]{a^n}[/tex] দিয়ে ভাগ দিয়ে পাই ]

 

3. [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^{mn}}[/tex] এর প্রমাণ

এখন [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^m} \cdot {a^m} \cdot {a^m} \cdot  \ldots  \cdot {a^m},n[/tex] সংখ্যক

[tex]\begin{array}{l}
 = {a^{m + m + m +  \ldots m}}\\
 = {a^{mn}}
\end{array}[/tex]

 

4. [tex]{\left( {ab} \right)^m} = {a^m} \cdot {b^m}[/tex] এর প্রমাণ

[tex]{\left( {ab} \right)^m} = ab \cdot ab \cdot ab \cdot  \ldots  \cdot ab,m[/tex] সংখ্যক

[tex] = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখক[tex] \cdot b \times b \times b \times  \ldots  \times b,m[/tex] সংখ্যক

[tex] = {a^m} \cdot {b^m}[/tex]

 

5. [tex]{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}[/tex] এর প্রমাণ

 এখন

[tex]\begin{array}{l}
{\left( {\frac{a}{b}} \right)^m} \times {b^m} = {\left( {\frac{a}{b} \times b} \right)^m} = {a^m}\\
{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}
\end{array}[/tex] [ আগের প্রমান থেকে পাই ]

[উভয়কে [tex]{b^m}[/tex] দিয়ে ভাগ করে পাই]

 

m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় তখন [tex]{a^m}[/tex] এর অর্থ ( Meaning of [tex]{a^m}[/tex] , when m is not a Positive Integer )

আমরা m ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আগের নিয়মাবলি প্রয়োগ করেছি । কিন্তু m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয়ে  m এর মান যদি শূন্য , ঋনাত্মক বা ভগ্নাংশ হয় তখন  সেক্ষেত্রে [tex]{a^m}[/tex] এর কোনো অর্থ হয় না ।

1) যখন m = 0

 [tex]\begin{array}{l}
m = 0\\
{a^m} = {a^0}
\end{array}[/tex]

অর্থাৎ a কে শূন্যবার গুন করা বোঝায় যার কোনো অর্থ নেই ।

2)  যখন m < 0

[tex]m < 0[/tex]

মনে করি [tex]m =  - p[/tex] যেখনে p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

[tex]{a^m} = {a^{ - p}}[/tex] ,a কে (-p) বার গুন করা বোঝায়।যা অর্থহীন । ভগ্ণাংশের ক্ষেত্রেও একই সমস্যা।তবুও সূচকের মূল সত্যটি সবক্ষেত্রে সত্য বলে ধরে নেওয়া হয় ।

 

m এর মান যখন শূন্য ঋনাত্মক এবং ভগ্নাংশ তখন নিম্নলিখিত ভাবে [tex]{a^m}[/tex] কে প্রকাশ করা হয় ।

1) [tex]{a^0},\left( {a \ne 0} \right)[/tex] এর অর্থ

[tex]\begin{array}{l}
{a^0} \cdot {a^m} = {a^m}\\
 \Rightarrow {a^0} = \frac{{{a^m}}}{{{a^m}}} = 1,\left[ {a \ne 0} \right]
\end{array}[/tex] [সূচকের যেকোনো মানে মূল সূত্র সত্য]

[ উভয়কে [tex]{a^m}[/tex] দিয়ে ভাগ করে পাই ]

2) যখন [tex]m < 0,\left( {a \ne 0} \right)[/tex]

মনে করি [tex]m =  - p[/tex] (p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা )

[tex]\begin{array}{l}
{a^{ - p}} \cdot {a^p} = {a^{ - p + p}} = {a^0} = 1\\
{a^{ - p}}.{a^p} = 1\\
 \Rightarrow {a^{ - p}} = \frac{1}{{{a^p}}}
\end{array}[/tex] [ সূচকের যেকোনো মানে মূলসূত্র সত্য]

[ উভয়পক্ষকে [tex]{a^p}[/tex] দিয়ে ভাগ করে পাই [tex]a \ne 0[/tex] ]

অনুরূপে [tex]{a^p} = \frac{1}{{{a^{ - p}}}},a \ne 0[/tex] 

অতএব [tex]{a^{ - p}}[/tex] হয় [tex]{a^p}[/tex] এর অন্যোনক ।

 

3) যখন m ভগ্নাংশ হয় ।

মনে করি [tex]m = \frac{p}{q}[/tex], যেখানে p ও q হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

[tex]\begin{array}{l}
{\left( {{a^{\frac{p}{q}}}} \right)^q} = {a^{\frac{p}{q} \cdot q}} = {a^p}\\
{\left( {{a^{\frac{p}{q}}}} \right)^q} = {a^p}\\
 \Rightarrow {a^{\frac{p}{q}}} = \sqrt[q]{{{a^p}}}
\end{array}[/tex] [সূচকের যে কোনো মানে মূল সূত্রটি সত্য ]

[tex]{a^{\frac{p}{q}}}[/tex] কে [tex]{a^p}[/tex] এর q তম মূল বলে ।


 

 

Comments

Related Items

করণী (surds)

মূলদ সংখ্যা : যদি কোনো সংখ্যা কে p/q (p,q অখণ্ড সংখ্যা ,q≠0) আকারে প্রকাশ করা যায় তাহলে ঐ সংখ্যা কে মূলদ সংখ্যা (rational number) বা প্রমেয় রাশি (commensurable quantity) বলে।

সূচকের নিয়মাবলি (Laws of indices)

সূচকের নিয়মাবলি সূচক নিয়মাবলি (Laws of index) নিধান ও সূচক (Base and Index) যদি m একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয় তবে, এই সবক্ষেত্রে 3, x, -2 কে নিধান এবং 4, 5, 3 কে যথাক্রমে এর শক্তির সূচক বলা হয় ।

বীজগণিত (Algebra)

বীজগণিত (Algebra)

Surds and Indices :   Fundamental laws of Surds and Indices, simple applications.

Class XI Mathematics Study material

গণিত একাদশ শ্রেণির জন্য, বিষয় সমূহ - ...

সূচকের নিয়মাবলি (Laws of Index)

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে। এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে।