সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of Different laws of Indices)

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 18:18

সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of the laws)

1. [tex]{a^m} \cdot {a^n} = {a^{m + n}}[/tex] এর প্রমাণ

 [tex]{a^m} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক [tex]{a^n} = a \times a \times a \times  \ldots  \times a,n[/tex] সংখ্যক

[tex]{a^m} \cdot {a^n} = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখ্যক [tex] \cdot a \times a \times a \times  \ldots  \times a,n[/tex] সংখ্যক

[tex] = a \times a \times a \times  \ldots  \times a,m + n[/tex] সংখ্যক

[tex] = {a^{m + n}}[/tex]

 

2. [tex]{a^m} \div {a^n} = \frac{{{a^m}}}{{{a^n}}} = {a^{m - n}},m > n[/tex] এর প্রমাণ

যেহেতু m ও n দুটি অখণ্ড সংখ্যা এবং [tex]m > n,m - n[/tex] অখণ্ড ধনাত্মক সংখ্যা ।

এখন [tex]{a^n} \cdot {a^{m - n}} = {a^{n + m - n}} = {a^m}[/tex] [1. থেকে প্রমানিত ]

[tex]{a^{m - n}} = \frac{{{a^m}}}{{{a^n}}}[/tex]  [ উভয় কে [tex]{a^n}[/tex] দিয়ে ভাগ দিয়ে পাই ]

 

3. [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^{mn}}[/tex] এর প্রমাণ

এখন [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^m} \cdot {a^m} \cdot {a^m} \cdot  \ldots  \cdot {a^m},n[/tex] সংখ্যক

[tex]\begin{array}{l}
 = {a^{m + m + m +  \ldots m}}\\
 = {a^{mn}}
\end{array}[/tex]

 

4. [tex]{\left( {ab} \right)^m} = {a^m} \cdot {b^m}[/tex] এর প্রমাণ

[tex]{\left( {ab} \right)^m} = ab \cdot ab \cdot ab \cdot  \ldots  \cdot ab,m[/tex] সংখ্যক

[tex] = a \times a \times a \times  \ldots  \times a,m[/tex] সংখক[tex] \cdot b \times b \times b \times  \ldots  \times b,m[/tex] সংখ্যক

[tex] = {a^m} \cdot {b^m}[/tex]

 

5. [tex]{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}[/tex] এর প্রমাণ

 এখন

[tex]\begin{array}{l}
{\left( {\frac{a}{b}} \right)^m} \times {b^m} = {\left( {\frac{a}{b} \times b} \right)^m} = {a^m}\\
{\left( {\frac{a}{b}} \right)^m} = \frac{{{a^m}}}{{{b^m}}}
\end{array}[/tex] [ আগের প্রমান থেকে পাই ]

[উভয়কে [tex]{b^m}[/tex] দিয়ে ভাগ করে পাই]

 

m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় তখন [tex]{a^m}[/tex] এর অর্থ ( Meaning of [tex]{a^m}[/tex] , when m is not a Positive Integer )

আমরা m ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আগের নিয়মাবলি প্রয়োগ করেছি । কিন্তু m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয়ে  m এর মান যদি শূন্য , ঋনাত্মক বা ভগ্নাংশ হয় তখন  সেক্ষেত্রে [tex]{a^m}[/tex] এর কোনো অর্থ হয় না ।

1) যখন m = 0

 [tex]\begin{array}{l}
m = 0\\
{a^m} = {a^0}
\end{array}[/tex]

অর্থাৎ a কে শূন্যবার গুন করা বোঝায় যার কোনো অর্থ নেই ।

2)  যখন m < 0

[tex]m < 0[/tex]

মনে করি [tex]m =  - p[/tex] যেখনে p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

[tex]{a^m} = {a^{ - p}}[/tex] ,a কে (-p) বার গুন করা বোঝায়।যা অর্থহীন । ভগ্ণাংশের ক্ষেত্রেও একই সমস্যা।তবুও সূচকের মূল সত্যটি সবক্ষেত্রে সত্য বলে ধরে নেওয়া হয় ।

 

m এর মান যখন শূন্য ঋনাত্মক এবং ভগ্নাংশ তখন নিম্নলিখিত ভাবে [tex]{a^m}[/tex] কে প্রকাশ করা হয় ।

1) [tex]{a^0},\left( {a \ne 0} \right)[/tex] এর অর্থ

[tex]\begin{array}{l}
{a^0} \cdot {a^m} = {a^m}\\
 \Rightarrow {a^0} = \frac{{{a^m}}}{{{a^m}}} = 1,\left[ {a \ne 0} \right]
\end{array}[/tex] [সূচকের যেকোনো মানে মূল সূত্র সত্য]

[ উভয়কে [tex]{a^m}[/tex] দিয়ে ভাগ করে পাই ]

2) যখন [tex]m < 0,\left( {a \ne 0} \right)[/tex]

মনে করি [tex]m =  - p[/tex] (p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা )

[tex]\begin{array}{l}
{a^{ - p}} \cdot {a^p} = {a^{ - p + p}} = {a^0} = 1\\
{a^{ - p}}.{a^p} = 1\\
 \Rightarrow {a^{ - p}} = \frac{1}{{{a^p}}}
\end{array}[/tex] [ সূচকের যেকোনো মানে মূলসূত্র সত্য]

[ উভয়পক্ষকে [tex]{a^p}[/tex] দিয়ে ভাগ করে পাই [tex]a \ne 0[/tex] ]

অনুরূপে [tex]{a^p} = \frac{1}{{{a^{ - p}}}},a \ne 0[/tex] 

অতএব [tex]{a^{ - p}}[/tex] হয় [tex]{a^p}[/tex] এর অন্যোনক ।

 

3) যখন m ভগ্নাংশ হয় ।

মনে করি [tex]m = \frac{p}{q}[/tex], যেখানে p ও q হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।

[tex]\begin{array}{l}
{\left( {{a^{\frac{p}{q}}}} \right)^q} = {a^{\frac{p}{q} \cdot q}} = {a^p}\\
{\left( {{a^{\frac{p}{q}}}} \right)^q} = {a^p}\\
 \Rightarrow {a^{\frac{p}{q}}} = \sqrt[q]{{{a^p}}}
\end{array}[/tex] [সূচকের যে কোনো মানে মূল সূত্রটি সত্য ]

[tex]{a^{\frac{p}{q}}}[/tex] কে [tex]{a^p}[/tex] এর q তম মূল বলে ।


 

 

Comments

Related Items

অন্তরকলনবিদ্যা ( Differential Calculus )

গণিতশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শাখা হল কলনবিদ্যা। গণিতের বিভিন্ন শাখার বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কলনবিদ্যার প্রয়োগ আছে। ব্রিটিশ বিজ্ঞানী নিউটন ( Newton ) এবং জার্মান বিজ্ঞানী লাইবনিৎস ( Leibnitz ) উভয়কে কলনবিদ্যার ...

লগারিদম (Logarithm)

লগারিদমের সংজ্ঞা (Definition of Logarithm), লগারিদমের সাধারণ সূত্রাবলি (General laws of logarithm), সূত্রবলিরপ্রমাণ (Proof of laws), সংক্ষিপ্তকরণ (Summarisation)

বিন্যাস ও সমবায় ( Permutation and Combination )

কতগুলি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতভাবে সাজানো যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস (Permutation) বলে এবং কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতগুলি বিভিন্ন দল বা নির্বাচন (Group or Selection) গঠন করা হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমবায় (Combination) বলে ।

দ্বিঘাত সমীকরণের তত্ত্ব (Theory of Quadratic Equation)

যে সমীকরণে অজ্ঞাত রাশির বৃহত্তম সূচকের মান দুই হলে তাকে দুই ঘাতবিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ, বীজগণিতের মৌলিক উপপাদ্য উপপাদ্য, ৩৷ কোনো দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারেনা।

জটিল রাশি (Complex Number)

অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি (Conjugate Complex Number), জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট (Modulus and Amplitude or Argument of a Complex Number)