সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of the laws)
1. am⋅an=am+n এর প্রমাণ
am=a×a×a×…×a,m সংখ্যক an=a×a×a×…×a,n সংখ্যক
am⋅an=a×a×a×…×a,m সংখ্যক ⋅a×a×a×…×a,n সংখ্যক
=a×a×a×…×a,m+n সংখ্যক
=am+n
2. am÷an=aman=am−n,m>n এর প্রমাণ
যেহেতু m ও n দুটি অখণ্ড সংখ্যা এবং m>n,m−n অখণ্ড ধনাত্মক সংখ্যা ।
এখন an⋅am−n=an+m−n=am [1. থেকে প্রমানিত ]
am−n=aman [ উভয় কে an দিয়ে ভাগ দিয়ে পাই ]
3. (am)n=amn এর প্রমাণ
এখন (am)n=am⋅am⋅am⋅…⋅am,n সংখ্যক
=am+m+m+…m=amn
4. (ab)m=am⋅bm এর প্রমাণ
(ab)m=ab⋅ab⋅ab⋅…⋅ab,m সংখ্যক
=a×a×a×…×a,m সংখক⋅b×b×b×…×b,m সংখ্যক
=am⋅bm
5. (ab)m=ambm এর প্রমাণ
এখন
(ab)m×bm=(ab×b)m=am(ab)m=ambm [ আগের প্রমান থেকে পাই ]
[উভয়কে bm দিয়ে ভাগ করে পাই]
m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় তখন am এর অর্থ ( Meaning of am , when m is not a Positive Integer )
আমরা m ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আগের নিয়মাবলি প্রয়োগ করেছি । কিন্তু m যখন ধনাত্মক অখণ্ড সংখ্যা না হয়ে m এর মান যদি শূন্য , ঋনাত্মক বা ভগ্নাংশ হয় তখন সেক্ষেত্রে am এর কোনো অর্থ হয় না ।
1) যখন m = 0
m=0am=a0
অর্থাৎ a কে শূন্যবার গুন করা বোঝায় যার কোনো অর্থ নেই ।
2) যখন m < 0
m<0
মনে করি m=−p যেখনে p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।
am=a−p ,a কে (-p) বার গুন করা বোঝায়।যা অর্থহীন । ভগ্ণাংশের ক্ষেত্রেও একই সমস্যা।তবুও সূচকের মূল সত্যটি সবক্ষেত্রে সত্য বলে ধরে নেওয়া হয় ।
m এর মান যখন শূন্য ঋনাত্মক এবং ভগ্নাংশ তখন নিম্নলিখিত ভাবে am কে প্রকাশ করা হয় ।
1) a0,(a≠0) এর অর্থ
a0⋅am=am⇒a0=amam=1,[a≠0] [সূচকের যেকোনো মানে মূল সূত্র সত্য]
[ উভয়কে am দিয়ে ভাগ করে পাই ]
2) যখন m<0,(a≠0)
মনে করি m=−p (p হল ধনাত্মক অখণ্ড সংখ্যা )
a−p⋅ap=a−p+p=a0=1a−p.ap=1⇒a−p=1ap [ সূচকের যেকোনো মানে মূলসূত্র সত্য]
[ উভয়পক্ষকে ap দিয়ে ভাগ করে পাই a≠0 ]
অনুরূপে ap=1a−p,a≠0
অতএব a−p হয় ap এর অন্যোনক ।
3) যখন m ভগ্নাংশ হয় ।
মনে করি m=pq, যেখানে p ও q হল ধনাত্মক অখণ্ড সংখ্যা ।
(apq)q=apq⋅q=ap(apq)q=ap⇒apq=q√ap [সূচকের যে কোনো মানে মূল সূত্রটি সত্য ]
apq কে ap এর q তম মূল বলে ।