দুটি জটিল রাশির গুণফল ও ভাগফলের মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয়

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 16:21

দুটি জটিল রাশির গুণফল ও ভাগফলের মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and the Arguments of the Product and Quotient of two complex number)

মনে করি দুটি জটিল রাশি হল 

z1=r1(cosθ1+isinθ1)z2=r2(cosθ2+isinθ2)

অতএব |z1|=r1 ও  |z2|=r2

এবং argz1=θ1 ও argz2=θ2

যেখানে π<θ1π এবং π<θ2π

 

(1) z1z2 এর মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and the Arguments of the Product of two complex number)

z1z2=(r1cosθ1+ir1sinθ1)(r2cosθ2+ir2sinθ2)=r1r2cosθ1cosθ2+i2r1r2cosθ1sinθ2+ir1r2sinθ1cosθ2+ir1r2sinθ1sinθ2=r1r2[cosθ1cosθ2sinθ1sinθ2+i(sinθ1cosθ2+cosθ1sinθ2)]=r1r2[cos(θ1+θ2)+isin(θ1+θ2)]=r(cosθ+isinθ)

যেখানে r=r1r2 এবং θ=θ1+θ2

এখন |z1z2|=r=r1r2=|z1||z2|

দুটি জটিল রাশির গুণফলের মডিউলাস = তাদের পৃথক পৃথক ভাবে মডিউলাস এর গুণফলের সঙ্গে সমান । 

আবার π<θ1π এবং π<θ2π অতএব 2π<θ2π যেখানে θ=θ1+θ2

π<θ+mπ যেখানে m = 0 অথবা 2π অথবা 2π 

সুতরাং 

arg(z1z2)=θ+m=θ1+θ2+m=argz1+argz2+m

যেখানে m = 0 অথবা 2π অথবা 2π 

(i) যদি π<argz1+argz2π হয় , তবে arg(z1z2)=argz1+argz2 হবে। 

(ii) যদি 2π<argz1+argz2π হয় , তবে arg(z1z2)=argz1+argz2+2π হবে। 

এবং (iii) যদি π<argz1+argz22π হয় , তবে arg(z1z2)=argz1+argz22π হবে। 

 

(2) z1z2 এর মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and Argument of z1z2 (z20) )  

z1z2=r1(cosθ1+isinθ1)r2(cosθ2+isinθ2)=r1(cosθ1+isinθ1)(cosθ2isinθ2)r2(cosθ2+isinθ2)(cosθ2isinθ2)=r1(cosθ1cosθ2isinθ2cosθ1+isinθ1cosθ2+sinθ1sinθ2)r2(cos2θ2+sin2θ2)=r1r2[cos(θ1θ2)+isin(θ1θ2)]=r[cosθ+isinθ]

যেখানে r=r1r2 এবং θ=θ1θ2

সুতরাং |z1z2|=r2(cos2θ+sin2θ)=r

অতএব |z1z2|=r=r1r2=|z1||z2|

অর্থাৎ দুটি জটিল রাশির ভাগফলের মডিউলাস = জটিল রাশি দুটির মডিউলাসের ভাগফল । 

এখন π<θ2π অতএব πθ2<π এবং π<θ1π

সুতরাং 2π<θ1θ2<2π2π<θ<2π

বা , π<θ+m<π যেখানে m এর মান 0 অথবা 2π বা -2π

argz1z2=θ+m=θ1θ2+m=argz1argz2+m

যেখানে m এর মান 0 অথবা 2π বা -2π

 

 

Comments

Related Items

করণীর কার্যপ্রণালী (Operations with Surds)

করণীর যোগফল ও বিয়োগফল(Addition and subtraction of Surds): করণীর যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে ।

বিভিন্ন প্রকার করণী (Different types of Surds)

সমমূলীয় ও অসমমূলীয় করণী (Equiradical and unequiradical surds): একাধিক করণী ক্রম সমান হলে তাদের সমমূলীয় করণী বলে ।

দ্বিঘাত করণীর কয়েকটি ধর্ম (Properties of Quadratic Surds)

1. দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুণফল মূলদ রাশি হতে পারে না, 2. একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফল সমান হতে পারে না ।, 3. একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফলের সমান হতে পারে না ।

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds)

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds) 1. একটি ধনাত্মক রাশি কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে সেই মূলকে করণী বলে । 2. কোনো করণীর মূল সূচক সংখ্যা n হলে তাকে nতম ক্রমের করণী বলে ।

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ গুলির আলোচনা [Equations and Identities Involving Indices]