মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-
১.. তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? [মাধ্যমিক-২০১৮]
(ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ ।
২. তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? [মাধ্যমিক-২০১৯]
(ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) আলোতারা ।
৩. 'কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল' — নিম্নরেখ পদটি — [ মাধ্যমিক-২০১৯]
(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক (গ) সম্বন্ধ পদ (ঘ) নিমিত্ত কারক
৪. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো — [মাধ্যমিক-২০২০]
(ক) ছয় বছরের বড়ো (খ) বছর তিনেকের বড়ো (গ) বছর আষ্টেকের বড়ো (ঘ) বছর দশেকের বড়ো ।
*****************************
মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-
১. তপনের লেখা গল্পের নাম কি ছিল ?
(ক) প্রথম দিন (খ) স্কুলের প্রথম দিন (গ) শেষ রাত (ঘ) শেষ দিন ।
২. তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন —
(ক) লেখক (খ) সম্পাদক (গ) প্রোফেসার (ঘ) শিক্ষাবিদ ।
৩. 'রত্নের মূল্য জহুরির কাছেই' — এখানে রত্ন ও জহুরী হল —
(ক) গল্প ও ছোটোমেসো (খ) তপন ও ছোটোমাসি (গ) তপন ও সন্ধ্যাতারার সম্পাদক (ঘ) তপন ও মেজ কাকু ।
৪. 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' —বক্তা হলেন —
(ক) তপনের মেজো কাকু (খ) তপনের মা (গ) তপনের মাসি (ঘ) তপনের বাবা ।
৫. 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে' । এখানে 'ছড়িয়ে পড়া' কথাটির হলো —
(ক) কারেকশনের কথা (খ) গল্প ছাপা হওয়ার কথা (গ) তপনের গল্প লেখার কথা (ঘ) তখন আরও একটা গল্প লিখেছে তার কথা ।
৬. তপনের সম্পূর্ণ নাম কি ছিল ?
(ক) তখন কুমার সেন (খ) শ্রী তপন কুমার বিশ্বাস (গ) তপন কুমার পাল (ঘ) শ্রীতপন কুমার রায় ।
৭. 'এ দেশের কিছু হবে না'— কথাটি কে বলেছিলেন ?
(ক) তপন (খ) ছোটোমেসো (গ) তপনের বাবা (ঘ) তপনের কাকা ।
৮. "তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় ।" —কথাটি কে বলেছেন ?
(ক) তপনের বাবা (খ) তপনের মামা (গ) তপনের মেজোকাকু (ঘ) তপনের ছোটোকাকু
৯. "সূচিপত্রেও নাম রয়েছে ।" নামটি হল—
(ক) শ্রী তপন কুমার ঘোষ (খ) শ্রী তপন কুমার রায় (গ) শ্রী তপন কুমার দাস (ঘ) শ্রী তপন কুমার পাল ।
১০. "কই পড় ? লজ্জা কী ? পড়, সবাই শুনি ।" —কথাটি বলেছিলেন—
(ক) বাবা (খ) কাকা (গ) মা (ঘ) ছোটোমাসি ।
১১. "কীরে তোর্ যে দেখি পায়া ভারী হয়ে গেল ।" —'পায়া ভারী' কথার অর্থ কী ?
(ক) ভারিক্কি হয়ে যাওয়া (খ) পা মোটা হয়ে যাওয়া (গ) গম্ভীর হয়ে যাওয়া (ঘ) অহংকারী হয়ে যাওয়া ।
১২. "এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে —
(ক) গল্পকার, লেখক (খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী (গ) কবি ,লেখক (ঘ) গল্পকার, কথাশিল্পী ।
১৩. 'শুধু এইটাই জানা ছিল না' — অজানা বিষয়টি হল—
(ক) মেসো একজন লেখক (খ) তার গল্প ছাপা হবে (গ) মানুষেই লিখতে পারে (ঘ) সে গল্প লিখতে পারে ।
১৪. 'ছোটোমাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে',— এখানে 'মুরুব্বি' শব্দটি ব্যবহৃত হয়েছে —
(ক) নেতা অর্থে (খ) প্রধান অর্থে (গ) বোদ্ধা অর্থে (ঘ) লেখক অর্থে
১৫. বাড়ির ঠাট্টা-তামাশার আবহাওয়ার মধ্যেই তপন গল্প লিখেছিল—
(ক) একটি (খ) দুটি (গ) দু-তিনটি (ঘ) তিনটে-চারটে
১৬. তপনের মেসো তপনদের বাড়িতে এসে খেলেন—
(ক) ডিম ভাজা ও চা (খ) ডিম ভাজা ও কফি (গ) চা (ঘ) কফি
১৭. 'নতুন নতুন অমন হয় ।' নতুন নতুন কী হয় ?
(ক) ভুল (খ) কারেকশান (গ) আহ্লাদ (ঘ) আনন্দ
১৮. 'সারা বাড়িতে শোরগোল পড়ে যায়' কারণ—
(ক) ইসাব নতুন জামা ছিঁড়ে ফেলেছে
(খ) অপূর্ব বর্মা যাবে
(গ) তপন আস্ত একটা গল্প লিখেছে
(ঘ) তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে
১৯. 'জ্ঞানচক্ষু' গল্পে তপন গল্প লিখে প্রথমে জানিয়েছিল —
(ক) ছোটো মামাকে (খ) ছোটো মাসিকে (গ) ছোটো কাকাকে (ঘ) ছোটো দাদাকে
২০. ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খায়—
(ক) ডিম ভাজা ও চা (খ) ডিম ভাজা ও কফি (গ) তেলেভাজা ও চা (ঘ) পিৎজা ও কফি
২১. "দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর", — এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হল—
(ক) শরৎকাল (খ) গ্রীষ্মকাল (গ) বর্ষাকাল (ঘ) বসন্তকাল
২২. 'জিজ্ঞেস করছি বই তো নয় !' —উক্তিটির বক্তা —
(ক) মেজোকাকু (খ) তপনের মা (গ) মেজোমামা (ঘ) ছোটোমাসি
২৩. 'আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ।' — উক্তিটি —
(ক) তপনের মামার (খ) তপনের বাবার (গ) তপনের মেজোকাকুর (ঘ) তপনের ছোটো কাকুর
২৪. 'তা নইলে ফট করে একটা লিখল, আর ছাপা হল'— বক্তা কে ?
(ক) তপনের মা (খ) তপনের বাবা (গ) তপনের কাকা (ঘ) তপনের মামা
২৫. "তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক ।" — কেমন লেখক ?
(ক) নাম করা লেখক (খ) প্রকৃত লেখক (গ) সত্যিকারের লেখক (ঘ) উদীয়মান লেখক
২৬. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের" — কেন ?
(ক) অন্যের গল্প নিজের নামে ছাপা
(খ) নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া
(গ) নিজের গল্প অন্যের কারেকশান করে ছাপা
(ঘ) পরিচিত বলে গল্প ছাপিয়ে দেওয়া
২৭. ছোটোমেসো কী নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন ?
(ক) গল্পের বই (খ) সন্ধ্যাতারা পত্রিকা (গ) নতুন জামা (ঘ) ভারতী পত্রিকা
২৮. "কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল"— কথাটা হল —
(ক) তপনের কাকা একজন কবি
(খ) তপনের লেখা ছাপা হয়েছে
(গ) তপনের মেসো একজন লেখক
(ঘ) সবাই তপনের গল্প প্রশংসা করছে
২৯. 'এ বিষয়ে সন্দেহ ছিল তপনের'— তপনের সন্দেহ ছিল —
(ক) লেখকদের জীবন সম্পর্কে
(খ) লেখকেরাও সাধারণ মানুষ সে সম্পর্কে
(গ) সত্যিকারের গল্প লেখা যায় এমন ধারণা সম্পর্কে
(ঘ) তার লেখা গল্প ছাপানো হবে এ সম্পর্কে
৩০. 'কিন্তু গেলেন তো —গেলেনই যে' কার সম্পর্কে বলা হয়েছে ?
(ক) ছোটো মাসি (খ) ছোটো মেসোমশাই (গ) ছোটো মামা (ঘ) তপন
৩১. 'এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ।' সন্দেহের বিষয়টি হল লেখকেরা —
(ক) কবি (খ) মানুষ (গ) লেখক (ঘ) গল্পকার
৩২. "গভীরভাবে সংকল্প করে তপন" —
(ক) আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না ।
(খ) মেসোকে নয়, মাসিকেই লেখা জমা দেবে ।
(গ) ডাকে লেখা পাঠাবে ।
(ঘ) তপন নিজে গিয়ে লেখা জমা দেবে ।
***