পিথাগোরাসের উপপাদ্য

Submitted by arpita pramanik on Mon, 04/29/2019 - 07:39

পিথাগোরাসের উপপাদ্য (Pythagoras Theorem)

পিথাগোরাসের উপপাদ্য :- কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান । 

ধরা যাক [tex]ABC[/tex] একটি সমকোণী ত্রিভুজ যার [tex]\angle A[/tex] সমকোণ ।রাইট

প্রমাণ করতে হবে [tex]B{C^2} = A{B^2} + A{C^2}[/tex]

অঙ্কন : সমকৌনিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপরে AD লম্ব অঙ্কন করা হল যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে । 

প্রমাণ : সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ BC এর উপরে AD লম্ব । 

অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC সদৃশ 

সুতরাং [tex]\frac{{AB}}{{BC}} = \frac{{BD}}{{AB}} \Rightarrow A{B^2} = BD \cdot BC[/tex] ......(i)

আবার ত্রিভুজ CAD ও ত্রিভুজ CBA সদৃশ 

সুতরাং [tex]\frac{{AC}}{{BC}} = \frac{{DC}}{{AC}} \Rightarrow A{C^2} = BC \cdot DC[/tex].............(ii)

এখন (i) + (ii) করে পাই 

[tex]\begin{array}{l}
A{B^2} + A{C^2}\\
 = BD \cdot BC + BC \cdot DC\\
 = BC \cdot \left( {BD + DC} \right)\\
 = BC \cdot BC\\
 = B{C^2}
\end{array}[/tex]

অতএব প্রমাণিত [tex]B{C^2} = A{B^2} + A{C^2}[/tex]

আজ থেকে অনেক পূর্বে ( প্রায় 800 BC ) একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ বৌদ্ধায়ন পিথাগোরাসের উপপাদ্যটিকে নিন্মরূপে বলেছিলেন । তিনি বলেছিলেন একটি আয়তকার চিত্রের কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার উভয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান । 

[ The diagonal of a rectangle produces by itself the same area as produced by its both sides ( i.e length and breath )]

এই জন্য এই উপপাদ্যটিকে কখনও কখনও বৌদ্ধায়নের উপপাদ্য বলা হয় । 

পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য  :- কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি সমকোণী হবে, যার বৃহত্তম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে ।

মনে করি ABC ত্রিভুজের AB বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল BC ও AC বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ , [tex]A{B^2} = B{C^2} + A{C^2}[/tex]

রাইট

প্রমাণ করতে হবে [tex]\angle ACB = {90^ \circ }[/tex] = 1 সমকোণ 

অঙ্কন : CB এর সমান করে FE সরলরেখা অঙ্কন করলাম। FE বাহুর উপরে F বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে CA বাহুর সমান করে FD অংশ কেটে নিলাম এবং DE বিন্দুদ্বয় যোগ করলাম। 

প্রমাণ : 

[tex]\begin{array}{l}
A{B^2} = B{C^2} + A{C^2}\\
 = E{F^2} + D{F^2}
\end{array}[/tex]

( যেহেতু অঙ্কনানুসারে EF = BC এবং AC = DF )

[tex] = D{E^2}[/tex]

এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB = DE , BC = EF এবং AC = DF 

অতএব ত্রিভুজ ABC [tex] \cong [/tex] ত্রিভুজ DEF 

অতএব [tex]\angle ACB = \angle DFE = {90^ \circ }[/tex]= 1 সমকোণ ( যেহেতু [tex]DF \bot EF[/tex] অঙ্কনানুসারে )

অতএব [tex]\angle ACB = {90^ \circ }[/tex] = 1 সমকোণ 

উদাহরণ 1.  [tex]ABC[/tex] সমকোণী ত্রিভুজের [tex] \angle ABC[/tex] = এক সমকোণ এবং [tex]AB = 5[/tex] সেমি এবং [tex]BC =12[/tex] সেমি । [tex]ABC[/tex] ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত ?

সমাধান : যেহেতু [tex] \angle ABC[/tex] = এক সমকোণ, সুতরাং [tex]AC[/tex] হল [tex] \triangle ABC[/tex] -এর পরিবৃত্তের ব্যাস । এখন সমকোণী ত্রিভুজ [tex]ABC[/tex] থেকে পাই —

[tex]AC^2=BC^2+AB^2= \left( {12} \right)^2+5^2=144+25[/tex]

         [tex]=169=\left( {13} \right)^2[/tex] 

[tex]\therefore AC=13[/tex]

[tex]\therefore \triangle ABC [/tex]-এর পরিব্যাসার্ধ =[tex]{{13} \over 2}[/tex] সেমি = [tex] 6.5[/tex] সেমি.  

উদাহরণ 2.  [tex]ABC[/tex] সমকোণী ত্রিভুজের [tex] \angle B[/tex] সমকোণ এবং [tex]BD \bot AC[/tex] হলে নীচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক হবে ?

(i) [tex]BC^2+DC^2=AC^2[/tex]

(ii) [tex]AB^2-BC^2=AD^2-CD^2[/tex]

(iii) [tex]BC^2-BD^2=AB^2-AD^2[/tex]

সমাধান : [tex]\triangle ABD[/tex] সমকোণী ত্রিভুজ

[tex]\therefore AB^2=BD^2+AD^2[/tex]

আবার সমকোণী ত্রিভুজ [tex]BCD[/tex]-এর [tex]BC^2=BD^2+CD^2[/tex]

[tex]\therefore AB^2-BC^2= \left( BD^2+AD^2 \right) - \left( BD^2+CD^2 \right) =AD^2-CD^2 [/tex]

[tex]\therefore[/tex] (ii) সম্পর্কটি সঠিক ।

*****

Comments

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

দ্বিঘাত করণী (Quadratic Surds)

করণীর বিভিন্ন আকার (Different types of Surds) , করণীর ক্রম ( Order of Surds ), করণীর সরলতম আকার ( Simple form of Surds ), অনুবন্দি বা পূরককরণী ( Conjugate or Complementary Surds ) ...

অনুপাত ও সমানুপাত

অনুপাত, গুরু অনুপাত ( Ratio of greater inequality ) ও লঘু অনুপাত ( Ratio of less inequality ), বিভিন্ন ধরণের অনুপাত সম্পর্কে ধারণা , সমানুপাত, বিভিন্ন ধরণের সমানুপাত সম্পর্কে ধারণা, সমানুপাতের কয়েকটি প্রয়োজনীয় ধর্ম,

সরল সুদকষা (Simple Interest)

আসল বা মূলধন, সুদের হার, মোট সুদ, সুদ-আসল বা সবৃদ্ধিমূল, অধমর্ণ, উত্তমর্ণ, সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে ...

মিশ্রণ (Alligation or Mixture)

গণিতে মিশ্রণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মূল্যের বিভিন্ন দ্রব্যকে কি অনুপাতে মেশালে একটি নির্দিষ্ট মূল্যের মিশ্রিত দ্রব্য উৎপন্ন হবে আবার একটি মিশ্রিত দ্রব্যের মধ্যে কত পরিমাণে বা ওজনে বা মূল্যের দ্রব্য আছে। প্রত্যেক বস্তুর মূল্য ও পরিমাণ জানা থাকলে উহাদের মিশ্রণে উৎপন্ন দ্রব্যের মূল্য নিণয় করা যায়। এই মূল্যকে পড়তা বলে।