গুল্ম ও তৃণ অঞ্চল (Shrub and Grass Areas) : ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত ৫০ সেন্টিমিটার থেকে ১০০ সেন্টিমিটার, সেখানে বড় গাছ না জন্মে তৃণ বা গুল্মের জন্ম হয় । ভারতে সাবাই, কাশ, মঞ্জু ইত্যাদি জাতীয় ঘাস কাগজ প্রস্তুত করতে প্রযোজন হয় এবং অন্যান্য ঘাস ঘর ছাওয়ার কাজে লাগে । আরাবল্লীর পূর্বাংশ, গুজরাট, পশ্চিমঘাট পর্বতমালার বৃষ্টিচ্ছায় অঞ্চলে এই বনভুমি দেখা যায় ।
*****
- 2463 views