হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

Submitted by arpita pramanik on Fri, 03/15/2013 - 21:59

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ :

 

বিকারক অ্যাসিড পর্যবেক্ষণ
(1) BaCl2 দ্রবণে HCl কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না ।
H2SO4 BaSO4 -এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HCl বা HNO3 -তে অদ্রাব্য ।  BaCl2 + H2SO4 = BaSO4↓ + 2HCl
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।

(2) AgNO3

দ্রবণে

HCl AgCl -এর সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য । AgNO3 + HCl = AgCl↓ + HNO3  AgCl + 2NH3 = [Ag (NH3)2Cl] (জলে দ্রাব্য) ।
H2SO4 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
(3) বলয় পরীক্ষা HCl দুই তরলের সংযোগস্থলে কোন বাদামি বলয় উৎপন্ন হয় না ।
H2SO4 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় না ।
HNO3 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় ।
(4) Cu ছিব্ড়ার সঙ্গে  উত্তপ্ত করলে HCl বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
H2SO4 বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
HNO3 বাদামি বর্ণের গ্যাস (NO2) নির্গত হয় ।  Cu + 4HNO3 = Cu (NO3)2 + 2NO2↑ + 2H2O

 

HCl, HNO3 এবং H2SO4 - এর গঠন সংকেত :

 

*****

Related Items

তাপ পরিমাপের একক ও আপেক্ষিক তাপ

তাপের পরিমাপ নির্ণায়ক বিষয়সমূহ, কোনো বস্তুর তাপের পরিমাণ বস্তুর ভর, উষ্ণতা এবং প্রকৃতির ওপর নির্ভে করে । কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে । ...

গাণিতিক উদাহরণ : তাপ (Heat)

তাপ সম্পর্কিত গাণিতিক উদাহরণ । বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত গাণিতিক প্রশ্নের সমাধান আলোচনা করা হলো । ...

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব-স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে অর্থাৎ, প্রাথমিক অন্তরকে যথাক্রমে সমান 100 এবং 180 ভাগে ভাগ করা হয়েছে । সুতরাং বলা যায়, সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর । ...

থার্মোমিটার স্কেল

উষ্ণতা মাপার স্কেল তৈরি করার জন্য দুটি নির্দিষ্ট উষ্ণতা স্থির ধরে নেওয়া হয় । এই উষ্ণতা দুটিকে স্থিরাঙ্ক বলে । প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় অথবা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন-স্থিরাঙ্ক বা হিমাঙ্ক ...

উষ্ণতার পরিমাপ

তাপের প্রভাবে পদার্থের অনেক ভৌত গুণাবলীর পরিবর্তন হয় । যেমন— কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ, পরিবাহীর রোধের পরিবর্তন ইত্যাদি । উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদার্থের এই সমস্ত ভৌত গুণাবলীর নিয়মিত পরিবর্তনকে কাজে লাগিয়ে উষ্ণতার পরিমাপ করা হয় । ...