রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা

Submitted by arpita pramanik on Mon, 10/08/2012 - 22:19

রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা (Chemical bond, Ionic Valency, Co-valency) :

দুই বা ততোধিক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন গুলির সুনির্দিষ্ট সমাবেশের ফলে পরমাণুগুলির মধ্যে যে মিলনের বা বন্ধনের সৃষ্টি হয় সেই বন্ধনকে রাসায়নিক বন্ধন বলে । রাসায়নিক বন্ধন -এ অংশগ্রহণকারী প্রত্যেকটি পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলির স্বাভাবিক বিন্যাসের পরিবর্তন ঘটে । 

মৌলিক পদার্থের পরমাণুগুলি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগের অনু সৃষ্টি করে যৌগের অনু গঠনের সময় বিভিন্ন মৌলের কয়টি পরমাণু পরস্পর যুক্ত হবে তা মৌলের যোজ্যতার উপর নির্ভর করে ।

যোজ্যতা (Valency of Elements) : কোন মৌলের অন্য কোন মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে । কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা হাইড্রোজেনের কোন যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে সেই সংখ্যা দ্বারা মৌলের যোজ্যতা পরিমাপ করা হয় ।

অতএব, মৌলের যোজ্যতা =  মৌলটির সঙ্গে যুক্ত H পরমাণুর সংখ্যা /যৌগটির মধ্যে ঐ মৌলের পরমাণুর সংখ্যা

 

বর্তমানে পরমাণুর ইলেকট্রনীয় গঠনের উপর ভিত্তি করে মৌলের যোজ্যতা এবং পরিমাপের নতুন ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে । এই মতবাদ কে ইলেকট্রনীয় মতবাদ বলে । ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বিভিন্ন মৌলের পরমাণু গুলি যখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তখন মোটামুটিভাবে দুই ধরনের যোজ্যতা প্রকাশ পায় —

  1. তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা (Electro-valency or Ionic Valency)
  2. সমযোজ্যতা (Co-valency)

এছাড়া আর এক ধরনের যোজ্যতার কথা বলা হয়ে থাকে সেটি হল অসম যোজ্যতা (Co-ordinate Co-valency) । তবে অসম যোজ্যতা বিশেষ ধরনের সমযোজ্যতা ছাড়া আর কিছু নয় ।

রাসায়নিক বন্ধনী [Chemical bonding]

রাসায়নিক বন্ধন [Chemical bond]:-

যোজ্যতার ইলেক্ট্রনীয় মতবাদ [Electronic theory of valency]:-

ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা [Electro-valency]:-

তড়িৎ-যোজ্যতা:-

তড়িৎ-যোজী যৌগ :-

[১] সোডিয়াম ক্লোরাইড অণুর গঠন :-

[২] ক্যালশিয়াম ও অক্সিজেনের সংযোগে ক্যালশিয়াম অক্সাইড তৈরি হয় :-

তড়িৎ-যোজী যৌগগুলির বৈশিষ্ট্য :-

সমযোজ্যতা [Covalent]:-

সমযোজ্যতা [Covalent]:-

ইলেকট্রন বিন্দু গঠন [Electron dot structure]:-

সমযোজী যৌগ :-

সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য :-

তড়িৎযোজী এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে তুলনা

*****

Comments

Related Items

তাপের ঘটনাসমূহ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ- পদার্থ কে উত্তপ্ত করলে তার ---, পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --, γr, γa এবং γg এর মধ্যে সম্পর্ক টি হল ---, গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

রাসায়নিক গণনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি সঠিক সেটি লেখ, যে কোন রাসায়নিক বিক্রিয়ার পর ভর ও শক্তির মোট পরিমাণ --, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো ---, 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন ?, গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আণবিক ভর (M) ...

গ্যাসের আচরণ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : চার্লসের সূত্রে ধ্রুবক হল --, বয়েলের সূত্রে ধ্রুবক হল --, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---, পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---, গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---, নিচের কোনটি চাপের SI একক ?, --

পরিবেশের জন্য ভাবনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান --, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো --, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ---, সৌর শক্তির উৎস হচ্ছে ---, নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

Class X Physical Science and Environment (New Syllabus)

পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলো তড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ধাতুবিদ্যা, পরমাণুর নিউক্লিয়াস, জৈব রসায়ন