ছোট প্রশ্ন ও উত্তর - রাসায়নিক বন্ধনী (Chemical Bonding) :
প্রশ্ন:- যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?
উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে ।
প্রশ্ন:- যোজ্যতা কক্ষ কী ?
উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে যোজ্যতা কক্ষ বলে ।
প্রশ্ন:- সমাবয়বতা ধর্ম কোন প্রকার যৌগে দেখা যায় ?
উত্তর:- সমযোজী যৌগে সমাবয়বতা ধর্ম দেখা যায় ।
প্রশ্ন:- কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ?
উত্তর:- HCl গ্যাস একটি সমযোজী যৌগ । HCl গ্যাস জলে দ্রবীভূত হয়ে আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ।
প্রশ্ন:- NaCl এবং CCl4 যৌগ দুটির কোনটি অণু গঠনে সক্ষম ?
উত্তর:- NaCl এবং CCl4 যৌগ দুটির মধ্যে CCl4 অণু গঠনে সক্ষম ।
প্রশ্ন:- MgCl2 এবং CHCl3 -এর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ?
উত্তর:- MgCl2 এবং CHCl3 -এর মধ্যে MgCl2 তড়িৎ বিশ্লেষ্য ।
প্রশ্ন:- CH4 যৌগে কার্বনের যোজ্যতা কত হবে এবং কেন ?
উত্তর:- CH4 যৌগে কার্বনের যোজ্যতা = 4; এই যৌগে কার্বন পরমাণু 4টি ইলেকট্রন জোড় গঠন করে বলে কার্বনের যোজ্যতা 4 হয় ।
প্রশ্ন:- নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে ?
উত্তর:- হিলিয়ামের ক্ষেত্রে 2টি এবং বাকি নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8 টি ইলেকট্রন থাকে ।
প্রশ্ন:- কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর:- কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌলটি হল নিয়ন (Ne) ।
প্রশ্ন:- H2O এবং CaH2 যৌগ দুটির কোনটি অণু গঠনে সক্ষম ?
উত্তর:- H2O এবং CaH2 যৌগ দুটির মধ্যে H2O অণু গঠনে সক্ষম ।
প্রশ্ন:- অষ্টক সুত্র কী ?
উত্তর:- মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ওজন হিসাবে সাজানো হয়, তবে প্রত্যেক অষ্টক মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে । 1863 সালে বিজ্ঞানী নিউল্য্যান্ড অষ্টক সূত্রের অবতারণা করেন ।
প্রশ্ন:- তড়িৎযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি কেন ?
উত্তর:- তড়িৎযোজি যৌগের আয়নগুলির মধ্যে আকর্ষণ তীব্র হওয়ায় এদের বিচ্ছিন্ন করতে বেশি তাপশক্তির প্রয়োজন হয় । তাই তড়িৎযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি হয় ।
*****
- 13421 views