তাপের ঘটনাসমূহ
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ
1. পদার্থ কে উত্তপ্ত করলে তার ---
A. সংকোচন হয় B. প্রসারণ হয় C. ঘনত্ব অপরিবর্তিত থাকে D. আকার অপরিবর্তিত থাকে
2. রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল ---
A. °C-1 B. m C. m-1 D. °C
3. পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --
A. ইস্পাতের B. লোহার C. তামার D. পিতলের
4. γr, γa এবং γg এর মধ্যে সম্পর্ক টি হল ---
A. γa = γr + γg B. γr = γa + γg C. γg = γa + γr D. γr = γa - γg
5. কোনটির তাপ পরিবাহিতা ( cal cm-1 s-1 K-1 এককে ) সর্বোচ্চ ?
A. তামা B. সোনা C. লোহা D. হিরে
6. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---
A. 1/273 °C-1 B. 273 °C-1 C. 273 K D. 1
7. পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় ---
A. কঠিন পদার্থে B. তরল পদার্থে C. গ্যাসীয় পদার্থে D. শূন্যে
8. রূপা তামা লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি ---
A. তামার B. লোহার C. রুপোর D. কাচের
9. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেলে ---
A. বৃদ্ধি পায় B. হ্রাস পায় C. অপরিবর্তিত থাকে D. বৃদ্ধি বা হ্রাস পায়
10. তাপ পরিবাহিতার একক ----
A. cal-1 s-1 cm-1 °C-1 B. cal s cm °C C. cal-1 s cm °C-1 D. cal s-1 cm °C-1
11. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের একক হল ---
A. K B. K-1 C. m2 D. m-2
12. তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এর ---
A. সমান হয় B. বেশি হয় C. কম হয় D. বেশি অথবা কম হতে পারে
13. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হল --
A. m-3 B. m3 C. °F D. °F-1
14. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিন টির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ---
A. বৃদ্ধি পায় B. হ্রাস পায় C. অপরিবর্তিত থাকে D. বৃদ্ধি বা হ্রাস পায়
15. কঠিন এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে ---
A. হ্রাস পায় B. বৃদ্ধি পায় C.অপরিবর্তিত থাকে D. বৃদ্ধি বা হ্রাস পায়
16. নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?
A. উষ্ণতা B. দৈর্ঘ্য C. উপাদানের প্রকৃতি D. প্রস্থচ্ছেদ
- 6053 views