হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

Submitted by arpita pramanik on Fri, 03/15/2013 - 21:59

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ :

 

বিকারক অ্যাসিড পর্যবেক্ষণ
(1) BaCl2 দ্রবণে HCl কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না ।
H2SO4 BaSO4 -এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HCl বা HNO3 -তে অদ্রাব্য ।  BaCl2 + H2SO4 = BaSO4↓ + 2HCl
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।

(2) AgNO3

দ্রবণে

HCl AgCl -এর সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য । AgNO3 + HCl = AgCl↓ + HNO3  AgCl + 2NH3 = [Ag (NH3)2Cl] (জলে দ্রাব্য) ।
H2SO4 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
(3) বলয় পরীক্ষা HCl দুই তরলের সংযোগস্থলে কোন বাদামি বলয় উৎপন্ন হয় না ।
H2SO4 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় না ।
HNO3 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় ।
(4) Cu ছিব্ড়ার সঙ্গে  উত্তপ্ত করলে HCl বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
H2SO4 বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
HNO3 বাদামি বর্ণের গ্যাস (NO2) নির্গত হয় ।  Cu + 4HNO3 = Cu (NO3)2 + 2NO2↑ + 2H2O

 

HCl, HNO3 এবং H2SO4 - এর গঠন সংকেত :

 

*****

Related Items

তাপের স্বরূপ ও উষ্ণতা বা তাপমাত্রা

সাধারণ ভাবে তাপের সংজ্ঞা দেওয়া যায় : যে প্রাকৃতিক কারণে ঠান্ডা ও গরমের অনুভূতি জাগে তাকে তাপ বলে । তাপ বলতে এমন কিছু বোঝায় যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় । তাপের কোনো আকার, আয়তন, ভর, গন্ধ বা বর্ণ নেই ।

ওজন-আয়তন সংক্রান্ত গণনা

গ্রাম-আণবিক ভর এবং গ্রাম-আণবিক আয়তনের ব্যবহারিক প্রয়োগ, ওজন-আয়তন সংক্রান্ত গণনা, গাণিতিক উদাহরণ

ওজন-ওজন সংক্রান্ত গণনা

গ্রাম-আণবিক ভর এবং গ্রাম-আণবিক আয়তনের ব্যবহারিক প্রয়োগ, ওজন-ওজন সংক্রান্ত গণনা, পদার্থের পারমাণবিক ভর ও আণবিক ভর জানা থাকলে রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ায় সংশ্লিষ্ট বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির ভর জানা যায় । ...

রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ

যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক সংযোগের মাধ্যমে এক বা একাধিক ভিন্নধর্মী নতুন পদার্থ উত্পন্ন করে, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে । যে পদার্থ বা পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের বিকারক ...

গাণিতিক প্রশ্নোত্তর : অ্যাভোগাড্রোর সূত্র

অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কিত গাণিতিক প্রশ্নোত্তর ও তার সমাধান এখানে দেওয়া হলো । বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর আলোচনা ও তার সমাধান ...